এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৮ আগস্ট ২০১১ ১৯:৩১ | 168.26.215.13
  • আজকালকার ফোন যত্তসব। সেছিল আমাগো সময়ের ফোন। একবার বাড়ির কর্ডলেসটা পাওয়া যাচ্ছিল না, এদিক ওদিক অনেক খুঁজে যখন সবাই কনফিউজ্‌ড যে একটা ফোন হাত পা গজিয়ে বাড়ি থেকে কি করে হারিয়ে গেল। তখনই তাকে পাওয়া গেল বাথরুমে বালতির মধ্যে জলে চোবানো। একটু জেরা করতে বেরলো, আমার ভাইঝি তাকে ভিজিয়ে রেখেছিল কাচবে বলে। তারপরেও সেই ফোন টানা দুই বছর সার্ভিস দিয়েছিল।
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৯:২৪ | 204.138.240.254
  • কিন্তু জানা হয়নি কুমুদি সেইদিন মাগুর মাছ পেয়েছিল কিনা?
  • Netai | ১৮ আগস্ট ২০১১ ১৯:২৪ | 121.241.98.225
  • জিনিষপত্র হারানোতে আমার বিশেষ দক্ষতা আছে। ছোটো বেলা থেকে সবচে বেশী হারিয়েছি পেন। এখনোও ওই পেন হারিয়ে চলেছি। প্রতি মাসে কম করে দুটো পেন হারাই। তারপর ছাতা। বৃষ্টিতে বেরুবো বললেও বাড়িতে আমার হাতে ছাতা দিতে চাইতোনা। আমার ছাতা হারানোর স্ট্রাইক রেট ৩০/৪০ এর কাছাকাছি। এছাড়া কোথাও গেলে স্মৃতি হিসেবে কিছু না কিছু রেখে আসি। চিরুনি, বেল্ট বা ব্রাশের মতন ছোটখাটো কিছুর উপর দিয়ে গেলেই খুশি হই।
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৯:২৩ | 204.138.240.254
  • আমারও মোবাইলটা গেছিল।

    এইবার একটা অতি প্রাচীন সিম (মাঝে মাঝে ইউজ করতাম) কাজের মেয়ে জামার সাথে কেচে দিয়েছে। জানি না আর চলবে কিনা।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ১৯:২০ | 72.83.74.17
  • এখানেও তো ক্যুরিয়ার ছাড়া কিছু দিতে আসে না। সব মেইল বাক্সোতে জমা করে দ্যান।

    তবে এঁদের অনেকেরই এবার চাকরি যাচ্ছে।
  • aka | ১৮ আগস্ট ২০১১ ১৯:১৭ | 168.26.215.13
  • আমি কখনই কিছু করি নি, কারণ আমার মোবাইলই হারায় নি।
  • Netai | ১৮ আগস্ট ২০১১ ১৯:১৭ | 121.241.98.225
  • সিমের সাথে সাথে আমার নতুন মোবাইলটাও হারিয়েছিল। ওই কিসব নং টং সব ছিল। কিহবে ঝ্যাম বাড়িয়ে বালে থানা পুলুশের রাস্তায় হাঁটিনি।
  • Netai | ১৮ আগস্ট ২০১১ ১৯:১৫ | 121.241.98.225
  • আমিও তো তাই করলাম। মাস ছয়েক আগের কথা।
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৯:১১ | 204.138.240.254
  • কিন্তু সিমকার্ড হারিয়ে আমাকে তো কখনো এফাইআর করতে হয়নি। ভোডাফোন স্টোরে গিয়ে বলতেই ওরা পুরনো সিম ব্লক করে দিল আর একটা ফর্ম ভরার পরে ১০০ টাকা দিয়ে নতুন সিম ইস্যু করল। বছর তিনেক আগের কথা অবশ্যি।
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৯:০৫ | 204.138.240.254
  • কতদিন পোস্টম্যান দেখিনি। বিলেতে ক্ষীসব গ্ল্যামারাস চেহারার পোস্টম্যানেরা বাড়িতে চিঠি দিতে আসত। এখানে তো সব চিঠিই আসে কুরিয়ার বয়ের হাত দিয়ে। আর সেগুলো রিসিভ করে অ্যাপার্টমেন্টের সিকিওরিটি অফিস।
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৮:৩০ | 160.83.97.83
  • পামিতাদি' এটার শিগ্গির পেটেন্ট নাও, অলরেডি টেমপ্লেট করে ফেলেছে এরা। ঃ-)
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৮:২৬ | 122.160.114.85
  • ডিয়ার ভগবানদাদা,
    যারা আমাকে চিঠি পাঠিয়েছিল, তুমি শিগগির তাদের ফোন নম্বর লিখে দাও ।
    ফোন নম্বর লেখার জায়গা এইখানে ।
    |
    |
    V

    এইটা পোস্টম্যানকে দিয়ে যথাস্থানে পৌঁছে দিতে বলুন ।
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৮:২০ | 160.83.97.83
  • কেন ফোং নং নেই?? ;-)
  • aka | ১৮ আগস্ট ২০১১ ১৮:১৫ | 168.26.215.13
  • কমরেড অপ্পনের পার্স খোয়ানোর কোর্সটি দেখে লোভ হল।

    আমরা বাড়ি বদলেছি, এখানে পোস্টম্যান বাড়ির ডাকবাক্সে মেল ভরে দেয়। অফিসিয়ালি সমস্ত নতুন জায়গায় নতুন অ্যাড্রেস দিচ্ছি, সেখান থেকে বেশ কিছু পোস্টও এক্সপেক্ট করছি। কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস নতুন বাড়ি হলেও, নতুন বাড়িতে মুভ করতে হপ্তা দুয়েক সময় লাগল। এক সকালে পোস্টম্যান এসে কড়া নেড়ে পরিচয় করে গেল। বলল, এরমধ্যে গোটা তিনেক পোস্ট এসেছিল কিন্তু আমি বুঝি নি সত্যি এই বাড়িতে কেউ থাকছে কিনা, তাই ফেরত পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, বলতে পারবে সেগুলো কার কাছ থেকে ছিল? বলল না, তুমি তাদের ফোন করে আবার পাঠাতে বলো তাহলেই মিটে যায়।

    আমি এখনও এই ধাঁধা সলভ করার চেষ্টা করে চলেছি কে পোস্ট পাঠিয়েছিল তাই যদি নাই জানি তাহলে তাকে ফোন করব কেং করে? আপনারা সলভ করতে পারলে জানাবেন।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ১৮:১১ | 72.83.74.17
  • আর সিকি ওটা কী লিখলো ? রামদেবের কেসে কিছু লোক প্রিয়জনদের চিরতরে হারিয়েছিলেন ?
  • pi | ১৮ আগস্ট ২০১১ ১৮:০৫ | 72.83.74.17
  • মামু,পাবলিক যেটা খেতে চায়, মিডিয়া সেটাই খাওয়ায়, এটাই হলে বাংলা কাগজ আর ToI এর এই তফাতের ব্যাখ্যা কী ? এদের পাঠক সেট কি খুব আলাদা ?
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৭:৫২ | 160.83.97.83
  • একীরে! এরা কেউ মিঃ শিবাজিনগরের জুনিয়র দেখে নাই!
  • pi | ১৮ আগস্ট ২০১১ ১৭:৫২ | 72.83.74.17
  • সলিল বিশ্বাস কাল এটা লিখে গেছিলেন।

    Name: Salil Biswas Mail: bissal@rediffmail.com Country: India

    IP Address : 223.29.193.207 Date :18 Aug 2011 -- 12:15 AM

    This is a statement being issued by some concerned citizens. Those who would like to add their signatures , message me.
    " We , like the overwhelming majority of the citizens of this country , strongly condemn the violation of the fundamental rights of the participants of the current anti - corruption movement in Delhi. We strongly condemn the corrupt practices of the Union government , much of it linked to its antinational efforts to sell water - forestry - land - minerals , the mountains and the rivers , all birthrights of the people of India. "
    Signed by myself , Dipanjan Roychaudhuri , Meher Engineer , etc.

    ওনারা কিছু একটা করার কথা ভাবছেন। মামু বা অন্য কেউ, ইন্টারেস্টেড হলে ওনাকে মেইল করতে পারো। bissal@rediffmail.com e.
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৭:৫০ | 202.91.136.3
  • কমরেড আকা 5:39-এর পোস্টে হাউয়ের বদলে একটি হোয়াট নেক্ষট জুড়ে দিতে পারতেন।
  • saikat | ১৮ আগস্ট ২০১১ ১৭:৪৬ | 202.54.74.119
  • A number of Anna Hazare supporters gathered outside Tihar Jail were in for a rude shock today as criminals picked theirpockets leaving them with no money to return home or buy food.

    As Hazare supporters gathered outside the prison complexin west Delhi in hordes, pickpockets joined the gathering posing as anti-corruption protesters and made many people their victims. A number of complaints poured in forcing the Hazare followers to announce through loud speakers advising the gathering to be careful about their belongings.



    কারোর পৌষমাস ইত্যাদি ....
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৭:৪৩ | 202.91.136.3
  • আরে না। ওটা অফিসের হবে। ঃ)
  • kc | ১৮ আগস্ট ২০১১ ১৭:৩৯ | 194.126.37.78
  • বোঝো এখন লোকে কঙ্কাল খায় অনশন খায়। আমাদের সময় শুধু হিট খেত।
  • aka | ১৮ আগস্ট ২০১১ ১৭:৩৯ | 168.26.215.13
  • কিন্তু দেড়েলের গর্ভে কুড়ি? কি করে সম্ভব? হাউ?
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৭:৩০ | 122.160.114.85
  • তার মানে বাংলা কাগজের পাঠক কঙ্কাল খাচ্ছে । আর TOI এর পাঠক অনশন ।
  • de | ১৮ আগস্ট ২০১১ ১৭:২৭ | 59.163.30.2
  • :: তে এখন মাটি খুঁড়লেই কংকাল! কাগজগুলোতেও শুধুই তাই!

    আবার TOI তে শুধুই আন্না, আর কোন খবর নেই!
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৭:২১ | 160.83.97.83
  • কমরেডদের অপিসে বিড়িসেবন লীগাল!
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৭:১৮ | 122.160.114.85
  • চলেনি না চালায়নি ? ঐ নিয়ে দশ দিন তারানন্দ খেউড় জুড়লে লোকে দেখত না (যদিও খেউড়টা এট্টু পরেই নন্দীগ্রামে ঢুকে পড়ত )?
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১৭:১৬ | 216.52.215.232
  • দিদি বন্ধু সরকারকে বিপদে ফেলবে না বলে পঃবঙ্গে কংকাল কাণ্ড নিয়ে হাত ধুয়ে পড়েছে।

    এইমাত্র অফিসে এক কমরেড বিড়ি খেতে খেতে জানালেন।
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৭:১২ | 117.194.37.202
  • ঐ যে বললাম, পুরুলিয়ার অস্ত্রবর্ষণ এবং কিম ডেভির বিস্ফোরক সাক্ষাৎকার। ভোটের মাঝে যেটা হল। কিন্তু বাজারে একদিনের বেশি চলেনি।
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৭:১০ | 122.160.114.85
  • আমি অবশ্য দীর্ঘদিন টিভি দেখি না । কাজেই কে কাকে কী খাওয়াচ্ছে জানিও না ।
    শুধু মিডিয়া হাইপ কোনটা ? যেটা পাবলিক খায়নি ?
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৭:০৪ | 160.83.97.83
  • ভাবতেও ভালো লাগছে, আমি একটি মিথোজীব। সুতরাং অলস। এতটাই অলস যে উদ্ভিদ ও বলা যেতে পারে। কবে হয়ত দু'একটি আকর্ষ গজাবে। আরও পরে হাঁপের টান ধরলে কিছু বায়বীয় মূল। বিজ্ঞানের এত উন্নতি দিনে দিনে!
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৭:০৩ | 117.194.37.202
  • আরে আজকের দিনে বাড়ি কেন। তিহার যন্তর-মন্তর কোথাও একটা যাও। ঃ)
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৭:০০ | 123.242.248.130
  • বাড়ি চন্নু। বব্বাই।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৫৯ | 123.242.248.130
  • সেই। এককালে যেমন সব দেশ-ছেড়ে-আসা লোকেরই ঢাকার কাছে মাইলের পর মাইল জোড়া ধানক্ষেত ছিল। সেই রকম কেস। ঃ)
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৫৭ | 117.194.37.202
  • কতো কালো টাকা, কে উদ্ধার করে, এসব আর ফ্যাক্টর না। এমনিতেই গরীব জাতি মনে করে, তাদের যা সম্পদ আছে, তাতে গোটা দুনিয়া কিনে নেওয়া যেত। তার উপর রোজ লুটে-পুটে খাওয়া চোখে দেখছে। এখন বাজারে সত্যি মিথ্যে গুজব হাফ-গুজব সব চলবে। চলুক না। তব্বু সঙ্গে আছি। এই মাত্র ফেবু স্টেটাস চেঞ্জ করলাম। ঃ)
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৫৭ | 123.242.248.130
  • ইয়েস। মিথোজীবিতা। সঠিক ওয়ার্ড। পাবলিক আর মিডিয়া মিথোজীবি। এ না খেলে ও খাওয়াবে না।
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৫৪ | 117.194.37.202
  • গণহারে মেল চালাচালি হলে কে আর কাকে স্যাক করে। ঃ)

    আর মিডিয়া ফ্যাক্টর। কিন্তু শুধুই যদি মিডিয়া হাইপ হয়, আর পাবলিক না খায়, তা হলে হাইপ চলেনা। যেমন পুরুলিয়ার অস্ত্রবর্ষণ চলেনি। আর পাবলিক খেলে মিডিয়া সেটা দেখাতে বাধ্য। কম্পিটিশনের বাজার। মিথোজীবিতা। ঃ)

    মিথ্যে বলে লাভ নেই, উত্তর-পূর্বের ঘটনা, মনিপুরের মায়েরাই হোন, বা শর্মিলা, পাবলিককে, মানে আমাদের, তেমন নাড়া দেয়নি। দিলে মিডিয়া বাপ-বাপ করে দেখাতো।
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৫১ | 160.83.97.83
  • ওহো, আমি তো আজই কালো শার্ট পরে এসেছি। কাল আর পর্তে হবে না।
  • sayan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৯ | 160.83.97.83
  • গণমেলের দশটা পয়েনের দিকে হাঁ করে চেয়ে রইলাম। একটাই প্রশ্ন, পয়েন্টগুলোর মধ্যে "অ্যান্ড' না "অর' - কোন গেট ইউজ করা হয়েছে? এবং এই ব্যাপারটিকে "স্যুইসগেট স্ক্যান্ডাল' বলা যায় কিনা?
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৯ | 122.160.114.85
  • ইয়েস, মিডিয়া । মিডিয়া কতটা সঙ্গে আছে - এটাই কী ফ্যাক্টর । মিডিয়া মণিপুরের মায়েদের কদিন পর কাটিয়ে দিয়েছিল । ইরম শর্মিলা বা নিগমানন্দও কভারেজ পাননি ।
    হ্যাঁ, হাই প্রোফাইল লোকেদের উপস্থিতি । কিরণ বেদীর মত লোকেরা অন্য অনশনে ছিলেন না ।
    এবং সরকারি হ্যান্ডলিংঅও । শুধু অণ্নাকেই জেলে পুরেছে, অন্যদের পাতি ইগনোর দিয়েছে । রামদেবকে তুলে হরিদ্বার পাঠিয়ে দিয়েছে । মিডিয়াও হরিদ্বার দৌড়নোর উৎসাহ পায়নি । কী হত যদি দশটা চ্যানেল হরিদ্বার থেকে সারাদিন রামদেবের লাইভ টেলিকাস্ট করত ? কী হত যদি সরকার অণ্নাকে জেলে না পুরে তাঁর গ্রামে পাঠিয়ে দিত ? জানা নেই ।
    যে কোন অহিংস আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দাওয়াই হল ইগনোর । সরকার এক্ষেত্রে সেটা প্রয়োগ করেনি ।

    তবে আমি ইন্ডিগোর এয়ারহোস্টেসদের মাথায় নীল গান্ধীটুপি দেখে ভারি অবাক হয়েছিলাম ।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৯ | 123.242.248.130
  • যা বুঝছি, কলকাতা জাগে। একটু দেরিতে। ঃ)

    কিন্তু আপিসে এখনও ঐসব মেল চলছে? আইবিয়েম একজনকে স্যাক করার পরেও?
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • দশটা সুবিধে কি অল ইনক্লুসিভ? ঐ টাকায়? নাকি যে কোনও একটা?

    কিরণ বেদীর দেওয়া বম্বের নম্বরের গল্পটা এখানেও চলছে। অ্যাজ ইউজুয়াল এটাও হোক্স।

    গত শুক্কুরবারে কালো টিশার্ট পরে এসেছিলাম। এই শুক্কুরবারেও আসতে হবে? ক্ষী চাপ!
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৬ | 117.194.37.202
  • আর আমার মনে হচ্ছে, আমি মাঠে নামব শুনেই লোকে উদ্বুদ্ধ হয়ে গেল। ঃ)
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • সব দেখেশুনে আমার সেই নাটকের ডায়ালগ মনে পড়ে যাচ্ছে ঃ-)

    ধিক সেই দেশকে, যে দেশে শুধুই হীরোদের দরকার হয় ঃ-)))
  • Ishan | ১৮ আগস্ট ২০১১ ১৬:৪৩ | 117.194.37.202
  • জাস্ট আগের পোস্টটা করার পরেই আরও এসেমেস। এবং গণমেল। আপিসের লোকজন আপিসের মেল আইডিতে এই মেলটি গণহারে চালাচালি করছেঃ

    Good Afternoon

    To show your support for Anna Hazare and Janlokpal Bill ? employees of various organizations have decided to Wear Black Dress on 19th August at work. Please spread the message to your colleagues and wear black dress on 19th August when you come to work. You may also wear a black arm band if you wish. Show your support against Corruption.
    This is the least you can do even if you can join the protest because of your office work. Let us make it successful.

    Anna Hazare says bring back the Black Money.

    Do u know what will happen if 1,456 Lac Crores comes back.

    1. India Financially No.1
    2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
    3. No need to pay taxes for next 20 yrs.
    4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
    5. No need to pay electricity bill.
    6. Indian borders will become more stronger than the China Wall.
    7. 1500 Oxford like Universities can be opened.
    8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
    9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
    10. 95 crore people will have their own house.

    The Government has put condition to get 25 crore people to support JanLokPal. To give your support call 02261550789 (as given by Kiran Bedi) from your mobile no. Your Call will disconnect after 1 ring and your no registered automatically. You will get an SMS confirming this. Do it along to all your friends. Forward to as many people as you know .. verbally, by mails, by messages. Support Anti-corruption campaign lead by Anna Hazare ...Jai Hind.
    No need to participate in this revolution just support Anna by forwarding this message to at least 100 Indians. Let?s make Better India for a Brighter Tomorrow? Jai Hind?.


    যখন হয় তখন এভাবেই হয়। কিভাবে হয় বোঝা যায়না।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১৬:৩৯ | 123.242.248.130
  • ইরম শর্মিলার কেসের সঙ্গে আন্না/অণ্নার কেসের তুলনা করা উচিত নয়। জনগণের সমর্থনও আপেক্ষিক। কোথায় উত্তরপূর্বের এক ছোট্ট রাজ্যের আফস্পা আইন, আর কোথায় দিল্লির জেপি পার্কে ভ্রষ্টাচারবিরোধী আন্দোলন। কোন টপিক কত পার্সেন্ট লোককে অ্যাফেক্ট করছে সেটা দেখুন!

    হ্যাঁ, অহিংসাই একমাত্র ভায় পাবার বিষয় কিনা সেটা ভাবা যেতে পারে। অণ্না শুরু থেকেই তাঁর আন্দোলনের বিষয় মিডিয়ার মাধ্যমে দেশে ছড়িয়ে দিতে পেরেছিলেন, সোজা কথা, মিডিয়াকে প্রথম দিন থেকেই তিনি সাথী হিসেবে পেয়েছিলেন। অণ্নার সঙ্গীসাথীরা সকলেই হেভিওয়েট, ন্যাশনাল লেভেলে পরিচিত।

    ইরম শর্মিলার পথ চলা একলা। সঙ্গীসাথীবিহীন। মিডিয়াবিহীন।

    নিগমানন্দের কেসটা পুরো জানি না।

    রামদেবের আন্দোলন পুরোপুরি ঢপের চপ ছিল। রামদেব সরাসরি সংসদীয় রাজনীতিতে ঢুকতে চাইছিলেন এই ধরণের হল্লা ক্রিয়েট করে। এইসব আন্দোলনের নেতৃত্ব দিতে গেলে জনমানসে এক ধরণের ক্রেডিবিলিটি থাকতে হয়। যেটা কিরণ বেদী বা অণ্না হাজারের আছে। রামদেবের সেটা কোনওকালেই ছিল না। বরং বলা যায় দুর্নীতিবিরোধী আন্দোলনে নাক গলিয়ে উনি নিজেই নিজের নাক কেটেছেন, আন্দোলনটার বলাৎকার করে ছেড়েছেন, তাই সরকারের পুলিশ তাকে বলাৎকার করাতে লোকে বিশেষ চাপ খায় নি।

    আরেকটা কথা। এতদিন গান্ধিটুপি দুর্নীতিবাজদের মাথাতেই শোভা পেত। লোকে ব্যাঙ্গার্থে কথাটা বলত, গান্ধিটুপি।

    গত কয়েকদিনে, গান্ধিটুপির ইজ্জত বেড়ে গেছে। লোকে শ্রদ্ধাভরে, ভালোবেসে গান্ধিটুপি কিনছে। পরছে।
  • dukhe | ১৮ আগস্ট ২০১১ ১৬:২৯ | 122.160.114.85
  • অহিংসাকে ভয় পায় ? শাসক ? সত্যি ?
    সাম্প্রতিক অনশনের কেসগুলৈ ধরি -
    কেস ১ - ইরম শর্মিলা ।
    কেস ২ - স্বামী নিগমানন্দ ।
    কেস ৩ - মমতা ব্যানার্জি ।
    কেস ৪ - রামদেব ।
    শাসকদের ভয়ের কোন নমুনা ? হ্যাঁ, সিপিয়েম গদি থেকে নেমেছে, কিন্তু সে তো ভোটের রায় । মমতার জয়ে সিঙ্গুর নিয়ে অনশনের প্রভাব থাকতে পারে । কিন্তু ইরম শর্মিলা বা অণ্না (কে জানে, হয়তো রামদেবও) তো ভোটে দাঁড়াবেন না ।

    কেসি আবার হ্যাটা করবেন নির্ঘাত ।
  • Jhiki | ১৮ আগস্ট ২০১১ ১৬:২৮ | 182.253.0.98
  • সিকি তাহলে বার খেয়ে বার্বারের (barber)কাছেই যাক। নাকি সিকি সেখানেও যায় না??
  • Jhiki | ১৮ আগস্ট ২০১১ ১৬:২৪ | 182.253.0.98
  • তবে আমার পাসপোর্ট দিল্লী থেকে এবং without ঘুষ!!
  • Jhiki | ১৮ আগস্ট ২০১১ ১৬:২২ | 182.253.0.98
  • সিকি খুব ভাল লাগলো উত্তর। to be specific এই প্রথম আপনার মতামত আমার ভাল লাগল এবং মতেও মিলল!! লোকপাল বিল পাশ হয়ে কি ছাতার মাথা হবে তা আমার অকাট মগজেও ঢোকেনি। উল্টে কাল সারাদিন এই নিয়ে তর্ক করে মুখ ব্যাথা হয়েছে!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত