আমি ছোটবেলায় " ঢাকা সাধনা ঔষধালয়" সাইনবোর্ড টাঙানো দোকান থেকে কেনা সারিবাদি সালসা, সারিবাদ্যারিষ্ট এসব খেয়েছি। কোলকাতায় অনেক শাখা ছিল। সমস্ত কাগজে বিজ্ঞাপন বেরোত। ছত্তিশগড়ের বিলাসপুরের গোলবাজারে কুড়ি বছর আগেও চোখে পড়ত বহুকাল আগে বন্ধ হয়ে যাওয়া এক বিষণ্ণ দোকান। সাইনবোর্ড বাংলা ও হিন্দিতে।
১
রঞ্জনদার ছোট্ট স্মৃতিচারণটুকু দারুণ!
২
সাতের দশকেও ঢাকায় দাপিয়ে বেড়িয়েছে সাধনা ঔষধালয়। শৈশবে সংবাদপত্রের পাতায় তো বটেই, এক ব্যান্ডের রেডিও -সাদাকালো টিভিতেও সাধনা'র বিজ্ঞাপন যেন দেখেছি, অস্পষ্ট মনে পড়ে।
ক্রমে রেডিওতে ব্যান্ডের সংখ্যা বেড়ে এফএম হলো, টিভি কালার, এইচডি হয়ে এপে এলো, ঝেঁটিয়ে বিদায় হলো হোমিওপ্যাথ, মোড়ে মোড়ে ঝকঝকে নিয়ন সাইনবোর্ডের লাজ ফার্মা ইত্যাদি এলো, কালের গর্ভে হারিয়ে গেল ছেলেবেলার সাধনা ঔষধালয়, যাদব ঘোষের মিষ্টি, বোরোলিন ক্রিম, কেওকার্পিন আর জবাকুসুম সুগন্ধী তেল...।
৩
এরপরেও টেলি মেডিসিন আর অনলাইন শপের যুগে এখনো কি করে যেন টিকে আছে এপি (আয়ুর্বেদ ফার্মেসি), হামদর্দ দাওয়াখানা, মঘা ইউনানি ইত্যাদি।
তবে এইসব অধুনা হারবাল আদৌ বিজ্ঞানসম্মত ও কার্যকর কি না, এ নিয়ে শিক্ষিতজনের মধ্যে ঘোরতর সন্দেহ আছে।
৪
তবলার ঠুকঠাকে লেখাটি বেশ কিছুটা এলোমেলো বলে মনে হয়েছে।
* সংশোধন :
২
> সাতের দশকেও ঢাকায় তো বটেই, পুরো বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়িয়েছে সাধনা ঔষধালয়।
> শৈশবে সংবাদপত্রের পাতায়, এক ব্যান্ডের রেডিও -সাদাকালো টিভিতেও সাধনা'র বিজ্ঞাপন যেন জোরেশোরে প্রচার হতো, অস্পষ্ট মনে পড়ে।
পুরাতন পাড়া, শ্যামবাজার পাঁচমাথার মোড়
১৯৭০ঃ
https://www.researchgate.net/publication/273305876/figure/fig1/AS:567482429566976@1512309762259/Netaji-Subhas-Chandra-Bose-statue-Shyambazar-Five-Point-Crossing-Calcutta-circa-1970:
2008:
https://www.flickr.com/photos/vaijayanta/2417472405/
2021:
https://www.telegraphindia.com/culture/therein-hangs-a-tail/cid/1729181
ঋণঃ গুগুল ইমেজ সার্চ