এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক  উপন্যাস

  • নিউনর্মাল করোনাকালীন পর্ব পঁয়ত্রিশ

    Anuradha Kunda লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | উপন্যাস | ২৮ জুন ২০২৩ | ৬০৩ বার পঠিত
  • - আমার ভীষণ ভয় করে ডাক্তারবাবু। হাত পা কাঁপে। ঘুম আসে না। বারবার টয়লেটে যেতে হয়। সুগার টেস্ট করাতে বললেন জেনেরাল ফিজিশিয়ান। সুগার তো নর্মাল।
    - আপনি তো এই শীতেও ঘামছেন।
    - হ্যাঁ। ঐ যে বললাম। প্যানিক অ্যাটাকের মত। হঠাৎই খুব নার্ভাস লাগে। করোনা হবার আগে এইসব ছিল না। এই যে মাসল পেইন।
    - নিজেই প্যানিক অ্যাটাক নাম দিয়ে ফেললেন?
    - না। মানে সবাই তাই বলছে।
    - আগে থেকেই নিজে নিজে সব ভেবে ফেলবেন না। তাহলে আর আমরা কী করবো?
    ঈশানের চেম্বারে অ্যাকুরিয়ামে মাছ এসেছে কয়েকটি নতুন। খলবল করে খেলে বেড়াচ্ছে। সি হর্স দাঁড়িয়ে আছে নিথর। পাথরের খেলনা বাড়ির মধ্যে দিয়ে  ঢুকছে আর বেরোচ্ছে গোল্ডফিশগুলো।
    ঈশান পেশেন্ট দেখার সময় স্ট্রেইট বসে একদম।
    হেলান দেয় না। টুপুর বলে, তোমাকে বাক্সবদলের সাইকিয়াট্রিস্টের মত লাগে দেখতে।
    আগে যে মেয়েটি সেক্রেটারির কাজ করতো, সে নেই। তার বাড়ি শুদ্ধ সবাই কোভিড পজিটিভ।
    নতুন মেয়েটি কাজকর্ম বুঝতে সময় নিচ্ছে। এর কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখে নিতে হয়েছে কিন্ত যাওয়া আসা করছে বলে একটা টেনশন থেকেই যায়।
    টুপুর বলেছে সন্ধেবেলা আসবে।তার আগেই রোগী দেখা শেষ করতে হবে। আজ তাই আটজন পেশেন্ট নাম লিখিয়েছেন। আশ্চর্যের ব্যাপার এই যে এঁরা প্রত্যেকে করোনাগ্রস্ত হয়েছিলেন। নেগেটিভ রেজাল্ট আসার পরেও কিছুতেই ভালো হয়ে উঠতে পারছেন না। ওদের পোস্ট কোভিড কেয়ার সেন্টারে প্রচুর রোগী। কিন্ত শুধু অর্থবানরাই এটা এভেইল করতে পারেন।
    ঈশান প্রেসক্রিপশন লিখতে শুরু করলো।
    ভদ্রলোক খুব অসহায়ভাবে তাকিয়ে আছেন। বয়স পঞ্চাশ। কিন্ত ট্রমাতে আরো বয়স্ক দেখাচ্ছে।
    - ভ্যাকসিন কবে আসবে এই রোগের স্যর?
    এই এক মুশকিল। ডাক্তারবাবু বা স্যর, কোনো ডাকেই ঈশান স্বচ্ছন্দ বোধ করে না। আজকাল অনেকেই ডক্টর বলেন। সেটা চলে।
    - এসে যাবে খুব শিগগিরই।
    - আচ্ছা আমার তো একবার হয়ে গেছে। আমার কী আবার হতে পারে? মানে ঐটা ভাবলেই খুব আতংক হয় জানেন। সে কী অবস্থা।পাড়া প্রতিবেশী সব একঘরে করে রেখেছিল। একটা এনজিও থেকে খাবার দিয়ে যেত। বুঝতে পারছেন তো। মিসেস একঘরে জ্বরে পড়ে আছে। আমি আরেকঘরে। তাও যে হসপিটালাইজড হতে হয়নি সেই রক্ষা। মানে শ্বাসকষ্ট তেমন ছিল না তো। ছেলে অক্সিজেন সিলিন্ডার রেখেছিল বাড়িতে অবশ্য। লাগেনি।
    - হ্যাঁ। বলেছেন তো আপনি। শুনেছি।
    - মিসেস কিন্ত এখন ভালোই আছে। কাজকর্ম করছে। আমার কেন এরকম হচ্ছে বলুন তো।
    ঈশান হাসল। মেয়েরা সংসারের কাজে এত ইনভলভড থাকে যে নিজেদের শরীর নিয়ে অত ভাবেই না।
    - আপনি বাইরে যাচ্ছেন তো? চলাফেরা করছেন?
    - না স্যর। একদম যাই না। আমার তো স্কুলে চাকরি। অনলাইনে ক্লাস নিচ্ছি।
    - বাইরে যাবেন। হাঁটবেন একঘন্টা। বাজার হাট করবেন। নাকী তাও অনলাইনে করেন?
    - বাজার তো স্যর বাড়ির ওপরেই আসে ভ্যানে। বাকীটা অনলাইনে। মানে রিইনফেকশন যদি হয়, বুঝতেই তো পারছেন।
    - মাস্কটা পরে যাবেন। না হাঁটলে ঐ ব্যথা সারবে না। এরপর বাত হলে আরেক ঝামেলা হবে। ইউ উইল গেট ইন রিয়েল ট্রাবল। আর ভ্যাকসিন নিয়ে নেবেন এলেই।
    - ভ্যাকসিন কাজ করবে স্যর? আমেরিকায় নাকী অনেক লোক মারা গেছে?
    ঈশান ভ্রু কুঁচকাল।
    - বেশির ভাগ ভালো আছে। যারা মারা গেছে তাদের অন্য কোনো প্রবলেম ছিল, অ্যালার্জি।
    - আমার তো বেগুনে অ্যালার্জি স্যর। ভ্যাকসিন নিতে ক্ষতি হবে না তো?
    ঈশান খুব ক্লান্ত বোধ করল। আরো দুজন পেশেন্ট বসে আছে। টুপুর এসে যাবে।
    - আপনি একটা অ্যালার্জি টেস্ট করে জেনেরাল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে নেবেন। আপাতত একটা অ্যান্টি ডিপ্রেসান্ট দিচ্ছি। তেমন কিছু হয়নি। আপনার কিছু ফিজিক্যাল লেবার দরকার। বাগান আছে?
    - বারান্দায় টব আছে। মিসেস গাছ করে।
    - ঐজন্য উনি ভালো আছেন। আপনি ছাতে জগিং করুন। ফ্রিহ্যান্ড।
    - তাহলে ভ্যাকসিন নিলে আর করোনা হবে না বলছেন?
    ঈশান খুব বিরক্ত হয়ে ঘাড় নাড়ল।
    এই ভদ্রলোকের কিছুটা লং কোভিডের সিম্পটম আছে। এখনি বলা যাবে না। তাহলে আরো নার্ভাস হয়ে যাবেন। সেন্টারে ডাকতে হবে। কিছু ব্লাড টেস্ট। ইকোকার্ডিওগ্রাফি। দশদিন বাদে একটা ডেট দিল ঈশান। একধরনের পেশেন্ট আছে যারা এককথা ঘ্যানঘ্যান করে বলেই যায়। সাইকিয়াট্রিস্টকে বিরক্ত হলে চলবে না।
    পরের পেশেন্ট মহিলা। তাঁর কোভিড নাইন্টিন অ্যাটাকের পর থেকে ফোবিয়া। সবসময়ই তাঁর মনে হয় তাঁর মৃতদেহ প্ল্যাস্টিকে বেঁধে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্বপ্নেও এটাই দেখেন। ওজন কমছে সমানে। বমিভাব। ঈশানের ডায়াগনোসিসে এটাও লং কোভিড।
    সে নিজেও আর পারছে না। এত পোস্ট কোভিড ট্রমার পেশেন্ট হবে সে ভাবতেই পারেনি। এখন মাঝেমাঝেই তার মনে হয় তার নিজের থেরাপি দরকার। কিন্ত ডাক্তারকে কে থেরাপি দেবে?
    নতুন সেক্রেটারি বিনীতা। কয়েকটা শব্দ ভুল টাইপ করেছে। ঈশান কিছু বললো না। কারেন্ট করে নিক। লকডাউনে বিনীতার বাবার কাজ গেছে।বাজাজে কাজ করতেন ভদ্রলোক। এখন মেয়েটার রোজগার ভরসা।
    টুপুর একটা মেসেজ করলো।
    - ওয়েইটিং।
    - গিভ মি টেন মিনিটস।
    - জাহির ব্যাক ফ্রম ডেলহি উইদ ফিভার।

    বইমেলা হল না এবার। ঈশান ভেবেছিল চেম্বার বন্ধ করে জমিয়ে বইমেলা যাবে টুপুরের সঙ্গে। বই কিনবে। তার পেশার বন্ধুদের তেমন সময় হয় না বইমেলা যাবার। আজ না হওয়া বইমেলা কমপেনসেট করার জন্য অক্সফোর্ড বুকস্টল যাবে ভেবেছিল। লকডাউনের পর ফ্লুরিজ যাওয়া হয়নি আর।
    জহিরের খবরটা শুনে বুক ধ্বক করে উঠল।
    আজকাল জ্বর শব্দটা আর নিছক জ্বর নেই।
    উঠেও যেতে পারলো না। সামনে মহিলা খুব কাতরভাবে তাকিয়ে আছেন।
    আই অ্যাম অলওয়েজ ফিলিং টায়ার্ড ডকটর। ঘুম থেকে উঠেও ভীষণ ক্লান্ত লাগে। অথচ ঘুমাতেও পারি না।

    (চলছে)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ধারাবাহিক | ২৮ জুন ২০২৩ | ৬০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন