এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০১:০৭ | 12.149.39.84
  • পাই তুই গাইলে, কেমন যেন অদৃশ্য বাজনারও রেশ থাকে--মনেই হয়না খালি গলায় গেয়ে যাচ্ছে মেয়েটা--অসা!
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০১:০৬ | 72.83.100.43
  • নিনাদি, থ্যাংকু, থ্যাংকু ! ;)

    কিন্তু এই রাই কনকমুকুর নিয়ে আমার কিছু ইনফো দরকার। কেউ জানলে এট্টু হাত তুলুন !
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০১:০৫ | 72.83.100.43
  • পামিতাদি, এটা অনেক অনেকদিনের ইচ্ছে। কিন্যু সাহস করে করে উঠতে পারিনা ঃ(

    তুমি খমাজটা শুনলে ? সাওন বিতো জায় পিহরওয়া ...
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০১:০৪ | 182.64.71.44
  • মৌসুমি ভৌমিক বলতে মনে পড়লো। যশোর রোড।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০১:০৪ | 12.149.39.84
  • রাইট! পাই, আনুষ--জাস্ট পাগলা হয়ে গেছি শুনে---আর কাল তোর রাই কনকমুকুর শুনেও পাগলা হয়ে গেছে
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০১:০৪ | 122.172.31.182
  • এই গানটা পাই রেকড কল্লে পারো - দারুণ খুলবে তোমার গলায়।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০১:০৩ | 72.83.100.43
  • হ্যাঁ, নিনাদি। ফরিদা খানুমের পাশে আশা ফ্যাকাশে। এই গানটাতে।
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০১:০৩ | 122.172.31.182
  • নীনাদি, ফারিদা খানুম।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০১:০২ | 12.149.39.84
  • ওটা ফরিদা খানুমের মতন কেউ গাইতে পারেনা---আশা ও নয়
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০১:০১ | 122.172.31.182
  • আরে তাল রাখতে পারছি না। এতো লিং। তারপর গান শুনতে শুরু করলে তো কথাই নেই। পাঁচপাতা লেখা পড়ে গেল।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০১:০১ | 72.83.100.43
  • আমারটা এক নিগাহ ক্যা মিলি ছিল।
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০১:০১ | 182.64.71.44
  • আজ জানেকি জিদ না করো। অজ্জিনাল ফারিদা খানুমের গলাতেই। আশাজির গলাতেও গানটা আছে।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০১:০১ | 72.83.100.43
  • নিনাদি, আনুষের কথা বলছো মনে হয়। খুব সুন্দর।
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০১:০০ | 122.172.31.182
  • সবাই একটু কথায় প্রথম লাইনটা লিখে তারপর লিংটা দাও না।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৯ | 72.83.100.43
  • পামিতাদি, এটা সেদিন ই দিয়েছিলুম তো।
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৯ | 182.64.71.44
  • নিনাদিকি মৌসুমি ভৌমিকের কথা বলছো?
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৯ | 12.149.39.84
  • আমি তো এখান এশুনতে পাচ্ছিনা ঃ-(( কিন্তু পামিতা
    আজ জানে কি জিদ না করো
    তুমি কর গলায় শুনছ??
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৮ | 182.64.71.44
  • পাঅরমিতাদি, যাষ্ট এই গানটার লিং দুক্কুরবেলায় গানের টইতে দিয়া আছিলাম।
    সুপার্ব।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৮ | 12.149.39.84
  • নেতাই, মেহেন্দি হাসা। ছোতে গুলাম আলি নুসরত আর রাহত এঁরা তো দারুণ। নূরজহাঁ ও খুব সুন্দর।
    সেদিন কোথায় একটি বাংলাদেশের মেয়ের গান শুনলাম---কারুর পাতায় লিংক এ --দারুণ কিন্তু মনেই পড়ছে না এখন ---ছেলেমানুষ মেয়ে বোধহয় ইন্দোডাগদারের পাতায়
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৭ | 72.83.100.43
  • ওফ্‌ফ ! শান্তি।
    এই গানটা কখন থেকে খুঁজছিলাম। প্রথম লাইনটা মনেই পড়ছিলো না।
    খালি কিশোরের হা- হাহহাহহাহা আর কিঁচ কিঁচ ।



    আন্না !

    এবার খালি এটাই শুনবো।
    একবার সারা রাত ধরে শুনেছিলাম। কেন জানিনা অবশ্য। দুঃখু টুঃখু সব উড়ে যায় বলে বোধহয় । ঃ)
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৭ | 122.172.31.182
  • বাঃ। দুটোই তো 'এই তো হেথায়'-এর মিটারে ফিট করে যায়।
  • SR | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৬ | 130.91.112.231
  • Pi তুমিও জানাতে পারো
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৬ | 182.64.71.44
  • লতাদিদির কথায়, উনি যখন মার্কেটে আসছেন তখন নাকি হেভি টাফ কমপিটিশন। বাজার দাপিয়ে বেড়াচ্ছে গীতা দত্ত। মেরা নাম চুন চুন চু।
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৬ | 122.172.31.182
  • "শুনলাম"
  • m | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৬ | 117.194.33.155
  • নাঃ ,পান্থশালা আর মরুমায়া র মধ্যে টাই হয়েছে।
  • SR | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৫ | 130.91.112.231
  • PT / De কে একটা প্রশ্ন ছিল। দেশে একজন নতুন Faculty কে কত টাকা seed funding দেওয়া হয় কাজ শুরু কর্তে?
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৫ | 122.172.31.182
  • একটু অকিশোর হোক্‌
    আজ জানে কি জিদ না করোঃ



    তিনবার শুনবার। কি নেশা।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৪ | 72.83.100.43
  • গীতা দত্ত যখন এলই, তো এটা থাক ঃ)

    আঁখোমে ঃ



    এই গানগুলো কিশোর ছাড়া ভাবাই যায় না ! গীতা দত্ত ছাড়া অবশ্য আশাকে ভাবা যায়।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৪ | 12.149.39.84
  • ন্যাড়া থ্যাঙ্কু। আমারও লাগে। তাই ভাবছিলাম শচিন কত্তা নাকি
    রবীন্দ্রনাথের সুর তো শচিনকত্তা অনেক গানেই দিয়েছেন----জলতে হ্যায় জিসকে লিয়ে তো একদা তুমি প্রিয়ে ঃ-))
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৩ | 182.64.71.44
  • পাকিস্থানের গানের আমার তো খুব ভালো লাগে। নুর জাহান, নায়ারা নুর, গুলাম আলি, মেহেদি হাসান এরা নাহয় বেশীটাই গজল গেয়েছেন। এদের বাদ দিলেও নুসরত ফতে আলি কিংবা রাহাত ফতে আলি আমার অসাধারণ লাগে।
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ০০:৫৩ | 122.172.31.182
  • মাইমা কি বাড়ির নাম 'কুঞ্জছায়া' দিয়েছেন?
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ০০:৫১ | 122.172.31.182
  • 'পন্থী হুঁ ম্যায়' - কিশোরের সুর। আমার খুব রবীন্দ্রনাথ ইন্সপায়ারড সুর লাগে।
  • m | ০৫ আগস্ট ২০১১ ০০:৫১ | 117.194.33.155
  • কিশোরকুমারের এই যে হেথায় কুঞ্জছায়ায়..গানটি কত্তাগিন্নি দুজনেই গত ষোল বছর ধরে ভালোবাসেনঃ)))
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৫১ | 72.83.100.43
  • নূর জহান ভালো লাগে তো। তবে গীতা দত্তের মতন নয় ঃ)
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৫০ | 72.83.100.43
  • দোকান আমি পাবো কোথায় , অ্যাঁ ?
  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৫০ | 182.64.71.44
  • সবার কথাই হচ্ছে। এদিকে নুর জাহানের কথা কেউ বলছেনা। এদিকে আমি আবার নুর জাহানের ভক্ত। শোনা যায় স্বয়ং লতাদিদিও নুর জাহান বলতে অজ্ঞান ছিলেন। নুর জাহানের দুখানা গানের লিং গানের টইতে দিয়ে এসেছি।
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০০:৫০ | 122.172.31.182
  • পল পল দিল কে পাস, তুম রহতি হো -

  • Netai | ০৫ আগস্ট ২০১১ ০০:৪৮ | 182.64.71.44
  • আরেকবার থ্যান্‌কু সবাইকে।

    পাইদি। তোমার মু মে ঘি শক্কর। কিন্তু সবার ভাগ্যে কি আর সিকে ছেঁড়া আছে? সিকিদার সিকিটাক লাক ললাটে লেখা যদি থাকতো। হায়।
    আর হ্যাঁ। ক্লোরমিন্টের অফারের জন্য কন্ডিশন ছিল দোকানের সামনের দোকানের থেকে সাঁটতে হবে। তবে কথা ইজ কথা। যত খুশি সাঁটতে পারো।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ০০:৪৭ | 12.149.39.84
  • পন্থি হুঁ ম্যায় উস পথ কা, অন্ত নহি জিসকা--
    এটা কি সুরও কিশোরের? জান কেউ?
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৪৫ | 72.83.100.43
  • ঃ))
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০০:৪৫ | 122.172.31.182
  • এই এখন প্রায় বছর পনেরো বাদে শুনছি। বলতে লজ্জা করলো তাই "ছোটবেলায়" দিয়ে চালালাম।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৪৩ | 72.83.100.43
  • পামিতাদি, এটা এখনো মন্দ লাগেনা ঃ)
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ০০:৪২ | 122.172.31.182
  • কেনু গান কিন্তু ছোটবেলায় হেবি ফেবারিট ছিলঃ

  • nyara | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৯ | 122.172.31.182
  • তিলকুটোবাবুর পছন্দের চপচপে ছবি তো বাংলায় হুদো হুদো - অগ্নিশ্বর, ছুটি ইত্যাদি।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৯ | 72.83.100.43
  • এটা সেরা ডুয়েটের উপরদিকে রাখবো ঃ

    তেরে বিনা জিন্দেগীসে কৈ শিকওয়া ঃ

    /
  • m | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৯ | 117.194.33.155
  • গোঁপের সঙ্গে কচি দাড়িও ছিলোঃ)
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৭ | 112.133.206.22
  • ঃ)

    তোমার প্রথম বয়ফেরেন্ডের ঐরকম সদ্যগজানো গোঁফ ছিল?
  • pi | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৬ | 72.83.100.43
  • ঐ তো কাব্লিদা দিয়ে দিয়েছেন ।
    কাব্লিদা, মামুর সাথে কথা হয়ে গেছে কি ? তালে একটু মেইল করে দিও।
  • m | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৫ | 117.194.33.155
  • পপি,ঐ গানটা শুনলেই প্রথম প্রেমের কতা মনে পড়ে যায়ঃ)
  • tiklut | ০৫ আগস্ট ২০১১ ০০:৩৪ | 24.7.46.152
  • হিন্দী "আনন্দ" কি? বাংলা ছবির কিছু না পাওয়া গেলে অগত্যা হিন্দীতে যেতে হবে। একটু বাংলায় দেখুন না প্লীজ। ধন্যবাদ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত