এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে! 

    কিংবদন্তি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০১ নভেম্বর ২০২৪ | ৭৭৭ বার পঠিত
  • গতকাল ( ৩০/১০/২০২৪) রাতে ঢাকা আসছি। মহান (!) বিপ্লব ( না গণ অভ্যুত্থান?) সংগঠিত হওয়ার পরে প্রথম আসলাম। রাতে তেমন আলামত না পেলে সকাল থেকে বেশ ভালো ভাবেই বুঝলাম আমি ঢাকা আসছি! রাতে যখন গন্তব্যের দিকে যাচ্ছি তখন দেখলাম নানান দেওয়াল লিখন। ইউনুস সাহেব এই সব দেওয়াল লিখনকে বাধাই করে নিয়ে গিয়েছিলেন জাতিসংঘে। আমি যেগুলা দেখছি সেগুলাও নিয়ে গেছে কি? আমি দেখলাম বাঁচার পথ খেলাফত খেলাফত লেখা। মূর্খ আমি দেখলাম আরবিতে কী জানি লেখা! তো এগুলা নিয়ে গেছেন তিনি? 

    রাতে যেখানে উঠব এই কয়দিনের জন্য সেখানে যাওয়ার আগে একজনের সাথে জরুরি দেখা করা দরকার ছিল। তার ফেসবুক, মেসেঞ্জার সব অফ। সাবেক ছাত্রলীগ নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব বড় ছাত্রলীগের নেতা ছিল। এরাও মূলত রাজশাহীর ক্যাম্পাস থেকে শিবিরকে তাড়িয়ে ছিল। আমি ওর কাছ থেকে একেবারে প্রথম হস্ত কিছু তথ্য, গল্প শুনার জন্য জার্নি করে এসেও চলে গেছি ওর কাছে। আমার কষ্ট বৃথা যায়নি! 

    ও ক্যাম্পাস ছাড়ছে বহুদিন হয়। এখন নিজের একটা অনলাইন ব্যবসা আছে। নিজে ও গ্রাফিক্সের কাজ করে। প্রথমেই ওকে জিজ্ঞাস করলাম ফেসবুক মেসেঞ্জার বন্ধ কেন? বলল তোমারও বন্ধ! আমি জানি ওর তুলনায় আমার বিপদ হয়ত তেমন কিছু না। আবার একদিক দিয়ে ভাবলে একই আসলে। পরে আমার গল্প বললাম। ও বলল ভাই আমাকে গুলশান থানার ওসি ফোন দিছে। রাজশাহীতে ২০১৩/১৪ সালে বিএনপির এক নেতা মারা গেছে। সেই মামলায় একজনকে ধরছে। তার মোবাইলে আমার নাম্বার পাইছে! জিজ্ঞাসা করছে কীভাবে চিনি, এখন কী করি ইত্যাদি। এরপরে ও কয়েকদিন সব বন্ধ করে রাখছিল, আর পরে শুধু মোবাইলটা খুলছে। বলল ভাই যার কথা বলছে সে ১০১৩/১৪ সালে হয়ত ফিডার খাইত! এমনই তো চলছে, কী বলব? 

    জিজ্ঞাস করলাম আমাদের দুইজনের কমন পরিচিত লোকজনদের অবস্থা। যারা আন্দোলনের সময় পাগলের মতো ঝাঁপিয়ে পরেছিল! দুইজনের কথা বলল। একজন ছোটভাই, বুয়েটে পড়ে। আমার সাথে তেমন পরিচয় নাই, শুনছি খুব আন্দোলন করছে ও। সেই ছেলের বাবা মুক্তিযোদ্ধা। বাড়ির সামনে নাম ফলকে গর্ব করে লেখা ছিল বীর মুক্তিযোদ্ধা অমুক। সেই নাম ফলক খুলে বাড়িতে রেখে দিতে হয়েছে! এখন শুধু হাত কামড়ায়! কী থেকে কী হল বলে হায়হুতাশ করে। 

    আরেকজনের কথা বলল। এইটাও ছোটভাই। ওর মা স্কুলের শিক্ষিকা ছিলেন। এই ছেলে আন্দোলনের প্রথম সারির কর্মী ছিল। যথারীতি তখন কোন কথাই শুনে নাই। এখন? এখন যখন সারা দেশ জুড়ে শিক্ষকদের অপমান অপদস্থ করে পদত্যাগ করানো হচ্ছিল, ওর মায়ের সাথেও তাই হয়েছিল। সবাই মিলে তাকে মারতে গেছে, কোনমতে রক্ষা হয়েছে। এখন এই ছেলে মায়ের পা ধরে কান্না করে! এমন হবে বুঝি নাই!  

    বর্তমান রাজনীতি নিয়ে আলাপ করি নাই। কারণ এদের কাছে সঠিক কিছু পাওয়া সম্ভব না এখন। প্রচণ্ড আবেগে বাস করছে ওরা। কিন্তু জীবন বাঁচানো ফরজ কাজ ভেবে ঝিম মেরে বসে আছে। একটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে। এখন ওর নানা চিন্তা খেলা করছে। দেশ ছাড়ার প্লান আছে। কিন্তু কীভাবে তা জানে না এখনও। 

    সকালে উঠে আগে থেকে ঠিক করে রাখা টুর প্ল্যান অনুযায়ী চললাম পদ্মা দিকে। অনেকদিন আসি না। আমি এখনও পদ্মা সেতুও কাছ থেকে দেখিনি। মূলত ঘুরাঘুরি, গন্তব্যহীন ভাবে মোটরসাইকেলে দুই বন্ধু মিলে রউনা দিয়েছিলাম। জ্যাম ঠেলে যখন মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠলাম তখনই চোখে পড়ল বিশাল বড় করে লেখা সেই লেখা, জাতির পিতা ইব্রাহিম (আঃ) এক্সপ্রেসওয়ে! আমি বললাম এইটা এখনও নামায় নাই কেউ? কে নামাবে? কার এত সাহস আছে? হা করে তাকিয়ে রইলাম আমি। ছবি তুলব তাও মনে করতে পারিনি। কাছ থেকে দেখলাম হুট করে কোনমতে বানানো কোন সাইনবোর্ড না এইটা। রীতিমত ভালো করে, মজবুত করে বানানো এই জিনিস! হাহ! বাংলাদেশ! 

    ঘুরতে ঘুরতে হুমায়ুন আজাদের গ্রামের বাড়ি চলে গেছিলাম। তাঁর কবর দেখলাম। এরপরে ভাগ্যকুলে গিয়ে ঘোল খেলাম, লেবু দিয়ে কীভাবে জানি বানিয়ে দেয়, দারুণ জিনিস! সেখান থেকে মৈনাট ঘাট, পদ্মার পারে। ইলিশ ধরা নিষেধ। তা সত্ত্বেও কোথা থেকে জানি ইলিশ আসল। ইলিশ খেয়ে ফিরতি পথ ধরলাম। ঢাকা ঢুকতে প্রচণ্ড জ্যামের মুখে পড়লাম। দুই ঘণ্টা চলে গেল বাবুবাজার ব্রিজ পার হতেই! কিছুদূর আসতেই ফোনে দেখলাম মহান ছাত্ররা জাতীয় পার্টির অফিসে আক্রমণ করে অফিস ভেঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে! আমরা তৎক্ষণাৎ আমাদের পথ ঘুরিয়ে দিলাম। আরও ঘুরে ম্যালা কষ্টে বাসায় পৌছালাম। ছাত্ররা কেন জাতীয় পার্টির অফিস ভাঙতে গেল? বাসায় এসে দেখলাম  তারা মসাল মিছিল নিয়ে গেছে বিজয় নগর, জাতীয় পার্টির অফিসের দিকে। অফিসে কর্মীরা ছিল, তারা দিছে ধাওয়া, মাইর! এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ওই তোরা রাজুতে আয় বলে ডাক দিয়ে পুলাপান নিয়ে অফিস ভাংচুর করছে, আগুন দিছে। ফায়ার সার্ভিস আসছিল আগুন নেভাতে, তাঁদেরকে তাদের কাজ করতে দেয়নি ওরা! 
    খুব সুন্দর না? 

    জাতীয় পার্টির প্রতি আক্রোশ কেন? কারণ তারা গত আওয়ামীলীগ সরকারের সাথে নির্বাচনে গেছে! এইটা যদি অপরাধ হয় তাহলে তো বিএনপিও এই অপরাধে দোষী, ওরাও তো ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল! পরবর্তী লক্ষ কি তাহলে বিএনপি? বিএনপি কি এই ভয়ই পাচ্ছে? শুনলাম রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিএনপির অবস্থান আমি যে দৃষ্টিতে দেখেছি বিএনপি না কি তেমন করে দেখে নাই। তারা তাদের নেতা তারেক রহমানকে ফেরত আনতে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুকে ব্যবহার করছে। পদত্যাগে সম্মত হব, তারেক রহমানের সব মামলা, রায় বাতিল কর! সরকার রাজি না। কারণ এই ঠুনকো সরকার জানে তারেক রহমান একবার দেশে আসলে তখন আর দেশ তাদের কথায় চলবে না। আমি পছন্দ করি আর না করি, বাস্তবতা হচ্ছে এইটাই! 

    অল্প একটু ঢাকা ঘুরে জা বুঝলাম তা হচ্ছে ঢাকাকে ঘিরে যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছিল তার পর্যায় সবই সম্ভবত বন্ধ হয়ে রয়েছে। হাজার হাজার কোটি টাকার কাজ নষ্ট হচ্ছে! সেতু ভবন দেখলাম এখনও ভগ্নস্তূপ হয়ে আছে। পদ্মা থেকে ঘুরে আসার এই পুরো সময়ে অন্তত চার পাঁচটা মব জাস্টিস দেখেছি! একটায় তো মোটর সাইকেল জোরে টান দিয়ে চলে আসতে হয়েছে আমাদেরকে, কারণ ঘটনা দেখি রক্তারক্তি পর্যায়ে চলে যাচ্ছে! কয়দিন ঢাকা থাকার ইচ্ছা ছিল, এখন মনে হচ্ছে দ্রুত এই শহর ছাড়াই মঙ্গল আমার জন্য!  
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০১ নভেম্বর ২০২৪ | ৭৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০১ নভেম্বর ২০২৪ ০১:৩৮539012
  • কী ভয়ঙ্কর!
  • | ০১ নভেম্বর ২০২৪ ০৮:৫৯539016
  • ভিডিওটা খানিক দেখেছি পুরোটা দেখতে পারি নি।  আদিম যুগের হান্টার গ্যাদারার মনে হচ্ছিল। 
    অপরিণামদর্শী আবেগসর্বস্ব মানুষ  অরাজনৈতিক হলে যা হয় তাইই হয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তরা অরাজনৈতিকদের ঘাড়ে চেপে নিজেদের অ্যাজেন্ডা হাসিল করেছে। 
     
    স্লাইট অফটপিক : আরজিকর আন্দোলনের শুরুর দিকে শুভেন্দুর ছাত্রসমাজের ডাক দেখে এবং তাতে প্রচুর লোকজনের উলুতপ্লুত হওয়া দেখে, বাংলাদেশের সাথে তুলনা দেখে ঠিক এই ভয়টাই পেয়েছিলাম।  ভাল ব্যপার হল জুনিয়ার ডাক্তাররা বিজেপীর চেনা মুখগুলোকে দূর দূর করে তাড়িয়েছে। 
  • b | 14.139.***.*** | ০১ নভেম্বর ২০২৪ ০৯:২৭539017
  • কতো লোক আবার ফরাসী বিপ্লবের সাথে তুলনা কচ্চিলো ।
  • Jaya Choudhury | 202.8.***.*** | ০১ নভেম্বর ২০২৪ ০৯:৪০539018
  • এইটা ই আশংকা করছিলাম। জনতার ক্ষোভ আর ব্রা পোড়ানো উল্লাসওয়ালা পাবলিকের মাল চুরির ক্ষোভ এক জিনিষ নয়। 
  • প্রতিভা | 2401:4900:3bea:d8eb:3536:e796:a4a9:***:*** | ০১ নভেম্বর ২০২৪ ০৯:৪৮539019
  • দমু, ভিডিওটা এখানে দিলে পারতে! 
  • hehe | 2001:67c:2660:425:20::***:*** | ০১ নভেম্বর ২০২৪ ০৯:৫০539020
  • ওরে বাবা, সায়েবরা যা পারে, তোরা কি পারিস? ওসব ফরাসি বিপ্লব করতে গিয়ে ছড়িয়ে লাট করলি। ক্যাংলাদ্যাশের ঘন্টি বেজে গেল। ছাগলদের হাতে গণতন্ত্র টেকেনা।
  • দেব | 103.217.***.*** | ০১ নভেম্বর ২০২৪ ১০:০৬539022
  • বাংলাদেশের ক্ষমতা রাজাকারেরা দখল করেছে, এইটে হল আসল কথা
  • বিপ্লব রহমান | ০১ নভেম্বর ২০২৪ ১১:০৯539023
  • মার্কিন লবির প্রক্সি যুদ্ধের পর ইউনূস জামানার বিএনপি-জামায়াত-হেফাজতের সফট তালেবানি চালিকাশক্তি সেভাবে কোনো দিকই সামাল দিতে পারছে না। 
    এরপরেও সরাসরি পুলিশ (এমনকি ট্রাফিক পুলিশও), গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর পুরোদমে মাঠে অনুপস্থিতির সুযোগে যে পরিমাণ আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কথা ছিল, সে তুলনায় আসলে অরাজকতা কমই হচ্ছে। এর কারণ বোধহয় এখনো আম জনতা ইউনূস সরকারেই ভরসা রেখেছে। 

    সে তুলনায় জাতির জনক ইব্রাহিম (আ.) সাইনবোর্ড বা জাতীয় পার্টি অফিসে আগুন দেয়া অতি সামান্য ঘটনা, সম্ভবতঃ বেহাত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পূর্বতন মব জাস্টিসের জেট লগ মাত্র। 
     
     


     
  • Guru | 2409:4060:2d41:d518:dacf:753b:1b79:***:*** | ০২ নভেম্বর ২০২৪ ১২:০৭539049
  • আমার তো মনে হয় প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যার থেকে দৃষ্টি ঘোরাতেই এই অভ্যুথানের নাটকটা জায়নবাদীরা করিয়েছে l এই ইউনুস তো জায়োনবাদীদেরই লোক l 
  • Silent_Observer | 2603:8081:2200:26:cdb9:2a05:5d8d:***:*** | ০৩ নভেম্বর ২০২৪ ১১:৪২539071
  • ফায়ার সার্ভিসই আগুনটা নিভিয়েছে (দেখুন এই ভিডিওর ২:১৬ থেকে)
    @গুরু সার্কাজম করলেন কিনা ঠিক বুঝলাম না। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৩ নভেম্বর ২০২৪ ১২:৫৫539074
  • বাংলাদেশের এতগুলো কমিউনিস্ট পার্টি কী করছে? কমিউনিস্টদের নেতৃত্বে পরিবর্তন না হলে এরকম চোর গিয়ে ডাকাত আসবে পুঁজিবাদী সিস্টেমে ,কিছু করার নেই। বাংলাদেশের নাগরিকদের কাছে অনুরোধ রইল ওখানকার কমিউনিস্ট পার্টিগুলোকে সমর্থন করার।
  • . | ০৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৮539078
  • এসব কীভাবে সম্ভব?
     

    Bangladesh Power Crisis : বিপুল বকেয়া বাকি, পাওয়ার 'কাট' করল আদানি, অন্ধকারে বাংলাদেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন