এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৬ | 12.149.39.84
  • অমিতাব আর শায়রা বানু ??ঃ-০ কি সিনেমা?
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৫ | 122.172.31.182
  • মানে আমি বলছি কিশোর মাঝে মাঝে যখন রফির পাড়ায় অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছেন - যেমন 'মেরে নয়না সাওন ভাদো' বা বাংলায় 'আমার দীপ নেভানো রাত' বা 'চিঙ্গারি কৈ' - তখনও গোহারান হারিয়ে ফিরেছেন। তবে অ্যাওয়ে ম্যাচ বেশি খেলতেন না।
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৫ | 112.133.206.22
  • এরা সব সত্যি বুড়ো। কেউ যতিন ললিত আর উদিত নারায়ণের/অলকা ইয়াগনিকের কথা কইলই না। পাত্তাই দিল না বোধহয়।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৪ | 12.149.39.84
  • R D সবের মধ্যেই সুর খুঁজে পেত---কোকোকোলার ছিপি খুল্লেই যে আওয়াজ হয় তাই দিয়েও সে গানের মোড় ঘুরিয়ে দিত!
    ওটা ঠিক ঝাড়া নয়
    ভাবের ঘরে চুরি--তেমন সুরের ঘরে
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৪ | 72.83.100.43
  • কিন্তু সেই চুরিটাও একটা আর্ট ছিল। এটাকে আদৌ চুরি ই বলা যায় কিনা সন্দেহ। 'চুরালিয়া' র মুজিক কম্পোজিশনটা ভাবো। ঐ গ্লাসের ঠুনঠান। ওতেই তো গানের মেজাজ পুরো বদলে যায় !
  • Paramita | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৪ | 198.95.226.40
  • সলিল+সন্ধ্যাঃ
    উঙ্কÄল এক ঝাঁক পায়রা
    আয় বৃষ্টি ঝেঁপে
    যদি নাম ধরে তারে ডাকি
    গুনগুন মন ভোমরা
    সজনী গো সজনী দিন রজরি
    সজনী গো কথা শোনো
    কিহ্‌হ্‌হু আর কহিব না
    ও নীল নীল পাখি
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ২৩:২৪ | 122.167.209.136
  • জমীর
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:২২ | 72.83.100.43
  • আকাদা, চুরালিয়া তো এর থেকেই আর ডি নে চুরা লিয়া ঃ)
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:২২ | 168.26.215.13
  • অমিতা বচ্চন আর শায়রা বানুর সেই জঘন্য সিনেমাটার কি নাম? পুরো সিনেমায় কিশোরের গলায় ভালো গান ছাড়া আর কিছু ছিল না। নামটা কিছুতেই মনে পড়ছে না, মাধ্যমিকের পরে দেখেছিলাম।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:২২ | 12.149.39.84
  • আমি তো আপিশে কিচ্ছুই শুনতে পারবনা ঃ-(
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ২৩:২১ | 122.167.209.136
  • চুরা লিয়া হ্যয়
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ২৩:২১ | 112.133.206.22
  • ইয়েস, চুরা লিয়া।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:২১ | 72.83.100.43
  • আরে কিশোরের গানের একটা লম্বা লিস্টি দিলুম তো, যেগুলো রফির গলার স্বর্ণযুগেও মানাতো না।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:২১ | 168.26.215.13
  • ইয়াপ, বহির্জগতে আরডির 'ইন্সিপিরেশনের' অভাব ছিল না।
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:২০ | 122.172.31.182
  • গান না শুনেই বলছি - "চুরালিয়া'।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৯ | 72.83.100.43
  • হীরালাল পান্নালালেও রফির গলা পড়ে গেছে।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৯ | 168.26.215.13


  • এইটা কোন গান বলতে পারলে বুঝি।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৮ | 72.83.100.43
  • রফির পরেরদিকের গলা আমার ভালো লাগে না। গাওয়াটা হয়তো একই ছিল, তাও।
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৮ | 122.172.31.182
  • কিশোর ক্লাসিকালে বিশেষ খেলতে যাননি, আপনা লিমিটেশন মালুম থা। কিন্তু রফি-সাহেব গান তো দেখি 'মেরে নয়না সাওন ভাদো"! 'মেরা'-র মীড় শুনে তাবড় তাবড় ওস্তাদ পথে বসে পা ছড়িয়ে হাউহাউ করে কেঁদেছে।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৮ | 12.149.39.84
  • মধুবন মে রাধিকা--রফি গানের কথ বলছি

    পাই কে ক্ক
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৭ | 72.83.100.43
  • * ছাঁও
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৬ | 72.83.100.43
  • হ্যাঁ, কিন্তু ঐ হমীর কিশোরের গলায় এমন খুলতো না।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৫ | 72.83.100.43
  • কিশোরের স্পিরিট নিয়ে কথা হবেনা।
    তেমনি ক্লাসিক্যাল বেসড গানে রফি বেটার

    আর কিছু জিনিস, ঐ মোচড়, ঐ দরদ ও রফির গলায় যেমন ফোটে সেটা কিশোরের গলা দিয়ে রিপ্লেস করতে পারবো না।
    ঐ অহেসান তেরা হোগা মুঝপরের 'দিল','চাঁও' , কি জিন্দেগী ভর নহী ভুলেগী র ঐ 'হায়' কি 'তুফান' বা 'জসবাত' এর টান ...

  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৪ | 122.172.31.182
  • মধুবন মে রাধিকা-তে কম্পোজার কোথায়? প্রচলিত হাম্বিরের বন্দিশে কথা বসিয়ে যাওয়া। সঙ্গে বোল বলা।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৩ | 168.26.215.13
  • ও আমি পেয়ার কা মৌসম - তুম বিন যাঁউ কাঁহা বলছিলাম। দুজনে গেয়েছে। আমার দুটোই ভালো লাগে।
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:১৩ | 122.172.31.182
  • ঝাড়ার একটা ভাল উদাহরণ -

    সলিলের 'পল্লবিনী গো সঞ্চারিণী' আর আরডির 'তুম মেরি জিন্দগী মে' - একই সুর থেকে ঝাড়া।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:১২ | 12.149.39.84
  • ন্যাড়াঃ-)
    আর মধুবন মে রাধিকা?
    তবে কমপেয়ার করা ভুল
    দুজনেই নিজের জায়গায় #১
    কউ মানা দে বল্লনা ঃ-(
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:১০ | 168.26.215.13
  • *নো ? ইনস্টিড ।
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:১০ | 122.172.31.182
  • কমঃ আকার জন্যে -

  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৯ | 168.26.215.13
  • তাবলে আরডি ঝাড়ে নি এটাও ঠিক না বহু ঝেড়েছে, আই মিন বহু। তাও উঠতি বয়সে শোনা গান ইত্যাদি তাই আরডি কে একটু টানতেই হবে?
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৯ | 12.149.39.84
  • R D সত্যি রত্ন। বড় তাড়াতাড়ি চলে গেলেন--
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৮ | 122.172.31.182
  • কিশোরের রেঞ্জ - গলার রেঞ্জ বলছি না, বিভিন্ন স্পিরিটের গান গাইবার ক্ষমতা বলছি - রফির থেকে অনেক বেশি। তবে ঐ নৌশাদের গান - যেখানে গানের শেষে পর্দা চড়িয়ে চড়িয়ে চিল-চিৎকার - সেখানে মনে হয়না কিশোর খাপ খুলতে পারতেন।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৮ | 168.26.215.13
  • হিরালাল-পান্নালাল কি?
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৮ | 72.83.100.43
  • আর বল্লাম তো, কাকে গলা কোনটায় মানায় সেটা ভীষণভাবে গান স্পেসিফিক।

    তুম বিন এ রফির গানের মিউজিকটাই আমার না-পসন্দ।
  • kc | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৭ | 178.61.96.29
  • নেতাই, আর ঝিলপিপিরে শুভ জন্মদিন।

    আমার মনে হয় আরডি তাঁর যোগ্য সম্মান পাননি। আরডির যোগ্য সম্মান এক ও একমাত্র ভারতরত্ন। নীচের লিংটা যে কতগুলো গানের সুরের মাদার কে জানে,

  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৫ | 12.149.39.84
  • ধ্যত, কম্পেয়ার করা চলবেনা--দুজনেই
    লাজবাব! বেমিসাল
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৪ | 72.83.100.43
  • রফির পড়তি গলা নিলে খেলবো না।
    রফির শেষের ফেজের গানের কথা বলছি না।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৪ | 12.149.39.84
  • পাই
    তু মেরে সামনে হ্যায়
    তেরি জুল্ফে হ্যায় খুলি
    তেরা আঁচল হ্যা ঢলা
    ম্যা ভলা হোশ মে ক্যায়সে রহুঁ

    ছু লেনে দো নাজুক হোঁঠো কো?
    কুছ আউর নহি য়ে জাম হ্যায় য়ে

    রফি গজল কিং
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৩ | 122.172.31.182
  • কমঃ গোলদার এত প্রেডিক্টেবল হলে চলে?

    হিরালাল-পান্নালালের কিশোর-রফির ডুয়েটে কিশোর রফিকে নিয়ে প্রায় ছেলেখেলা করেছেন। কিন্তু সেটা আরডির কম্পোজিশনের জন্যে। বরং চুপকে চুপকের ডুয়েটটা অনেক সমানে-সমানে।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:০৩ | 72.83.100.43
  • ঔ শাম কুছ অজীব থি, কুছ তো লোগ কহেঙ্গে, ইয়ে ক্যয়া হুয়া, হাল ক্যয়সা হ্যায় জনাবকা, এক লড়কি ভিগি ভাগি থি,ইয়ে রাতে ইয়ে মৌসম .. এগুলোও আবার রফির গলায় ভাবতে পারিনা।
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২৩:০১ | 12.149.39.84
  • সাহির লুধিয়ানভি+রফি
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২৩:০১ | 168.26.215.13
  • পাই বলুক কোনটা ভালো?

    রফি -


    কিশোর -
  • nyara | ০৪ আগস্ট ২০১১ ২৩:০০ | 122.172.31.182
  • ও কিঁচ কিঁচ তো অনেক আগে থেকে আছে। পড়োসনে ঝ্যাঁটা থেকে কিঁচ কিঁচ বেরিয়েছিল।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২৩:০০ | 72.83.100.43
  • এবং ভাইসিভার্সা।

    অহেসান তেরা হোগা মুঝপর, জিন্দেগী ভর নহি ভুলেগি, দিওয়ানা হুয়া বাদল, চাঁদসা রৌশন চেহ্রা এগুলোও কিশোরের গলায় ভাবতে পারিনা। ঐ দিল মুচড়ে আনা টান কিশোরের গলায় আসতো না কিনা জানিনা, কিন্তু মানাতো না।
  • nina | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৯ | 12.149.39.84
  • *ঢুঁড়তা
    উফ আর পারিনা
  • Nina | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৯ | 12.149.39.84
  • রফির গলায় গজল, আহা!
    কিশোরের কিছু গান--
    হর কোয় ঢ্যঁড়তা হায় এক মুঠঠি আসমানের কোনো তুলনা নেই
    পন্থি হু ম্যায় ও অপূর্ব্ব

    আর পাঁচ রুপায়িয়া বারহ আনা?ঃ-)
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৮ | 112.133.206.22
  • কিশোরের গলায় গান মানে একটা বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকা, ঢেউয়ের পরে ঢেউ ভেঙ্গেই চলেছে।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৮ | 168.26.215.13
  • ইসে ব্যাং আমি কি বলেছি কিঁচকিঁচে কিশোর? বলি নাই।
  • aka | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৭ | 168.26.215.13
  • কিঁচ কিঁচ শুনতে আগের পোস্ট শুনুন।

    তারপরে ধান্নো কি আঁখো মে রাত কা শুরমা, অর চাঁদ কা চুম্মা।
  • pi | ০৪ আগস্ট ২০১১ ২২:৫৬ | 72.83.100.43
  • এবং যে গানগুলো কিশোরের গলায় ভালো লাগে, সেগুলো রফির গলায় ভাবতেও পারিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত