যোষিতা
"তবে তাঁরা কেউ কি বার্লিনের কুডামে কফি পান করতে আসবেন এই বাজারে ? "
এইটে বুঝিয়ে না লিখলে বাংলা পাঠক কিস্যু বুঝবে না।
উত্তর: আমার বাঙালি পাঠক মুজতবা আলীর চাচা কাহিনি পড়েছেন ! তাঁরা ঠিক বুঝবেন ।
আরেকটা পর্যবেক্ষণ— সোভিয়েতদের নিন্দা করতে গিয়ে মহামতি হিটলারের জয়ধ্বনির মত খানিকটা লাগছে লেখাটা পড়লে। আশা করি সেটা উদ্দেশ্য নয়।
মলোটভ রিব্বেনত্রপ চুক্তি অনুযায়ী হিটলার তিনটে বালটিক দেশের ( মেমেল লানড বাদে , যেটা কখনোই লিথুয়ানিয়ার অংশ ছিল না ) ওপর পুরনো কায়েমি সত্ত্ব ছেড়ে দিলেন সোভিয়েত ইউনিয়নের হাতে । বিনিময়ে স্টালিন পশ্চিম ইউরোপে নাৎসি জার্মানির কাণ্ড কারখানায় নাক গলাবেন না ! বালটিক দেশ গুলিতে জার্মানরা বাস করেছেন সাতশো বছর যাবত, সেই টিউটোনিক নাইটদের আমল থেকে। আমরা তাদের বালটডয়েচেন বলে জানি । রিগা বাদে প্রত্যেকটি শহরের জার্মান নাম আছে - যেমন রেভাল ( টালিন ) চারশোর বেশি জার্মান জমিদারদের বাড়ি আছে যেগুলো এখন টুরিস্টরা দেখতে যান। । ১৯২০ থেকে দেশ গুলো স্বাধীন ছিল । ১৯৩৯ সালের আগস্টে হিটলার স্টালিনকে বললেন আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি , আপনি এই জমিদারির দখল নিতে পারেন । সঙ্গে সঙ্গে লাল ফৌজ ঢুকে পড়লো । এটা ইতিহাস। এটিকে কারো জয়ধ্বনি মনে করার অধিকার পাঠকের , দায় লেখকের নয় !
( উত্তরের আলোয় অচেনা ইউরোপ বইতে এই তিন দেশের কথা লিখেছি - বিজ্ঞাপন করার সুযোগ কি ছাড়া যায় ! )
শোল্ত্স, তালিন।
আমি সুইস উচ্চারণের কথা বলতে পারি না । সঠিক জার্মান উচ্চারণে এটি শলৎস ( একবার আ এর ডে বা এক্সট্রা দ্রাই দেখে নিন)।
এস্টোনিয়ান বন্ধুদের কাছে টালিন শুনে এসেছি তিন দশক । তাদের ভাষায় হার্ড কনসোনানট আছে। আবার ব্যতিক্রমও আছে যেমন তারতু । ফিনিশ ও এস্টোনিয়ান গ্রামার একই গতের। ওয়েলকাম বলতে টেরভে কিন্তু হেলসিঙ্কির শহরতলি ভানতা ।
জারমানি পেট্রল ডিজেলের ওপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। এখন গাড়িতে তেল ভরতেও আমরা জারমানি যাব।
লুক্সেমবুরগে যান না কেন ? ঐতিহাসিক ভাবে লুক্সেমবুরগের তেলের দাম ইউরোপের মধ্যে সবচেয়ে কম ! শনি রবিবারে জার্মান বেলজিয়ান এমনকি ডাচদের লাইন লাগাতে দেখেছি !
আরেকটা পর্যবেক্ষণ। ওলাফ শোল্ৎস্ বুদ্ধিমান। অন্ততঃ ব্যবসাটা বোঝেন।
এ বিষয়ে জার্মানরা একমত। তিনি নিজের ব্যবসাটা বোঝেন । কুমইক্স সহ হামবুর্গে যে কটা দুর্নীতির মামলা চলছে সবগুলোতে তাঁর ভূমিকা প্রকট ।
তবে সেটা তাঁর ব্যাপার । আমার এ লেখার বিষয় নয় ।
জুন থেকে আগস্ট মাত্র নয় ইউরোতে জার্মানির সর্বত্র ট্রেনে যাতায়াত করা যায় । বাসেল থেকে ভাইল আম রাইন পৌঁছুতে পারেন সামান্য খরচায়। সেখান থেকে আপনি ফ্লেনসবুরগ সুলট আখেন খেমনিতস আসা যাওয়া করতে পারেন ওই নয় ইউরোতে !
।