এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ১০০ দিন! 

    কিংবদন্তি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৮ নভেম্বর ২০২৪ | ৩২৯ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ১০০ দিন পার করে দিলাম আমরা নোবেল রাজত্বে! ১০০ দিন পার করা উপলক্ষে নোবেল ম্যান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এ এক আশ্চর্য ভাষণ, না শুনলে বিশ্বাস করা কঠিন। যখন মানুষের নাভিশ্বাস উঠছে বেঁচে থাকতেই, যখন দেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে নাজুক অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন তিনি নিজের শাসনের একশ দিনের প্রশংসায় নিজেকে ভাসালেন। সব না কি দুর্দান্ত চলছে। আইন শৃঙ্খলা ঠিক আছে, সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচারের গল্প আপনারা শুনেছেন, পড়েছেন তা অতিরঞ্জিত বলে তিনি জানিয়েছেন। অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে! পতিত সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছিল। যদিও তার উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পরে বলেছিল যত খারাপ ভাবা হয়েছিল তত খারাপ না দেশের অর্থনীতি। তবে তিনি অর্থনীতি নিয়ে কিছু বললে আমাদের মতো ফালতু লোকজনের কিছু বলার উপায় নাই আসলে। তিনি নিজে অর্থনীতিবিদ, শান্তিতে পেয়েছেন নোবেল। তার অর্থনীতি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে? কিন্তু তিনি যে বললেন রিজার্ভে হাত না দিয়েই ঋণ শোধ করেছেন, এই জিনিস কীভাবে সম্ভব তা বুঝে আসল না! এইটা কোন ফর্মুলা? নিজের পকেট থেকে শোধ করেছেন? উনার বান্ধবীরা কেউ শোধ করে দিয়েছে বাংলাদেশের ঋণ? টাকাটা যদি আমাদের পকেট থেকেই যায় তাহলে রিজার্ভে হাত না দিয়ে ঋণ শোধ করেছেন বলার অর্থ কী? একটু বেশিই ছাগল মনে করে আমাদেরকে? 

    ১০০ দিনে বলার মতো একটা কাজ করা হয় নাই। অথচ আধা ঘণ্টা ধরে নানান কাজের ফিরিস্তি দিয়ে গেলেন।অবশ্য তার মধ্যে বেশিরভাগ সময় গেছে আওয়ামীলীগের বন্দনা করে! যেখানে যা একটু সাফল্য তা তার সাফল্য আর যেখানে ব্যর্থ সেটা গত সরকারের দোষ! সহজ সরল ফর্মুলা দেশ চালানোর। এই ফর্মুলায় অনন্তকাল দেশ চালানো যাবে, কোন সমস্যা নাই। 

    যে বন্যা নিয়ে লেজেগোবরে করে ফেলেছে ইউনুস প্রশাসন সেই বন্যা নিয়েই কৃতিত্ব নিয়ে নিলেন তিনি! আরে ভাই আমাদের এলাকায় মানুষের ঘর বাড়ি আমরা তুলে দিচ্ছি, আমাদের বন্ধুদের একটা ফাউন্ডেশন আছে তার মাধ্যমে। আমি একেবারে মাঠের খবর জানি যে কিছু করেন নাই আপনেরা! একের পর এক বাড়ি নাই হয়ে গেছে। তীব্র স্রোতে এমন ভাবে বাড়িঘর নিয়ে চলে গেছে যে দেখলে মনে হয় টর্নেডো হয়ে গেছে! আমরা আমাদের সাধ্যমত করছি। সরকারের তরফ থেকে আশ্বাস ছাড়া আর কিছুই পাই নাই। কিছু বাড়ি আছে দ্রুত দাঁড়া করানো দরকার, বাড়িতে মেয়ে আছে, কলেজে পড়ে, অনার্সে পড়ে এমন মেয়ে আছে বাড়িতে। এরা এখন কই যায়? সচ্ছল পরিবার না, এদের আত্মীয় স্বজনও সব গরিবই, কে জায়গা দিবে? এরা থাকেই কই, বাথরুম করে কই? আমি চোখের সামনে দেখে হতবাক হয়ে গেছি। কিচ্ছু করার নাই যেন! মানুষ কত অসহায় যে হয়ে পড়ে প্রকৃতির হাতে তার এক অন্য রকম নজরানা দেখলাম আমরা। আর তিনি বলছেন বন্যা পরিস্থিতি দারুণ ভাবে সামলিয়েছেন! মিথ্যুক। 

    অবিশ্বাস্য কাণ্ড হয়ে গেছে এর মধ্যে। তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে সরকার। অবিশ্বাস্য কাণ্ড হচ্ছে এর একজন হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকি! পা থেকে মাথা পর্যন্ত ভণ্ড একজন মানুষ, উপদেষ্টা হয়ে গেলেন! পুরো আওয়ামী আমলে তিনি টুকটাক নানা সমালোচনা করে গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই আওয়ামীলীগকে তেল দিয়েই চলেছেন। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে নিজের নেতা বলে ফেসবুকে লিখেছেন। পলকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ছিলেন, এমন নানা সময় নানা ভঙ্গিতে তেল দিয়ে গেছেন আওয়ামীলীগের নেতাদের। ৫ আগস্টের পরে ৩২ নাম্বার নিয়েও তিনি পোস্ট দিয়েছেন। বলেছেন সরকারের উচিত এইটাকে দ্রুত ঠিক করা। এই লোক এখন নিজেই উপদেষ্টা, শেখ মুজিবকে যখন সকাল বিকাল অপমান করা হচ্ছে, করছে এই সরকার তখন তার বক্তব্য কী? কিচ্ছু না। কারণ তিনি আপদমস্তক ভণ্ড! 

    তাকে মোল্লারা এবং সমন্বয়করাও পছন্দ করে নাই। তারা রীতিমত ক্ষুব্ধ হয়ে ফেসবুকে নানা পোস্ট দিয়েছে। এর জবাবে ফারুকি নিজের সাফাই গেয়েছেন। সেখানেও ভণ্ডামি! তিনি না কি বহু আগে থেকেই সরকার পতনের কাজ করে চলছিলেন! কত আগে? ২০১২ সালেই তিনি গোপন মিটিং করেছেন! এখন আমাকে কেউ বুঝান ২০১২ সালেই কেন কেউ আওয়ামীলীগ সরকারের পতন চাইবে? ২০০৯ ক্ষমতায় আসা দলটা তখন তো বৈধ ভাবেই ক্ষমতায়। দেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের একটায় জিতে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল, তাহলে ওই সরকারকে সময়ের আগেই কেন ফেলে দিতে ফারুকি মিটিং করবে? কাঁচা মিথ্যা কথা না এগুলা? 

    কিন্তু এই রকম কথা এই সরকার, সরকারের প্রধান, সমন্বয়করা সবাই বলে যাচ্ছে এখন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও বলেছেন । প্রথম পাঁচ বছরও এই হিসাবে আসবে? ওইটা বৈধ ভাবে আসা সরকার ছিল না? প্রথম পাঁচ বছর নিয়ে যারাই আপত্তি তুলছেন তাদের কথা শুনলেই আমার মনে হয় যে এইটা আর আর কিছু না, রাজাকারদের ফাঁসির জন্য কান্নাকাটি! এ ছাড়া আর কোন কারণ নাই। ২০১৪ সালের নির্বাচনের জন্য অনেকেই দ্বিতীয় ধাপের আওয়ামীলীগ সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু সত্য হচ্ছে দ্বিতীয় ধাপেও আওয়ামীলীগ লাইনেই ছিল। আওয়ামীলীগের পতন শুরু হয় মূলত তৃতীয় ধাপে এসে। যাই হোক, আপনি কখনই এক দাগে সব ভুল বলে বাতিল করে দিতে পারবেন না। আওয়ামীলীগ আমলে যা হয়েছে সব অন্যায়, সব ভুল, সব দুর্নীতি এই ধারণা থেকে বের হতে না পারলে যা হবে তা হচ্ছে আওয়ামীলীগ যাকে শাস্তি দিয়েছে, প্রাপ্য শাস্তিও যদি পেয়ে থাকে তাহলেও আপনি যেহেতু সব অন্যায় বলে রায় দিচ্ছেন তখন সেও গলা বাজি করছে যে তাকেও অন্যায় করেই শাস্তি দেওয়া হয়েছে। এমন সব ক্ষেত্রেই হবে। যে জরুরি উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল তা যদি এখন আপনি সব ভুল, টাকা খাওয়ার ধান্দা বলে বাদ করে দেন তাহলে আসলে ক্ষতিগ্রস্থ হবে দেশ, আর কেউ না। ঠিক তাই হচ্ছে এখন কর্ণফুলী টানেল নিয়ে। বলা হচ্ছে এইটা একটা লস প্রজেক্ট। আওয়ামীলীগ সরকার শুধু শুধু তৈরি করেছে এইটা। এখন এর রক্ষণাবেক্ষণ খরচ দিতে গিয়ে লসে চলে যাচ্ছে এই প্রকল্প। এখন এইটা এমন মনে হওয়াই স্বাভাবিক। কর্ণফুলী টানেলের যে পরিকল্পনা ছিল তাতে প্রথম দিকে লসে চললেও পরে তা লাভে যাওয়ার কথা। যেখানে এই টানেল করা হয়েছে তার বিপরীত পাশে অর্থনীতি অঞ্চল করার কথা। বিদেশি বিনিয়োগ আনার জন্য সব তৈরি করা হচ্ছিল। ওই পরিকল্পনার অংশ ছিল কর্ণফুলী টানেল। এখন যে অবস্থা, বিদেশিরা পাগলা হইছে আসবে বিনিয়োগ নিয়ে? অলরেডি ঠিক আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমাদের অর্থমন্ত্রীরা নানান দাতা গোষ্ঠীর কাছে হাত পাততে বিদেশ সফর করত। ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হত আমাদের। অমুক অমুকের কাছে এত বিলিয়ন ডলার চাওয়া হয়েছে এইটা আসলে ওইটাই, হাত পেতে চলার অবস্থা। 

    ভিন্ন কথা কই এখন। দেশে হুট করেই মব সংস্কৃতির ভিন্ন রূপ দেখা যাচ্ছে। কোনমতেই মডেল, অভিনেত্রীদেরকে কোন দোকান বা প্রতিষ্ঠান উদ্বোধন করতে দেওয়া হচ্ছে। প্রথম সারির তিনজন হেনস্তার শিকার হয়েছে এর মধ্যে। মানে একদম জীবন নিয়ে কোনমতে পালিয়ে আসা আর কী! একটার ক্ষেত্রে হুজুর দিয়ে উদ্বোধন করানো হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ! 

    এগুলাই হচ্ছে যে শক্তির উত্থান নিয়ে ভয় পাচ্ছি সেই শক্তির কাজ কারবার। এরাই হুট করে ইস্কনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিল। এদের তো কোন হুজুগ তুলতে কোন চিন্তা ভাবনা লাগে না। তুললেই হল! ইস্কনের বিরুদ্ধে আন্দোলন বেশি জমতে পারল না অবশ্য। কারণ ট্রাম্প মহাজন তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে! তুলসী গ্যাবার্ড নাম আগে বাংলার বুকে কয়জন জানত জানি না। কিন্তু ঘটনা কী জানার আগেই যে ভিডিও চোখের সামনে আসছে তা হচ্ছে ইস্কন মন্দিরে তিনি গান গাইছেন! অটোম্যাটিক ইস্কন নিয়ে দেশের তৌহিদি জনতার আগ্রহ নাই হয়ে গেল! এইটা ভালো না? 

    আমাদের এলাকার কথা বলি। এখানে বিএনপি নেতারা নিজেদের এমপি হিসেবে ভাবা শুরু করে দিয়েছে। এসপি, ডিসি, পুলিশ, প্রশাসন সবাই নতজানু হয়ে গেছ তাদের প্রতি! দেশের রাজনীতি একদিকে, কই থেকে কই যাচ্ছে তার কোন হিসাব নাই আর আমাদের এলাকার বিএনপি আছে আরেক তালে! এ টু জেড ক্ষমতা নিয়ে নিয়েছে তারা। চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার ভাগাভাগি সব নিজেদের মতো করে নিয়েছে। তামশা না? 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৮ নভেম্বর ২০২৪ | ৩২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৮ নভেম্বর ২০২৪ ০৪:৩৩539512
  • ড্যাশগুলোকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা হবে কবে? যত তাড়াতাড়ি হয় তত ভালো। সময় যত যাবে, এরা তত বেশি ক্ষতি করবে। শুধু সংখ্যালঘুর না, সংখ্যাগুরুরও ক্ষতি করবে।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ১৮ নভেম্বর ২০২৪ ১৫:৪০539515
  • হীরেন সিংহরায় | ১৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৬539521
  • অসাধারণ সাবলীল নিরাসক্ত লেখা। আমার যে অনেক বছরের অনেক সুন্দর স্মৃতি । সব কিছু কেমন কোথায় যে হারিয়ে যাচ্ছে। আঁড়ং কস্তুরি গুলশান একের সন্ধ্যা এই সব মনে রেখেই চলে যাব একদিন।  
  • কিংবদন্তি | ১৯ নভেম্বর ২০২৪ ১৮:১০539527
  • হীরেন দা, অন্ধকার এক সময় চলছে। ভারত বাংলাদেশের সম্পর্ক খুব নাজুক হয়ে আছে এখন পর্যন্ত। কলকাতা বইমেলায় এবার বাংলাদেশে নাই! ভিসা বন্ধ করে রেখেছে ভারত, কবে চালু করবে কোন ঠিক ঠিকানা নাই। এদিকে ইউনুস সরকার বুঝে না বুঝে কে জানে, ভারতকে চাপে রাখতেই সম্ভবত পাকিস্তানের সাথে খাতির বাড়িয়ে চলছে। পাকিস্তান থেকে জাহাজ আসতেছে সরাসরি। সেই জাহাজ আবার কোন কায়িক পরীক্ষা ছাড়াই খালাস হচ্ছে। কন্টেইনারের ভিতরে কী আছে না আছে তা দেখার সুযোগ নাই! কাগজে যা আছে তাই! আল্লাই জানে সামনে আমাদের সামনে কী অপেক্ষা করে আছে। 
  • . | ১৯ নভেম্বর ২০২৪ ২০:৪৬539528
  • নোবেল বিজয়ী বলেছেন যে বাংলাদেশের যেমন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দরকার, ঠিক তেমনই ভারতের ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার।
    যমুনাটিভিতে দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন