একজন নাম করা হোমিওপ্যাথিক ডক্টর মাকে বলেছে, উনি straight করে দিতে পারেন, ওঁর সাথে একটু কথা বলতে। মা বলেছে এসব কিছু করা যায় না। তাও উনি চ্যালেঞ্জটা নিয়েছেন। কথাবার্তা হল খানিকটা এরকম:
- তোমার কি জন্ম থেকে এটা আছে?
- “এটা” মানে কী?
- মানে ছেলে ভাল লাগে?
- জন্ম থেকে তো এটা কেউ বোঝে না, তবে Adolescence থেকে যখন Libido sexual organ-এ শিফট হয়েছে, তবে থেকেই ছেলে ভাল লাগে।
- আচ্ছা, তুমি কি কোনো কঠিন রোগের জন্য স্টেরয়েড নিয়েছ ছোট থেকে? কারণ আমার কাছে একটি মেয়ে এসেছিল তার বাবা মার সাথে, তার boyfriend ছিল, কিন্তু তার ওষুধে সমস্যা হয়েছিল, তারপর লেসবিয়ান ছিল কিছুদিন। তারপর আমার ওষুধে ঠিক হয়ে একটা ছেলের সাথে সংসার করছে। তাই আমি তোমার মেজোমামাকে বলেছিলাম, তোমার সাথে একটু কথা বলব।
- আমার কোনো Chronic বা acute রোগের জন্যই আমায় দীর্ঘকাল কোনো ওষুধ খেতে হয়নি। আর আপনার কাছে যিনি এসেছিলেন, তিনি হয় bisexual ছিলেন, নইলে নিজেকে sexually explore করতে গিয়ে বুঝেছিলেন, যে ছেলেদের সাথে ব্যাপারটা জমছে না, বা পরিবারের চাপে আবার একটা ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আপনার ওষুধে কিছু হয়নি।
- এটা medicine side effects থেকে একটা হয়। তুমি জানো না। যাই হোক তোমারটা তো natural homosexuality, এটার তো ওষুধ হয় না। আমি তোমার মেজোমামা আর মাকে বুঝিয়ে বলে দেব।
- সে তো বলবেন, কিন্তু যাকে আপনি ঠিক করেছেন বলছেন, সে কিন্তু আপনার ওষুধে ঠিক হয়নি।
- আমার patient আছে, রাখছি।
মা কে বললাম, মা-ও হাসছে। এবার আর মামাবাড়ি থেকে বলতে পারবে না মাকে, যে আমরা তো তোর ছেলেকে ঠিক করার চেষ্টা করেছিলাম।