"বিপ্লব, এই অভিযোগ আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়। শরীফ -এর লেখায় যুক্তি আছে, ইতরপনা নেই।"
ভাই অরণ্য, তাই? হের শরীফের ওপরের মন্তব্যগুলো দেখেছেন কী??
আসুন আবার একে একে দেখি :
১
"উনি মোদি সরকারকে তেল দিচ্ছেন, উনার লেখা বিজেপি হিট করেছে, উনি হিন্দু ধর্ম নিয়ে চুপচাপ থাকেন এই অপরাধে দেশ ছাড়া জায়েজ?"
২
"আমি ঘুরে ফিরে বলতে চাইছি শত সমস্যা থাকার পরেও একজনকে দেশ ছাড়া করার কোন যুক্তি থাকতে পারে না। আপনি যখন দেশ ছাড়া নিয়ে একটা শব্দও ব্যয় করবেন না উল্টো উনি তেল দিয়ে বেঁচে আছেন বলবেন তখন আমি কী বুঝব? "
৩
"আমরা তার জন্মদিনে আলাপ করছি তাকে নিয়ে, আলাপ করছি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়েছে কিনা, বের করে দেওয়া যায় কিনা ইত্যাদি নিয়ে। আলাপের মাঝে আলাপ কি নিয়ে হচ্ছে সেই সম্পর্কে হয়ত না শুনেই, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ভাবে একজন শুধু তার নাম শুনেই বলা শুরু করল আরে ওর কথা কি বলব, খুব খারাপ মানুষ একটা, ও তো দালালি করে বেঁচে আছে এখন! আগেও এই কাজ করছে এখনও দালালিই করছে, ব্লা ব্লা ব্লা... "
#
প্রথম থেকেই চন্ডাল তসলিমার "লজ্জা" সহ লেখার সাহিত্য মান নিয়ে বলছে, তার রাজনৈতিক কলমবাজি নিয়ে বলছে, কিন্তু শরীফ প্রথম থেকেই গায়ের জোরে যে কথা বলা হয়নি তাইই নিজের মুখের ভাষা অন্যের মুখে বসিয়ে একের পর এক কুতর্ক এ নামতে নামতে ...
শরীফ ভাষ্যে, "এই অপরাধে দেশ ছাড়া জায়েজ?"
= কেউ বলেছেন কী তার দেশ ছাড়া জায়েজ?
শরীফ কহেন, "আপনি যখন দেশ ছাড়া নিয়ে একটা শব্দও ব্যয় করবেন না উল্টো উনি তেল দিয়ে বেঁচে আছেন বলবেন তখন আমি কী বুঝব? "
= তসলিমার দেশ ছাড়া নিয়ে বলা হয়নি ঠিকই, কিন্তু কেউ কী বলেছেন "উনি তেল দিয়ে বেঁচে আছেন" ?
শরীফ ভাষ্যে, "সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ভাবে একজন শুধু তার নাম শুনেই বলা শুরু করল আরে ওর কথা কি বলব, খুব খারাপ মানুষ একটা, ও তো দালালি করে বেঁচে আছে এখন! আগেও এই কাজ করছে এখনও দালালিই করছে, ব্লা ব্লা ব্লা... "
=কেউ কী "আরে ওর কথা কি বলব, খুব খারাপ মানুষ একটা, ও তো দালালি করে বেঁচে আছে এখন" বলেছেন?
= সব সময় প্রসঙ্গেই থাকতে হবে, "জন্মদিন", "দেশত্যাগ" ইত্যাদি? এর বাইরে তসলিমার সাহিত্য বিচার নিয়ে আলাপচারিতা "ব্লা ব্লা ব্লা" হবে?
= এই ফতোয়াবাজি কেন রে ভাই? কেন এই তালগাছিপনা? ল্যাদানো?
#
অরণ্য, নিন, আগে এই প্রসঙ্গের আপনার মতামত দিন, পরে আপনার মন্তব্যের প্রতিমন্তব্য হয়তো।
ভাল থাকুন