দুশো-সাত ফুট বাঁশ পেছনে লাগিয়ে উড়ছে স্বাধীনতা
দেশের আনাচে কানাচে
আ – নাচে, কা – নাচে
- কে লাচছে বটে? স্বাধীলতা? উটা কুথাকে থাকে?
- চুপ শালা! এখানে গোল করিস না
এখানে আ - নাচে
এখানে কা - নাচে
সরকারি নাচের স্কুলে
বগল বাজিয়ে বেশ
প্রজাতান্ত্রিক নাচ বুলবুলির
- হ, ইদিক পানে দিখখে যান কিনে
কিমন লাচছি ইক্কেবারে পায়ের তোলায়
- ফোট শালা! দেখছিস না এখানে স্বাধীনতা পুজো হচ্ছে
ফুরফুরিয়ে উড়ছে স্বাধীনতা - পুঁজি-তন্ত্র-প্রজা-তন্ত্র
স্বাধীনতার হাওয়া গায়ে লাগিয়ে - অনেক ওপরে --
ফুরফুরিয়ে উড়ছে - প্রজা-পতি-পুঁজি-পতি পুঁজিপতি প্রজাপতি
আর অনেক নিচে - আদিবাসী অরণ্য নিলাম হচ্ছে
- মাতু হামরু! --পানি হামরু
- দূর শালা! মাটি পানি সব সরকারের, সব বাজেয়াপ্ত
এখানে - স্বাধীনতা পুজো হচ্ছে জবরদস্ত
এখানে - মাইকে অ্যায় মেরে বতন কে লোগো
এখানে - জাপানি তেলের সাথে দিশি কনডম
- আর মরা পোড়ানোর সময়, শালা, মু হারু ডোম
- পেন্নাম লিবেন বটে –
- জল পাস না তোরা?
- হ। ডোম-চাঁড়ালের জল লাই
- দূর শালা! জল কি হবে!
এখানে - বিদেশী মদের সাথে মস্ত
দেশি চাট! এখানে সরকারি হিসেবে
স্বাধীনতা পুজো হচ্ছে জবরদস্ত
এখানে - হয়রাণ হাহাকারে - সরকারি দরে - নিলাম হচ্ছে স্বাধীনতা,
এখানে - সরকারি বন্দুকে পুঁজির ট্রিগার পাহাড়ের বুকে,
এখানে - খাও পিয়ো মস্তি করো - জাহান্নমে যাও -
অন্ধকারে খানিক চিৎকার করো - অর্ণবের দোকানে,
খানিক চায়ের পেয়ালায়, খানিক মোমবাতির দোকানে…
আর আমি শালা! গলায় বকলস বাঁধা প্রজাতান্ত্রিক কুকুর!
এখানে আমার বন্দুকের বাঁটে থেঁতলে যাবার স্বাধীনতা -
এখানে মানুষের ভিড়ে, অনাহারে মরে যাবার স্বাধীনতা -
এখানে মহামারীর লাশ হয়ে, গঙ্গায় ভেসে যাবার স্বাধীনতা -
এখানে আমার নখের আগায় তীব্র ছুঁচের স্বাধীনতা -
এখানে আমার শরীর জুড়ে অষ্টপ্রহর স্বাধীনতা!