এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • বিস্মৃতির পাঠ্যক্রম

    প্রবুদ্ধ বাগচী লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৪ নভেম্বর ২০২১ | ১৬৩৪ বার পঠিত
  • বিস্মৃতির পাঠ্যক্রম
    প্রবুদ্ধ বাগচী

    স্মৃতি যদি নিতান্ত প্রতারণা না করে তবে একশ দুই বছর পেরিয়ে আসা পুরোনো একটা ঘটনা একটু নতুন করে মনে করতে চাই। ১৯১৯-এর এপ্রিল মাসে পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ঘটেছিল সেই নৃশংস হত্যালীলা। এই ঘটনার অভিঘাতে রবীন্দ্রনাথের ‘নাইটহুড’ বর্জনের কথাও আমাদের অজানা নয়। যেটা আমরা অতটা খেয়াল করি না তা হল, এই হত্যালীলার অল্পপরেই তৎকালীন কংগ্রেস নেতৃত্ব জালিয়ানওয়ালাবাগে একটি শহিদ-স্মারক নির্মাণের উদ্যোগ নেন। রবীন্দ্রনাথ আন্তরিকভাবে এই প্রচেষ্টা সমর্থন করতে পারেন নি। তাঁর মনে হয়েছিল, শহিদ-স্মারকের নির্মাণ মানবসভ্যতার এই কলঙ্ক আর অপমানকে আরও প্রকাশ্য করবে — প্রজন্মের পর প্রজন্ম এই স্মারক দেখে মানসিকভাবে আহত হতে থাকবে। তাঁর বিবেচনা ছিল, লজ্জার স্থানকে প্রকাশ্যে আলাদা করে চিহ্নিত না করাই বিধেয়। তথ্যগত ভাবে এটা অনেকেই জানেন, ১৯১৯-এর শেষে কংগ্রেসের যে জাতীয় অধিবেশন হয়, সেখানে কংগ্রেস দলের একাংশ রবীন্দ্রনাথের ‘নাইটহুড’ প্রত্যাখানের সিদ্ধান্ত সমর্থন করেন নি, তারা সম্মেলনে এই নিয়ে প্রস্তাব নিয়ে এলেও তা সভায় অনুমোদন করানো যায় নি। কিন্তু শহিদ-স্মারক নির্মাণের প্রস্তাব পরিত্যক্ত হয় নি। ওই অকুস্থলের শহিদ-স্মারক পরবর্তীকালে পর্যটকদের গন্তব্য হয়ে ওঠে। সম্প্রতি আমাদের ‘অম্রুত মহোৎসব’-এ মাতোয়ারা কেন্দ্রীয় সরকার সেই শহিদ-স্মারকের খোলনলচে বদলে ফেলে সেটাকে একটা সেলফি তোলার ‘বিউটি স্পট’ করে তুলেছেন — বাহারী আলো, রঙিন দেওয়াল, ঝকমকে পরিবেশসজ্জা এসবের ছবি দেখে মনে হয় হত্যালীলা নয় ওখানে অন্য কোনো ‘লীলাখেলা’ অনায়াসেই সংগঠিত হতে পারে — “বাঁধো ঝুলনা, তমাল বনে” ইত্যাদি ইত্যাদি! সে অবশ্য ভিন্ন প্রসঙ্গ।

    কিন্তু এটা ভেবে বেশ অবাকই লাগে জালিয়ানওয়ালাবাগের প্রকান্ড মাপের নিষ্ঠুরতার স্মারক নিয়ে রবীন্দ্রনাথ যেভাবে ভাবতে চেয়েছিলেন, পরবর্তী একশো বছরের ইতিহাসে সেই ভাবনাটুকুর কোনো গ্রাহ্যতাই তৈরি হয় নি। পরিবর্তে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেন খাপে খাপে বসে গেছে শহিদ-স্মারক নির্মাণের এক গতবাঁধা প্রবণতা, তার উপলক্ষ যাই হোক না কেন। যদিও খেয়াল রাখা দরকার, স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে সমস্ত রাজনৈতিক অভিমুখেরই প্রেক্ষিত বদল হয়ে গেছে স্বাভাবিক নিয়মে। প্রাক-স্বাধীনতার আমলে শাসকের বিরোধিতাই ছিল দেশপ্রেম, স্বাধীনতার চৌকাঠ পেরিয়ে তারই ডাকনাম দেশদ্রোহিতা। কিন্তু শহিদ-বেদি তৈরি হওয়া বা তৈরি করার অভিমুখ কি তেমন একটা পাল্টেছে কোথাও ? বড় জোর, স্বাধীনতা-পূর্ব সময়ে তৈরি শহিদ-বেদি যদি সাম্রাজ্যবাদী হিংসার বিপরীতে দাঁড়িয়ে থাকে, তবে উত্তর-সাতচল্লিশে তাই হয়ে ওঠে বিরোধী রাজনীতির সম্বল। আসলে শাসক ও বিরোধীর চেনা দ্বৈরথের মধ্যে শহিদ-বেদি সব সময়েই বিরোধী রাজনীতির অহংকার ও আয়ুধ, তার রাজনৈতিক উত্তাপ বাড়ানোর বারুদ। বিরোধী মানে বিশেষ কোনো রাজনৈতিক দল নয়, বিরোধী মানে একটা পক্ষ ---- অনেকটা চন্দ্রকলার দুটি পক্ষের মতোই অনিবার্য। সময়ের সার্কাস বা গণতন্ত্র যাই বলি না কেন সেখানে এই দুই পক্ষের অবস্থান বদল ঘটে, ঘটতেই পারে। কিন্তু এই সার্কাসের অ্যারেনায় শহিদ-বেদি খুঁজে পাওয়া যাবে না।

    মনে করে দেখা যেতে পারে, স্বাধীনতার মাত্র তিনমাসের মধ্যে ( নভেম্বর ১৯৪৭) ‘আজাদ হিন্দ দিবস’ স্মরণ অনুষ্ঠানে বামপন্থী ছাত্র যুবদের মিছিলে পুলিশ লাঠি চালায়। বছর খানেকের মধ্যেই বন্দর শ্রমিকদের ওপর পুলিশের গুলি ( সেপ্টেম্বর ১৯৪৮) আর ‘স্বাধীন’ ভারতের দুবছরের মধ্যেই কলকাতার রাজপথে বামপন্থী মহিলা সংগঠনের মিছিলে পুলিশের গুলি চালনায় মৃত্যু হয় চারজন নারীর (২৭ এপ্রিল ১৯৪৯) — এঁদের স্মরণে কলেজ স্ট্রিট বউবাজার স্ট্রিটের সংযোগস্থলে তৈরি হয়েছিল একটি শহিদ-বেদি। তার অল্প আগে তেভাগা আন্দোলন-পর্বে বা তার পরে খাদ্য আন্দোলনের অভিঘাতে প্রশাসনিক নিষ্ঠুরতা ঘটেছে বারবার — কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তৈরি হয়েছে অগুনতি শহিদ-বেদি। তৈরি হয়েছে, কারণ পুলিশি বর্বরতা ও মৃত্যুও ঘটেছে সমানতালে যার অনুষঙ্গ ছিল প্রতিবাদ ও গণআন্দোলন।

    ষাটের দশকের শেষ থেকে নকশালবাড়ির কৃষি অভ্যুত্থান নতুন করে শহিদ-বেদি তৈরির উপলক্ষ তৈরি করে দিতে থাকে। সেই উত্তাল রাজনীতির সুতীব্র অভিঘাতে শহিদ-বেদি শব্দটির গায়ে জড়িয়ে যেতে থাকে অন্য এক মাত্রা। পাশাপাশি পুলিশবাহিনীর সন্ত্রাসের সঙ্গে যোগ হতে থাকে আন্তঃপার্টি সংঘর্ষ ও হত্যা। যে হননপর্বকে আরও সংক্রামিত হতে দেখা যাবে সত্তর দশকের প্রথম অধ্যায়ে। সেইসব শহিদ-বেদির গায়ে উৎকীর্ণ থাকবে ‘কংগ্রেসি ঘাতকবাহিনীর হাতে নিহত’ বা ‘শোধনবাদী প্রতিক্রিয়াশীলদের সন্ত্রাসের বলি’ অথবা ‘প্রতিবিপ্লবীদের নিষ্ঠুর আক্রমণে হত’ এইরকম সব বিশেষণ। তারপর ক্রমশ পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়বে অবিশ্বাস আর সংশয়-লালিত দিশাহীন খুনোখুনি । ধারাবাহিকতার পথ বেয়ে কখনো তার নাম হবে ‘শ্রেণীশত্রু খতম’, কখনো ‘সমাজবিরোধীদের বিরুদ্ধে জনরোষ’ ইত্যাদি প্রভৃতি। এরপরেই পশ্চিমবাংলার রাজনীতিতে ঘনিয়ে উঠবে “কংশাল” নামক এক আশ্চর্য ফিউশন, তারপর জরুরি অবস্থার পদধ্বনিতে শেষ হয়ে আসবে বঙ্গ-রাজনীতির এক বিশেষ পর্ব। পাড়ায় পাড়ায়, অখ্যাত মফস্বলের মোড়ে মোড়ে তৈরি হতেই থাকবে শহিদ-বেদি। বুকে হাত রেখে বলা যায়, তবু শহিদের সংখ্যা শহিদ-বেদির থেকে অনেক বেশি।

    এর পরের তিন দশকে বাংলার রাজনীতি রঙ পাল্টাবে কিন্তু শহিদ-বেদির ঢং পাল্টাবে না। অগত্যা আবারও তৈরি হতে থাকবে শহিদ-বেদি – এমনকি কোথাও কোনও শহিদের অনুষঙ্গ না থাকলেও ঐতিহাসিক অক্টারলোনি মনুমেন্ট নাম পাল্টে হয়ে যাবে ‘শহিদ-মিনার’! শুধু শহিদের নামের পাশে কতগুলো অক্ষরের অদলবদল জানিয়ে দেবে বিশেষণের মাত্রা সরে যাওয়ার বার্তা। আমার আপনার মতো পথচলতি সাধারণ মানুষ হঠাৎই চমকে উঠে খেয়াল করব ঘাতকের নামের আগে বসে গেছে ‘বামপন্থী সমাজবিরোধী’ অথবা কোনও বিশেষ দলের ‘হার্মাদবাহিনী’ কিংবা ‘জল্লাদবাহিনী’ এমন সব সরাসরি উচ্চারণ। এমনকি জমি আন্দোলনের সূত্রে ধর্ষিতা ও হত কিশোরীর স্মরণেও গড়ে উঠবে শহিদ-বেদি — একেকটি বর্বরতাকে ইট-বালি-সিমেন্ট-মার্বেল ফলক দিয়ে স্থায়ী করে তাকে লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে চিরকালের মতো। যাতে আমরা শিউরে উঠি, স্তব্ধ হয়ে যাই ক্ষণিকের মতো।

    কিন্তু ইট-বালি-সিমেন্টের তো কোনো চেতনা থাকে না — অথচ প্রতিটি শহিদ-বেদির পেছনে আছে এক বা একাধিক প্রাণ, নানা বিভঙ্গের চেতনা, বর্ণিল স্বপ্ন। খুব বেশি পিছিয়ে না গেলেও অন্তত গত পঞ্চাশ-ষাট বছরের পুরোনো শহিদ-পরিবারগুলি কে কেমন আছেন তা আমরা খুব বেশি জানতে পারি না। হয়তো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত ও শেষ পর্যন্ত তাঁরা শহিদ হন তাঁদের নামে শহিদ-বেদি তৈরি হবে বলেই ! কিন্তু তুমি কেমন আছো শহিদ-বেদি?

    এইখানে এসে মন খারাপ। ঘোরলাগা বিষণ্ণতা। সারা রাজ্যের কথা বলার স্পর্ধা নেই। তবে ওই যে বউবাজারের মোড়ে বামপন্থী বীরাঙ্গনাদের শহিদ-স্মারক — ইতিহাসের তথ্য না জানলে ফুটপাথের আবাসিকদের কাপড় শুকোনোর নির্ভরযোগ্য বিকল্প পেরিয়ে ওটাকে খুঁজে বের করা বড় কঠিন। কলেজ স্ট্রিট আর ভবানী দত্ত লেনের সংযোগস্থলের শহিদ-বেদি এই মাত্র কয়েকদিন আগেও ছিল অযত্নে ঢেকে যাওয়া — সম্প্রতি কিছু সংবেদী মানুষ তা সংস্কারে হাত দিয়েছেন। একই দৃশ্য দেখেছি তালতলায়, হাওড়ায়। ঠিক যেমন সিঁথি সার্কাস ময়দানের প্রান্ত ঘেঁষে গড়ে ওঠা বরানগর হত্যাকান্ডের শহিদ-বেদি ঢেকে রেখেছে উদ্ধত টিনের পাত, বেআইনি চায়ের দোকান ও অটোস্ট্যান্ডের ইউনিয়ন অফিসের গুমটি। অনেক এলাকায় দেখা গেছে শহিদ-বেদির গা ঘেঁষে জাঁকিয়ে বসেছে পথবাসী শনি ঠাকুরের থান — স্বাভাবিকভাবেই জৌলুশে সেগুলো শহিদের প্রাণের থেকেও বেয়াড়া রকমের প্রোজ্জ্বল। কিছুকাল আগে টিভির পর্দায় দেখা গিয়েছিল বানতলার শহিদ স্মরণে নির্মিত বেদির প্রস্তরফলক উধাও আর অনতিউচ্চ স্তম্ভ ঢেকে গেছে ঝোপঝাড়ে। তালিকা বাড়াতে থাকলে বেড়ে যাবে বিষণ্ণতার উচ্চতা। প্রধান শহরের উল্লেখ্য মোড়ে মোড়েই যখন এই হতশ্রী বাস্তবতা, অনুমান করতে অসুবিধে হয় না উদাসীনতার অসুখ কখন বা মহামারীর আদল নিয়েছে। হয়তো জেলা বা মহকুমার যেসব আনাচ-কানাচ ছেয়ে আছে শহিদ-বেদির সাড়ে তিনহাত জমি সেখানেও বেরঙিন উপেক্ষার দগদগে ক্ষত।

    বিতর্ক উঠতেই পারে, যাদের নামে শহিদ-বেদি তাঁরা সকলেই কি শহিদ? ঠিকই। কিন্তু আরও অনেক কিছুর মতো শহিদ কাদের বলা হবে তারও তো কোনো অ্যাবসলিউট সংজ্ঞা দেওয়া মুশকিল। আর যদি-বা কোনো সংজ্ঞা দেওয়াও হয়, তার মধ্যেও কি এসে পড়ে না সমসময়ের রাজনীতির ছাপ ও প্রেক্ষিত? বাঘা যতীনকে আমরা বিপ্লবী শহিদ হিসেবে মেনে নিই কিন্তু তার মৃত্যুর পরে স্টেটসম্যান পত্রিকা তাঁকে ‘টেররিস্ট’ বলে পরিচয় দিয়েছিল ! তবে এ পক্ষের ও পক্ষের শহিদ-বেদিতে যাদের নাম প্রকীর্ণ তাঁরা যে কোথাও না কোথাও একধরনের হিংসা বা নিষ্ঠুরতার শিকার এ নিয়ে কোনও সংগত বিবাদের অবকাশ নেই। আর, আমরা তো আসলে সেই নিষ্ঠুরতার প্রতিবাদেই বানিয়েছিলাম ওই স্মারক — আর, এই প্রতিকারহীন ঔদাসীন্য কি আমাদের মনে করিয়ে দেয় না বিপরীত এক নিষ্ঠুরতারই ইতিকথা? রবীন্দ্রনাথের কথায় আমরা কান দিই নি। কিন্তু শেষ পর্যন্ত কি ঠিকঠাক আমরা মনে রাখতে পারলাম শহিদদেরও?

    এরই মধ্যে একটা বেপরোয়া প্রশ্নের উঁকিঝুঁকি। রাজভবনের দক্ষিণ-পুব কোণে যেখানে নেতাজি সুভাষের মর্মর মূর্তি ‘দিল্লি চলো’র আহ্বানে স্থবির, তার থেকে অল্প দূরেই বিগত বাম সরকারের আমলে স্থাপিত হয়েছে আরক্ষাবাহিনীর শহিদদের এক স্মারক-স্তম্ভ। যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বারা উদ্বোধিত ও সরকারি উদ্যোগে নির্মিত, ফলে সুসজ্জিত নিটোল স্থাপত্যের কেরামতিও কম নয়। তাছাড়া, রাজধানীর প্রাণকেন্দ্রে তথা হাই সিকিউরিটি জোনে অবস্থিত হওয়ায় ভবঘুরে বা ফুটপাথবাসীদের হাতে বেদখল হওয়া বা ফলক চুরি যাওয়ার সম্ভাবনা শূন্য। অমৃতসরে আগত পর্যটকদের কন্ডাক্টেড টুরে যেমন ইতিমধ্যেই ঢুকে পড়েছে জালিয়ানওয়ালাবাগ — কে জানে, রাজভবন-ইডেন উদ্যান-হাইকোর্ট-ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সমান্তরালে এই স্মারক-স্তম্ভও হালের কলকাতায় আগত পর্যটকদের দ্রষ্টব্যের তালিকায় ঢুকে পড়েছে কি না ! আরক্ষাবাহিনীর শহিদ-স্মারক দেখতে দেখতে ভ্রমণ পিপাসুরা জানতেও পারবেন না এই বাহিনীর হাতে আক্রান্ত কত শত শহিদবেদি ডুবে রয়েছে স্রেফ নাগরিক বিস্মৃতির অন্তরালে ! এইখানে এসে আড়ষ্ট হয়ে যেতে হয়। ক্ষমতার বিরুদ্ধে মানুষের যে লড়াই আসলে কি তা বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতিরই যুদ্ধ নয়?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৪ নভেম্বর ২০২১ | ১৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৫ নভেম্বর ২০২১ ১৩:৪১501229
  • শেষ লাইনটা ভাবাচ্ছে।
     মহাশ্বেতা দেবীর একটি ছোট গল্পে তেভাগার স্মৃতি বুকে নিয়ে  বহুবছর পরে কয়েকজন কৃষক নিজেদের ঘরের চাল ডাল নিয়ে খিচুড়ি রান্না করে একটি গাছের চারা পুঁতে তাতে জল দিয়ে সবাই ছুঁয়ে থাকে। তারা উচ্চারণ করে--স্বদেশীবাবু, আমরা তোমাকে মনে করতিছি গো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন