এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ২০:০০ | 122.167.209.136
  • হ্যাপ্পি বাড্ডে পিপি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১৯:২৭ | 80.239.242.214
  • আজ পিপির হ্যাবাড্ডি বুঝি? পিপি বেইব্যয়, হ্যাবাড্ডি। আশীর্ব্বাদ করি, শিগ্গির শিগ্গির দিল্লি চোলে আয় ঃ-)
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৯:১৩ | 72.83.100.43
  • পিপ্পিকে হ্যাপ্পি বাড্ডে !
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৯:০৯ | 72.83.100.43
  • বলি, বলির অ্যাডগুলোও আসছে তো ?
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৮:২২ | 59.163.30.2
  • কুমুদি, এবার বুঝেচি, ক্লায়েন নয়, মা নিজে বলি চাইবেন :)) -- ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মানে মিডিয়াম লাগলে তার জন্যও এট্টা অ্যাড দিতে হবে!
  • kumu | ০৪ আগস্ট ২০১১ ১৮:১৮ | 122.160.159.184
  • দে,সব নারীই হল গে তোমার মহাশক্তির অংশ।
    (আশা করি,এ বিষয়ে কারো কিছু বলার নেই)।

    মা কি নিজের অংশের বলি নেবেন?মনে হয় না।
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ১৮:১৭ | 204.138.240.254
  • হ্যাঃ, কালাপানি পার হয়েছে গোমাংস খায় সে আবার নাকি নিষ্ঠাবান বামুন!
  • aka | ০৪ আগস্ট ২০১১ ১৮:০৫ | 168.26.215.13
  • পুরোহিত লাগলে বলবেন, নারায়ণ থেকে যম সবরকম পুজোর অভিজ্ঞতা সম্পন্ন অন্তত ১০০ টাকা প্রণামী পাওয়া নিষ্ঠাবান ব্রাহ্মণ। দাবী বলতে পুজোর আগের রাতের হবিষ্যি ক্লায়েনকে দিতে হবে। চাইনিজ হলেই ভালো।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৭:৫৭ | 121.244.209.245
  • অ্যাদ্দিন বলতে না, পকাবু পকাবু... এ হল পকাসা।
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৭:৫৭ | 203.197.30.4
  • কাজু আর নেতাইয়ের কোন ভয় নাই -- কোং তার কর্মীদের নিচ্চই বলি দেবে না!

    ফরিদা, ক্যামেরা বলি? :))

    কুমুদি, আর নারী চাইলে? মানে বলি হিসেবে?
  • pharida | ০৪ আগস্ট ২০১১ ১৭:৫২ | 61.16.232.26
  • সেই ভালো। আমি শিগ্গির নতুন ক্যামেরা কেনার প্ল্যান করছি ঃ))

    পুরোনোটার মায়া কাটছে না !
  • kumudini | ০৪ আগস্ট ২০১১ ১৭:৪৯ | 122.160.159.184
  • তবে আমার কথা খাটলে ,প্রথমেই ফরিদার ক্যামেরাটা মায়ের চরণে উৎসর্গ করা হবে।
  • pharida | ০৪ আগস্ট ২০১১ ১৭:৪৯ | 61.16.232.26
  • একটা মেল এলো, লিখছেঃ এটা নাকি জনৈক
    লালা রাম সামোসায়ালার দোকানের সামনের নোটিশ এর মানে হবে দয়া করে খুচরো পয়সায় দাম দেবেন ঃ))

    "Change can't b given 2 u every time, U must bring d change"...
  • kumu | ০৪ আগস্ট ২০১১ ১৭:৪৭ | 122.160.159.184
  • এ হোল গে ব্যবসার মত।ক্লায়েন্ট নর চাইলে নর,কুমড়ো চাইলে কুমড়ো,দাড়ি চাইলে দাড়ি বলি দেয়া হবে।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৭:৪২ | 121.244.209.245
  • দে-দি একটু বলো না কুমুদিকে। নরবলি-টলি তুলে দিতে, ও অ্যাডে যাই থাকুক না কেন। নইলে গেলাম আমি আর নেতু।
  • pharida | ০৪ আগস্ট ২০১১ ১৭:৪২ | 61.16.232.26
  • de , এইসব বালখিল্যের দল শুধু বলি বলি করে যায় বলিতে পারেনা। বাদ্দ্যান ঃ))
  • pharida | ০৪ আগস্ট ২০১১ ১৭:৩৬ | 61.16.232.26
  • বলির জন্য নতুন অ্যাড দিতে হবে - বলি হলে কুড়ি ফ্রি !!

    সিকিও নাম লেখাবে !!
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৭:৩৬ | 59.163.30.3
  • মূল্য ধরে লাউ-কুমড়ো বলি দিলে হয় না? এদের যত্তসব নন-ভেজ ব্যাপারস্যাপার!
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১৭:৩১ | 121.241.98.225
  • আর আমি দেড়েল হলে বলির জন্য লোক খুঁজতে হতনা। সিকিদার ভাগ্যাকাশেই সেই খাঁড়া ঝুলতো। তারপর ঝপ করে নেবে আসতো গলা বরাবার। বলপূর্বক বলিদান।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৭:৩০ | 122.160.114.85
  • অত খুঁত ধরলে চলে না । গলাই তো কাটা হবে, নাক তো আর নয় । দাড়িও নয় ।
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ১৭:২৭ | 202.91.136.71
  • এঃ নাকে দাড়ি থাকা মোটেও ফটোজেনিক নয়!
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১৭:২৫ | 121.241.98.225
  • অল্পবিস্তর দাড়ি আছে বটে তবে দেড়েল কেন হতে যাবো? হাঁড়িকাঠে গলা গলানোর জন্য আমি ঠিক উপযুক্ত নই। এটুকুই বক্তব্য। এই কারনেই নাক গলানো।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৭:১৮ | 72.83.100.43
  • দেখেচো, এইসব করে কুমুদি অ্যাড দেওয়াটা কেমনি করে কাটিয়ে দিচ্ছে !
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৭:১৫ | 72.83.100.43
  • নেত্যই কি তবে ছদ্মবেশী দেড়েল ? কহানীমে নয়া টুইস্ট !
  • kumu | ০৪ আগস্ট ২০১১ ১৭:১৪ | 122.160.159.184
  • একটু সময় ছিলাম না,আর এরা যা মনে আসে লিখে রেখেচে,ক্যানো কুমুদিনী লিমিটেড ক্যানো?
    গুরুচন্ডালি আনলিমিটেড,ভাটিয়ালি আনলিমিটেড-এইসব নাম হোক।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৭:১৪ | 59.163.201.173
  • ডোন্ট ওয়রি নেতু। আমার পরেই সেকেন্ড চান্স তোমার। আমি তো আর বারবার মত্তে পার্বো না।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৭:১১ | 59.163.201.173
  • নরবলি হতে আবার কোন স্কিল লাগে নাকি? অ্যাডে ওই পয়েনটা না থাক্লেই ভালো হত। ঃ-((
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১৭:১০ | 121.241.98.225
  • আমি অনেকবার বলির পাঁঠা হয়েছি। বলির নর আর হতে পারলাম না। আপনারা নিজগুনে মাফ করে দিবেন।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৭:০৬ | 122.160.114.85
  • বাঃ । কাজুরও এই স্কিল আছে ? সাবাস গুরু ।
  • pharida | ০৪ আগস্ট ২০১১ ১৭:০৩ | 61.16.232.26
  • দেড়েলকেই বছরে দু-তিনবার নরবলি দিলেই চলবে।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৭:০২ | 121.244.209.245
  • কুমুদি দেখতে পেলে ঠিক নরবলির জন্যে আমার নাম নমিনেট করবে। সিওর।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৭:০১ | 122.160.114.85
  • আর হ্যান্ডবিলে ডিসকাউন্ট অফারগুলূ থাকা দরকার । যেমন সারা বছরের সাপ্তাহিক লক্ষ্মীপুজো আর সন্তোষীপুজোর বরাত দিলে ৫০ সপ্তাহের পয়সা দিলেই চলবে ।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫৮ | 122.160.114.85
  • কিছু স্টাফ লাগবে নরবলি হওয়ার জন্য । দেড়েল চলতে পারে ?
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫৫ | 121.244.209.245
  • খাসা বিজ্ঞাপন ! তুলনা-আ-আ-রহিত !

    কিন্তু নরবলি !!!
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫৪ | 72.83.100.43
  • এই অ্যাডটা এবারে কা গু তে দিয়ে দ্যান। দেবেন নাকি ?
    ঃ)
  • pi | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫৩ | 72.83.100.43
  • পামিতাদি, অনুগত জনে টা শুনোনা। ওটা সেদিন ভাটে লেখার সময় ঝোঁকের মাথায় করে ফেলেছি। কথা, সু টুর ঠিকঠাক নেই মনে হয়। আমি গানটা খুঁজছি ( রাইচাঁদ বড়ালেরটা না। ওটা বড্ড বেশি অন্যরকম।)। পেলে শুনে নিয়ে ঠিক করে তুলবো।
  • dd | ০৪ আগস্ট ২০১১ ১৬:৫২ | 124.247.203.12
  • এরকম হতে পারে

    কুমুদিনি আনলিমিটেড

    সকল প্রকার পুজার যাবতীয় কাজ করিয়া থাকি,নরবলি ইস্তক।

    আপ্নে শুধু গ্যাঁট হয়ে বসে থাকুন আর স্ট্রবেরি সিন্নি (চিলড) খান, সব কাজ আমরাই করবো। সাষ্টাংগ প্রনাম থেকে দন্ডি দেওয়া, কোনো চিন্তা নেই। আমরা আছি। চাইলে ডিগবাজিও পাবেন।

    উপবাস কর্বেন তো আমাদের খপর দিন। আপনি সপাটে গিলুন, আমরা আপনের হয়ে নির্জলা উপবাস করে দেবো।

    পয়সা আপনের,পুণ্যও আপনের।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৬:৪৬ | 121.244.209.245
  • এইত্তো না ! লিমিটেড ছাড়া আর কী মিল পেলে বাপু? আর সব কোং এর নামেই লিমিটেড থাকে।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১৬:৩৬ | 123.242.248.130
  • পরশুরাম থেকে আইডিয়া ঝাড়লে যে-কেউ ধত্তে পারবে। ঃ)
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ১৬:৩১ | 202.91.136.71
  • ভটচাযবাবুর পিতেমো পুরোহিত দর্পণ প্রণেতা।
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১৬:২৩ | 121.241.98.225
  • কে এন এলের আইপিও বাজারে আসছে।
  • kc | ০৪ আগস্ট ২০১১ ১৬:২৩ | 194.126.37.78
  • কুমুদি, পঞ্জিকাতেই কাজ চলে যায়, আবার পুরোহিত দর্পণ কেন বাপু?

    দে, ক¾ট্রাডিকশনের কী আছে? মহামতী লেনিন, পাদ্রীদেরও কম্যুনিস্ট পার্টির মেংবার হওয়ার বিষয়ে কত বড় 'ভাট' দিয়েছিলেন পড়েননাই?
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৬:২১ | 203.197.30.4
  • দুটি করে বাতাসা আর একমুঠ ভিজানো ছোলা -- রিসেশান কাটলে একখান চাঁপাকলা দেওয়ার কথা ভাবা যেতে পারে!

    অপ্পন, ভটচাজ বাবুও দপ্পণ পড়েন? :))
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১৬:০৫ | 122.160.114.85
  • ইয়ে কে এন এল শেয়ারকা ভাও কিতনা হ্যায় ?
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৫:৫৭ | 121.244.209.245
  • আজ আমার কী স্মরণীয় দিন !

    সিদ্ধেশ্বরী লিমিটেড মনে পড়ছে তো?
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ১৫:৫৬ | 202.91.136.71
  • দে'র প্রশ্নের উত্তর হল বুদ্ধ ভটচাজ।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১৫:৫৩ | 123.242.248.130
  • বেশ পরশুরাম কাটিং নামখানা হয়েছে কিন্তু ...
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৫:৪৭ | 203.199.33.2
  • কিন্তু কেসি, সিপিয়েম আর পুরোহিত দর্পণে কোন ক¾ট্রাডিকশন নাই? :))
  • de | ০৪ আগস্ট ২০১১ ১৫:৪৬ | 203.199.33.2
  • নামখানা কিন্তু কাজু দারুণ দিয়েচে :))
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১৫:৪২ | 121.244.209.245
  • কোং টিরেনিং দেবে না? ভালো রিসোর্স আগে অ্যাপয়েন করে নিয়ে একটু-অধটু টিরেনিং দিয়ে নিলেই তো হবে। "কুমুদিনী নিত্যপূজা লিমিটেড" কি সে খচ্চাটুকুও করবে না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত