এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপর বাংলা

  • ফ্যাসিবাদের কফিনে আরও কয়েকটি শেষ পেরেক 

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৪৪৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৪


    জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাতে রাতারাতি আন্তর্জাতিকভাবে আরেক দফা প্রশ্নবিদ্ধ হল বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ।

    আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এই গণঅভ্যুত্থানে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার সম্ভাবনাও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ওই সত্যানুসন্ধান প্রতিবেদনে।

    এই প্রতিবেদন স্পষ্ট করেই রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে শঙ্কায় ফেলে দিয়েছে।

    এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই-তিনটি মামলার রায় হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০৮টি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ১৬টি ট্রাইব্যুনালে গেছে।

    অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে।"
    তিনি আরও বলেন, "এটা অত্যন্ত ইতিবাচক যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে।"



    শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এখন 'আয়নাঘর' খ্যাত সামরিক-বেসামারিক গোয়েন্দা বাহিনীর অসংখ্য টর্চার সেল। মিডিয়ার সামনে মুরগির খাঁচা মতো এসব 'আয়নাঘরের' উন্মোচন এবং মাইকেল চাকমাসহ কয়েকজন প্রাক্তন বন্দির ভয়াবহ অভিজ্ঞতা পুরো জাতিকে হতভম্ব করে দিয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ মনে করেন, "আয়নাঘরের' অপরাধের প্রমাণাদি লুকানোর বিপুল চেষ্টার পরও যা জানা গেল, যা দেখা গেল, তা ভয়াবহ। 'আয়ানঘর'গুলোকে ভবিষ্যতের মানুষদের জন্য সংরক্ষণ করা উচিত। এই যাদুঘরগুলো ভবিষ্যতে কারও হাসিনা হয়ে ওঠার পরণতি সম্পর্কে শিক্ষা দেবে, নাগরিকদের জোগাবে শক্তি।"

    ফিরোজ বলেন, "(প্রবাসী সাংবাদিক) তাসনিম খলীল ও তার নেত্রনিউজের (নিউজ পোর্টাল) সহকর্মীদের সকলকে অভিনন্দন, তারাই এই 'আয়নাঘরের' অস্তিত্ব সম্পর্কে দেশের মানুষকে জানিয়েছেন। এর আগে আমরা জানতাম গুম হচ্ছে, কিন্তু গুম হওয়া মানুষদের পরিণতি সম্পর্কে কেউ কিছু জানতো না। 'আয়নাঘর' নিয়ে তাদের প্রতিবেদনগুলোর পর আমরা জানতে পারলাম এমন একটা ভয়াবহ প্রাতিষ্ঠানিক বন্দোবস্তের অস্তিত্ব।"



    পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ৩৬ জুলাইয়ের পট পরিবর্তনের পর দীর্ঘ বন্দিদশা কাটিয়ে 'আয়নাঘর' থেকে মুক্ত হয়েছেন।
    বিবিসি'কে মাইকেল চাকমা জানান, গত প্রায় সাড়ে পাঁচ বছরে বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে। শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে। তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি। তবে যেভাবে একাকী বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ংকর রকমের মানসিক অত্যাচার।

    "যেভাবে তারা রাখে এটাতো অত্যন্ত অমানবিক। এটাতো মানুষের বসবাসের জায়গা না। মানুষ এভাবে বাঁচে না। এটাতো কবরের মতো। গুহা আছে না গুহা, গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না, কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এই রকম।"

    "এটাতো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না। কোনো জানলা নাই, একদম কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেয়াল,” বলেন মাইকেল চাকমা।



    এদিকে, দিল্লির রাজনৈতিক আশ্রয়ে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অন্তর্বর্তীকালীন ড. ইউনূস সরকারের বিরুদ্ধে যেসব বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন, দৃশ্যত তা বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা মাত্র। এসব যে শুধু ইউনূস সরকারকে বিব্রত করছে তা-ই নয়, এসব প্রতিবেশী ভারত সরকারের জন্যও যথেষ্ট বিব্রতকর।

    ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুও জানিয়েছেন, হাসিনার বক্তব্যকে ঘিরে কংগ্রেস বিব্রত। সম্প্রতি নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, "হাসিনার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। শেখ হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত।"

    "বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে" উল্লেখ করে কংগ্রেসের সিনিয়র এ নেতা আরও বলেন, "আমি দুটো বিষয়ের ওপর জোর দেবো। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।"

    "বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। যা ঘটছে, তা স্পর্শকাতর। তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত যে, আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ", যোগ করেন তিনি।



    সম্প্রতি বুলডোজার বাহিনী শেখ মুজিবের বাসস্থান ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ শেখ পরিবারের বেশকিছু বাড়িঘর ও আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে। ফ্যাসিবাদের প্রতি ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু তাইবলে ফ্যাসিবাদের ভাষায় আইন নিজের হাতে তুলে নেয়া কোনও ভাবেই সমথর্নযোগ্য নয়।

    ধানমন্ডি ৩২ নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং একই সংগে এই ভবনটি মুক্তিযুদ্ধের নেতা থেকে ফ্যাসিস্ট শাসক হয়ে ওঠা শেখ মুজিবের দুঃশাসনের সাক্ষী। ঐতিহাসিক কারণেই এর সংরক্ষণ জরুরি ছিল।

    প্রচ্ছন্ন সরকারি পৃষ্ঠপোষকতায় বাড়ী, চিহ্ন, প্রতীক ভেঙে রাগ দেখানো যায়, ফ্যাসিবাদ যায় না, ফ্যাসিবাদের পুনরুৎপাদন হয়!উন্মত্ত জনতাকে মাঠে নামানো হয়েছে সম্ভবতঃ এনজিও ইউনূস সরকারের তাবৎ ব্যর্থতাসমূহ আড়াল করতে এবং আরও কিছু গুঢ় কারণে।

    সরকার অনেক দেরিতে হাসিনা জামানার ভবন রক্ষায়, তথা আইন নিজের হাতে তুলে না নেয়ার বিষয়ে সোচ্চার হয়েছে দেখে লালন সাঁইয়ের একটি গানের কথা মনে পড়ে, "গাছ কেটে জল ঢাল পাতায়, এ চাতুরী শিখলে কোথায়?"

    এসব মব জাস্টিসের ফলে হাসিনা ও আওয়ামী লীগ যা কিছু মৌন সমর্থন পেয়েছিল, জাতিসংঘের "গণহত্যা" বিষয়ক ওই তদন্ত প্রতিবেদনের পর তাদের ভবিষ্যতকে আরও কয়েক হাত মাটির নীচে নিয়ে গেল।



    বাংলাদেশের নির্বাচন কমিশন ও ড. ইউনূস অন্ততঃ দুই দফায় ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    দৃশ্যতঃই নিষিদ্ধ করা না হলেও এ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ থেকে যাবে অংশগ্রহণের বাইরে। টানা ১৫ বছরের লুটপাট ও হেলমেট লীগের রাজনীতিতে রঘু ডাকাতের দলে পরিনত আওয়ামী লীগ অনেক আগেই হয়ে পড়েছে জনবিচ্ছিন্ন।

    একটু পেছনে ফেরা যাক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ টু ঢাকা’ বা ঢাকামুখী গণযাত্রার ডাক দেওয়া হয়। কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসা হাজার হাজার ছাত্র-জনতার উপরে সেনা বাহিনী গুলি চালাতে অস্বীকার করে।

    একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা মোবাইলে ভিডিও দেখিয়ে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছেন, "গুলি করি, মরে একটা…একটাই যায় স্যার, বাকিডি যায় না!"

    দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে গত ৫ আগস্ট দুপুর নাগাদ সরকারের গদি নড়ে যাওয়ার খবর আসে। এ বেলা আড়াইটায় হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে; যদিও ১ আগস্টেই তিনি দম্ভ করে বলেছিলেন, "শেখ হাসিনা পালায় না!"

    দৃশ্যত, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৪
  • অপর বাংলা | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৪৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুশান্ত | 117.209.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯541120
  • সুন্দর লিখেছেন! প্রবল বাংলাদেশের জনতাকে অপাঙক্তেয় রেখে সব কিছুকে মার্কিন পন্থী জেহাদি কর্ম বলে ভারতীয় প্রচারের বিরুদ্ধে পাল্টা এই লেখা প্রকাশের জন্য গুরুকে ধন্যবাদ! 
  • MP | 2409:4060:215:8651:c50c:53d:f1d8:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২541126
  • @বিপ্লব ভাই , নির্বাচন হলেই ঠিক হবে l কিন্তু ইউনুস সরকার কি রাজী হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়তে ? তাছাড়া আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে ভারত কি মেনে নেবে ? কিংবদন্তির মত রাজনৈতিক কারণে  ঘরছাড়া যুবকেরা কি নিরুপদ্রবে নিজের ইচ্ছামত দলকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে আস্তে পারবেন ? বাংলাদেশের মধ্যে কি একটা কনসেন্সাস তৈরী হবে যে নিজের পরাজিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আয়নাঘরে পাঠানো হবেনা ? সেগুলো নাহলে কিন্তু আবার আরেকজন ফ্যাসিস্টের পথ খুলে যাবে l মুক্তিযুদ্ধ হয়েছিলো ১৯৭১ সালে যাতে আরেকজন আইযুব খান বা ইয়াহিয়ার জন্ম না হয় l হাসিনা প্রমান করেছেন যে মুক্তিযুদ্ধে সব ফ্যাসিস্টদের মৃত্যু হয়নি l ২০২৪ এর পরেও তাই কিন্তু বাঙালীর দায়িত্ব শেষ হবেনা l কি বলেন ? 
  • বিপ্লব রহমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪২541128
  • @সুশান্ত,  "সব কিছুকে মার্কিন পন্থী জেহাদি কর্ম বলে ভারতীয় প্রচার"... 
     
    প্রচারণাটি নিঃসন্দেহে একপেশে। ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। কিন্তু তাই বলে দেশে ভারতীয় লবির বদলে মার্কিন লবির নকশায় চলছে না একেবারেই চলছে না তা-ই বা বলি কী করে? বিশেষ করে ইউনূস সরকার যখন এনজিও প্রতিনিধিদের নিয়ে গঠিত। 
     
    আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। 
  • aranya | 2601:84:4600:5410:acd0:58cc:a2cb:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৯541129
  • 'আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এই গণঅভ্যুত্থানে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার সম্ভাবনাও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ওই সত্যানুসন্ধান প্রতিবেদনে'
     
    - বিপ্লব ভাই , আপনি কি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মূল রিপোর্ট টি পড়েছেন? আমি তা পড়ি নি, কিন্তু এপার বাংলার কাগজে পড়লাম যে ঐ রিপোর্টে ১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত ঘটা হত্যাকান্ডের কথা বলা হয়েছে, এবং ১৪০০ র মধ্যে বেশির ভাগ হত্যা হয়েছে হাসিনা ৫ অগস্ট দেশ ছাড়ার পর। 
     
    ৫ অগস্টের পরে, ধরে নিচ্ছি আওয়ামী লীগ ছত্রভঙ্গ হয়ে যায়। ৫ হেকে ১৫ অগস্ট অব্দি যারা হত্যালীলা চালায়, তারাই কি এখন ক্ষমতায় ? 
  • বিপ্লব রহমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৯541130
  • @MP, 
    "নির্বাচন হলেই ঠিক হবে l কিন্তু ইউনুস সরকার কি রাজী হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়তে ? তাছাড়া আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে ভারত কি মেনে নেবে ?"
     
    পর্যবেক্ষণ বলছে,  বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। অনেক বছর পর এইবার সম্ভবতঃ রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে  দৃষ্টান্তমূলক একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর  বিএনপি- জামায়াত আগামীতে সরকার গঠন করবে, এটিও  পরিস্কার। 
     
    তবে নিষিদ্ধ না হলেও কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্ব পলাতক থাকায় এবং প্রবল জনবিচ্ছিন্নতায় দলটির পক্ষে আগামী নির্বাচন করা কঠিন হবে।  তবে হয়তো গোপালগঞ্জসহ আরও দু-একটি জায়গা থেকে তারা বড়জোর হাতেগোনা কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। 
     
    তবে দল হিসেবে আওয়ামী লীগকে সংগঠিত করতে আরও ১০-১৫ বছর লেগে গেলে আশ্চর্যের কিছু থাকবে না। 
     
    এটিই ফ্যাসিবাদের অনিবার্য পরিনতি। এটি ভারত সরকারের ইচ্ছা-অনিচ্ছা নিরপেক্ষ। 
     
    আপনাকে ধন্যবাদ 
     
     
  • বিপ্লব রহমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১২541131
  • @aranya |
    "৫ অগস্টের পরে, ধরে নিচ্ছি আওয়ামী লীগ ছত্রভঙ্গ হয়ে যায়। ৫ হেকে ১৫ অগস্ট অব্দি যারা হত্যালীলা চালায়, তারাই কি এখন ক্ষমতায় ? "
     
    জাতিসংঘের মূল প্রতিবেদন ও শীর্ষ সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার কথাই এসেছে। 
     
    এখানে "১৫ আগস্ট পর্যন্ত হত্যালীলা"র কথাটি বিভ্রান্তকর।  স্বীকার করি, সে সময় বিচ্ছিন্নভাবে মব জাস্টিসে অল্পকিছু  প্রাণহানি হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে তা গুলিয়ে ফেলা একবারেই হাস্যকর। 
     
    আপনাকে ধন্যবাদ 
  • MP | 2401:4900:707c:60e3:11aa:b786:ca21:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯541134
  • @বিপ্লব ভাই , অনেক ধন্যবাদ l বাংলাদেশে অবাধ নির্বাচন হোক আর যেই ক্ষমতায় আসুক না কেন আশা করি ভারত সরকার তার সঙ্গেই কাজ করবে l আর কোনো উপায়ও তো নেই l একটা জিনিস হলে খুবই ভালো হবে যদি আবার SAARC চালু হয় l দক্ষিণ এশিয়ার মানুষের ভালোর জন্যেই এটার আবার চালু হওয়া প্রয়োজন l দরকার হলে চীনকেও আনা হোক SAARC এর মধ্যে l তাতে এঅঞ্চলের মানুষের ভালোই হবে l কি বলেন ? আচ্ছা আরেকটা প্রশ্ন শেখ হাসিনার ভারতে থাকা আর তিস্তা এদুটো কি বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াচ্ছে ? 
  • বিপ্লব রহমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৭541158
  • @MP, 
    ভারত- বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হলে ক্ষতি দুদেশেরই, বিশেষ করে ভারতের। কারণ চিকিৎসা, পর্যটন থেকে শুরু করে চাল, পেঁয়াজের বিশাল বাজার হারাচ্ছে ভারত। 
     
    অন্যদিকে, শেখ হাসিনা এখন ভারত সরকারের গলার কাঁটা। হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে দুদেশ রীতিমতো কূটনীতিক বিরোধে জড়িয়েছে, পরিস্থিতি আরও ঘোলা করেছে আনন্দবাজার গোষ্ঠীর বাংলাদেশের প্রতি বিদ্বেষ প্রচার সুলভ অপ-সাংবাদিকতা। 
     
    আর তিস্তা ইস্যু বরাবরই ভারত সরকারের ট্রাম্প কার্ড। এটি নিয়ে দুদেশের দর ককষাকষি বোধহয় চলবে আজীবন! 
     
    এই আমার ব্যক্তিগত অভিমত। 
     
    ভাবনাটিকে উস্কে দেয়ায় আপনাকে ধন্যবাদ। শুভ 
  • দীপু আহকাম | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২541161
  • বিপ্লব রহমান,মব জাস্টিস কী জিনিস?আইনের কোথায় মব জাস্টিস আছে? ৫ আগষ্টের আগের হত্যাকাণ্ডের দায় যদি তখনকার সরকার অর্থ্যাৎ আওয়ামী লীগের হয়,৫ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত হত্যাকাণ্ড, নৈরাজ্য সংখ্যালঘুদের উপর আক্রমন ৮৮টি মাজারে আক্রমন এই দায় কেনো বর্তমান সরকারের নয়? 
    মবের উপর দায় চাপিয়ে দায়মুক্তি দিলে সেটা ন্যায়বিচার হয়? 

    এটা সিআইএ ফান্ডেড কালার রেভ্যুলেশন যেখানে বাংলাদেশের বামপন্থী ডানপন্থী লিবারেল সবাই টাকা পেয়েছে- এগুলো তো এখন নতুন মার্কিন সরকার হিসাব নিকাশ দিয়েই বলছে। অস্বীকার করছেন কেনো?
  • বিপ্লব রহমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪541190
  • @দীপু আহকাম,
    "৫ আগষ্টের আগের হত্যাকাণ্ডের দায় যদি তখনকার সরকার অর্থ্যাৎ আওয়ামী লীগের হয়,৫ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত হত্যাকাণ্ড, নৈরাজ্য সংখ্যালঘুদের উপর আক্রমন ৮৮টি মাজারে আক্রমন এই দায় কেনো বর্তমান সরকারের নয়? 
    মবের উপর দায় চাপিয়ে দায়মুক্তি দিলে সেটা ন্যায়বিচার হয়? "

    মূল লেখা না পড়েই মন্তব্য করেন নাকি? আলাপ হচ্ছে জুলাই-আগস্টে গণহত্যা প্রসঙ্গে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে। এখানে এসব বিষয়ের অবতারণা নিছক অপ্রসংগ। তবু বলছি: 

    ইউনূস জামানার হত্যাকাণ্ড, নৈরাজ্য, মাজার ভাংচুর, সংখ্যালঘু নির্যাতন, এমন কি মব জাস্টিসের দায়ভার অবশ্যই ইউনূস সরকারের, এ নিয়ে এর আগে অন্ততঃ ১৩টি লেখা লিখেছি, এই লেখার ভেতর সে সব লেখার লিংকও আছে, আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন।  

    "এটা সিআইএ ফান্ডেড কালার রেভ্যুলেশন যেখানে বাংলাদেশের বামপন্থী ডানপন্থী লিবারেল সবাই টাকা পেয়েছে- এগুলো তো এখন নতুন মার্কিন সরকার হিসাব নিকাশ দিয়েই বলছে। অস্বীকার করছেন কেনো?"

    সেটি আপনার নিজস্ব মত, আমার নয়, তাই অস্বীকার করছি। 

    ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের ৩৬ জুলাইয়ের আন্দোলন ছাত্র-জনতার অভ্যুত্থানই, এতে  সিআইএ'র ভূমিকা প্রক্সি যুদ্ধের, এটি পূর্বের অনেক লেখায় বিস্তারিত বিশ্লেষণ করেছি, এখানে সেটি অপ্রসংগ। 

    গুরুচণ্ডালীতে স্বাগতম, ধন্যবাদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন