

ছবি: রমিত
নিভিছে দেউটি
এক গ্রিনসিল ক্যাপিটাল ( নভেম্বর ২০১১-মারচ ২০২১)
তরমুজ, ফিনটেক ও প্রধানমন্ত্রী
ব্রিসবেন থেকে প্রায় চারশ কিলো মিটার খাড়া উত্তরে বারনেট নদীর দু পাশে গড়ে উঠেছে সত্তর হাজার মানুষের শহর বাণ্ডাবের্গ; সেখানে উর্বরা জমিতে জন্মায় আখ, তার চিনি থেকে হয় রাম ; লোকমুখে ‘রাম সিটি’। এ ছাড়া আছে বিশাল তরমুজের চাষ, সব মিলিয়ে মিষ্ট জীবন, লা দলচে ভিতা ! এই শহরে এক তরমুজ চাষির পরিবারের সন্তান লেক্স ( আলেকজান্দার) গ্রিনসিল ছাত্রাবস্থায় লক্ষ করলেন অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালে , ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যে রাশি রাশি ঠেলা গাড়ি ভরা ফসল যায় স্থানীয় উলওয়ারথ অথবা ব্রিসবেনের কোলস সুপার মার্কেটে তার মূল্যটি বাবার অ্যাকাউনটে জমা হতে শীতকাল পড়ে যায়। ততদিন সংসারে টানাটানি। কলেজে পড়া ব্যয় বাহুল্য , স্কুল পাস করে করেসপনডেনস কোর্সে কুইন্সল্যান্ড ইউনিভারসিটি থেকে ল ডিগ্রি পেতে তাঁর ছ বছর লেগে যায়। ধার দেনা করে বাবা তাঁকে ইংল্যান্ডে ম্যানচেস্টার বিজনেস স্কুলে পাঠান। তারপরে মরগ্যান স্ট্যানলি এবং সিটি ব্যাঙ্কে কাজ করেন।
ব্যাঙ্কিং শিখে মাঝে মধ্যে বাণ্ডাবের্গে পারিবারিক ব্যবসার কথা ভাবেন - তরমুজে খুঁৎ নেই , কোলস দেশের সবচেয়ে নামি সুপার মার্কেট ; কিন্তু বেচা দাম পেতে কেন ছ মাস কেটে যায় ! এর সুরাহা হয় না ? কোলস সুপার মার্কেটে তরমুজ পৌঁছে দিলেই তার দাম পাওয়া যাবে, ছ মাস অপেক্ষা নয়। নতুন ব্যবসার সন্ধানে সিটি ব্যাঙ্ক ছেড়ে খুললেন গ্রিনসিল ক্যাপিটাল, গড়ে তুলবেন সাপ্লায়ার ফাইনান্স। সাল ২০১১।
একটু পিছিয়ে যাই।
লেক্স গ্রিনসিলের প্রকল্প নতুন কিছু নয়। বিগত পর্বে , বারো বছর আগে আমাদের সাক্ষাৎ হয়েছে ইজমির তুর্ক এক্সিম ব্যাঙ্কের রাফায়েলের সঙ্গে যিনি ওপেল গাড়ির হাতল, ওয়াইপার সরবরাহকারীকে আগাম তার প্রাপ্য টাকা চুকিয়ে দিয়ে ছ মাস বাদে ওপেলের কাছে সেটি উদ্ধার করেন। তাঁর সমতুল্য কোন ব্যাঙ্কার বাণ্ডাবের্গে এই ব্যবসাটি করলে গ্রিনসিল সিনিয়র তাঁর তরমুজের দাম ডিসেম্বর মাসেই পেতেন।
সাপ্লায়ার ফাইনান্স কোন রকেট সায়েন্স নয় , কয়েক হাজার বছর আগেই হাম্মুরাবি তাঁর শিলালিপিতে তার তোর তরিকা বাতলে দিয়ে গেছেন। রাফায়েলের মডেল তার থেকে কোন অংশে স্বতন্ত্র নয়। একজন ঋণ দাতা - একজন গ্রহীতা। মুশকিল হলো এর পরিমাণ , ভলিউম কম। ছোট মাপের ব্যবসা, গণ্ডার মারতে গেলে অনেক বায়ার অনেক সাপ্লায়ার চাই।
আগের পর্বে এক বন্ডগুরুকে দেখেছি , যিনি সহস্রটি সাপ্লায়ারকে একই সঙ্গে জুড়ে দিয়ে বিরাট পরিমাণের বন্ড বানাতে চান; আমরা সে পথে কিছু খানা খন্দের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি নিরুত্তরে স্থান ত্যাগ করেছিলেন।
এই শতাব্দীর গোড়ায় একটি নতুন শব্দের সঙ্গে আমাদের পরিচয় হলো – ফিনটেক ( Fintech) তার মূলে ফিন অর্থাৎ ফাইনান্স, তার সঙ্গে জুড়ল টেক বা টেকনোলজি। ইন্টারনেটের আগমনের সঙ্গে সঙ্গে টেক কথাটি হয়ে পড়েছে জল বা বায়ুর সমার্থক; যার ভেতরে টেক নেই সে কোন ফাইনান্সই নয়। 
গ্রিনসিল ব্যাংক

আলেক্সান্ডার (লেক্স) গ্রিনসিল

মিশেল মাইলাক, ওয়ারশ, ২০১৬

নর্ডফিননাতস ব্যাংক, হ্যানোভার
দেবাঞ্জন | 2401:4900:314b:2ad1:8034:90a5:ef4e:***:*** | ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৪736489
দেবাঞ্জন | 2409:4060:2d9f:cd78:3e1c:de3f:5122:***:*** | ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩736494