মোল্লা গুলোর বহুত জ্বলছে !! তার মানে একদম ঠিক জায়গায় গুলি মারা হয়েছে !!!
অনেক দিন বাদে রাণা আলমের লেখা দেখে খুবই ভাল লাগল।
অবশ্য এতক্ষণে আমরা জেনে গেছি যে সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয় নি আদৌ। জাস্ট এলাম দেখলাম গুলি চালালাম, পালালাম মোডে কাজ হয়েছে। তবু প্রশ্নগুলো খুবই ঠিকঠাক।
অনেকদিন পর রাণা-র লেখা পড়লাম।
শেষ যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে পরিকল্পিত হত্যা বলেই মনে হয়। ট্রেইনড কিলার ফোর্স, গাড়ীতে এল, গুলি, কিছু লাশ, ফোর্স চলে যায়। তিন চারশ লোকের জমায়েত, বন্দুক ছিনতাই এর চেষ্টা - এই ডিজিটাল যুগে কারও মোবাইলে এসবের কোন ভিডিও রেকর্ডিং নেই - খুবই আশ্চর্যের।
ইসি-র এতাবৎ কাজ কর্মও খুবই আশ্চর্যের - সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে, কোনটার ভিত্তিতেই কোন স্টেপ নেয় নি। আত্মরক্ষার জন্য সেন্ট্রাল ফোর্স গুলি চালাতে পারে - এটা ঘোষণা করেছে শীতলকুচির ঘটনার আগে, যেটা জানা কথা, আলাদা করে বলার দরকার ছিল না।
অথবা এর কোনটাই আশ্চর্যের নয়
আগে খেয়াল করি নি। নামটা চোখে পড়াতে লেখাটা খুলে দেখি সেই রাণা। ভালো লাগল।
কমেন্টগুলোও দেখিয়ে দেয় পরিস্থিতি কতোটা খারাপ ও কেন।