এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • জয় বাংলা! 

    কিংবদন্তি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ ডিসেম্বর ২০২৪ | ৮৮৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • স্বাধীনতার ৫৩ বছর, আমরা এত বছর পরে এখনও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে লড়াই করে যাচ্ছি! হাস্যকর হলেও এইটাই বাস্তব। আমরা আজও কেন এই সব নিয়ে চিন্তা করব? এগুলা মীমাংসিত বিষয় না? কিন্তু এমনই কপাল এই জাতির যে এইটা নিয়ে কথা না বললে কে যে কোন ইতিহাস খাওয়ায় দিবে বুঝা মুশকিল। অথচ আমরা এখন মুক্তিযুদ্ধের ভিন্ন দিক গুলো নিয়ে ভাবতে পারতাম। আমরা মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ ছাড়াও অন্য অপরাধ গুলো নিয়ে ভাবতে পারতাম। আমরা ভাবতে পারতাম ধর্মের নামে কীভাবে মানুষ হত্যা সমর্থন করতে পারে একটা দল! আমরা গবেষণা করতে পারতাম কী মনস্তত কাজ করেছিল একজন রাজাকারের মনে, তার কী চিন্তা ছিল? পাকিস্তান রক্ষা করা? এর জন্য এত এত নিজের এলাকার, পরিচিত ভাইদেরকে অনায়াসে তুলে দেওয়া যায় পাকিস্তানিদের হাতে? নিষ্ঠুর হওয়া যায়? ধর্ষণ করতে পারে? শিশু হত্যা করতে পারে? এইটা কোন মাপের দেশপ্রেম? এইটা কেমন ধর্ম পালন? আমরা নানান দিকে আমাদের চিন্তা ভাবনা প্রসারিত করতে পারতাম। আমরা মুক্তিযোদ্ধাদেরও যদি কোন যুদ্ধাপরাধ হয়ে থাকে তা নিয়ে আলোচনা করতাম। বিহারিদের ওপরেও নানা অত্যাচার হয়েছে, মানুষ হত্যা হয়েছে। আমরা এখন এইসব নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু না! আমরা আজও সীমাবদ্ধ হয়ে আছি পক্ষ বিপক্ষ নিয়েই। 

    আমাদের আর কোন রাস্তাও নাই, কী করব? এত বছর পরেও শহীদ বুদ্ধিজীবী দিবসকে কথিত গণঅভ্যুত্থান থেকে পাওয়া সরকার হাস্যকর বানিয়ে রেখে দিতে পারল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরের নাম পরিবর্তন করে বিজয় ২৪ রাখা হল এই ১৪ ডিসেম্বরেই! ৫৩ বছর পরে যে বিজয় দিবস আসল তার নাম পরিবর্তন করে দিয়েছে জাতীয় শিল্পকলা অ্যাকাডেমি! কুচকাওয়াজ বন্ধ হয়েছেই, কথা ছিল বিজয় উৎসব করবে। শিল্পকলা অ্যাকাডেমি ওইটাকে বানিয়েছে ডিসেম্বর উৎসব! আর ডিসেম্বর উৎসবের প্রথম আয়োজন কী? কাওয়ালি! কাওয়ালি দিয়ে শুরু হবে অনুষ্ঠান। 

    এখানেই শেষ না। তথ্য মন্ত্রণালয় থেকে বিজয় দিবস উপলক্ষে বিশাল বিশাল পোস্টার, ব্যানার বানানো হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধকে হটিয়ে দেওয়া হয়েছে। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ, এইটা হচ্ছে বিজয় দিবসের পোস্টার! 

    ১৪ তারিখ ছিল বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ তারিখ, পরাজয় বুঝতে পারে অদ্ভুত কুৎসিত এক কাজ করে যায় আল বদরেরা। নাম ঠিকানা তালিকা করাই ছিল। জয় সুনিশ্চিত জেনে বুদ্ধিজীবীরা অনেকেই বাড়িতেই ছিলেন। ধরে ধরে নিয়ে যাওয়া হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। মেরে ফেলা হয় সবাইকে। জাতিকে পঙ্গু করে দেওয়ার পরিকিল্পনা যে কাজে লেগেছে তা ৫৩ বছর পরে আমরা পরিষ্কার বুঝতে পারছি। যত ফালতু আবর্জনা মাথার ওপরে ঘ্যাঁট হয়ে বসে আছে, কিচ্ছু করার নাই। আর তাই শুনতে হয় বুদ্ধিজীবীরা কেমন বুদ্ধিজীবী ছিল যে যুদ্ধের মধ্যে বাড়িতেই বসে ছিল? কেউ প্রশ্ন করছে আচ্ছা, এইটা ভারতের কাজ না তো? সেই সময় তো পাকিস্তান সেনাবাহিনী নাই বললেই চলে, ওরা আবার মানুষ মারতে গেছে? এইটা নিশ্চিত ভারতের কাজ! বাংলাদেশকে ধ্বংসের জন্য এই কাজ করেছে! 
    ৫৩ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া এক ছাত্রনেতা, সমন্বয়ক হু হু করে কাঁদছে মাইকের সামনে এই বলে যে আলেমদেরকে মুক্তিযুদ্ধ ব্যবহার করে আওয়ামীলীগ ফাঁসি দিয়েছে! এই অন্যায়ের বিচার না কি তারা করবেই! 

    আমাদের কী করার থাকে আর? চুপ করে বসে থাকা? হ্যাঁ, তোমাদের দিন আসছে, কর যা ইচ্ছা তাই। কিন্তু দিন থাকবে না বলে তামশা দেখাই কাজ? নির্বোধ হলে সুবিধা হত, এগুলা দেখে চুপ করেই কাটিয়ে দেওয়া যেত এই জীবন। পরিস্থিতি পরিবর্তনের পরে বুঝতে ছিলাম এমন দিন সামনে আসবে কিন্তু যখন আসলেই সামনে আসল তখন মানতে কষ্ট হচ্ছে। এমনও সম্ভব? এই দেশে এইটা সম্ভব প্রধান উপদেষ্টা জুতা পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উঠে যাবেন? যুদ্ধের পরে ভুট্টুর কথা মনে পড়ল। তাকে যখন স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয় শহীদের প্রতি সম্মান জানাতে, সেদিন তিনি রঙ্গিন জামা পরে মাথায় হ্যাট পরে গেছিলেন! স্পষ্ট অপমান করার চেষ্টা। নোবেল ম্যানের জুতা পরে স্মৃতিসৌধের বেদিতে উঠে দেখে আমার প্রথমেই এইটা মনে হয়েছে। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতিও গেছেন, তিনি জুতা খুলেই গেছেন। এই কাণ্ডের ব্যাখ্যা কী? 

    এমন না এইটাই প্রথম। বুদ্ধিজীবী দিবস নিয়ে এর আগেও নানা উল্টাপাল্টা কথা শোনা যেত। অপমানজনক কথাবার্তা। এরা যুদ্ধের সময় পাকিস্তানের বেতন ভাতা নিত, এঁদেরকে কেন এত সম্মান দেওয়া? এরা প্রত্যেকেই যে পাকিস্তানের পক্ষেই আছি, চাকরি করছি, বেতন নিচ্ছি এইটা দেখিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে গেছে এইটা কে বুঝাবে? কিন্তু এগুলা বিএনপির মতো দলের নেতারা হরহামেশা বলে গেছে। আজকে তাদের চেলারা বলে যাচ্ছে। এমনই কপাল খারাপ আমাদের এই জাতির। 

    পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে এই দেশে। সেনাবাহিনীর অফিসারদের যুদ্ধের সময় একটা কথা শোনা গেছে, ভয়ংকর সেই উচ্চারণ - আদ্‌মি নেহি মাংতা, হম্‌ মিট্টি মাংতা! নির্বিচারে মানুষ মেরে গেছে একটা দেশের সেনাবাহিনী। তাদের দোসররা সাহায্য করেছে। আজকে যখন আপনি দেখবেন সেই দেশের লোকজনের আনাগোনা বেড়ে গেছে আপনার দেশে, দেখবেন সেই দোসররা গলা ফুলিয়ে বলছে পক্ষ নেওয়া তো অপরাধ না! জামাত পক্ষ নিলেই ভুল কী করেছে? কোন ভুল নাই, শুধু যে দেশের বিপক্ষে, যে দেশের মানুষের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন সেই দেশ ছেড়ে চলে গেলেই হত! যাদের পক্ষ নিয়ে ছিলেন তাদের কাছে থাকলেই তো ভালো থাকতেন, আমাদের এই যন্ত্রণা সহ্য করতে হত না আর! 

    কয়টা লেখব? ডিসেম্বর মাস আসলে আগে রাজাকারদের শরীরে জ্বালা ধরে যেত। এবার দেখছি সরকারের শরীরে জ্বালা ধরে গেছে। যত ভাবে পারছে চেষ্টা করছে মুক্তিযুদ্ধকে সরিয়ে ২৪ আন্দোলনকে সামনে আনার। সংসদ ভবনে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন, কী? ২৪ সালের আন্দোলনের স্লোগান, গ্রাফিতি প্রদর্শনী! ভালো না? 
    আমাদের এমনই দিন চলছে। আমরা জয় বাংলা বললে এখন রাষ্ট্রদ্রোহি মামলা খেয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধের কথা বললে ভারতের দালাল ট্যাগ খেয়ে যাব। আমরা সংখ্যালঘুর নিরাপত্তার কথা বললে হিন্দুত্ববাদের সমর্থক, বিধর্মী, নাস্তিক ট্যাগ খেয়ে বসে থাকতে হবে। 

    সহজেই মানুষকে এই সব দিয়ে ভুলিয়ে রাখা গেছে, যাচ্ছে। ভারত বিরোধী বাতাস প্রবল ভাবে চালানো হচ্ছে, হিন্দুরাই সব ঝামেলার উৎস, আওয়ামীলীগের পক্ষে কাজ করে যাচ্ছে এমন সব কথা দিয়ে ভুলিয়ে রাখা যাচ্ছে সব ব্যর্থতা। এদিকে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্ত অঞ্চলের দখল নিয়ে নিয়েছে, নাফ নদীতে নৌকা চলতে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি! কেউ এইটা নিয়ে লং মার্চও করে না, কেউ গরম গরম বক্তব্যও দেয় না, কোন সাবেক আর্মি অফিসারকেও দেখলাম না রাস্তায় মিছিল করতে যে চার দিনেই আরাকান আর্মির ঘর দখল করে ফেলবে! কোন সারা শব্দই নাই। অথচ এইটা বাস্তব সমস্যা, ভয়ংকর সমস্যা। আরাকান আর্মির সাথে আমাদের কোন যোগাযোগ নাই। এই বিদ্রোহী গোষ্ঠীর সাথে আমাদের পার্বত্য অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী কুকি চিনের সাথে দহরম মহরম। এমনেই মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক যতখানি খারাপ হওয়া সম্ভব তারচেয়ে ঢের বেশি খারাপ। তার মধ্যে এই যন্ত্রণা। অথচ এইটা নিয়ে ভাবার সময় নাই কারো। এদিকে কলকাতা চারদিনে দখল করে ফেলতে পারলে আজকেই রউনা দিয়ে দেয়!   

    আর ভালো লাগে না এই হিপোক্রেসি! স্বাধীনতা বিরোধীদের ঘাড়ে হাত রেখে যখন সরকার প্রধান বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে তখন মাথা ক্র্যাক করে। রিসেট করে সব মুছে ফেলতে চাওয়া লোকটা যখন আগামীকাল স্মৃতিসৌধে ফুল নিয়ে যাবে তখন কেমন লাগবে আমার? যে বিজয় দিবস উপলক্ষে তিনি তার উপদেষ্টা মণ্ডলী নিয়ে যাবেন সাভারে সেই বিজয়ের প্রধান স্তম্ভ বঙ্গবন্ধুর বাড়ি এখন পর্যন্ত ধ্বংস স্তূপ হয়ে আছে, এইটা কোন মাপের ভণ্ডামি? মুক্তিযুদ্ধের গল্প হচ্ছে, স্বাধীনতার কথা বলা হচ্ছে, অথচ কেউ বঙ্গবন্ধুর নাম নিচ্ছে না! এমন কাঁঠালের আমসত্ত্ব দৈনিক বানানো হচ্ছে। ভেড়ার পাল তা চেটেপুটে খাচ্ছে। চলছে জীবন…    

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ ডিসেম্বর ২০২৪ | ৮৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৫ ডিসেম্বর ২০২৪ ০৩:১৯540112
  • "এদিকে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্ত অঞ্চলের দখল নিয়ে নিয়েছে, নাফ নদীতে নৌকা চলতে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি! "
     
    এই খবরটা দুদিন আগেই পেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি ঘটনা সত‍্য।
  • হীরেন সিংহরায় | ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫540118
  • ৭১ এর স্থান নিয়েছে ২৪। পেন্সিলে লেখা ইতিহাস । রাবার দিয়ে মোছা যায়
  • কিংবদন্তি | ১৫ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩540127
  • কী যে চলছে দেশে মাথামুণ্ডু কিছুই বুঝা যায় না। বিজয় দিবস উপলক্ষে ধরপাকড় শুরু করেছে সরকার! অবিশ্বাস্য মনে হলেও এইটা সত্য। কারণ তাদের ধারনা এইদিন যেহেতু আওয়ামীলীগের জন্য শক্তিশালী দিন তাই এইদিন আওয়ামীলীগ কিছু করার চেষ্টা করবে। এই আশঙ্কা থেকে ধরপাকড় শুরু করেছে। আমার নিকট আত্মীয়কে পুলিশ ফোন দিয়ে বলেছে ভাই নির্দেশ আসছে, বাড়িতে রাতে থাইকেন না! বুঝেন অবস্থা! 
     
    একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বললাম। জিজ্ঞাস করলাম বিজয় দিবস উপলক্ষে যাবেন না সরকারি অনুষ্ঠানে? বলল না। কেন? উনার উত্তর হচ্ছে যে অনুষ্ঠানে জয় বাংলা বলা যাবে না সেই অনুষ্ঠানে কীভাবে যাব? কেন যাব? আমার কাছে উত্তর নাই। 
    মুক্তিযোদ্ধারা যাবেই না, মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটা সংগঠন আছে, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। তারাও কেউ যাবে না, কোন আয়োজনও নাই তাদের। তাদের কথা হচ্ছে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ কেন বলব আমরা? এগুলা তো আসলে ইমোশনাল ব্যাপার। আমি যতগুলা মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি কথা বলেছে আজ পর্যন্ত তাঁদের প্রত্যেকেই প্রচণ্ড আবেগি! উত্তেজনায় থরথর করে কাঁপতে দেখেছি অনেককে। তাঁদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, হল ভর্তি মুক্তিযোদ্ধা। সবাই যখন জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করল, আমি তাজ্জব হয়ে শুনলাম শুধু। আওয়ামীলীগ এই স্লোগানকে নিজেদের করে ফেলেছিল, মিছিলে, জন সভায় অনেক শুনছি এই স্লোগান। কিন্তু ওইটার যে আবেগ, ওইটার যে মাত্রা ছিল তা অন্য মাপের। এর কোন তুলনা নাই। এখন এঁদেরকে যদি বলেন বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে, জয় বাংলা বলা যাবে না তাহলে এরা মানবে? 
     
    শিল্পকলা অ্যাকাডেমিতে কাওয়ালির আয়োজন হচ্ছে, যখন এই লেখা লিখতেছি তখন কানে আসতেছে কোথায় জানে ইসলামিক ওয়াজ মাফিল হচ্ছে! তো, এই তো ,নতুন বাংলাদেশ, আর কী চাই? 
  • | ১৫ ডিসেম্বর ২০২৪ ২৩:১০540129
  • 'এদিকে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্ত অঞ্চলের দখল নিয়ে নিয়েছে, নাফ নদীতে নৌকা চলতে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি!'  - এইটা মায়ানমারের এলাকায় মায়ানমারের শেষ পোস্টের জনপদ মংডু বিদ্রোহীরা দখল নিয়েছে তাই তো?  এদিকের বর্ডারে তো নাফ নদী, সীমানাটা জলসীমানা মানে নদীর মাঝামাঝি তাই তো? বাংলাদেশের সীমান্তের ভেতরে মায়ানমারের কেউ ঢুকে কিছু দখল নেয় নি তাই তো? 
    'বাংলাদেশ সীমান্তের দখল নিয়েছে বললে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছ্র বোঝায়। সেরকম খবর দেখি নি।  সেরকম হয়ে থাকলে কোন সূত্র  দিতে পারবেন @কিংবদন্তি?  
     
    বাংলাদেশে হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই ভারতের বিএসএফও সীমান্তে চলাচলে।নিষেধাজ্ঞা জারি করে।  শুনলস্ম টাকির ওদিকে ইছামতিতে টহল বেড়েছে, নৌকাদের চেকিং বেড়েছে। সিমিলার অবস্থা নাফ এ হয়েছে অনুমান করছি। কিন্তু তা না হয়ে সীমান্ত টপকে মায়ানমারের বাহিনী ঢুকে পড়লে ব্যপারটা যুদ্ধের দিকে এগোয় আর কি।
  • কিংবদন্তি | ১৬ ডিসেম্বর ২০২৪ ০০:২১540135
  • @ দ, হ্যাঁ, এইটাই। বাংলাদেশে ঢুকে নাই। মায়ানমার সীমান্ত অঞ্চল দখল করেছে। মংডু। নাফ নদীতে সব সময়ই বাংলাদেশের নৌকা জাহাজ চলাচল করেছে। আমি নিজে নাফ নদী দিয়ে সেন্ট মার্টিন গিয়েছি। 
    ভয়টা হচ্ছে এই আরাকান আর্মি বহু বছর ধরেই আরাকান রাজ্যের স্বপ্ন দেখে আসছে। তাদের আরাকান রাজ্যের ম্যাপে চট্টগ্রামও আছে! এদিকে দশ লাখ রোহিঙ্গাকে তো আমরা ঘরেই বসিয়ে রেখেছি। এরাও মাশাল্লাহ তৈরি হয়েই আছে যে থালায় খেয়েছে সেই থালা ফুটো করার জন্য। সাথে খুব আশ্চর্য হব না যদি শুনি এর পিছনে ভারতের হাত আছে। র থাকতে পারে হুট করেই আরাকান আর্মির সরগরম হয়ে যাওয়ার পিছনে। আসল কথা হচ্ছে আমরা শেষ! একটা লিংক দিচ্ছি, পড়ে দেখতে পারেন। 
     
     
  • PRABIRJIT SARKAR | ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭540152
  • আমি বিজেপি করা সাংবাদিকের ভিডিও দেখলাম। সেখানে বলছে ভারত আরাকান আর্মি দিয়ে টাইট দিতে শুরু করেছে।
  • PRABIRJIT SARKAR | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩540153
  • MP | 2409:4060:2db7:e15b:a1da:97c4:3a14:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২540154
  • কখনো কখনো বিপ্লবের পরে পরেই আসে যুদ্ধ l আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ হলে সেটা ইউনুস সরকারের জন্যে খুব খারাপ নাও হতে পারে l 
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫540158
  • @কিংবদন্তি ,                                                    আরাকান আর্মির সঙ্গে ভাসানচরের রোহিঙ্গিয়াদের সাপে নেউলে সম্পর্ক যেহেতু এই আরাকান আর্মির হাতেই মার্ খেয়ে বাংলাদেশে  পালিয়েছিলো রোহিঙ্গিয়ারা l তা এদেরকে নিয়ে নতুন এক "মুক্তিবাহিনী" তৈরী করে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিলে বাংলা বেঁচে যাবে l কি বলেন ? আপনি যেসব প্রাক্তন মুক্তিযোদ্ধার কথা বলছেন তারা এই দায়িত্ব নিতে পারবেননা ?
  • . | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০540159
  • MP 
    বাংলাদেশ তো আপনারও দেশ। তাই না?
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৪২540161
  • @., হ্যাঁ এবং না l 
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩540162
  • @., বাংলার মানুষ তো আপনিও তাই নয় কি ?
  • . | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২540164
  • আমি বাঙালি। আমার মাতৃভাষা বাংলা। 
  • . | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৪540165
  • 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** 
    আপনার ভাষার (ডায়ালেক্টের) ব‍্যবহার দেখে সহজেই ধরা যায়।
    আপনি জামাতের/মৌলবাদের অনুসারী সেটাও ধরা পড়ে।
  • PRABIRJIT SARKAR | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৫540167
  • হাটে দিলেন হাড়ি ভেঙ্গে!
  • . | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:১০540169
  • ভুয়া পাসপোর্ট চক্রের খবর বেরিয়ে গেছে জানেল তো? এখন খবরে দেখাচ্ছে। জামাতিরা একটু সাবধান থাকুন।
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৭540170
  • @., আমি প্যালেস্টাইনের জেনোসাইডের কথা বললেই আমি জামাতী / মৌলবাদী ! বাহ্ বেশ মেন্টাল algorithm তৈরী করেছেন তো ! সবই ইউরোপে থাকা , বলিউড হলিউড মেনস্ট্রিম ইসলামোফোবিক সিনেমা দেখা আর জায়নবাদী দক্ষিণপন্থী দলগুলোর সস্তার youtube চ্যানেল দেখার ফল ! 
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:২৩540171
  • @., অ্যাকসেন্ট দেখে যদি কারো রাজনীতি বোঝা যায় তাহলে তো আপ্নার একসেন্ট দেখে আপনাকে সহজেই জায়নবাদী বলা যায় !
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:৩০540172
  • @প্রবীরজিৎ , বিজেপি করা সাংবাদিকেরা তো বিজেপিকে ৪০০+ সিট দিয়েই দিয়েছিলো গত ২০২৪ লোকসভা নির্বাচনে ! তা তাদের খবরকে গুরুত্ব দেবার কিছু আছে কি ?                                 পুনশ্চ : আরাকান আর্মি হামলা করলে ইউনুস সাহেবের ক্ষেত্রে শাপে বর হতেই পারে ! পলিটিকাল এনালাইসিসে এটাও ভেবে দেখুন l
  • PRABIRJIT SARKAR | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮540174
  • শুনছি তো আরাকান আর্মি চট্টগ্রাম আর সেন্ট মারটিন রাখাইন প্রদেশ নিয়ে একটা দেশ বানাবে। তাই ভারত চীন বাংলদেশ বৈঠক করবে। ওদিকে ভারতের এক উঁচু পদের অফিসার বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে গোপন বৈঠক করেছে। দোভাল চিনে গেছে।
  • . | ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:১৫540175
  • @ MP
    না স‍্যার, আইসিসদের আমি সত‍্যই ঘৃণা করি। আপনারা সব পারেন।
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:২৯540176
  • @., বাংলাদেশী জামাতি মৌলবাদী থেকে আইসিস ! এর পর কি আরো কিচু বলবার আছে? প্যালেস্টাইনের পক্ষ তো একসময়ে স্বয়ং গান্ধীজি আর পরে মাডিবা নিয়েছিলেন। তারাও তো তাহলে আইসিস আপনার ভাষাতে !
  • MP | 2401:4900:314d:a3ca:dc05:8967:f9f:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩540177
  • @., আপনি প্রতি বারেই নিজেকে জায়নবাদী প্রমান করতে চাইছেন। একটা সময়ে সারা পৃথিবীতেই নাৎসী বলে পরিচয় দিতে লোকে গর্ববোধ করতো। কিন্তু এখন স্বয়ং হিটলারের নিজের দেশেই নাৎসী সমর্থকদের সমাজবিরোধী ভাবা হয়। জায়োনবাদেরও সেরকম কোন পরিনাম হবেনা কেই বলতে পারে ?
  • subir mitra | 117.239.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬540219
  • বাংলাদেশের নতুন প্রজন্ম কে ইতিহাস বোঝান।.. যারা ইতিহাস থেকে শিক্ষা লাভ করে না তারা আবার সেই ভুল করে ! মুশকিল হচ্ছে আমার ধর্ম আগে না আমার ভাষা ও সংসকৃতি আগে ? একবার পাকুড় স্টেশন এর রেলওয়ে প্লাটফর্মে এক ভদ্রলোক বাংলা খবরের কাগজ পড়তে দেখে একটু অবাক হয়েছিলাম কারণ সেটা তখন বিহারের অন্তর্গত ছিল (এখন ঝাড়খন্ড) এবং বেশ ভুষা দেখে মনে হচ্ছিলো অবাঙালি ! কৌতুহূল ভোরে জিজ্ঞাসা করলাম, "আপনি কি বাঙালি?" ওনার দেওয়া উত্তর আজ অবধি ভুলিনি এবং এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিলো সেদিন যখন উনি একটা ছোট্ট জবাব দিলেন বললেন "আমি মুসলমান" ! 
  • dc | 2402:e280:2141:1e8:3c4d:43d7:4a18:***:*** | ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭540221
  • আমিও একবার নকুড় স্টেশানে দাঁড়িয়ে ছিলাম রামগরুড় ধরবো বলে, দেখি এক ভদ্রলোক মুড়ি তেলেভাজা খাচ্ছে। একটু অবাক হয়েছিলাম, কারন সেখানে তো সবাই ঢোকলা আর আচার খায়, তো জিগ্যেস করেছিলাম, আপনি কি বাঙালি? ছোট্ট উত্তর পেয়েছিলাম, "আমি হিন্দু"! 
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৪540222
  • @ডিসি :D :D
  • অয়নেশ | 2402:3a80:1cd2:fca0:378:5634:1232:***:*** | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১540224
  • পাকুড় স্টেশন। বিহাইন্ড দ্য সিন 
     
    ঠিক তখন পাকুড় স্টেশনের ঝোপঝাড়মতো নিচে পৈতে কানে ঐটে সারছিলেন শ্রীকান্তবাবু। কানে ছিল পৈতে তাই কান ছিল খাড়া। প্ল্যাটফর্মের কথোপকথন পুরো শুনতে পেয়ে গেলেন তিনি। মুহূর্তে বাঙালি কারে কয় - এই নিয়ে যাবতীয় সংশয় তাঁর দূর হয়ে গেল। ইউরেকা আনন্দে ছুটলেন ইস্কুলের মাঠে বাঙ্গালী ও মুসলমান ছাত্রদের ‘ফুটবল ম্যাচ’ দেখতে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন