এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পলিটিশিয়ান | 2607:fb91:889c:8746:ac39:d1f7:7e74:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০২:০৫527009
  • অবশ্যই বলতে পারেন। আমিও মনে করতে পারি সেই বলাটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে খাপ খাচ্ছে না।
     
    এই যেমন ধরুন লোকে গালাগালি দিতেই পারেন। আবার অন্য কেউ বলতেই পারেন সেটা ভদ্রতাসম্মত নয়।
     
    পার্থবাবুর বলার ধরনটা আমিও পছন্দ করি না। সেটা নিয়ে কোন বক্তব্য নেই।
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০২:০৭527010
  • পার্থবাবুর লেখা নিয়েই আমার বক্তব্য, আগের পোস্টগুলোতে সেটা মনে হয় বোঝা যাচ্ছে। 
  • &/ | 151.14.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০২:২৬527011
  • এই যেই মার্কা লেখাপত্র গুরুচন্ডালিতে লেখেন, সেই মার্কা বস্তুই যদি বইগুলোতে লিখে থাকেন, তাহলে .... বুঝতেই পারছেন...
  • aranya | 2601:84:4600:5410:97d:c14c:b29:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৭:০২527013
  • 'গুরুচণ্ডালি ব্যক্তিগত কুৎসা ও ক্লেদ বন্ধ করতে চায়না' - এ বড়ই আশ্চর্য পর্যবেক্ষণ। কিছুদিন  আগেও পোস্ট ডিলিট হওয়াটা একটা অভাবিত ব্যাপার ছিল। আজকাল মাঝে মাঝেই পোস্ট ডিলিট করা হয়, এই ব্যক্তিগত কুৎসা ও ক্লেদ বন্ধ করার জন্যই 
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::1cd:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৭:৪৫527015
  • আমেরিকার কোথায় ঘন্টায় ঘন্টায় বাড়ি ভেঙে পড়ছে ? এর আগে ফ্লোরিডাতে একটা বহ্হুতল ধ্বসে পড়েছিল , যা খুশি লিখে বলবো যে আমি ঠিক আর কেউ কিছু জানে না , নিউয়র্কে হোটেলগুলো যেখানে ইল্লিগাল ইমিগ্রান্ট গুলোকে রেখেছে সেখানে গিয়ে ক্যাম্পেন করলেই পারে যে আমেরিকা কত খারাপ তাহলে ইমিগ্র্যান্ট রাই কেলিয়ে ক্যালেন্ডার করে দেবে 
  • lcm | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৮:৪১527016
  • dc | 2402:e280:2141:1e8:f1b5:a996:b92c:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:০০527018
  • কিন্তু আমেরিকার কিউওএল ইন্ডেক্স ১৭৩ আর নিউ জিল্যান্ডের ১৭০.৯? আমি তো ভাবতাম নিউ জিল্যান্ড আমেরিকার থেকে থাকার জায়গা হিসেবে ঢের বেশী ভালো! 
  • lcm | ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭527020
  • নিউজিল্যান্ডে থাকার জায়গার খুব দাম
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:95ec:493a:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫527021
  • তার মানেই নিউজিল্যান্ডে সবাই থাকতে চায় cheeky
  • দীমু | 223.19.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৫০527024
  • র২হ , ডিসিকে ক দিলাম। যোষিতার মন্তব্যের একাংশেও ক। 
    পার্থবাবু সম্ভবত পুরো নামে লগিন করে না লিখলে কারুর মন্তব্যের জবাব দেন না। কারেন্ট এফেয়ার্স নিয়ে কিছু লিখলে বা ছবি দিলেও কোনো সূত্র উল্লেখ করেন না। এখানেও রিভার্স ইমেজ সার্চ করে খবরের লিংক বের করতে হচ্ছে -
     
     
    আরএসএস ছাড়লেও বাইনারি থেকে বেরোতে পারেননি। বাংলার বাইরে ভারতের কোনো জায়গায় গিয়ে একটানা ছমাস থাকেননি। গরীব নিরক্ষর মানুষেরা কাকে ভোট দিতে হবে কিছুই বোঝেননা অতএব একজন ইন্টেলেকচুয়াল হিসেবে তাদের কোথায় ভোট দিতে হবে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া নিজের কর্তব্য মনে করেন। ওনার লেখা পড়লে এই সমস্ত জিনিস মনে হয়। 
  • :\: | 77.***.*** | ২০ ডিসেম্বর ২০২৩ ১১:০৯527088
  • আজকে আমাগো পাত্থদা একটা প্রশ্ন রেখেছেন যে আম্রিগা কবে গ্রেট ছিল ............ এর উত্তরটা আমি দিতে পারি 
     
    যেদিন সুন্দরবনের গোদা মশার কামড় খেয়ে আরএসএস থেকে বনিবনা না হওয়ার কারনে আপনি GRE দিয়ে একলাফে এদেশে লণ্ড করেছিলেন সেইদিন আম্রিগা সত্যিই কিন্তু গ্রেট ছিল। গ্রেট না হলে আপনি কি ভুলেও এদেশে আসতেন পাত্থদা ?
  • :\: | 77.***.*** | ২১ ডিসেম্বর ২০২৩ ১১:৩৯527101
  • নেতাজী বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। 
     
    আজকে পাত্থদা আবার বলেছেন  রক্ত দেবেন? কিন্তু প্রশ্ন কোথাকার রক্ত ? কে নেবে সেই রক্ত ? কাকে দেবেন ? 
     
    পাত্থদার আমেরিকান রক্ত কি ভারতের লোকের সইবে ? 
  • বকলম -এ অরিত্র | ২৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১527132
  • "কেউ কিছু জানে না"
    আমার মনে হয় এখানে 'কেউ' বলতে ভারত বাংলাদেশের সাধারণ কাগজ পড়া টিভি দেখা মানুষদের কথা বলছেন, বা কাজের জন্য কয়েক মাস আমেরিকা যাওয়া টেকিদেরও ধরছেন খুব সম্ভবত – এরা খেটে খুটে জ্ঞান অর্জন করেন না, যা সামনে পান তাই খান। পৃথিবী সম্পর্কে খেটে খোঁজ খবর রাখা সচেতন শিক্ষিত বাঙালি কিংবা আমেরিকায় থাকা বাঙালিদের কথা বলেছেন বলে মনে হয় না, তারা হয়তো ওনার বর্ণিত আমেরিকাটির কথা জানেন। কিন্তু জানলেও সবাই তো আর লেখেন বলেন না। সাধারণ ভারতের মানুষদের কাছে ওয়েব সিরিজ টিভি আর খবরের কাগজ পত্রিকার মারফত যে আমেরিকার ছবি উঠে আসে তা কিন্তু খুব আকর্ষণীয়। মাঝে মধ্যে আমেরিকার যুদ্ধ বাণিজ্য নিয়ে লেখা থাকে কিন্তু সেটা রাষ্ট্রের সমালোচনা হিসেবে, কিন্তু দেশটা মডেল হিসেবে খুব তারিফ পেয়েছে এবং সেই দেশের গঠন তার অর্থনীতি এগুলো অনুকরণ করা হয়েছে, হচ্ছে। সেটা ঠিক ভুল যাই হোক, ওনার মতে আমেরিকা অনুকরণ যোগ্য দেশ নয় (কিন্তু আমেরিকান মানুষদের উনি প্রশংসা করেন), তাকে স্বপ্নের দেশ হিসেবে দেখা তার মতন করে দেশ গড়তে চাওয়া বড্ড ভুল – এটাই উনি মোটের ওপর দুই বাংলার মানুষদের বলেন, ওনার রাজনৈতিক প্রতিদান ওনার মতামত অনুযায়ী। আমি বলতে পারবো না, যারা গিয়েছেন তারা জানেন এটা ঠিক কি না। তবে এইভাবে বলতে কাউকে শুনিনি। সেইদিক থেকে তার লেখাগুলো অনেকের মনে নতুন ছবি এঁকেছে, আর তার লেখার ধরন ভালো গল্প বলার মতন, গরগর করে পড়া যায়।
     
    অনেকে সমালোচনা করেছেন, আমি ভালো দিকটাও একটু বললাম। আমি গুরুতে নতুন, এদিক সেদিক পড়ছি আর কি।
  • xx | 77.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৮527280
  • পাত্ত্ব দা যা নিয়ে লিখবেন না অথবা মিছে কথা লিখবেন, যেমন বাংলাদশে হিন্দুরা বেশ ভালোই আছে। নিচে একটি টুইটার লিংক রইলো। আর এ উনি বিশ্ব জগৎ তথা বাংলাদশে সম্পর্কে এত খবর রাখেন তাই আমি নিশ্চিত উনি এই খবরটিও খোঁজ নিশ্চই রেখেছেন শুধু ওনার মেজরিটি অডিয়েন্স নেবেনা বলে লিখে উঠতে পারেননি ;-) 
     
    বাংলাদেশের চন্দ্রনাথ ​​​​​​​মন্দিরের ​​​​​​​সন্নিকটে ​​​​​​​বিফ ​​​​​​​উত্সবের ​​​​​​​ভিডিওঃ ​​​​​​​লিঙ্ক নিচে ​​​​​​​রইলো 
     
     
     
  • gaja | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৫১527285
  • গুপু, ওড়াতে দেরি হয়ে যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে বিফ বারবিকিউয়ের কথা সবাই পড়ে ফেলবে।
  • :|: | 2001:67c:2660:425:25::***:*** | ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:১৪527299
  • পাত্ত্ব দা, এট্টু নিচের ভিডিওটা দেখবেন নাকি, এই মেয়েটিকে হামাস ৫৬ দিন আটকে রেখেছিল সে বলছে ওখানে মানে গাজায় যারা থাকে সবাই নাকি টেরোরিস্ট, চোখবুজে হামাস কে সমর্থন করে, মেয়েটি নাকি হলোকাস্ট পেরিয়ে এসেছে  ............  আপনি তো ভালোই এন্টিসেমিজম প্রচার করছিলেন, এখনকি আবার মোদী আর বিজেপির নামে আপনার ইন্ডিয়া ট্রিপের খরচ তুলতে ব্যস্ত হয়ে পড়লেন নাকি ?
     
  • :|: | 174.25.***.*** | ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:২৫527300
  • দেখুন একটা অন্যরকম চিহ্ন ভাবতেও যদি ক্রিয়েটিভিটির ভাঁড়ারে টান পড়ে তবে খুবই দুঃখের কথা। যদিনা অন্য ​​​​​​​কোনও অসৎ উদ্দেশ্য ​​​​​​​থাকে। ​​​​​​​উদ্দেশ্য এই যে আমার নিক কেন নিলেন -- বলে এই থ্রেডে পোস্ট করলেই এটি ওপরে উঠে আসবে। নিজে লিখে একবার ওপরে তুললেন আবার অন্যকে প্রতিবাদে টেম্পটেট করে আরেকবার। শত্রুরূপে ভজনার হদ্দমুদ্দ একেবারে! 
    কিন্তু অন্য পথ দেখুননা -- একজন ​​​​​​​সক্রিয় ​​​​​​​ভাবে ​​​​​​​যে নাম বা চিহ্ন ​​​​ব্যবহার ​​​​​​​করছেন ​​​​​​​সেটা ​​​​​​​নিয়ে ​​​​​​​অযথা ​​​​​​​কনফিউশন ​​​​​​​সৃষ্টি ​​​​​​​কি ​​​​​​​না করলেই ​​​​​​​নয়? ​​​​​​​ 
  • :)) | 2405:8100:8000:5ca1::92:***:*** | ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯527302
  • অপরের জাঙ্গিয়া পরে আসা এ মালগুলো পার্থের থেকে পয়সা পায় লিচ্চয়। পার্থ নিজেও হতি পারে। খেস্তানোর ভান করে টপ টেনে তুলে দিয়ে যায় লেকাগুনো।  নিজের জাঙ্গিয়া পরে এলেই হয়।
  • ফ্যাসিস্ট | 77.***.*** | ০৩ জানুয়ারি ২০২৪ ০২:০৮527365
  • "দেশে যাবার সময় এগিয়ে আসছে। তীব্র এক আবেগ মনকে ছেয়ে ফেলতে শুরু করেছে আবার। সেই ফেলে আসা ভালোবাসার দেশটাকে আবার দেখবো বলে। সেই নিরীহ হাসিমুখ মানুষগুলো। যারা বোঝেইনা কী ঘটছে, কী ঘটতে চলেছে। যারা “শুধু দুটি অন্ন খুঁটি কোনোমতে কষ্টক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া।” “দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে।” এই আমার ভারতবর্ষ। যে ভারতবর্ষকে ব্রিটিশ আর মার্কিনিরা একেবারে শেষ করে দিয়ে গেছে। তার সঙ্গে দেশীয় রাজা আর শাসক। এইভাবেই কেটে গেলো প্রায় চল্লিশটা বছর। তার সঙ্গে যুক্ত হয়েছে এখন এক নতুন ভয়। যে ভয় আগে কখনো ছিলোনা। আর কখনো দেশে ফিরে যেতে পারবো কি? ওরা আমায় ফিরতে দেবে কি? "
     
    কেউ কিছু বোঝেনা এক এই আমেরিকার তৃতীয় শ্ৰেণীর ডক্টরেট বাবুটি ছাড়া। আপনি যে পন্থীই হোন সব থেকে আগে একটু হাম্বল হোন, অনেকেই অনেক কিছু বোঝে অন্তত যারা ফেসবুক ba অন্য কোন সোশ্যাল মিডিয়া নাড়াচাড়া করে। আপনি ম্যারিকার ব্রুকলিনে থাকেন ভারতের কোন প্রত্যন্ত অঞ্চলে নয় তাই যা ছাই পাশ লেখেন তা যারা পড়েন তারা তার কেউ কিছু জানেনা বোঝেনা এটা বলবেননা।        
     
    ব্রিটিশ ভারতকে ছিবড়ে করেছে এটা সবাই জানে কিন্তু তা বলে আপনার নিজের দেশ ম্যারিকাও!!!  হ্যা ম্যারিকা না থাকলে আপনি সুন্দরবনে পচতেন, আপনাকে ওখান তুলে নিয়ে যাওয়া যদি ভারতকে ছিবড়ে বানান হয় তাহলে সেটা খুব খারাপ কাজকি ? আপনাকে কেউ জোরকরে ভালোবাসার দেশটাকে ছাড়তে বলেনি, একেবারে নিজের ইচ্ছেয় ছেড়েছিলেন সার্চিং ফর গ্রীনের পাশ্চার।   
     
    নতুন কোন ভয় কিন্তু আসেনি হ্যাঁ ভয় দেখিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন এটা ঠিক কিন্তু যে সময় আপনি সবুজ স্বপ্নের খোঁজে ম্যারিকা কেটে পড়েছিলেন তখনও ম্যারিকা চুষছিলো এখনো চুষছে তবে ভারতকে নয়। ১৯৭০ র ব্লাড টেলিগ্রাম বা তারপরের পারস্য উপসাগৰীয় যুদ্ধ সেই একই গল্প এখনো চলছে, সেই সময় সব জেনে বুঝেই তো ম্যারিকা গেছিলেন। নতুন করে ভয়ের স্থিতি কিছু চক্ষে পড়ছেনা এক আপনার ফান্ডার যারা তারা যদি আপনাকে ক্রমাগত এই ভয়ের মিথ্যে গল্প লিখতে না বলেন !!
     
    আপনি দেশ থেকে খুব ভালভাবেই আবার আপনার ব্রুকলিনের বাড়িতে ফিরে আসবেন। বাংলাদেশ যাচ্ছেন তো? পারলে দুচারটে এখনো দাঁড়িয়ে থাকা মন্দিরের সামনে নিজের চাঁদ বদনের ফাটা চুলে আনবেন, মিথ্যে খিচুড়ি পাকাতে কাজে লাগাবে। 
     
    আর যদি সত্যি ওখানের পরিস্থিতিটি দেখতে চান চন্দ্রনাথ পাহাড়ে বিফ বারবিকিউয়ের এবং মন্দির আক্রমনের ঘটনা জানবেন, আপনাকে ঘুরিয়ে আনার ব্যবস্থা করবো। চিন্তা নেই  অক্ষত শরীরে বড়ি পৌছে দিয়ে আসবো, মানে ঢাকা অব্ধি, ব্রুকলিনে পৌঁছানোর দায়িত্ব আপনারা। তবে আমি নিশ্চিত আপনার মত মালকে "ওরা কেউ" কোথাও  গিলে ফেলবেনা। 
     
    পুনশ্চ : দেখুন দেখি এই লেখায় কোন স্টিংক বোম নেই , একেবারে পরিষ্কার লেখা। নেই কোন ব্যক্তিগত আক্রমণ শুধু আপনার মিথ্যে কথার বেসাতি আর মরাকন্নার অভিনয় টাকে প্রশ্ন করা হয়েছে। আপনকে আরো ভালো করে মিথ্যে গল্প  লেখা শিখতে হবে, তবে যাই লিখবেন আরো বিনয় মিশিয়ে লিখবেন। 
  • দীপ | 42.***.*** | ০৩ জানুয়ারি ২০২৪ ০২:২৪527368
  • আমেরিকায় পার্থবাবুর বিপ্লব কতদূর এগোলো?
  • দীপ | 2402:3a80:196b:b0fc:678:5634:1232:***:*** | ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৪527454
  • অ্যাডমিনের মতে সন্দেশখালি সম্ভবত অন্য দেশের ঘটনা। তাই সে নিয়ে মন্তব্য মুছে দেওয়া হয়!
  • কামাল পাশা | 65.49.***.*** | ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:৪৫527455
  • তাহলে গদাম খা  
  • ফ্যাসিস্ট | 77.***.*** | ০৮ জানুয়ারি ২০২৪ ০৭:১৮527480
  • এইখানেই ত আসলে লিবেরালিজম , সন্দেশখালি পছন্দ নয় তাই থাকবেনা। মাই ওয়ে আর হাই ওয়ে, অনেকে এটাকেই আবার ফ্যাসিজম বলে অনেকে আবার কম্যুনিজম পার্থক্য খুবই কম।     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন