
দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেলো নিউ জিল্যান্ডে। এখনো চোখের সামনে প্রথম যেদিন এসেছিলাম, সে দিনের দৃশ্য ভেসে ওঠে। মধ্য জুলাই এর সকালবেলা, ঘুমমাখা অলস চোখে প্লেনের সিটের ধারে কনকনে ঠান্ডা জানলায় চোখ রেখে বাইরের দিকে তাকিয়ে আছি, দেখছি টাসমান সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে দক্ষিণ দ্বীপের পশ্চিম তটরেখায়। পাইলটের আকাশবাণী হল আর কিছুক্ষনের মধ্যে আমরা ক্রাইস্টচার্চের বিমানবন্দরে অবতরণ করব, ঠিক এই সময়ে নজরে এলেন দক্ষিণ আল্পস, পাহাড়চূড়ায় তুষার, যেন সদ্য স্নান করে গায়ে ট্যালকম পাউডার মেখে স্থাণুবৎ গা এলিয়েছেন পশ্চিমতটরেখা বরাবর। তরঙ্গের মতন সাদা বরফের চূড়া, তার অনতিগভীরে কোথাও বা পাহাড়ের কোলে পান্না সবুজ ছোট হ্রদ, তারপরেই ক্যান্টারবেরির প্রশস্ত প্রান্তর জুড়ে এঁকেবেঁকে চলা অজস্র শিরা উপশিরার মতন নদী, দেখতে দেখতে ক্রাইস্টচার্চ ঘিরে আকাশপাখি গোল করে ঘুরতেই চোখ জুড়িয়ে গেলো প্রশান্ত মহাসাগরের নীল দিগন্তে ম্যাজিক। 








Saoni | 2600:387:6:9a2::***:*** | ০৮ আগস্ট ২০২০ ২০:০৬96064Anobodyo lekha ar chhabi.
পাঠক | 213.165.***.*** | ০৯ আগস্ট ২০২০ ০৪:৪৪96070ভাল লাগেনি। খামোকা নিউজিল্যান্ডের বিবরণ পড়তে যাব কেন? ও তো গুগল করলেই জানতে পারব। লেখাটার ভাষাও ক্লিশে টাইপের।
ওহহ | 2402:3a80:a71:1dcc:0:5c:d12c:***:*** | ০৯ আগস্ট ২০২০ ১১:০৫96085'সে' আবার এসেছে ফিরিয়া, এবার পাঠক অবতারে ;)
dc | 103.195.***.*** | ০৯ আগস্ট ২০২০ ১২:১০96087
S | 2405:8100:8000:5ca1::4fe:***:*** | ০৯ আগস্ট ২০২০ ১২:৪৯96089@dc, @S, নিউজিল্যাণ্ড বেড়াবার জায়গা হিসেবে তুলনা হয় না, এখানে যে কি নেই কে জানে! আপনি এক বেলার মধ্যে পাহাড়ে স্কি করে সমুদ্রে গিয়ে সারফিং সেরে নিতে পারবেন। ফুটন্ত হ্রদ (রীতিমতন গোটা হ্রদ টগবগ করে ফুটছে, একটুও বাড়িয়ে বলছি না), তার পাশে গরম কাদায় গড়াগড়ি দিন, তারপর চলে যান পাহাড়ের গা থেকে সমুদ্রের মধ্যে জলপ্রপাত দেখে আসুন, নয়ানাভিরাম হাইওয়ে ধরে গিয়ে গ্লেসিয়ারের ওপর হাঁটুন, আশ্চর্য সব গুহায় ঘুরে বেড়ান, কোন ভয় নেই। এগুলো ধরুন প্রাকৃতিক বেড়ানো, যদি বলেন। বহু মানুষ Adventure এর সন্ধানে আসেন, সেও অজস্র। আমাদের সব থেকে প্রিয় দুটো, এক বাঞ্জি জাম্পিং, খরস্রোতা নদীর ওপর সুইং ব্রিজে দাঁড়িয়ে ওপর থেকে দড়ি বেঁধে মারুন ঝাঁপ ৩০০-৪০০ ফুট নীচে আবার ওপরে উঠে আসুন। আরেকটা জেট বোটিং, সেও ওই খরস্রোতা নদীর ওপরে গভীর গিরিবর্ত্মে নৌকো চড়ে ঘুরে বেড়ানো ।
তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, রয়ে সয়ে করবেন। আমার বহু বন্ধুবান্ধব এখানে আসে, গাড়ি নিয়ে ১৪ দিনে ৭ পয়েন্ট ট্যুর করে হু হু করে বেরিয়ে যায়, ওপর ওপর দেখে।
আর যাই করুন, প্লিজ, ওভাবে ঘুরবেন না। বাদবাকী বলছি।
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২০ ১৩:৪২96091
dc | 103.195.***.*** | ০৯ আগস্ট ২০২০ ১৪:৩৩96092
Du | 47.184.***.*** | ০৯ আগস্ট ২০২০ ১৮:৫০96099
Atoz | 151.14.***.*** | ১০ আগস্ট ২০২০ ০৭:১৩96116
হ জ ব র ল | 2409:4064:580:f66:bc40:4822:63f7:***:*** | ১০ আগস্ট ২০২০ ২৩:০৩96143পড়ে অসাধারণ লাগল। হোইহো পেংগুইনদের কথা পড়ে অবাক হয়ে গেছি, অ্যান্টার্কটিকার বাইরে পেংগুইন থাকে তা কোনদিন কল্পনাই করতে পারিনি...
Tim | 2607:fcc8:ec45:b800:3498:46f3:92c4:***:*** | ১৬ আগস্ট ২০২০ ০১:২০96316সূচনা পর্ব বেশ হয়েছে।
পাখির ছবি ও বর্ণনায় সকালটা যেন আরও সুন্দর হলো। প্রকৃতির বিস্তারিত বিবরণ পেলে সোনায় সোহাগা হতো
Samita ghosh | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩১97205Ami newjiland berate gechi vison sunder desh
পল্লব | 207.172.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫১97219ছবিগুলো সুন্দর।
কামরুজ্জামান ননী | 103.237.***.*** | ১৪ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৫97232সুন্দর ! প্রচার প্রকাশ বেশীহওয়া প্রয়জন
ভালো লাগলো পড়ে