

দ্য ওয়ার পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ বরদারাজনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করার ঘটনা আচমকা বলে মনে হতে পারে, তবে অপ্রত্যাশিত বলে মনে হবার কিছু নেই। একটু, সামান্য একটু ভাবলে একে আচমকাও তেমন মনে হবে না, কারণ, এই প্রক্রিয়াটি চলমান। মাঝে মাঝে এতে বিরতি দেওয়া হয় বটে, কিন্তু তা বিরতি মাত্র।
কয়েকদিন আগেই পরঞ্জয় গুহঠাকুরতার বিরুদ্ধেও এফ আই আর দায়ের করা হয়েছে। পরঞ্জয়কে তো ইকোনমিক অ্যান্ড পলিটিকাল উইকলির সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছিল কয়েক বছর আগেই। পরঞ্জয় এর পর দীর্ঘদিন ধরে মোদীর ভাইদের বিরুদ্ধে কী বোর্ড পাকড়ে রেখেছেন। পরঞ্জয়ের বিরুদ্ধে এফ আই আর তাই, সময়ের অপেক্ষাই ছিল।
সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ, ওয়ার পত্রিকায় ২৬ জানুয়ারি আইটিও-র কাছে কৃষকমৃত্যুর ঘটনা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তাতে সরকারি বয়ানের বিপ্রতীপ এক বয়ান প্রকাশিত হয়। সে প্রতিবেদনে, মৃত কৃষকের পরিবারের লোকজনের বয়ান উদ্ধৃত করা হয়, যাঁদের অভিযোগ, মৃতদেহের শরীরে বুলেটের চিহ্ন রয়েছে।
সিদ্ধার্থ নিজে টুইট করে মৃতের পরিবারের এই দাবির কথা উল্লেখ করেন, এবং তার সঙ্গে ওয়ারে প্রকাশিত প্রতিবেদনের লিংক দেন। সিদ্ধার্থের টুইট উদ্ধৃত করে রামপুরহাটের জেলাশাসক বলেন, সরকারি বিবৃতিতেই স্থির থাকতে (প্লিজ স্টিক, এই শব্দবন্ধটি তিনি ব্যবহার করেছিলেন।
Hardeep Singh Dibdiba, grandfather of the youth killed in tractor parade, levels a sensational charge—that a doctor who was part of the autopsy told him a bullet caused the injuries “but my hands are tied”. @IsmatAraa has the story https://t.co/ulMIDPbLPq via @thewire_in
— Siddharth (@svaradarajan) January 30, 2021
santosh banerjee | ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৩৫102230শাসকের রক্ত চক্ষু .. মিথ্যে অভিযোগ , কুকথা ইত্যাদি এবং শেষমেশ গ্রেফতার আর জেল আদালত নামক বিচারের প্রহসন ।..এতো পুরোনো খেলা , যা ১৯৪৭ থেকে দেখে আসছি !!কিন্তু , যেটা ভালো লাগছে দেখে ।..তা হলো রক্ত বীজ রা বারে বারে জেগে উঠছে আর রাজার আসন কে ভ্রূকুটি দেখাচ্ছে ।..দাপিয়ে বেড়াচ্ছে !!এটাতো অপার বিস্ময় !! গণতন্ত্র দেশেআছেকি ??যদি কেউ বলে হ্যাঁ ।..আপত্তি আছে !!সত্তরোর্ধ মানুষ গুলোকে জেল বন্দি করছে মাত্র একটি খুনি লোকের আঙ্গুলি হেলনে ।...প্রতিদিন গণতন্ত্র দিয়ে গণতন্ত্র কে ধর্ষণ করছে এই লোকটা ।।.হ্যাঁ ।..এই খুনি টা ।..এর পরেও গণতন্ত্র আছে বলতে হবে ??না !!!!না !!!!!চার পাশের দুশ্চরিত্র নেতা দের ""পাইয়ে দেবার " রাজ্ নীতি কে যদি গণতন্ত্র বলি ।..নিরীহ মানুষের রেল লাইনে মরে যাওয়া যদি গণতন্ত্র হয় ।।.যে শিশু মা'র পেট থেকে বেরুবার আগেই মৃত্যুর ঘন্টা শোনে ।..যে মেয়ে টা শুধু মাত্র নিচু জাত বলে গন ধর্ষিতা হয় ।...সে দেশে গণতন্ত্র ????ধিক !!ধিক !!!
শুভজিৎ | 2409:4060:2e9d:2595:14ae:4ee6:e67a:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৮102247এমন প্রতিবেদন হাজার বার হোক।