
রৌহিন | unkwn.***.*** | ০৫ মে ২০১৮ ০৪:৫১62491
বিপ্লব রহমান | unkwn.***.*** | ০৯ মে ২০১৮ ০২:৪১62492
প্রতিভা | 172.69.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০৯:৩৯92372ধারণা ছিল রাখাইনরা মায়ানমারেই সীমাবদ্ধ। এরা বাংলাদেশেও আছেন তবে।
প্রতিভা দিদি,
নিশ্চয়ই, তারা এদেশে আছেন অনেক বছর ধরে। "রাক্ষাইন" শব্দের অর্থ "রক্ষণশীল", এটি অনেকটাই যেন এই সমৃদ্ধশালী জাতিগোষ্ঠীর জন্য সত্য। এ নিয়ে একদা অনেক লিখেছি। কিছু দুর্লভ দলিদপত্রও সংগ্রহ করেছি, আশির্বাদ রেখ, যেন আরো লিখতে পারি।
তোমার বিনীত পাঠের জন্য ধন্যবাদ ও কৃত
জ্ঞতা।
পুনশ্চঃ প্রতিভা দি,
সময় পেলে মুক্তমনার এই পুরনো লেখাটিও পড়ে দেখতে পারো, "রাখাইনরা কেন দেশ ছেড়ে যান?"
শক্তি একটা পরিচয় পাওয়া গেল ।ছবিগুলো ও সম্পদ ।ভালো লাগলো | 162.158.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ০৬:৫২92391রাখাইন জনগোষ্ঠীর সম্পর্কে কিছুই জানতাম না ।বিপ্লবের লেখায় তাদের উৎসবের মধ্যে তাদের কৃষ্টির
শক্তি দি,
বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। তোমার মন্তব্যের কিছু অংশ বোধহয় ভুল বশতঃ নামের ঘরে চলে এসেছে, তবু পড়া যাচ্ছে।
গুরুতে আরও লেখ।
রৌহিন | 172.69.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ১১:২৯92408
রৌহিন | 172.69.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ১১:২৯92407
ইশরাত তানিয়া | 172.69.***.*** | ১৭ এপ্রিল ২০২০ ১২:০৩92410লেখককে ধন্যবাদ। রাখাইন জাতির উৎসব সম্পর্কে ডিটেইল জানা ছিল না। চমৎকার একটি ফিচারধর্মী লেখা পড়লাম।
ভিডিও ক্লিপিংসগুলোর সংযুক্তির জন্যও ধন্যবাদ।
এবার লকডাউনের খপ্পরে নিরানন্দ আদিবাসী জীবন, বর্ষবরণ আয়োজন। জানি করোনালীলার পর আগামী আসবেই...
@রৌহিন দা,
নিবিড় পাঠের জন্য ধন্যবাদ। তুমি এপারে বেড়াতে এলে নিশ্চয়ই আমরা কক্সবাজারে রাখাইন গ্রামে ঘুরতে যাব। নিমন্ত্রণ রইলো।
@ইশরাত,
আগামীতেও সাথে থাকার বিনীত অনুরোধ। শুভ