


বেশ কিছু উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে। আমি বাঙালী হিসেবে গর্বিত, শুভেচ্ছা নিরন্তর।
অনিন্দিতা | 103.206.***.*** | ২৬ মার্চ ২০২১ ০৯:৩২104098সুবর্ণ জয়ন্তীর অভিনন্দন। জীবনযাত্রার মান বদলের ছবি খুব সহজ আর সুন্দর ভাষায় আঁকা হয়েছে। যদিও এই জাতীয় অভিজ্ঞতা মোটামুটিভাবে সমগ্র উন্নয়নশীল দুনিয়ার, তবু বাংলাদেশ বিশেষ কৃতিত্বের দাবী রাখে একাত্তরের নিরীখে। গবেষকরা বলছেন, এর মূলে আছে শিক্ষা আর নারী উন্নয়ন। বাংলাদেশ মডেল আরো সফল হোক। শুভেচ্ছা।
guru | 115.96.***.*** | ২৭ মার্চ ২০২১ ২১:০৭104145সুবর্ণ জয়ন্তীর অভিনন্দন।বাঙালি হিসেবে খুব গর্বিত বোধ করি আপনাদের সাফল্যে | সবচেয়ে বড়ো স্বীকৃতি এসেছে আপনাদের প্রিয় শত্রু পাকিস্তানের তরফ থেকেই যেখানে সবাই এখন বলে "খুদা কে লিয়ে হামে বাংলাদেশ বনা দিজিয়ে |" এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে ? এপার বাংলা তো শেষ আর কিছুদিন পরে বাঙালি বলতে আপনারাই থাকবেন আপনাদের অভূতপূর্ব জ্বীবনীশক্তি নিয়ে | আপনাদের অনেক অনেক ধন্যবাদ |
S | 2a0b:f4c2:2::***:*** | ২৮ মার্চ ২০২১ ০০:৪৯104156স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সকল জনগণকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশ এগিয়ে যাক। সোনার বাংলাদেশ তৈরী হোক। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হোক।
আমার পরিবার বাংলাদেশ থেকেই এসেছে। তাই হয়তো টান অনুভব করি। তার কাঁটা দিয়ে জমি ভাগ করা যায়, মন ভাগ করা যায় না।
তবে এই সুন্দর সময়ে আমন্ত্রিতদের লিস্ট একটু বেছে বেছে তৈরী করলে আরো খুশি হতাম।
aranya | 2601:84:4600:5410:2c03:b288:50b4:***:*** | ২৯ মার্চ ২০২১ ০৬:৪১104178খুবই প্রিয় বাংলাদেশ, নিজের দেশ বলেই মনে হয়। শুভেচ্ছা
সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে রিয়েক্টা দেওয়ার ব্যবস্থা থাকলে সকল কমেন্টের নিচে লাভ রিয়েক্ট দিতাম। একজন আমন্ত্রিত অতিথিদের কথা বলেছেন। তিনি কোন দিকে ইংগিত করেছেন বুঝা যাচ্ছে। কিন্তু আপনি এটা বুঝতেছেন না আসলে এর সাথে মোদিকে মিলানোর যুক্তি নেই। আজকে যদি প্রধানমন্ত্রী অন্য কেউ হত ভারতের তবুও একই কাণ্ড হত। আমাদের দায় ছিল ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করার। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হবে আর মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে না তা হয় না। সমস্যা করেছে ভারতীয় জনগণ, এমন একজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যে ক্ষোভের আগুন জ্বলতেই আছে মানুষের মনে। সকলকে আবারও ধন্যবাদ। সুখি সমৃদ্ধি বাংলাদেশের স্বপ্ন পূরণ হোক আমাদের।