

বাহ বেশ লাগল। ছাতু নিয়ে আমারও বেশ কিছু স্মৃতি আছে। চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ছাতুমাখা খাবার প্রথা ছিল। ভাই ছাতু অবশ্য ছিল না। এর কথা রাণী চন্দের লেখায় পড়েছিলাম মনে হয়। বাংলার বাইরে ছাতু বেশ জনপ্রিয়। দিল্লি ছিলাম সময় গরমকালে রোজ ছাতুর শরবত বানিয়ে খেতাম। ছাতুর কচুরিও ভাল জলখাবার। তালপাটালিও খেয়েছি এই তো কয়েক বছর আগেও।
ভালো লাগল। আর, চৈত্র সংক্রান্তিতে ছাতু ওড়ানোর অভিজ্ঞতার আরো অংশীদার পাওয়া গেল।
Anindita Roy Saha | ১৩ জুলাই ২০২১ ১০:৫৪495753বিহারী কায়দায় শক্ত করে মাখা ছাতুর একটি নোনতা দলা, সংগে কুট করে একটা কামড় কাঁচা লংকায়। লোলুপ চোখে দেখে ‘পিকু’ বলবে , “তোমার ঝাল লাগে না?”
"সুগন্ধি সাদা জুঁই ফুলের মতো তুলাইপাঞ্জি চালের গরম ভাতে এক চামচ সরের ঘি, নৈনিতাল আলুসেদ্ধ আর পাতলা মসুর ডালের সঙ্গে এই লঙ্কা থাকলে আর কিছুই লাগে না।
--আমি আজও তাই ভাবি। আর ছোলার চেয়ে যবের ছাতু আমার পছন্দ। তাল পাটালি? সেতো অমৃত। বহুদিন খাইনি।
অপূর্ব উজ্জ্বল শৈশব স্মৃতি! খুব মায়াময় লেখনি।
লেখায় ছবিগুলো বাহুল্য মনে হয়েছে। সম্ভব হলে আগামীতে ফনটা বদলে নেবেন? খুব দৃষ্টি বান্ধব নয়
গৌতম | 2405:201:801a:9845:9cae:67eb:15fc:***:*** | ১৫ এপ্রিল ২০২২ ২০:৩৪506440
মহুয়া দত্ত | 106.212.***.*** | ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৫০518334
&/ | 151.14.***.*** | ০৭ এপ্রিল ২০২৩ ০৪:০৭518376