

অনেকেই জানেন, কিম্বা জানেন না গত ২৬ শে জুলাই থেকে SSKM হসপিটালের নার্সিং স্কুলের সামনে নার্সেস ইউনিটির নেতৃত্বে সারা রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ চলছে। এই আন্দোলনের কারণ কি? অনেকের মুখেই প্রচারিত হচ্ছে, এটা নার্সদের মাইনে বাড়ানোর দাবি। কিন্তু, এটা ভুল। নার্সরা মাইনে বাড়ানোর দাবিতে পথে নামে নি। এটা নার্সদের বেতন বৈষম্যের নিরসনের দাবির আন্দোলন। তার সাথে আছে, নার্স নিগ্রহ বন্ধ করার দাবি, চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগের দাবি... কিন্তু এই মুহূর্তে মূল লক্ষ্য বেতন বৈষম্য নিরসনের দাবি।
আপনাদের আন্দোলনকে আন্তরিক সমর্থন জানাই।
সুমন্ত | 59.94.***.*** | ০৫ আগস্ট ২০২১ ০৭:৩৭496434আপনাদের আন্দোলন সার্থক হয়ে উঠুক। অধিকার আসলে দাবির মাধ্যমে লড়াই করেই ছিনিয়ে নিতে হয়, আপনারা জয়ী হবেনই।
শেখর সেনগুপ্ত | 45.25.***.*** | ০৫ আগস্ট ২০২১ ১৪:১১496454আপনাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইল। সুদীর্ঘ ৩৬ বছরে রাজা বদলালেও আপনাদের দিন বদলায় নি। এই বঞ্চনার অবসান হোক- এই কামনাই রইল।
অসাম্য ও বঞ্চনার বিরুদ্ধে আপনাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। আপনারা জয়যুক্ত হোন।
সুমিত আদক | 2409:4060:2193:7029:10c4:4eff:fed6:***:*** | ০৬ আগস্ট ২০২১ ১১:৪৭496498আমরাও পাশে আছি.
অবশেষে নার্সেরা জিতে গেলেন।
এর আগে স্বর্ণালীর পোস্ট ছিল,
আজ আমাদের অবস্থান বিক্ষোভের দ্বাদশ দিন।দীর্ঘ ১২ দিন পর সরকারের মনে হয়েছে আলোচোনায় বসা উচিৎ। আজ আমাদের মিছিল ২ টোয় বেরোনোর কথা ছিল। এত নার্স দেখেই কি সরকার ভয় পেয়ে বিকেল ৫ টায় আলোচনায় বসতে চেয়েছেন? আমরাও এতদিন ধরে তো এটাই চেয়েছিলাম। আগের দিন, মানে ২ আগস্ট এভাবেই মিছিলের মাঝে আমাদের প্রতিনিধি হিসাবে দিদিদের আলোচনায় ডাকা হয়েছিল। সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সেই দিনই অর্থাৎ গত সোমবার জানানো হয়েছিল আজ ৬ আগস্ট মিছিল হবে। মাঝের এই ৩ দিন সরকার পক্ষ কোথায় ছিল? কাল থেকে ভয় দেখিয়ে ,বুঝিয়ে অনেক ভাবে চেষ্টা করা হয়েছে আমাদের এই জমায়েত সংখ্যাকে কম করার ।তাতে ব্যর্থ হয়েই আজ আমাদের মিছিল আটকানোর জন্যই বিকেল ৫ টায় আমাদের প্রতিনিধিদের ডাকা হয়েছে!!? আমাদের দিদিরা অবশ্যই যাবেন এই আলোচনায় ।
তবে মিছিল তো আজ হবেই। হয় বিজয় মিছিল, নয় তো বিদ্রোহ মিছিল।আজকের জমায়েতের আংশিক ছবি দেখে রাখুন। এবারে আর কোনো মৌখিক আশ্বাসে আমরা ভুলছি না।
#নার্সেস_ইউনিটি
#বেতনবৈষম্যের_বিরুদ্ধে_নার্সেস_ইউনিটি
#নায্য_বেতনের_দাবিতে_নার্সেস_ইউনিটি
একজন লিখেছেন দেখলাম,
বিজয়ের জনগর্জন বলবো নাকি নার্সের জোয়ার বলবো!!
অন্যতম মুহূর্ত বিজয়ের পর যখন ABP আনন্দের উদ্দেশ্য ঘোষণা করা হয় - "আপনারা পিছনে লুকিয়ে না থেকে আমাদের মাঝে এসে বসতে পারেন। তবে প্লিজ সেই খবরটাই করবেন যেটা আপনারা চোখে দেখত পাচ্ছেন। "
#ন্যায্য_বেতনের_দাবীতে_নার্সেস_ইউনিটি
#নার্সেস_ইউনিটি_জিন্দাবাদ
বিক্ষোভ অবস্থানের দ্বাদশ দিনে বিজয় এলো!
রাজ্যের সকল নার্সকে অভিনন্দন!
এই আন্দোলনের সাথে সংহতিতে যারা ছিলেন সকলকে অভিনন্দন!
santosh banerjee | ২৪ অক্টোবর ২০২১ ১৯:১৫500160