এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপর বাংলা

  • সরকারি প্রেসনোটের মতো মিথ্যা তোমার প্রেম

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ০৩ আগস্ট ২০২৪ | ৩৯২ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩

    ইন্টারনেট ব্যাহত হওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে 'গুজব' প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    তিনি বলেছেন, 'আওয়ামী লীগের কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে করজোড়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি'...ইত্যাদি। 

    শুক্রবার (২ আগস্ট) নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা চান।

    এসময় প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে করজোড়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এসব কিছুর দায়, দায়িত্ব ও ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। সেই সঙ্গে যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

    পলক বলেন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে দূরত্ব হওয়ার জন্য শিক্ষার্থীদের দোষ নেই, এই দোষ আমাদের। এই দায় আমাদের, আমরা যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।


    এদিকে শুক্রবারই দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। 

    খুলনার গল্লামারীতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১ পুলিশ কনস্টেবল নিহত, ২০ পুলিশসহ আহত অন্তত ৫০ জন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

    একই দিন হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত; আওয়ামী লীগ ও বিএনপি অফিস, এএসপির অফিস, শিক্ষা অফিসে আগুন দেয়ার হয়েছে বলে খবরে প্রকাশ। 

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে এরই মধ্যে রোববার থেকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেয়া হয়েছে। আইয়ুব খান বিরোধী আন্দোলনের মতো এই কর্মসূচিতে সরকারি কর্মচারীদের অফিস বর্জনের পাশাপাশি সরকারকে সব ধরনের নাগরিক কর দেয়া বন্ধের আহবান জানানো হয়েছে। 

    শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুকে লাইভে এসে ‘অসহযোগ আন্দোলনের’ বিষয়ে ব্যাখ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল হান্নান বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি-বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন-বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

    দৃশ্যতঃই প্রতিমন্ত্রী পলকের করজোড়ে ক্ষমা চাওয়ার মতো  মাছের মায়ের পুত্রশোক নাটকটি মাঠে মারা গেছে। তবে তা টিভি ফুটেজে টিয়ারপি ও অনলাইনে হিট বাড়িয়েছে, পত্রিকার কাটতি বেড়েছে বেশ। 

    বলা ভালো, এর আগে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালো শাড়ি পরে জাতির উদ্দেশে দেয়া আট মিনিটের ভাষণে (১৭ জুলাই) নিহতদের প্রতি শোক জ্ঞাপন ও কোটা আন্দোলনে সমর্থন জানিয়েছে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহবানেও কাজ হয়নি। 


    মাঝে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি, ব্লক রেইডে গণগ্রেপ্তারের অভিযোগের ভেতর সহিংসতার দায় জামাত-শিবিরের ওপর চাপিয়ে দিয়ে ১৯৭১ এর যুদ্ধাপরাধী এই দুই ঘাতক- সন্ত্রাসী দলকে প্রজ্ঞাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ৪৮ বছর পর দ্বিতীয় দফায় নিষিদ্ধ হলো দলটি। এতে মুক্তিযুদ্ধের দায় মোচন হলো ঠিকই, কিন্তু সরকারের কাংখিত বাহবা মিললো কি? 

    ওদিকে ছাত্র-জনতার চলমান আন্দোলনকে ৫২ সালের ভাষা আন্দোলনের সাথে তুলনা করেছেন
    বিশিষ্ট ভাষা গবেষক, বর্ষিয়ান বাম তাত্বিক বদরুদ্দীন উমর। 

    আরেক বর্ষিয়ান অধ্যাপক, কলামিস্ট সিরাজুল ইসলাম চৌধুরী সাক্ষাৎকারে বলেছেন মোদ্দা কথা, মানুষ এই সরকারকে আর বিশ্বাস করে না। 

    কোটা আন্দোলনের দাবি মেনে আদালতের রায়ের পর নির্বিচার হত্যাকাণ্ডে প্রেক্ষাপট পালটে গেছে জানিয়ে তিনি বলেন,  এর মাঝে যা দেখলাম, বলা যায়- আগের সব গণঅভ্যুত্থানের চেয়ে এবারের অভ্যুত্থান ভিন্ন। এবার অনেক ছাত্র-শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুক্ত হয়েছে। মানুষ ব্যাপকভাবে হয়রানিও হচ্ছে। সাধারণ মানুষ নিহত হয়েছে অনেক। পথে-ঘাটে নির্বিচারে গুলি করা হয়েছে। এই ক্ষত অনেক দিন থাকবে।

    অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষায়, বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এরকম নিষ্ঠুর ঘটনা কোথাও ঘটেনি। ব্রিটিশ পাকিস্তানেও ঘটেনি, একাত্তর ছাড়া বাংলাদেশেও ঘটেনি! 

    ৫ 

    ছাত্র-জনতার আন্দোলন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের ভেতরেই স্ফুলিং থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দিকে দিকে। এটি খুব সহসাই নিভে যাবে বলে মনে হয় না। 

    আবার সহসাই সরকার টলে যাবে, তৃতীয় পক্ষ ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এমন দিবাস্বপ্নও আপাতত মঞ্চায়নের সম্ভবনা নেই। 

    শেষ পর্যন্ত রক্তের ধারা কোনদিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়। 
    ~
    *লেখার শিরোনামটি কবি শামসুর রাহমানের একটি কবিতা থেকে নেয়া।  
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
  • অপর বাংলা | ০৩ আগস্ট ২০২৪ | ৩৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ০৪ আগস্ট ২০২৪ ০০:১২535671
  • ফুটনোট: শেকড় সংবাদে, ভেতরে ভেতরে এখানে আসলে আমেরিকা, চীন ও ভারতের প্রক্সি যুদ্ধ চলছে।  শিক্ষার্থীদের বেহাত আন্দোলনে আঠালো ভাবে মিশে আছে, সদ্য নিষিদ্ধ ঘোষিত ছুপারুস্তম জামাত-শিবির। যে কোনো সময়ে তারা শেষ মরণ কামড় দেবেই। এতে হয়তো আরও প্রাণহানি হবে আম জনতার, শংকা এইখানে।। 
     
    আগ্রহের জন্য @পাপাংগুল @গুরু, আপনাদের ধন্যবাদ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন