

স্বাধীনতার ৭৫ বছর মানে দেশভাগেরও সুবর্ণজয়ন্তী। তিন-চতুর্থাংশ শতাব্দী আগে যে প্রাপ্তবয়স্ক মানুষগুলি দেশ ছেড়েছিলেন, যাঁরা আমৃত্যু স্বাধীনতাকে 'পার্টিশান' বলে এলেন, তাঁদের বেশিরভাগই আর নেই। বেঁচে আছেন তাঁদের সন্ততিরা, তাঁরাও এখন প্রবীণ, যাঁদের স্মৃতিপটে নানা ভাবে সেই বিভাজন এখনও কাঁটাতার তুলে আছে। কেউ স্বচক্ষে দেখেছেন দেশভাগ, কেউ বাবার ড্রয়ারের দস্তাবেজে। আমাদের এই বিশেষ 'দেশভাগ' সংখ্যায়, বহুলাংশে কলম ধরেছেন সেই সন্ততিরা। এক এক করে প্রকাশিত হবে গোটা সপ্তাহ ধরে।
সঙ্গে আছে, টুকরোটাকরা অন্যান্য লেখা। গল্প ও কবিতারা। পড়তে থাকুন গোটা সপ্তাহ ধরে। কারণ, এই বিভাজনের ইতিহাস মনে করা, মনে রাখা, এবং মনে করিয়ে দেওয়া ভীষণ দরকার। কারণ, ওই অযৌক্তিক কাঁটাতার এখনও আছে, আর ঘাতকেরা এখনও আছে দরজায়।
dc | 2401:4900:1f2b:7522:1021:9e5:f0bb:***:*** | ১৫ আগস্ট ২০২২ ২২:০৭511049
?? | 2a0b:f4c2:3::***:*** | ১৫ আগস্ট ২০২২ ২২:২০511050
ধুর | 2a03:e600:100::***:*** | ১৫ আগস্ট ২০২২ ২২:৫৮511051
r2h | 192.139.***.*** | ১৫ আগস্ট ২০২২ ২৩:৩৯511058
dc | 2a02:26f7:d6c0:680d:0:97e0:e969:***:*** | ১৬ আগস্ট ২০২২ ০৬:২৭511061