
Aa | 2409:4060:30c:d873:b033:b4af:9d62:***:*** | ০৭ মার্চ ২০২১ ১৯:২২103226সিপিআইএম যাকে দূরবীন দিয়েও দেখা যায় না, তারা কি করল না করলো এই নিয়ে সবার এত মাথাব্যথা কেন এটাই বোঝা যাচ্ছে না।
কারা যেনো তিন বার বিজেপির সাথে জোট করেছিল। সিপিআইএম বা কংগ্রেস তো করেনি কোনো দিন।
১ কংগ্রেসের বিজেপির হাত ধরার কেন দরকার হবে? ওরা এবং বিজেপিই তো ভারতের সবচেয়ে বড় দুটো দল যাদের সমস্ত রাজ্যে সংগঠন ও জনসমর্থন আছে। কংগ্রেস কার বিরুদ্ধে বিজেপির সঙ্গে জোট করবে?
২ বাজপেয়ীর হাত জ্যোতি বসু কেন এবং কখন ধরেছিলেন?
Aa | 2409:4060:30c:d873:55e3:d102:d34c:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:০৪103230BJP r hat to dhoreni. Tokhon Bajpeyi BJP te chilo na. Purota janun ba purota bolun.
আপনিই দয়া করে পুরোটা জানুন।
তখন আর এস এসের রাজনৈতিক দলটি ছিল জনসংঘ, সেটাই পরে খালি প্রস্তাব পাশ করে বিজেপি হল। বাজপেয়ী তখন থেকেই ওদের প্রধান চেহারা। ঠিক যেমন ষাটের দশকে সিপিএমের ছাত্রফ্রন্টের নাম ছিল বিপিএস এফ, পরে নাম পালটে হল এসএফ আই। কী বলবেন? আগে সিপিএমের কোন ছাত্রফ্রন্ট ছিল না? নাকি সুভাষ শ্যামল বিমান দীনেশ আগে সিপিএমের ছাত্রফ্রন্ট করতেন না? শাক দিয়ে মাছ ঢাকা যায়?
Politician | 2603:8001:b143:3000:25bf:5c60:1cd3:***:*** | ০৮ মার্চ ২০২১ ০৩:০০103237পশ্চিমবঙ্গে কোনো অসাম্প্রদায়িক দল আছে? কৌতূহলী।
:|: | 174.25.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৫:১০103238৮ মার্চ 3 ঘটিকা: অফ কোর্স আছে। শ্রীরামকৃষ্ণ-এর মতে বিশ্বাসী লোকজনের দল। ওই যে শ্রীরামকৃষ্ণের বর্ণনায় বলেছে "সিদ্ধ-সর্ব-সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম।" অর্থাৎ যিনি সর্ব সম্প্রদায়ের পথেই সাধনা করে সিদ্ধি লাভ করে সকল সাম্প্রদায়িকতাকেই ত্যাগ করেছিলেন। তো, তাঁকে যাঁরা অনুসরণ করেন তাঁরা অসাম্প্রদায়িক তো বটেই। রাজনৈতিক দল নয় অবিশ্যি। তা আপনার প্রশ্নে "রাজনৈতিক" দলের কথা জানতেও চাননি।
Abhyu | 198.137.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৬:৪০103239মোটেই না। রামকৃষ্ণ মিশন মোটামুটি RSSএর একটু মার্জিত উপস্থাপন। তবে এটা যেহেতু পলিটিক্যাল টই তার এর বেশি কিছু এখানে লেখার মানে হয় না। বলতে পারেন রামকৃষ্ণ মিশন আর শ্রীরামকৃষ্ণ-এর মতে বিশ্বাসী লোকজনের দল এক নয়। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই।
cm | 2405:8100:8000:5ca1::10b2:***:*** | ০৮ মার্চ ২০২১ ০৭:৩৫103241RSS নিয়ে নিন্দামূলক কথাবার্তা শুনেছি, Abhyuর পোস্ট সত্যি হলে ধারণা বদলাতে হবে দেখছি
Abhyu | 47.39.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৭:৩৯103242না না রামকৃষ্ণ মিশন দাঙ্গা বা লিঞ্চিং তো করেনি এখনো। কখনো করবে বলেও মনে হয় না। অতো চিন্তিত হবেন না।
Abhyu | 47.39.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৭:৪৪103243আমি যেটা লিখেছিলাম সেটা আদর্শের দিক থেকে। রামকৃষ্ণ মিশন একটা হিন্দু প্রতিষ্ঠান। কোর্টের রায়ে স্বীকৃত।
:|: | 174.25.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৮:০৯103244অভ্যু বাবু ৬টা ৪০: দ্বিতীয়টাই ঠিক। সচেতন ভাবেই আমার পোস্টে রামকৃষ্ণ মিশন কথাটি ছিলোনা। এখন মনে হচ্ছে থাকলেও অবশ্যি খুব পার্থক্য হতো না। কারণ ৭টা ৪৪-এ আপনিই বলেছেন হিন্দু; অর্থাৎ ধর্ম আর সম্প্রদায় এই দুটি শব্দের পার্থক্য তো থেকেই যাবে।
আর, আরএসএসের মার্জিত ভার্সান প্রসঙ্গে মনে রাখবেন মানুষ কিন্তু বাঁদরেরই মার্জিত ভার্সন। তাতে অনেকটাই পার্থক্য হয় নাকি?
Politician | 2603:8001:b143:3000:25bf:5c60:1cd3:***:*** | ০৮ মার্চ ২০২১ ০৮:২৯103245তাহলে রামকৃষ্ণ মিশনকে ভোটে দাঁড়াতে অনুরোধ করলে ভাল হবে।
:|: | 174.25.***.*** | ০৮ মার্চ ২০২১ ০৮:৪৫103248ও আপনি ভোটে দাঁড়াবার দলের খোঁজ করছিলেন?! তা আগে বলতে হয়! তিন ঘটিকার পোস্ট পড়ে সেটা বোঝে কার বাপের সাধ্যি! কৌতূহল নিরসনের ....
যাগ্গে।
দীপ | 2402:3a80:a55:6ff1:8930:f9a4:732e:***:*** | ০৮ মার্চ ২০২১ ১০:৪৫103251রামকৃষ্ণ মঠ ও মিশন কোনোদিনই রাজনীতিতে আসবে না, এটাই বিবেকানন্দের নির্দেশ। ১৮৯৭ সালে মঠের নিয়মাবলী তৈরির সময় যে মে নিয়ম লিপিবদ্ধ হয়েছিল, এটি তার মধ্যে একটি। যদি রাজনীতিতে আসে, তবে মিশনের অধঃপতনের শুরু হবে।
আর মিশনকে কাজ করার জন্য সবার সঙ্গেই সুসম্পর্ক রাখতে হয়। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণ, নকশাল, মাওবাদী- সবার সঙ্গে। তাতে প্রমাণিত হয়না যে মিশন তাদের রাজনৈতিক নীতির সঙ্গে যুক্ত।
আশা করব তথ্য ও যুক্তি দিয়ে কথা বলবেন।
দীপ | 2402:3a80:a55:6ff1:8930:f9a4:732e:***:*** | ০৮ মার্চ ২০২১ ১০:৫০103252তবে আব্বাসকে মহান প্রলেতারিয়েত নেতা বানানোর আকুল প্রচেষ্টা দেখে দারুণ মজা লাগছে। কতোটা অপদার্থ, ধান্দাবাজ হলে একটা দলের এই পরিণতি হয়!
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:***:*** | ০৮ মার্চ ২০২১ ১১:২৬103253তাহলে আমরা কি (ভোটে দাঁড়ানোর) অসাম্প্রদায়িক দলের খোঁজ পাবো না? অসাম্প্রদায়িক (ভোটে দাঁড়ানোর) দলের খোঁজ কি পাবো না আমরা?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ০৮ মার্চ ২০২১ ১১:২৯103254মুসলমান রা শুধু দক্ষিণ পন্থীদের ভোটব্যাঙ্ক না, শুধু বড় দলে বড় নেতা না, শুধু নিজেদের দল না, নানা সংখ্যালঘু র সঙ্গে দল গড়ে , অংশিদারীর দাবি নিয়ে ফ্রন্ট পলিটিক্স এ ঢুকবে , এটা অনেক লিবেরাল দের ই পছন্দ হবেনা। সিপিএম সমর্থক দেরো পছন্দ না হতে পারে। তাতে কিছু এসে যায়না। পাবলিক পোলিটিকাল স্পেস শেয়ারিং এটাই আপাতত সিপিএম এর রাস্তা, এ পথে যারা হাঁটবেন না তাদের বিকল্পের অভাব নেই সে হাঁ টা দিন।
হ | 2a06:1700:0:3c::***:*** | ০৮ মার্চ ২০২১ ১২:২২103255অই হৈল। কমিউনিস্ট আর কমিউনাল-একই ব্যাপার। ফারাক খুইজা প্যাচাল পাড়েন ক্যান?
দক্ষিণপন্থীরা 'সেকুলার' শব্দটিকে গালাগালের পর্যায়ে নামিয়ে এনেছে। বামপন্থীরা 'লিবেরাল' শব্দবন্ধটিকে।
বক্তব্য নিয়ে কিছু বলা হবে না, দেগে দেওয়া হবে লিবেরাল। তারপর গর্জন-- লিবেরাল দূর হটো।
প্রশ্ন কোত্থেকে 'হাঁ টা দিন।'? এই পাতা থেকে?
দীপ | 2401:4900:3a18:f01:7c4e:dc22:ee63:***:*** | ০৮ মার্চ ২০২১ ১৪:৩৮103262সমাজতান্ত্রিক মতাদর্শ, ধর্মনিরপেক্ষতার কথা বলব আর অন্যদিকে এক অশিক্ষিত, ধর্মোন্মাদকে সমর্থন করব; তাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলেনা!
মুসলিম সমাজে অসংখ্য মানুষ আছেন যাঁরা উদার আধুনিক চিন্তার মানুষ। অথচ তাঁদেরকে গুরুত্ব না দিয়ে এক ধর্মোন্মাদকে মুসলিম সমাজের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে! ধান্দাবাজি বুঝতে কোনো কষ্ট হয়না!
একদিকে সিদিকুল্লা, আরেক দিকে সিদ্দিকী! এতো বিজেপিকে পুরো ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছে!
দীপ | 2401:4900:3a18:f01:7c4e:dc22:ee63:***:*** | ০৮ মার্চ ২০২১ ১৪:৩৮103263সমাজতান্ত্রিক মতাদর্শ, ধর্মনিরপেক্ষতার কথা বলব আর অন্যদিকে এক অশিক্ষিত, ধর্মোন্মাদকে সমর্থন করব; তাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলেনা!
মুসলিম সমাজে অসংখ্য মানুষ আছেন যাঁরা উদার আধুনিক চিন্তার মানুষ। অথচ তাঁদেরকে গুরুত্ব না দিয়ে এক ধর্মোন্মাদকে মুসলিম সমাজের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে! ধান্দাবাজি বুঝতে কোনো কষ্ট হয়না!
একদিকে সিদিকুল্লা, আরেক দিকে সিদ্দিকী! এতো বিজেপিকে পুরো ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছে!
দীপ | 2401:4900:3a18:f01:7c4e:dc22:ee63:***:*** | ০৮ মার্চ ২০২১ ১৪:৪২103265আর দলিত-মুসলিম ঐক্যের গল্প বাংলার মানুষ আগেও শুনেছে! আর তার প্রবক্তা যোগেন মণ্ডলের পরিণতিও জানা আছে!
ন্যাড়া বেলতলায় কবার যায়?
দীপ | 2401:4900:3a18:f01:7c4e:dc22:ee63:***:*** | ০৮ মার্চ ২০২১ ১৪:৪৭103266চিন্তা নেই, আবার বছর দশেক পরে "ঐতিহাসিক প্রবন্ধ" নামানো হবে! অবশ্য ততদিন যদি দল থাকে!
দীপ | 2401:4900:3a18:f01:7c4e:dc22:ee63:***:*** | ০৮ মার্চ ২০২১ ১৫:১১103268সমাজতান্ত্রিক মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ, আর পার্টির প্রতি অন্ধ আনুগত্য এক নয়। পার্টি যা বলবে তাই সত্য আর আর তার বিরুদ্ধে বললেই প্রতিক্রিয়াশীল, এই নির্বোধ তত্ত্ব বেশিদিন চলেনা। আসলে এটাই চূড়ান্ত প্রতিক্রিয়াশীল মনোভাব। এজন্যই দেবব্রত, ঋত্বিক, সলিল, সমরেশ একে একে পার্টির সংশ্রব ত্যাগ করেন!
এই প্রতিক্রিয়াশীল মনোভাবের চূড়ান্ত প্রকাশ দেখি এক উদ্ধত নির্বোধের কথায়- "আমরা ২৩৫, ওরা ৩০। ওরা কি করবে?" নির্বোধ ভুলে গেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নয়! আর এর পরিণতি আমরা সবাই জানি!
ঋত্বিক বলেছিলেন, "অশিক্ষিত শুয়োরের বাচ্চা!" আর মানিক সরকার "ছাগলের তৃতীয় বাচ্চা!"
পার্টিতন্ত্রের শেষ পরিণতি পাঁঠাতন্ত্র! অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?
b | 14.139.***.*** | ০৮ মার্চ ২০২১ ১৬:৩৬103270"মানুষ কিন্তু বাঁদরেরই মার্জিত ভার্সন"
বাঁদরেরা (কিম্বা অন্য জন্তু জানোয়ার ) কি তা মনে করবে? বোধ হয় না।
এলেবেলে | 202.142.***.*** | ০৮ মার্চ ২০২১ ১৭:৪২103271চতুরানন উবাচ "ওই যে শ্রীরামকৃষ্ণের বর্ণনায় বলেছে "সিদ্ধ-সর্ব-সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম।" অর্থাৎ যিনি সর্ব সম্প্রদায়ের পথেই সাধনা করে সিদ্ধি লাভ করে সকল সাম্প্রদায়িকতাকেই ত্যাগ করেছিলেন।"
এই বর্ণনাটি কার? শ্রীমর? ওটা একটা বিশুদ্ধ বুজরুকি মানে ওই কথামৃত। আর কে 'সর্ব সম্প্রদায়ের পথেই সাধনা করে সিদ্ধি লাভ করে সকল সাম্প্রদায়িকতাকেই ত্যাগ করেছিলেন'? রামকৃষ্ণ? ওটাও একটা বিশুদ্ধ বুজরুকি। মারা যাওয়ার আগে পর্যন্ত তাঁর শূদ্রজ্ঞান টনটনে ছিল। লাটু মহারাজ তার সাক্ষী।
রামকৃষ্ণ সর্ব সম্প্রদায়ের পথেই সাধনা করেছিলেন বুঝি? মানে একদিন প্যাঁজ-রসুন খেলে আর নামাজ আদায় করলেই মুসলমান হওয়া যায় বুঝি? হে ঠাকুর!
আর রামকৃষ্ণ মিশন অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক? অ! তাই আর এস এসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের উত্তরসূরী গোলওয়ালকর স্বামী অখণ্ডানন্দের কাছে দীক্ষা নিতে চেয়েছিলেন? তাই আর এস এসের 'বাইবেল' হচ্ছে 'We or Our Nationhood Defined'? তাই বিবেকানন্দ শিলা মার্কা ঢপের চপের আমদানি? এটা করেছিল ওই আর এস এস এবং সেই শিলার 'প্রাণপ্রতিষ্ঠা' করেছিলেন মিশনের তৎকালীন অধ্যক্ষ? এ তো বড় রঙ্গ যাদু!
খ, তার মানে মেনে নিচ্ছেন সিপিএম তার ৩৪ বছরের শাসনে মুসলমান ও দলিতদের ভোটব্যাঙ্ক হিসেবেই বিবেচনা করেছে এবং তাঁদের এতটাই উন্নতি করেছে যে ২০২১ সালে তাঁদের জোটবদ্ধ হতে হচ্ছে নিজেদের অধিকার বুঝে পাওয়ার জন্য? মানে সিপিএম যাকে যা সার্টিফিকেট দেবে সেটাই সোনা দিয়ে বাঁধানো হবে আর বাকিরা হাঁটা লাগাবে? এ মাইরি নির্লজ্জ পার্টিজান হওয়ারও তো একটা সীমা থাকে নাকি?
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:***:*** | ০৮ মার্চ ২০২১ ২০:০৯103276হায়, পশ্চিমবঙ্গে কি একটিও (ভোটে দাঁড়ানো) অসাম্প্রদায়িক দল নাই? তাহা হইলে এই ভোট লইয়া আমি কী করিব?
ইহাই লক্ষ টাকার যক্ষ প্রশ্ন!!!
নমস্কার এলেবেলে , আপনাার কি রামকৃষ্ণ এর ওপর কোনো নিিিিিহর্মর্ময়মম
:|: | 174.25.***.*** | ০৮ মার্চ ২০২১ ২১:১৯103282এলেবেলবাবু ১৭টা ৪২: "এই বর্ণনাটি কার? শ্রীমর?"
না। কার? খেটে বার করুন। এতো কম জানা লোকের সঙ্গে তর্কে যাবার সময় নাই।