Anobodyo lekha ar chhabi.
ভাল লাগেনি। খামোকা নিউজিল্যান্ডের বিবরণ পড়তে যাব কেন? ও তো গুগল করলেই জানতে পারব। লেখাটার ভাষাও ক্লিশে টাইপের।
'সে' আবার এসেছে ফিরিয়া, এবার পাঠক অবতারে ;)
@dc, @S, নিউজিল্যাণ্ড বেড়াবার জায়গা হিসেবে তুলনা হয় না, এখানে যে কি নেই কে জানে! আপনি এক বেলার মধ্যে পাহাড়ে স্কি করে সমুদ্রে গিয়ে সারফিং সেরে নিতে পারবেন। ফুটন্ত হ্রদ (রীতিমতন গোটা হ্রদ টগবগ করে ফুটছে, একটুও বাড়িয়ে বলছি না), তার পাশে গরম কাদায় গড়াগড়ি দিন, তারপর চলে যান পাহাড়ের গা থেকে সমুদ্রের মধ্যে জলপ্রপাত দেখে আসুন, নয়ানাভিরাম হাইওয়ে ধরে গিয়ে গ্লেসিয়ারের ওপর হাঁটুন, আশ্চর্য সব গুহায় ঘুরে বেড়ান, কোন ভয় নেই। এগুলো ধরুন প্রাকৃতিক বেড়ানো, যদি বলেন। বহু মানুষ Adventure এর সন্ধানে আসেন, সেও অজস্র। আমাদের সব থেকে প্রিয় দুটো, এক বাঞ্জি জাম্পিং, খরস্রোতা নদীর ওপর সুইং ব্রিজে দাঁড়িয়ে ওপর থেকে দড়ি বেঁধে মারুন ঝাঁপ ৩০০-৪০০ ফুট নীচে আবার ওপরে উঠে আসুন। আরেকটা জেট বোটিং, সেও ওই খরস্রোতা নদীর ওপরে গভীর গিরিবর্ত্মে নৌকো চড়ে ঘুরে বেড়ানো ।
তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, রয়ে সয়ে করবেন। আমার বহু বন্ধুবান্ধব এখানে আসে, গাড়ি নিয়ে ১৪ দিনে ৭ পয়েন্ট ট্যুর করে হু হু করে বেরিয়ে যায়, ওপর ওপর দেখে।
আর যাই করুন, প্লিজ, ওভাবে ঘুরবেন না। বাদবাকী বলছি।
পড়ে অসাধারণ লাগল। হোইহো পেংগুইনদের কথা পড়ে অবাক হয়ে গেছি, অ্যান্টার্কটিকার বাইরে পেংগুইন থাকে তা কোনদিন কল্পনাই করতে পারিনি...
সূচনা পর্ব বেশ হয়েছে।
পাখির ছবি ও বর্ণনায় সকালটা যেন আরও সুন্দর হলো। প্রকৃতির বিস্তারিত বিবরণ পেলে সোনায় সোহাগা হতো
Ami newjiland berate gechi vison sunder desh
ছবিগুলো সুন্দর।
সুন্দর ! প্রচার প্রকাশ বেশীহওয়া প্রয়জন
ভালো লাগলো পড়ে