এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৪ আগস্ট ২০১১ ১০:২৮ | 123.237.15.232
  • ভুমিকম্পো ? ওঃ, সে হয়েছিলো গতো বছরে হাইদ্রাবাদে।
    কনপেরেন্স সেরে ড্রিং নিয়ে বসেছি, রাত প্রায় দেড়টা বাজে, হঠাৎ হোটেলের চাদ্দিকে নজর দিয়ে দেখি গাছ গুলো বেজায় দুলছে। নীচে তাকিয়ে দেখি কি সর্বোনাশ, মেঝেও কাঁপছে গুবগুবিয়ে,এমনি পাশের দেওয়াল গুলো ও এঁকে বেঁকে যাচ্ছে।
    আকাশে তাকিয়ে দেখি চারটে ছটা চাঁদ। চারপাশের মানুষ গুলো ও ট্যারা ব্যাঁকা হয়ে যাচ্ছে।
    তারপর কোনো ক্রমে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পরলাম।

    আশ্চর্য্যের ব্যাপারটা এই যে পরের দিন কোনো কাগজেই এই নিয়ে টুঁ শব্দটি ও কেউ করে নি। সাধে বলে মিডিয়ার ষড়যন্ত্র।
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১০:২১ | 182.253.0.98
  • চাপিলা আর খয়রা মাছ কি আলাদা? আমার উত্তরবঙ্গীয় বাঙাল বর খয়রা মাছ কে চাপিলা মাছ বলে।
  • pharida | ২৪ আগস্ট ২০১১ ১০:২১ | 61.16.232.26
  • সিকি,
    আমাকেও এবার সিভিতে লিখতে হবে সপ্তাহে ৫ দিন অফিস আসি ও বাড়ি ফিরি -
    আজকেও অফিস থেকে ৫০০ মিটার দুরে আধঘন্টা কাটালাম।

    ধৈর্য্য এতো বেড়ে গেছে যে হিমালয়ের সাধু অবধি বোর হয়ে যাবে !!
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ১০:১২ | 122.167.108.215
  • দুখে ঃ-))
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১০:০৯ | 123.242.248.130
  • ভূমিকম্পের এফেক্ট।

    আজ আপিস এলাম দু ঘণ্টায়। এমনিতে একঘণ্টা লাগে। ক্কী জ্যাম ক্কী জ্যাম!
  • dukhe | ২৪ আগস্ট ২০১১ ১০:০৩ | 122.160.114.85
  • "ইলিশ আছে বটে, সবই বাংলাদেশের। এককালে ডায়মন্ডহারবার, কোলাঘাট, বাগবাজার ঘাটের ইলিশের খুব সুনাম ছিল। সে সব নাম আর কেউ করে না। "
    এটা কোন বাজার রে বাপ ?
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৯:৩৫ | 72.83.74.17
  • লিখবো পরে। হাতে ব্যথা করছে। হ্যাঁচকা লেগে গেছে।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৯:২৫ | 122.172.231.119
  • পুলিশ এসেছিল কেন?
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৯:২০ | 122.172.231.119
  • তবে যেভাবে বিবেকানন্দর মৃত্যুর কারণ লিখেছে, কোলকাতায় থাকতে ঐভাবে দিনের পর দিন ইলিশমাছ খেয়েছি সগুষ্টি, (মানে তেল দিয়ে ভাজামাছ, তারপরেই কাঁচালঙ্কা আর বেগুন দিয়ে পাতলা ঝোল, সে শেষ হতে না হতেই সর্ষেভাপে, আবার পাত ছেড়ে ওঠার আগে আরো দুটি ভাজা।) তবুও আরো খাওয়ার জন্য বেঁচে আছি, মরা আর হল কই?
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৯:১৬ | 72.83.74.17
  • এই প্রথম একজনকে দেখলাম , যার মাথা ছাদে ঠেকে যায়। কালকে যে পুলিশটি এসেছিলেন , তাঁর। কিন্তু কী যে ব্যাপক দেখতে ! উত্তর দেবো কি ,আমি তো বাকরুদ্ধ হয়ে দেখেই যাচ্ছি। অবশ্য এই হতবাক হয়ে যাবার ফলেই বোধহয় ফাইনের হাত থেকে বেঁচে গেলুম।
  • ppn | ২৪ আগস্ট ২০১১ ০৯:১৩ | 112.133.206.22
  • বাঙালদের নিয়ে ভালো ভালো কথাও লিখেছে।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৯:০৬ | 122.172.231.119
  • কেউ আজকের আবাপর সুনীল গঙ্গোর লেখাটা পড়ে দ্যাখো, কে কে ইলিশ খেয়ে মরেছে, সেইসব গল্প লিখেছে, আর তার পরেই আবার ডিসক্লেমার, নিশ্চয়ই ইলিশ মাছ খাওয়ার জন্য মারা যান নি।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৯:০০ | 122.172.231.119
  • ওরে বাবারে , নিউজের নক্‌শীকাঁথায় গিয়ে দ্রিয়ের পোস্টের থেকেও বেশি ভয় লাগলো নীনাদির পোস্ট পড়ে। পাতালে ঢুকে যাওয়াফাওয়া কীসব লিখেছে! তারউপর পৃথিবীর ভিতরটা খুব গরম শুনেছি! ঐভাবে পুড়ে মরব ভাবতেই ...... । ২০১২টা দেখে থেকে অব্দি ভয়ে ভয়ে আছি। অবিশ্যি সাউথ ইন্ডিয়ায় তো আমরা জলোচ্ছাসে মরব। এখানে অবিশ্যি পাতালপ্রবেশটবেশ করতে হবে না।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৮:৩৬ | 122.172.231.119
  • ইস্ট-ওয়েস্ট জানি না বাপু! তবে এইসময়ে ঐ দেশে থাকার কথা ছিল তো।
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৮:৩৪ | 72.83.74.17
  • এ গল্প পামিতাদিই একবার লিখেছিল বোধহয়।

    কিন্তু ব্যাঙদি, পামিতাদি কি এখন ইস্ট কোস্টে নাকি ?
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৮:২৮ | 122.172.231.119
  • ঃ-))
  • nyara | ২৪ আগস্ট ২০১১ ০৮:২৫ | 203.83.248.37
  • তৈরি থাকার গল্পটা বলিনি বুঝি? আমার বউয়ের একটা মেরুনচে-লাল রঙের সুটকেস ছিল। সেটা ছিল এমার্জেন্সি রেস্কিউ কিট। পাসপোর্টেরা, বার্থ সার্টিফিকেটারা, বউয়ের মার্কশিট-সার্টিফিকেটারা, কিছু চেকবইয়েরা ওখানে বাস করত। আইডিয়াটা ভাল। জলোচ্ছাস, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প - কিছু একটা হলে সুটকেস বগলদাবা করে সোজা এয়ারপোর্ট।

    তো শত্তুরের মুখে ছাই দিয়ে এক সন্ধ্যেতে ভূমিকম্প হল। বাড়িঘরদোর ঠিকঠাক দোলাদুলি করল, টেবিল বেঁকল, চেয়ার গড়াল, এমনকি প্রায় কপিবুক স্টাইলে ঝাড়লন্ঠন দুলিয়ে বেশ একটা সিনেম্যাটিক এফেক্ট দিল। আমি বড়মেয়েকে, মা ছোটমেয়েকে - তৎসহ শ্বশুরমশাই ও শাশুড়িমা ঊর্ধশ্বাসে ছুটে এসে বাইরে দাঁড়ালাম।

    সুটকেস যে ক্লজেটে ছিলেন সেখানেই ভূমিকম্পের সব ঝড়ঝাপটা সামলে সুখে ঘরকন্যা করলেন।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৮:২৪ | 122.172.231.119
  • পাই, বাড়ি গেলি?
    পামিতার সব খবর ঠিকঠাক?
    নীনাদি কি হুতোর বাড়ি গেলে?
    মিতাদি তুমি-ই বা কোথায়? ঠিকঠাক পৌঁছেছ?
    তিমি, তুমিই বা কোথায়?
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৮:১৪ | 72.83.74.17
  • ওয়েস্ট কোস্টের বাড়ি ঘর তো এভাবেই বানানো। লোকজন ও তৈরি থাকে। এখানে এরকম কিছুর জন্য কোনোরকম প্রিপ্রেয়ার্ডনেস ছিল না বলেই এত প্যানিক হয়েছে।
    ইভ্যাকুয়েশন করা হয়েছে বিল্ডিং ড্যামেজ অ্যাসেস করার জন্য।
  • nyara | ২৪ আগস্ট ২০১১ ০৭:৫৯ | 122.172.173.83
  • এই ইস্ট কোস্টের লোকেদের আদিখ্যেতা দেখে হেসে আর বাঁচিনা। একটা 5.8 হয়েছে, তাতে ইভ্যাকুয়েশন-টিভ্যাকুয়েশন হয়ে গেল। ওয়েস্ট কোস্টে 6-এর নীচে হলে লোকে স্রেফ ফুলদানিটা ঠিক করে বসিয়ে দেয়।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৭:৫২ | 122.172.231.119
  • কে বলল চাপিলা মাছ খেতে খারাপ!!! কোন সাহসে বলল?? X-(
    তবে আকা আর কেসি যে রূপচাঁদা, পায়রাচাঁদার নাম শোনে নি, তাতে আমি কিছুই মনে করি নি। ওদের থেকে মিনিমাম জ্ঞানগম্যির ব্যাপারে বিশেষ কোনো এক্সপেক্টেশন নেই আমার।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ০৭:৪৮ | 122.172.231.119
  • এরা কী পাষণ্ড রে ভাই!! একটা দিন ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম, অমনি আমাকে না ডেকে নিজেরা নিজেরা পনেরোপাতা ভাটিয়ে নিয়েছে!! ঃ-(( এমনকি ভাটটাকে থ্রিলিং করতে একটা আস্ত ভূমিকম্পশুদ্ধু নামিয়ে নিয়েছে!!
    আমার কিছুই দ্যাখা হল না, শোনা হল না, জানা হল না!!!! ঃ-((((((
  • nk | ২৪ আগস্ট ২০১১ ০৬:৪৬ | 151.141.84.194
  • পাই, টইপত্তরে কী হচ্ছে????
    আমি কিছুই বুঝছি না, বিরাট নাম নিয়ে ইংরেজীতে লিখছেন কে যেন। নিও হিউম্যানিটারিয়ান না কি যেন এডুকেশন। এটা কি আসলে অন্য কোনো আসা লেখা স্লিপ করে ওখানে চলে গেছে?????
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৫:০৭ | 128.231.22.133
  • সেটাই তো নিনাদিকে বলছিলাম। এই 'কাস্টম' হয়ে থাকার ব্যাপারটা।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ০৪:৫৬ | 151.141.84.114
  • ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে ভয়াবহ যা লাগে তা হোলো সামাজিক গ্রহণযোগ্যতা, এটা যে অপরাধ সেই ব্যাপারটাই কোথাও কোথাও উধাও। সামাজিক স্ট্যাটাসের ব্যাপার, মেয়ের বাড়ী লেজমোটা হোলে তেনারা দেখাতে চান কত দিতে পারেন আর ছেলের বাড়ী তো সবসময়ই "ছেলে আমার সোনার টুকরো, তাকে কি অমনি পাবে?"
    স্ট্যাটিস্টিক্স দেখে চমকে উঠে আর কী ই বা হবে। চোখের সামনে আত্মীয়স্বজনের মধ্যে যা দেখেছি... যাক গে।
  • piay | ২৪ আগস্ট ২০১১ ০৪:৫৬ | 128.231.22.133
  • অ্যাকচুয়ালি, আত্মহত্যার কারণ এমনিতেও স্পষ্ট নয়।
    পেপারে ডাউরি ডেথের কারণ হিসেবে কিছু কিছু ফ্যাক্টর কোরিলেট করাতে পেরেছে, কিন্তু ডাউরি রিলেটেড সুইসাইডের ক্ষেত্রে সেরকম কোন কোরিলেশন ই দেখানো যায়নি।
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৪:৩১ | 128.231.22.133
  • কী কাণ্ড !

    ডাউরি রিলেটেড আত্মহত্যা পঃবঙ্গে সবচে বেশি ! অন্য কোন রাজ্য ধারে কাছে নেই !! মধ্য প্রদেশ বাদে অন্যান্য রাজ্যের দশ-কুড়ি গুণ!!

    না, মনে পড়ছে।এইরকম ডেটা আগে দেখেছিলাম। এখানে লিখেহি্‌ছলাম কিনা মনে নেই। অর্কুটে লোকজনকে বলতে সে কী তক্কো। সিপিএমের লোকজনের। তারা বিশ্বাস ই করবে না , পঃবঙ্গে এটা হতে পারে। ইন ফ্যাক্ট, আমার নিজের ও অবাক লেগেছিল। এদিকে এই পেপারেও এর কোনো এক্ষপ্ল্যানেশন নেই। এটার কারণ হিসেবে যা যা বলছে, পঃবংগের সাথে সেগুলো মেলাতে গেলেও তো ঠিক বোঝা যাচ্ছে না।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ০৪:০৮ | 151.141.84.114
  • আমার এক বন্ধুনী এককালে ছিলো ঘোর মধ্যপ্রাচ্যবিরোধী। এখন সে দুবাইতে থাকে আর দুবাইয়ের ডাইভার্সিটি নিয়ে স্তোত্রগাথা গায়। কী অবস্থা!!!!!
  • nk | ২৪ আগস্ট ২০১১ ০৪:০৭ | 151.141.84.114
  • খাপ পঞ্চায়েৎ কী? খাপখোলা পঞ্চায়েৎ????
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৪:০৭ | 198.82.19.219
  • আমি তো এমনিতেই সেকেন অপশনেই টিক দিই। সব সময়। যাতে আই সেকেন বলা যায়।

    সিরিয়াসলি, আমার বস গণতন্ত্রেই বিশ্বাস করেনা। সেখানে কোন ফাগল বিনায়ক সেন নিয়ে কথা বলবে?
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৪:০৪ | 128.231.22.133
  • টিম, মৃত্যু সংখ্যার ট্রেন্ড তো সেকেণ্ড অপশনটায় টিক দিতে বলছে।

    ভাবছি খাপ পঞ্চায়েতের কথাটা বলবো কিনা।
    ডাউরির খবরের পর ওটা আফটারশকের চেয়ে তো বেশি হবে না।
  • Nina | ২৪ আগস্ট ২০১১ ০৪:০১ | 68.45.76.170
  • দাঁড়া এই তক্কো টা ঝুড়ি চাপা রইল--বেরোচ্ছি
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৪:০০ | 128.231.22.133
  • টিম। ইনি একটু বেশি মাত্রাতেই সচেতন।

    বিনায়ক সেন নিয়ে আমাকে একবার ঝাড়া এক ঘণ্টা ধরে সে কী জেরা। সে মাওবাদী থেকে শুরু করে আদেবাসী, অনুন্নয়ন, তামাক মাফিয়া, মাইনিং , সালওয়া জুডুম, বিচার ব্যবস্থা ... আমি তো বুঝতে পারছিনা, এত খুঁটিনাটি জানলেন কোদ্দিয়ে। সব শুনেটুনে জানালেন, উনি আমার থেকে ভেরিফাই করছিলেন। ওঁদের ন্যাশানাল অ্যাকাডেমির মেম্বারদের কাছে চিঠি এসেছে এটা নিয়ে। ঐ বিনায়ক সেন যখন জেলে। ওটা নিয়ে ড্রাফট করা প্রতিবাদ পত্র এন্ডোর্স করার জন্য। তার সাথে ওরা কেস নিয়ে বিস্তারিত লিখেওছিল।
    শিওর হয়ে, সব জেনে তবে চিঠি লিখবেন, সেজন্য এত জিজ্ঞাসাবাদ।

    ক'দিন আগে একপ্রস্থ হল আম্বানীদের ২৭ তলা বাড়ি নিয়ে ঃ)

    নিনাদি, নানা দেশে আম্রিগার নানা কীর্তিকলাপ নিয়ে ওঁর ঝুলিতে নানা গপ্পো আছে। ঐ কনস্পিরেসি টইতে লিখবো কখনো। দ্রি শুনলে হেবি খুশি হবেন।
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৫৩ | 198.82.19.219
  • পাইকে,
    বলো যে সমাজটা ঠিক সভ্য নয়। ধীরে ধীরে অপেক্ষাকৃত সভ্য বা অসভ্য কিছু একটা হবে।
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৩:৫২ | 128.231.22.133
  • নাঃ নিনাদি, এরকম 'কাস্টমাইজড' অত্যাচার কি এখানে আছে ?

    সেরকম ডোমেস্টিক ভায়োলেন্স তো দেশেও অনেক।

    কিন্তু এই ডাউরির অ্যাডেড ফ্যাক্টরটা আর কোথায় ?
  • nina | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৭ | 68.45.76.170
  • আরে, বসটাকে বল ---এদেশেও তো দেদার বউ পেটায়, চার্চের পুরুতগুলো কি না করে, বর্বরতায় এরাও পিছিয়ে নেই বেশি--শুধু ২০০ বছর আয়ূ বলে সবটা শেখেনি এখনও---যত্তোসব
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৭ | 198.82.19.219
  • ইপিস্তার মত আমার যদি একটা সমাজসচেতন বস থাকতো!
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৫ | 198.82.19.219
  • কি খায় টা বলে দি, সমাজের উবগার হবে। ছেলেটি ভিগান। স্বল্প পরিমাণে মদ খায়, গাঁজা তো দূরস্থান, সিগারেটও খায়না। খুউব হেলদি ডায়েটে বিশ্বাসী।
  • nina | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৫ | 68.45.76.170
  • হি হি হি যে ল্যাবে ভূমিকম্প ঢোকেনা---ঐ লিবিয়ার ---কে লুকিয়ে রেখেছিস নাকি রে??
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৪ | 128.231.22.133
  • হ্যঁ, মিতাদি। জ্জয়গুরু বলে বেরিয়ে পড়ো !
    খুব বেশি আটকে থাকলে গুরুকে একটু গাল দিয়ে দিও ক্ষণ ঃ)
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৩ | 128.231.22.133
  • এদিকে আমার বস খুব উত্তেজিত হয়ে একটা পেপার ধরিয়ে দিয়ে গেলেন। ভারতের স্টাডি ডাউরি ডেথ নিয়ে। গত দশ বছরে এ নিয়ে খুনের সংখ্যা দ্বিগুণ হয়েছে, আত্মহত্যা দেড়গুণ। বসমশায় জানতে চাইছেন, এরকম একটা জিনিস সভ্য সমাজে কীকরে চলে আসতে পারে, এট বাড়ছেই বা ক্যানো, কেবল আমাদের দেশেই এরকম বর্বর প্রথা এখনো চালু আছে কিনা ইত্যাদি। কী যে বলি।
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪৩ | 198.82.19.219
  • কিসের ল্যাব অমনি ফস করে বলে দিই আরকি। চারপাশে এত গুপ্তচর....
  • nina | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪১ | 68.45.76.170
  • ওরে টিমটিম তোদের কিসের ল্যাব রে? কারা কাজ করে ;-) কি খায় সেটা তো বুইতে পারছি--

    পাই আজকে বাড়ীতেই পিকনিক কর---মানে তোরা যখন বাড়ি পৌছুবি----ফোন পেলে বলে রাখ কি কি খেতে ইচ্ছে করছে ঃ-))

    আর মিতা আজ একলা বাড়ী গিয়ে কি করবে--কোনও বন্ধুর বাড়ী থেকে যাও
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৪০ | 198.82.19.219
  • না না সে খুবই ছেনছিটিব এমনিতে। রোদ লাগলে হাঁচি হয় ( অ্যালাজ্জি), চোখে গগল না পরে কখুনো লেজারের কাছে যায়না।
    মনে করে বল্লো তখন সে সাইকেল চালাচ্ছিলো। ঃ-)
  • pi | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৮ | 128.231.22.133
  • *সবাই
  • mita | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৮ | 64.191.211.55
  • সত্যি!
    পাই, আমি তাহোলে বেরোলাম।
  • nina | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৭ | 68.45.76.170
  • হরি হে--এই সব ল্যব পাব্লিক কি আবিষ্কার করবে রে বাবা ---যাদের বোধশক্তি এত্ত এত্ত কম--মানে নেই ই বলতে হবে
  • Tim | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৬ | 198.82.19.219
  • ওহো পাইয়ের কোচ্চেনটা দেখিনি। রিচমন্ড তো ঘন্টা চারেক হবে। তাই কি ইভ্যাকুয়েট কল্লোনা? কেজানে!
  • mita | ২৪ আগস্ট ২০১১ ০৩:৩৬ | 64.191.211.55
  • তোর ল্যাবের লোকেদের ডাক্তার দেখা। Michigan থেকে লোকে ফোন কচ্ছে, এদিকে ঘরের কাছে এরা টের পায় নি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত