এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  শনিবারবেলা

  • লেবারের বিদেশ যাত্রা (১)

    মঞ্জীরা সাহা
    ধারাবাহিক | ১০ জুলাই ২০২১ | ২২৩৭ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • কোথায় যান কাজ করতে? উত্তরে বললেন, লেবারি করতে যাই। সেকি এখানে নাকি! সে তো বিদেশ!

    রাজ্যের বর্ডার পেরিয়ে পেরিয়ে ওরা যখন পশ্চিমবঙ্গ থেকে দিল্লী মুম্বাই কেরালা ত্রিপুরা লেবার হয়ে চলে যায় সেই দুরের রাজ্যটা ওদের কথায় ‘বিদেশ’।

    ২০২০ র মার্চ থেকে দেশ জুড়ে হঠাৎ লকডাউন। শয়ে শয়ে কিলোমিটার হাঁটতে থাকা লেবারদের আটকে দেওয়া হচ্ছিল রাজ্যের বর্ডারে বর্ডারে। পাহারা দেওয়া বাহিনী তখন রাজ্যগুলির বর্ডারে অতি সক্রিয়। নিয়ম ভেঙে কে ফিরতে চাইছে তার নিজের রাজ্যে নিজের গ্রামে? পড়ল লাঠির বাড়ি । ফিরিয়ে দেওয়া হল উল্টো পথে। বা বিধান হল আরও কোনও শাস্তির। রাজ্যের বর্ডার যেন তখন দেশের বর্ডার। নিজের দেশটাই যেন তখন বিদেশ।

    আরও একদল যায়। ধানি জমি বসত বাড়ি বন্দক দিয়ে বেচে চড়া সুদে টাকা ধার করে। আসল বা নকল পাসপোর্ট তৈরি করে লেবার পাঠানোর এজেন্ট। ওরা যায় সত্যিকারের বিদেশ।

    পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে দেশ বিদেশে লেবার হয়ে যাওয়া আসা আটকে পড়া বাঁচা মরার কথা নিয়েই শুরু হচ্ছে ধারাবাহিক ‘লেবারের বিদেশ যাত্রা’।
    প্রথম পর্ব
    বালি দ্বীপ থেকে…

    ক্যামেরা ঘুরছে ডান থেকে বাম। জোর হাওয়ার আওয়াজ আসছে। মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টির ছিটে লেন্সে লেগে ঝাপ্সা হয়ে যাচ্ছে ছবিটা। সামনে চিৎকার। একজনের না অনেকের গলার স্বরে। চিৎকারটা ভয়ের নাকি উল্লাসের সবটা বোঝা যাচ্ছে না। একেকবার পুরুষকন্ঠে হে… হে… আওয়াজটা শনশনে হাওয়ার আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে। নীচে শুধুই জল। কাদা মেশা ঘোলা জল। স্রোত আছে তাতে। ছবিটা দুলে উঠছে। নড়ে যাচ্ছে সামান্য সামান্য। বোঝা যাচ্ছে ক্যামেরাম্যানের পায়ে হঠাৎ হঠাৎ স্রোত ধাক্কা মারছে। সামনে যারা চ্যাঁচামেচি করছে বেশিরভাগ কুড়ি বাইশ পঁচিশ কী ত্রিশ এর ছেলেরা। মাঝে দু একজন কাঁচা পাকা দাড়ি চুলের মানুষ দেখা যাচ্ছে। ছেলেরা সামনে দিকে হাত দুটো দিয়ে বুকগুলো মাটির উপর ঠেকিয়ে রেখেছে। পরপর লাইন দিয়ে আধা শোয়া। পায়ের নিচে হাঁটু অবধি জল। জলটা ঘোলা কাদাজল, নোনতা জল হয়তো মিশে গেছে এতক্ষণে তাতে। ছেলেদের বুক হাতে পায়ে মাথায় চুলে সারা শরীরে যে কাদা মাখামাখি হয়ে আছে সেটা বাঁধের কাদা। ওদের শরীরের নীচে মাটির বাঁধ। বাঁধের মাটি গলে জলের সঙ্গে মিশে যাচ্ছে। শরীর দিয়ে বাঁধ বাঁচানোর চেষ্টা চলছে। মাটি ভাঙছে। ফাটল ধরছে। পাশেই ছেলেরা মাটি কাটছে। ঝুড়ি করে এনে ফেলছে ভেজা মাটি। বাঁধের ফাটা জায়গা মেরামত করছে। আবার ধুয়ে চলে যাচ্ছে। এরকম এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আরও বেশি। জল ঢুকছে গ্রামে। ঝড় বয়ে গেছে গতরাতে। হাওয়াটা এখনও উত্তাল। ভরা কোটালের জোয়ার চলছে।

    ওই যে বাঁধ, ওই বাঁধ অনেক অনেক এরকম ঝড় জল সহ্য করে বছরের অনেকগুলো দিন। আর ওই যে রোগা মোটা হাড় জিরজিরে নানারকম জামায় কাদা মাখা পিঠগুলো, ওই পিঠের মানুষগুলোও অনেক কিছু সহ্য করে আসছে। যাদের প্রজন্মের পর প্রজন্ম মাটি কাটা বাঁধ ভাঙা নদীর জোয়ার ভাঁটা বান বাঘ কুমিরের কামড় ঝড় জলের সঙ্গে বাস করে আসছে বছরের পর বছর ধরে। সেই ইংরাজ আমল থেকে স্বাধীন ভারত। হ্যামিল্টন সাহেবের সময় ট্রাকে ট্রাকে বিহার মেদিনীপুর থেকে মাটি কাটতে দক্ষ মানুষদের নিয়ে আসা হয়েছিল এই ঘন ম্যানগ্রোভের ভূভাগকে বাঁধ বানিয়ে বাসযোগ্য করে তুলতে। এক জায়গা ছেড়ে এসে এই অন্য জায়গায় বাস শুরু হয় তখনও। দেশ স্বাধীন হয়। সরকারের পর সরকার বদল। খুব একটা কিছু বদল হয় না দ্বীপগুলির মানুষের জীবনযাত্রার। ঝড় বৃষ্টি নদীর জল বাঘের থাবার মাঝে প্রাণ হাতে মধু কাঁকড়া আনতে যাওয়া বাঁধ ভাঙার ভয় পলিটিকাল নেতার রাগের ভয় সব থেকে গেছে আগেও যেমন ছিল।

    ওই বাঁধ সুন্দরবনের। আর ওই যে জালের মতো জড়িয়ে আছে জলভাগ ওগুলো দ্বীপগুলোর পাশে পাশে বিদ্যা, রায়মোঙ্গল, মাতলা, হাতানিয়া দোয়ানিয়া এরকম আরও নদী। এক্ষুনি যাদের শরীরের সঙ্গে মিশছে এসে উত্তাল বঙ্গোপসাগরের জল।

    এটা ইয়াস ঝড়ের পরের দিনের ছবি। ইয়াস ঝড় হয়ে গেল এই কিছুদিন আগেই। ২৫ মে ২০২১। গোসাবা ব্লকের উত্তর রাঙাবেলিয়া জটিরামপুর সর্দারপাড়া সোনাগাঁ দুলকি অঞ্চল কাটাখালি আরামপুর চণ্ডীমোড় আরও অন্য অন্য ব্লকের অনেক অনেক জায়গা ভেসে গেল। অনেক দ্বীপ পুরোপুরি ডুবে গেল জলের তলায়। ঝড়ের পর অনেকদিন জোয়ারের সময়ে ভাসিয়ে দিয়ে গেল নদী সমুদ্রের জল আবারো আবারো। মাঠ থেকে জল এখনও সরেনি। সমুদ্রের নোনা জল ভারী। মাঠে মাঠে নীচে থেকে গেছে সেই নোনা জল। উপরে হাল্কা মিষ্টি জল। নদী পুকুর বাড়ি ঘর উঠোন জলে জলাকার হয়ে গেল। পুকুরগুলো ভাসিয়ে দিয়ে গেল সমুদ্রের নোনাজল। মাছ মরল কুইন্টাল কুইন্টাল। ওই যে ছেলেরা ওদের মা বাবা বৌ বাচ্চা দিদিমা ঠাকুরমা দাদু ঠাকুরদাকে মানিয়ে নিতে হল সব কিছুর সঙ্গে। রাস্তার উপর ত্রিপল প্লাস্টিক টাঙিয়ে যুবতী মেয়ে বউকে নিয়ে মেঘ ভরা আকাশের নীচে রাতের পর রাত কাটাতে হল। রাজি হতে হল ক্যামেরার সামনে একের পর এক ত্রাণের লাইনে এসে হাত পেতে দাঁড়াতে। আরও অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় ওদের। যত দিন এগোচ্ছে তত মানিয়ে নিতে হচ্ছে আরও বেশি করে। নতুন আবহাওয়া। নতুন নতুন ভূ প্রকৃতি। নতুন নতুন কাজের জায়গার নিয়ম কানুন। নতুন মালিক ঠিকাদারের নতুন ধরনের চালাকি।

    নোনা জলে বারবার চাষের ক্ষতি এখানে স্বাভাবিক ঘটনা। নোনা মাটি আর সেচের ব্যবস্থার অভাবে এখানে কেবল একফসলি চাষ হয়। মূলত আমন ধান। আয়লা বুলবুল আম্ফান আরও নাম-না-জানা অনেক ঝড়ের পর নোনা জলে মাঠ ভাসিয়েছে বাঁধ ভেঙে। তারপর বছরের পর বছর এক ফসলি চাষও হয়নি। মাটিতে তিল শাক সব্জিও হয়নি।

    রোজগারের অন্য কোনও রাস্তা না পেয়ে দলকে দল ছেলে ওই বাঁধের উপরের রাস্তাগুলি ধরে আশপাশের ভাঙাচোরা পিচের রাস্তা দিয়ে নদী পেরিয়ে পেরিয়ে বড় রাস্তা হাই রোড স্টেশনের পর স্টেশন পার করে চলে গেছে দূরের রাজ্যে। লেবারের কাজে।

    বালি দ্বীপের বিরাজনগর গ্রাম থেকে গিয়েছিল বেশ কিছু ছেলে। বয়স্ক লোকও গিয়েছিল। ক্যানিং থেকে ডিজেল অটো বদলে বদলে বা ট্রেকারে চেপে গদখালি ঘাট। সেখান থেকে ফেরি। কেরোসিন আর ডিজেল মেশানো কাটা তেলের গন্ধে ভটভট শব্দে মানুষ সাইকেল পেটি পেটি মাল বস্তা গাদাগাদি হয়ে ফেরি ডান পাশে বাঁক নিয়ে প্রথমে বিদ্যা তারপর দুর্গাদুয়ানী নদী পার করে এসে দাঁড়াবে বালি দ্বীপের বিরাজনগর ঘাটে। সিমেন্টে ঢালাই করা সিঁড়িতে পা ফেলতে ফেলত আচ্ছাদন ছাড়া ঘাট। ডানে বাঁয়ে দু একটা পান বিড়ি লজেন্স সিগারেটএর দোকান। ভ্যান টোটো’র স্ট্যান্ড। টোটোতে চাপলে মিনিট দশেকে বিরাজনগর। সেখান থেকে যে জায়গাটায় বারো পনেরোজন গিয়েছিল সেটা এই সুন্দরবনের মতো কাদা মাটি ঝড় জলের জায়গা নয়। গন্তব্য ছিল তামিলনাড়ুর উঁচু ভূভাগে। হারুর। জেলারপট স্টেশনে নেমে বাসে করে হারুরের কারখানার সাইট। সেখানে ডানে বাঁয়ে তাকালেই পাহাড়। কুড়ি ত্রিশ বিঘে জায়গা নিয়ে সাইট। এখানকার ঠিকাদার খোঁজ দেয় সে কারখানার। ওখানে কাজ করে অন্য আরেক ঠিকাদারের আন্ডারে।

    বছরের অনেকগুলো দিন যাদের পায়ের তলায় জলকাদা চোখের সামনে নদীর জলের ওঠা নামা নিয়ে দিন যাপন করতে হয় তাদের পায়ের নীচে তখন পাথর। হাতে কাঁধে বড় বড় পাথর। ওই পাথর নিয়ে হাঁটতে হয় উঁচু নীচু অসমতল ভূ ভাগের উপর দিয়ে। ভারী ভারী পাথর তুলতে হয় গাড়িতে গাড়িতে। বড় বড় মেশিন চলে সারাদিন। মেশিনের বিকট সব শব্দ। মেশিনের সামনে পাথর উঁচিয়ে ধরতে হয়। পাথর কাটিং হয়। কালো পাথর। সাদা পাথর। বড় বড় চাঁই চাঁই পাথর কেটে ছেটে আকার নেয় মানুষের প্রয়োজন মতো। মাপমতো। পালিশ হয়। চকচক করে ওঠে পাথর। কিচেনের পাথর। ড্রইং রুমের পাথর। বেডরুমের পাথর। ঝাঁ চকচকে অফিস বাড়ির পাথর। পাথরের চাঁই খোদাই হয়। মেশিনে কিংবা হাতে। ছেনি বাটালি। আরও সব আধুনিক আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হয়। পাথর থেকে বেরিয়ে আসে চোখ নাক মুখ আশীর্বাদের হাত মানুষের হাতে। সেই চোখ নাক আশীর্বাদের হাত অস্ত্র ধরা ফুল ধরা হাতগুলি দেব দেবীদের। চলে যায় ট্রাকে ট্রাকে চেপে মন্দিরে মন্দিরে। আর মানুষগুলোর হাত কাঁধ বুক মাথার চুল পায়ের পাতা চোখের পল্লব ঠোঁটের ভাঁজ জিভ পাথরের ধুলোয় সাদা হয়ে যায়। গলা শুকিয়ে আসে গুঁড়ো গুঁড়ো ধুলোয়। তাপ বাড়ে। লু ছুটতে থাকে তামিলনাড়ুর বাতাসে। পাথুরে ধুলো মিশে যায় বাতাসে। ওদের হাত চলতে থাকে। দিনে তিনবার রান্না হয়। বড় বড় কাঠ জ্বলে ওঠে বড় বিশাল সাইজের উননে। বড় কড়াই চাপে। বড় বড় হাতা খুন্তি দিয়ে ডাল তরকারি রান্না করে বালি দ্বীপের বিরাজনগরের অসিত বরণ মাইতি। বয়স পঞ্চান্ন ষাট পেরিয়েছে। চুল পেকেছে। পাঁচ বছর ধরে ওই এক কোম্পানিতেই ওই উনোনের ঘরেই তার চব্বিশ ঘন্টার বেশিরভাগ ঘন্টাগুলো কেটে গেছে। দেড়শ জনের রান্না। সঙ্গে একজন মাত্র হেল্পার। তিন বেলা ডাল ভাত শব্জি। তামিলনাড়ুর পাথুরে মাটি টিনের ছাত গরম হয়ে যায়। উনোনের গরমে লাল হয়ে যায় চোখ নাক কান। রান্না চলে। লাইন দিয়ে থালা পেতে দাঁড়ায় দেড়শ জন। শরীর জুড়ে ঘাম গড়ায়। মগের গায়ে ঝোল গড়াতে গড়াতে লাইনকে লাইন থালায় ভাতের মাঝে সব্জির ঝোল পড়ে। আবার কাজ শুরু হয়। বছরে সাত আট মাসের কাজ। মাসে পনেরো হাজার করে মায়না। সব টাকা মাসে পায় না। কথা থাকে সব কাজের শেষে টাকার হিসেব। এভাবে স্বপন বৈরাগী উত্তম মণ্ডল মধু হালদারদের দিন কাটতে থাকে। টিনের ছাতের তলায় লাইন দেওয়া পাশাপাশি বিছানায় রাতগুলো কাটতে থাকে।

    যে ঘটনায় তাদের ওই সাইট থেকে চলে আসতে হল ঘটনাটা ঘটেছিল রাতেই। রাত আটটা হবে তখন। দিনের কাজ শেষ। পাহাড় জুড়ে অন্ধকার নেমে এসেছে। পাথর কাটাকাটি নকশা তোলার জায়গা থেকে একটু দূরে সাইটের অন্যদিক। সেখানে জঙ্গল পাহাড় আরও বেশি করে অন্ধকার। পাথর কাটার পর রাবিশ ফেলা হয় সেখানে পাহাড়ের ঢাল বেয়ে। সেই রাবিশে আসল পাহাড়ের পাশে একখানা নকল পাহাড় তৈরি হয়ে গেছে। ওখানে ইলেক্ট্রিকের লাইট নেই।

    বড় বড় উনোনে কাঠের আগুনে রাতের রান্না চড়েছে। সারা দিনের কাজ সেরে পাথরের ধুলো গামছা দিয়ে ডলে ডলে তুলে স্নান সেরে তেল চপচপে চুল টেনে আঁচড়ে ওরা তখন যে যার মতো। কোথাও মোবাইলে কথার আওয়াজ আসছে কানে। ফেলে রেখে যাওয়া বৌ মায়ের সঙ্গে কী বাচ্চার সঙ্গে দিন শেষের গল্প, প্রেমিকার সঙ্গে ফিসফিস, বাজারের খবর, ভেঙে পড়া টালির চালের খবর, মৃত্যুর খবর, ফেলে যাওয়া জায়গার ঝড় বাদল কী পাড়ার খবর। মোবাইলে গান বাজছে কোথাও। হিট গান। হেডফন লাগানো আছে কানে। গানের সুর ফিসফিসানির মধ্যে হঠাৎ একটা জোর চিৎকার। আয় রে … চিৎকারটা আসছে ওই দূর রাবিশ ফেলার অন্ধকার থেকে। স্বপন বৈরাগী মধু আরও সব ডান বাঁ যে যেখান থেকে পারলো দিল ছুট। অন্ধকারের দিকে দৌড় দৌড় দৌড়…।


    (চলবে...)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১০ জুলাই ২০২১ | ২২৩৭ বার পঠিত
  • আরও পড়ুন
    অদ-ভূত!.. - Kasturi Das
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ জুলাই ২০২১ ২২:৫৬495715
  •  সাসপেন্স! 


    আরেকটা চমৎকার সিরিজ শুরু হল।

  • বিপ্লব রহমান | ১৭ জুলাই ২০২১ ০৫:৪১495847
  • গুরুত্বপূর্ণ লেখা,  অপূর্ব লেখনি, পড়ছি ...

  • Indranil Chatterjee | 103.3.***.*** | ১৭ জুলাই ২০২১ ২০:১৭495868
  • ভালোই লাগছে। শেষ পর্যন্ত পড়তে চাই। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন