ভিডিওটা দেখলাম। পরপর ৫ টা গুলি আর তারপরে একটা ডাবল গুলি গুনতে পারলাম। আওয়াজগুলো স্পষ্ট। ধরে নিচ্ছি ভিডিওটি সত্যি। এই পরিস্থিতিতে গুলি চালানোর কোনও প্রয়োজনীয়তাই দেখছিনা। যাদের হাতে লাঠি ছিল, তাদেরকে বুথ থেকে দূরে সড়িয়ে দেওয়া যেত। এইসব পরিস্থিতিতে একদল সশস্ত্র বাহিনীকে গুলি চালাতে হলে তো দুনিয়ায় মানুষ আর বেঁচে থাকবেনা।
কোল্ড ব্লাডেড মার্ডার
বুলেটের বদলে ব্যালট - তাই যেন হয় । আশা করি সংখ্যালঘু পুরুষ, নারী বুথে যেতে ভয় পাবেন না
এলাম, দেখলাম, গুলি চালালাম, এই তো ব্যাপার। তারপর তো জালি রিপোর্ট বানাবার লোক আছে, ডিফেন্ড করার লোক আছে, তক্ক করে ভুল বোঝানোর লোক আছে। পেটোয়া লোকজনের তো আকাল নেই।
ভিডিওটার শেষের দিকে ফোন নিয়ে ব্যক্তিটি বুথের পেছন দিকে চলে আসে আর কিছু দূরে গুলির শব্দ শোনা যায়। বুথে লোক মেরে অন্যদিকে গিয়েও গুলি চালায়।
' আশা করি সংখ্যালঘু পুরুষ, নারী বুথে যেতে ভয় পাবেন না '
- এটা লিখে মনে হল আমি নিজে তো গুলি খাওয়ার ঝুঁকি নিচ্ছি না , চেষ্টা করছি করোনাও যাতে না হয়। মুসলিম নারী পুরুষ এত ঝুঁকি নিয়ে ভোট বুথে যাবেন - এটা আশা করাও হয়ত অন্যায়
অদ্ভুত এক সময়
https://www.facebook.com/100006852877025/posts/2803224193249316/
@Somnath Roy ৭ঃ৩৬
!!!!!!!!!!!!!!!!!!!
সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হত্যা করা হয়েছে মুসলিম মানুষদের যাতে তাঁরা আতঙ্কে আর ভোট দিতে না যান। বাংলা দখলের সুপরিকল্পিত ষড়যন্ত্র।
নিরস্ত্র মানুষের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনা তো এই প্রথম নয় !! আমাদের অজান্তে আমাদেরই দেশের নানান রাজ্যে ঘটে চলেছে এই কাজ ।....ছত্তিসগড় তার প্রমান !! যেটা শীতলকুছি তে হলো ।...তা বুঝতে সমস্যা নেই , সমস্যা হলো প্রধান দুই যুযুধান দল সাম্প্রদায়িক খেলায় মেতেছে , অতি ভয়ঙ্কর সাম্প্রদায়িক খেলা , আমরা যার ফাইনাল দেখবো মে মাসের দুই তারিখে !! এখনো যে সব তথা কথিত শহুরে ভদ্রলোক গণ , জ্ঞানী ,সবজান্তা দাদা দিদি কাকা দাদু গণ ।...যারা ভাবছেন হিন্দু ধর্মের ত্রাতা ওই নরেন্দ্র বাবু আমাদের সোনার বাংলা গড়ে দেবে , মুসলমান দের নিঃশ্বেস করে সনাতন বাংলা গড়বে ।....মূর্খের জগতে বাস করছেন তাঁরা !!! এদিকে ওই ভীষণ ভয়ঙ্কর কাল নাগিনী রূপী মমতা দিদি , মানুষকে প্রত্যেক দিন ধোঁকা দিয়ে , কিছু লোক কে তোষণ করে , অতি নিম্ন স্তরের সংস্কৃতি আমদানি করে , আরেক বীভৎস অবস্থায় আমাদের নিয়ে চলেছেন দুটোই আমাদের কাছে সমান !!!!
দাদা, দিদি আর কাকুর পরেই দাদু কেন? মাসি পিসি ভাইপো ভাগ্নেরা কি বানের জলে ভেসে গেল?