এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • দুষ্টু গরু - দৌরাত্ম্য ও প্রতিকার

    সমরেশ মুখার্জী লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২২ মে ২০২৪ | ১৩০৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • |
    গুরুর যেকোনো বিভাগে (খেখা, ট‌ই, হপা, ববুভা..) লেখার ওপর নিছক প্রশংসা ছাড়া‌ও গঠনমূলক সমালোচনা, ভিন্ন দৃষ্টিভঙ্গি, মার্জিত রসিকতা, বুদ্ধি‌দীপ্ত শ্লেষ … ইপ্র সবকিছুই  গ্ৰহণীয় হ‌ওয়া উচিত। না হলে ঘনিষ্ঠ পরিচিতির সুবাদে লেখার ওপর ওঃ, আঃ, অসাম জাতীয় নিছক হাততালি অন্তঃসারশূন্য মনে হয়। নানা‌রকম বুদ্ধি‌দীপ্ত মন্তব্য, প্রতিমন্তব‍্য থেকে লেখক, পাঠক উভয়ে সমৃদ্ধ হতে পারেন। 

    ভাটের আলোচনাতেও এটা বাঞ্ছনীয়। কারণ গাটারলিংগো‌তে গালিগালাজ - Disgraceful, Disgusting & Unacceptable. বাকস্বাধীনতা‌র লিবারেল এ্যাটিচ‍্যূড দেখিয়ে তা বরদাস্ত করা আমার মতে নৈতিক শিথিলতা‌র লক্ষণ। “রামকৃষ্ণ মিশন তোর পোঁদে গুঁজে রাখ” এ জাতীয় মন্তব্য যে অত‍্যন্ত কদর্য, দায়িত্ব‌জ্ঞান‌হীন, অবাঞ্ছনীয় তা নিয়ে কারুর দ্বিমত নেই। সবাই ভাবিত কীভাবে এসব রোখা যায়।

    আমি IT’র লোক ন‌ই। কীভাবে রোখা সম্ভব জানি না। তবে সাধারণ বুদ্ধি থেকে বলছি:

    X1. আমরা ফোনে স্প‍্যাম কল, SMS, WA post, ইমেল ব্লক করতে পারি। তাও কেউ চাইলে তাকে অন‍্য নম্বর, মেল থেকে পাঠাতে হয়।



    X2. ওপরে দেখাচ্ছে গুরুতে প্রথমবার জিমেল/ফেবু আইডি দিয়ে ঢুকতে হয়। আমি জিমেল আইডি দিয়ে ঢুকেছি। মেলে পাওয়া ওটিপি দিয়ে মেল আইডি কনফার্ম করেছি। দেখেশুনে “প্রস্থান” বা লগআউট না করে ফোনের ব‍্যাক বাটন টিপে বেরিয়ে গিয়ে পরে গুরু এ্যাপ আইকনে ক্লিক করে সটান চলে যাই গুরুর পাতায়। 

    X3. লগইন ব‍্যাপারটা এতো‌ই সহজ। তবু আমার হপার পাতায় “কেকের অভিমত প্রসঙ্গে” লেখার তলায়  dc লিখলেন - “... আমার মতো আরো দুয়েকজন যারা এখনো লগইন না করে এমনি নিক নিয়ে লেখেন…”। এটা কীভাবে করা সম্ভব এবং করার প্রয়োজনীয়‌তা‌ই বা কী - বুঝলাম  না‌। অর্থাৎ গুরুতে ঢোকার ঘোষিত নীতি থাকলে‌ও তা বাইপাস করে‌ও ঢোকা যায়। ধরা যাক গুরুর টেকটিম কোনোভাবে এই ছিদ্রটা প্লাগ করতে পারলো। তাহলে ভবিষ্যতে লগি‌ইন করে‌ই গুরুতে ঢুকতে হবে। (# #)



    X4.1 এখনো অবধি গুরু তার ইউজারের নাম, ছবি, মেল আইডি ছাড়া আর কিছু সংগ্ৰহ (সেভ?) করে না। প্রথম দুটো তথ‍্য মনে হয় অর্থহীন। কারণ ছবি, নাম ইচ্ছা‌মতো বদল করা যায়। (# #)

    X4.2  এখন অনেক জায়গা‌তেই মোবাইল OTP মাধমে 2SV করতে হয়। ধরা যাক গুরু‌‌ এটা করতে পারলো। তাহলে দুষ্টু গরু দমন প্রক্রিয়া আসান হতে পারে। (# #)

    X4.3  এবার কেউ E1 মেল দিয়ে গুরুতে প্রথমবার লগইন করতে চাইলে তাকে একটা M1 মোবাইল নম্বর‌ও দিতে হবে এবং মেলে ও মোবাইলে আসা দুটো OTP দিয়ে লগইন প্রসেস কমপ্লিট করতে হবে। এই দুটি তথ‍্য আপসে ট‍্যাগ/সিঙ্ক করে রাখতে হবে। (# #)

    X5. ধরা যাক এটা করা গেলো এবং গুপু যে কোনো ডিসপ্লে নেমের ক্ষেত্রে কেবল তার সাথে ট‍্যাগড ইমেল আইডি দেখতে পাবে কিন্তু মোবাইল নম্বর দেখতে পাবে না। (# #)

    এবার শুধুমাত্র প্রথমবার লগিইন করে পরে কেউ A, B, C যে নিক থেকে‌ই ট্রোল করুক না কেন - প্রতিটি ক্ষেত্রে‌ গুপু ঐ নিকের সাথ ট‍্যাগড্ ইমেল হিসেবে E1 দেখতে পাবে। (# #)

    X6. তাহলে E1 দিয়ে খোলা AC ব্লক করলেই ঝামেলা মেটে। অবাঞ্ছিত নিক আটকাতে IP address দিয়ে Track করার কথা বারবার দেখছি। এভাবে কি Track করা যায় না? (# #)

    X7. ধরা যাক এটা‌ও করা গেলো। যেহেতু জিমেল/মোবাইল আপসে সিঙ্ক হয়ে আছে - গুপু E1 জিমেল Track করে ঐ AC ব্লক করলে‌ M1 মোবাইল নম্বর‌ও ব্লক হয়ে যাবে। (# #)

    X8. ধরা যাক এটা‌ও করা গেল। এবার ঐ লোকটি E2 জিমেল দিয়ে গুরুতে সাইন ইন করে অন‍্য একটা AC খুলতে চাইলো। তাহলে এবার মোবাইল OTP পেতে তাকে M2 মোবাইল নম্বর দিতে হবে, কারণ M1 ব্লক হয়ে গেছে।

    X9. এন্তার জিমেল AC খোলা গেলেও এন্তার মোবাইল নম্বর দেওয়া হয়তো একটু চাপের ব‍্যাপার হবে।  

    X10. যদি X3, X4.2 এবং X4.3 Steps করা সম্ভব হয় তাহলে ধরে ধরে মন্তব্য মোছার থেকে অনেক সহজে ট্রোলিং AC ব্লক করা যায়।

    X11. যদি এগুলো কিছুই করা সম্ভব না হয় তাহলে গুরু ফোরাম অপরাধ‌প্রবণ এলাকায় একানে বাড়িতে দরজায় তালা লাগিয়ে বেড়াতে যাওয়ার মতো। যে কোনো সময় চোর এসে তালা ভেঙে চুরি করে যাবে।

    X12. অন্ততঃ X3 implement করতে পারা মানে কোনো গেটেড কমিউনিটিতে থাকা। যেখানে মেন গেট ও প্রতিটি ব্লকের নীচে সিকিউরিটি আছে। প্রতিটি ফ্লোরে CCTV এবং দরজায় বার্গলার এ্যালার্ম আছে। সেটা অন করে দরজা‌য় ইয়েল লক করে বেড়াতে চলে গেলে ব্রেক ইন হলে সেই ফ্লোরে ও একতলায় সিকিউরিটি‌র কাছে এ্যালার্ম বাজবে। চুরি করতে এলে চোর অবশ্যই  ধরা পড়বে।

    Note - (# #) - এই গুলি করা সম্ভব কিনা টেকটিম ভেবে দেখবে।
     
    অসভ্যতা বন্ধ করার প্রথম (সম্ভাব‍্য) পদক্ষেপ:

    গুরুর নির্দেশাবলী‌তে জানানো হোক - গুরুর উদারনীতির সুযোগ নিয়ে স্বনামে/বেনামে কিছু ইউজার এই ফোরামে কুরুচিকর মন্তব্য করেন। এখন থেকে ইউজারকে লগিন করেই গুরু ব‍্যবহার করতে হবে। কুরুচিপূর্ণ মন্তব‍্য দেখলে বা অন‍্য ইউজারের অভিযোগের ভিত্তিতে গুপু অমন মন্তব্য‌কারীকে দুইবার গুরুর পাতায় সতর্ক করবে এবং আপত্তিকর মন্তব্য‌ মুছে দেবে। তৃতীয়‌বার হলে ঐ ইউজার ID সাময়িক ব্লক করে দেওয়া হবে। বাকস্বাধীনতা‌র অর্থ ডিজিটালি বমন, ধর্ষনে‌র ভিসা নয়, তাই দুষ্টু গরুর যায়গা হবে না উদার গুরুর গোয়ালে। 

    ব্লকড ইউজার গুরুতে মেল করে -  “এমন আচরণ আর হবে না” - বলে লিখলে গুরুর পাতায় তার Apology post করে টেম্পোরারি ব্লকড ID ওপেন করা হবে। এমন অবাঞ্ছিত ব‍্যবহারে‌র পুনরাবৃত্তি হলে  ঐ AC Permanent ব্লক করা হবে। এই সংক্রান্ত সাফাই‌কর্মের জন‍্য একটি নির্দিষ্ট পাতা থাকবে -  ধরা যাক তার নাম Madcow Eradication Page বা “দুষ্টুগরু নির্মূল পত্র”। তাতে সাময়িকভাবে ব্লক করা (এবং পরে শুধরে যাওয়া) এবং সংশোধনের অযোগ্য পাকাপাকি ব্লক করা দুষ্টু গরু - সবার নাম থাকবে।

    দুষ্টু গরুর স্বনাম বা ছদ্মনাম হতে পারে তাতে অসুবিধা নেই। দুষ্টু গরুর DP ছবি বলদ, কচ্ছপ, ব‍্যাটম‍্যান যা খুশি হোক that's not a n issue.  অনেক বিখ‍্যাত বাঙ্গালী পরশুরাম, বীরবল, হুতোম প‍্যাঁচা, কাল প‍্যাঁচা, বনফুল ছদ্মনামে লিখেছেন। মায় রবীন্দ্রনাথ। ১২ বছরের কিশোরী কাশী থেকে অচেনা পাঠিকা হিসেবে তার থেকে ৪৬ বছরের বড় প্রিয় লেখককে “রবিবাবু” সম্বোধন করে চিঠি লিখতো। তা পড়ে তখন ৫৮ বছরের কবি খুব আমোদ পেতেন। পরে আলাপ হয়ে, যোগাযোগ বেড়েছে। তখন রাণু কবি‌কে বলতেন ভানুদাদা। কবির ছদ্মনাম‌ই হয়ে গেল রাণুর প্রিয় নাম। So NAME is a non-issue - intent, intelligence, sensibility matters.

    ট্রোলড ইউজার‌‌ আপত্তিকর মন্তব্য করলে তাকেও ওপেনলি সতর্ক করা হবে। দেখা গেছে যারা ট্রোলড হয় বলে নাকে কাঁদে তাদের‌ কেউ আবার সমানে গায়ে জ্বালা ধরানো মন্তব্য করে চলে। এখনও অবধি গুরুতে Effective TUM Policy (Toxic User Management - Identification and Eradication) নেই। তাই অনেকে ট্রোলড হয়ে কাউন্টার ট্রোলিং করে ঝাল মেটাতে চায়। না পেরে নাকে কাঁদে।

    যদি TUM Policy চালু করা যায় তাহলে গুরুর কমিউনিটি গাইডলাইন ঠিক করে তা ঐ  “দুষ্টুগরু নির্মূল পত্রে” রাখতে হবে। নীচে “পড়েছি ও বুঝেছি” চেকবক্স রাখতে হবে। জিমেল দিয়ে প্রথমবার Sign In করতে গেলে ঐ check boxএ টিক করতে‌ই হবে। ঐ পাতায় গুপুর মেল আইডি (ধরা যাক -  cleanguru@gmail.com) দিয়ে  বলা থাকবে কোনো ইউজারের মন্তব্য কুরুচিপূর্ণ মনে হলে ভাটের হাটে তার সাথে কোঁদল না করে এ‌ই মেলে জানা‌ন। 

    কারুর একার পক্ষে গুপু‌গিরি চাপের। অতি সন্ন‍্যাসীতে আবার গাজন নষ্ট। তাই ধরা যাক ওতে মেল করলে তা 5 জন গুপুর কাছে যাবে। ঐ 5 গুপুর একটি হোয়া গ্ৰুপ থাকবে। 5 গুপুর কাছে 5 জনের মেল আইডি‌ও থাকবে। যে প্রথম ঐ হোয়া গ্ৰুপে জানাবে - I WILL ACT ON IT - তার দায়িত্ব হবে দ্রুত SOP অনুযায়ী সাফাই কর্মের। বাকিরা Observation Mode এ থাকবে দেখতে ঐ গুপু তার দায়িত্ব কীভাবে পালন করলো। Action নেওয়ার আগে বাকি 4 গুপুর সাথে Consulation is optional. এখানে Action item মূলতঃ তিনটি:

    ১. যদি তার বিচারে ঐ মন্তব্য মোছার মতো না মনে হয় অথবা আংশিক সংশোধনযোগ‍্য মনে হয় (এবং তা করা সম্ভব হয়) তাহলে গুপু সেই মন্তব্য প্রয়োজন‌ মাফিক এডিট করবে।  

    ২. মন্তব্য মোছার যোগ্য হলে মুছবে। 

    ৩. Action point 1 হলে অভিযোগ‌কারী ও ইউজার‌কে (সতর্ক করে) আলাদাভাবে মেল করে জানাবে।  Action point 2 হলে, অভিযোগ‌কারী, ইউজার‌কে মেল করার সাথে তা ভাটে এবং দুষ্টুগরু নির্মূল পত্রে জানাতে হবে। দুটি ক্ষেত্রে‌ই গুপু বাকি চার গুপুকে মেলে ccতে রাখবে।

    কোনো ইউজার‌ AC Temp/Permanent ব্লক করার SOP is defined তবু চাইলে 5 গুপু হোয়াতে ভোটিং করে সিদ্ধান্ত নিতে পারে।

    TUM Policy চালু হলে ট্রোলড সদস্যরা ট্রোলের জবাব না দিয়ে, সংযম পালন করে ট্রোল মেসেজ‌টা কমপ্লেন মেল আইডিতে পাঠাতে পারে। তবে সে চাইলে অভিযোগ না করে ট্রোলারের সাথে টক্কর‌ও নিতে পারে। তবে সেক্ষেত্রে তাকেও ঐ কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে।

    শুনেছি বাংলালাইভ থেকে বেরিয়ে এসে গুরু হয়েছে। বাংলালাইভ গোছের Totally moderated সাইট আমার অপছন্দ। তা যেন হেড দিদিমণি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন খেলার মাঠে। আবার কখনো সম্পূর্ণ অনিয়ন্ত্রিত গুরু ধাপার মাঠ সদৃশ লাগে। কখনো আংশিক নিয়ন্ত্রিত গুরু‌কে মনে হয় বর্তমান কেন্দ্রীয় সরকার গঠিত Fact Checking Unit. এমন “কভি খুশী কভি গম” জাতীয় আচরণ হলে একটি প্রথম শ্রেণীর (এমন দাবি সৈকতের পুরোনো পোষ্টে দেখেছি) সাহিত্য-সমাজ-রাজনীতি বিষয়ক ফোরাম তার নিরপেক্ষ চরিত্র হারায়।  

    গুরু যদি তার নির্ভরযোগ্য নিরপেক্ষ ভাবমূর্তি তৈরী করতে এবং বজায় রাখতে চায় তাহলে তাকে ট্রোল কন্ট্রোল করতে‌ হতে হবে Dispassionately Nonpartisan. কিছু ইউজার‌কে ব্লক করে ক্লোজ সার্কিটে সদৃশ বিচ‍্যূতি‌ উপেক্ষা করা মোটেও কাম‍্য নয়। সতর্ক করলে‌ও না শুধরোলে পুরোনো সদস‍্যকেও সাময়িক ব্লক করে  Madcow List‌এ রাখতে হবে বারংবার বিচ‍্যূতি হলে হলে তাদের‌ও পার্মানেন্ট  ব্লক করে দিতে হবে। 

    বহু‌বার এই নিয়ে ভাটে আলোচনা হয়েছে। প্রতিবার “সহবৎ” বা “শুভবুদ্ধি” গোছের কিছু বায়বীয় ব‍্যাপারে গিয়ে আলোচনা শেষ হয়েছে। কাঙ্খিত আচ‍রণ অপার্থিব অচ্ছে দিনের মতো অধরা রয়ে গেছে। কারণ যাদের কাছে এসব আশা করা হচ্ছে তাদের কাছে শব্দ‌গুলি অর্থহীন।

    গুরু যদি সৎসাহস দেখাতে পারে তাহলে ট্রোল কন্ট্রোল সম্ভব। Let me summarise 3 steps of technical aspects: 

    1. Access to Guru must be thru Login.
    2. Registered email and Mobile number syncing. (If possible)
    3. AC Blocking by tracking thru mail -  Temp/Permanent

    HOWEVER NO AC SHOULD EVER BE DELETED WITH ALL ITS CONTENTS. IT WILL REMAIN BLOCKED ONLY - SO THAT IF NEEDED IT CAN BE REFERRED IN FUTURE BY ADMIN.

    এটা যদি করা সম্ভব হয় তাহলে পরবর্তী প্রশ্ন - কার এতো সময় আছে? কে এসব করবে?

    সময় যে অনেকের‌ই অনেক আছে তা ভাটে দেশমাতৃকা থেকে ট্রোল - এসব নিয়ে লম্বা লম্বা চ‍্যাট থেকেই বোঝা যায়। করতে চাইবে কিনা সেটাই কথা।

    15.8.21 আমি গুরুচন্ডালি মেল আইডিতে একটা মেল করেছি‌লাম। তার প্রেক্ষিতে 31.8.21 সৈকতবাবু আমায় লিখেছি‌লেন - "আসলে আমাদের লোকবল একটু কম আছে। কিন্তু কাজ অনেক। একটু হাত-টাত বাড়ালে ভালো হয়। এই কাজেই না  হলেও অন্য কিছুতে। অনেকটা বড় এবং সুচিন্তিত মতামত দিয়েছেন, তাই হাত বাড়ানোর আহ্বানটা রেখেই দিলাম।"

    তাই "এই ব‍্যাপারে" স্বেচ্ছায় হাত বাড়াচ্ছি।  ‌কারণ কিছু ঘেয়ো কুকুর যদি উঠোনো পটি করে বেড়ায় কাউকে তো ঝাঁটা বালতি হাতে সাফ করতে মাঠে নামতেই হবে। না হলে উঠোনটা তো চলাফেরার অযোগ্য হয়ে উঠবে। আমি কম্পিউটারের লোক নই তবে কেউ আমায় একটু শিখিয়ে দিলে গুরুর শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু বিকৃতমনস্ক ইউজারদের মন্তব্য এডিট / মোছা বা AC ব্লক করার কাজটি করতে আমি রাজি।

    আমি ভাটে সক্রিয় ন‌ই। কারুর ৭এ৫এ থাকিনা তাই  চামচিকে থেকে ডাইনোসর কাউকেই খোঁচাই না, রাজনৈতিক কোঁদলে অনুৎসাহী,  নিজের মনে হাবিজাবি লিখে নিজের পাতায় পোষ্ট করি, মাঝেমধ্যে ভাটে নির্দোষ রঙতামাশা করি - - -  তাও আমাকে কয়েকজন চিমটি কেটে কথা বলেছে বা কদর্য ভাষায় আক্রমণ করেছে। 
     
    পচা ডোবায় পাঁককেলিতে বরাহনন্দনরা স্বচ্ছন্দ কিন্তু উত‍্যক্ত করলেও আমি সেখানে নামতে পারি না। তাই কখনো দুর থেকে গুলতি দিয়ে ঢিল মেরেছি - তাতে ওয়াকিং স্টিক‌ও নোংরা হয় না। বাংলায় ৪২% ক‍্যাল নিয়েও চাইলে আমি সুশোভিত ভাষায় কারুর জনসমক্ষে উচ্চারণ‌অযোগ্য অদৃশ‍্য প্রত‍্যঙ্গে বিছুটি ঘষে দিতে পারি। দিয়ে‌ওছি কয়েক‌বার। তারপর করেছি উপেক্ষা‌।

    শেষে থাক দুটি কোট:

    1. You will never reach your destination if you stop and throw stones at every dog that barks. - Winston Churchill.

    2. Men are born ignorant, not stupid. They are made stupid by education. - Bertrand Russell
     
    পুনশ্চঃ - রাসেলের কোটে Men বলতে আমি বুঝেছি whole gamut of Human variations  - Including Women and etc. 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    |
  • ব্লগ | ২২ মে ২০২৪ | ১৩০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ১২:৩৭532143
  • লেখায় যেখানে যেখানে  (# #) দিয়েছি তার অর্থ এগুলো টেকনিক্যাল টিমের বিবেচ‍্য বিষয় - করা সম্ভব না অসম্ভব।
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ১৩:০৯532146
  •  ওমা, হেজুবুড়ো রাগ করবে কেন গো?  wink
     
     
    সে তো জানেই - এ লেখা‌র ওপর এখানে R1, R2, R3, ... Rn সংখ্যক বরাহনন্দন বমন করে যাবে laugh
  • অরিন | 2404:4404:1732:e000:6838:c630:1614:***:*** | ২২ মে ২০২৪ ১৫:০১532153
  • "লগইন ব‍্যাপারটা এতো‌ই সহজ। তবু আমার হপার পাতায় “কেকের অভিমত প্রসঙ্গে” লেখার তলায় dc লিখলেন - “... আমার মতো আরো দুয়েকজন যারা এখনো লগইন না করে এমনি নিক নিয়ে লেখেন…”। এটা কীভাবে করা সম্ভব এবং করার প্রয়োজনীয়‌তা‌ই বা কী - বুঝলাম না‌। অর্থাৎ গুরুতে ঢোকার ঘোষিত নীতি থাকলে‌ও তা বাইপাস করে‌ও ঢোকা যায়। ধরা যাক গুরুর টেকটিম কোনোভাবে এই ছিদ্রটা প্লাগ করতে পারলো। তাহলে ভবিষ্যতে লগি‌ইন করে‌ই গুরুতে ঢুকতে'
     
    সবাই লগইন নাও করতে চাইতে পারেন, যেমন ডিসি। আমিও গুগল (মাইক্রোসফট ইত্যাদি) প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করিনা বলে জিমেল দিয়ে লগইন করব না, নীতিগত ভাবে করব না। 
    এবার আপনি বিচার করে দেখুন, গুরুচণ্ডালী একটি মাইক্রোব্লগ, এবং একটি কনটেন্ট ম‌্যানেজমেন্ট সিস্টেম ।  যে কারণে প্রতিটি পোস্ট, একেকটি ব্লগ এনট্রি বলে ধরে নিতে পারেন। এখানে google api দিয়ে user registration হয় এবং এদের নিজস্ব কোন user database তৈরী করা হয়নি খুব সঙ্গত কারণে যে এখানে যারা পোস্ট করবেন তারা নিজেরা নিজেদের আইডেনটিটি না জানাতে চাইলে জানাবেন না। 
    কাজেই এখানে "ব্যবহারকারী" যারা, তাদের "নিয়ন্ত্রণ না করার" ব্যাপারটা ইচ্ছাকৃত ভাবে ডিজাইনার বা এডমিনিস্ট্রেটরদের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত আমার মতে এখনো অবধি যথেষ্ট কার্যকরী এবং এতে করে বহু ঝামেলা এড়ানো যায়।
    কিন্তু ট্রোলিং এর সমস্যাটি অন্যরকম। সিস্টেম অ্যাডমিনরা কিছুটা pre empt করতে পারেন হয়ত, তবে সেটা ইউজার লেভেল নিয়ন্ত্রণ করে করা সম্ভব নয়, আমার মতে উচিৎও নয়। 
    সব পোস্ট ট্রোলও নয়, কিছু পোস্ট স্প্যাম, কিছু পোস্ট ফ্লেম। ফ্লেম বিরক্তিকর।
    যারা ট্রোল করছেন তাদের বিবেকের ওপর ছেড়ে দেওয়া ছাড়া এই সেটাপে আর বিশেষ কিছু করা সম্ভব নয়।
     
    যারা ট্রোল করছেন,  যারা ট্রোলড হচছেন তাদের মানসিক পরিস্থিতির কথাটা ভেবে দেখুন। কাউকে ট্রোল করে কারোরই লাভ হয়না তো, গোটা নেটওয়ার্কের ক্ষতি হয়। 
    একটা ন্যূনতম শালীনতা বজায় রাখার আবেদনটুকু ছাড়া আর কিছু সত্যি করার নেই। মানুষ না চাইলেও ট্রোলদের ফাঁদে জড়িয়ে পড়ে। 
     
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ১৬:৩৭532155
  • @ অরিন লান,

    আমি এই ব‍্যাপার‌গুলোর টেকনিক‍্যাল দিকটা ঠিক বুঝি না বলে commonsense দিয়ে বোঝার চেষ্টা করি:

    আপনার মন্তব্যে - “এদের (মানে গুরুর) নিজস্ব কোন user database তৈরী করা হয়নি খুব সঙ্গত কারণে যে এখানে যারা পোস্ট করবেন তারা নিজেরা নিজেদের আইডেনটিটি না জানাতে চাইলে জানাবেন না।”
    তাই যদি হয় তাহলে  গুরুর নিম্নোক্ত ঘোষণাটি‌র অর্থ/প্রয়োজনীয়‌তা কী?
     


     
    এখানে “সংগ্ৰহ” বলতে কী বোঝানো হচ্ছে? তা যদি - আপনার কথা অনুযায়ী - কোথাও “সেভ” করে নাই রাখা হয় তাহলে সংগ্ৰহের প্রয়োজনীয়‌তা‌ কী?

    আমি আমার লেখা‌তেও বলেছি নাম ও ছবি এই দুটি তথ্য অর্থ‌হীন কারণ তা সত‌তই পরিবর্তন‌শীল। কিন্তু জিমেল আইডি? যা দিয়ে গুরুতে ঢোকা হোলো - তা তো ঐ গুরু AC এর ক্ষেত্রে অপরিবর্তনীয় - সেই তথ‍্য‌ও কী অর্থ‌হীন?

    আপনি বা dc গোত্রের এইসব বিষয়ে অভিজ্ঞ মানুষ গুগল, ফেবু, MS গোছের বিগটেক কোম্পানির প্রভাব এবং গুরুর ঘোষিত দুটি লগ‌ইন পদ্ধতি এড়িয়ে‌ও অন‍্য কোনো উপায়ে গুরুতে ঢুকে চলাফেরা করেন। কীভাবে করেন তা না জানা গেলেও দেখা যাচ্ছে তা সম্ভব। তাহলে ধরে নিচ্ছি এটা বড়দের ব‍্যাপার - মানে যারা এসব বাইপাস টেকনিক জানে এবং ঘোষিত নীতি আমার মতো গোলাদের জন‍্য। তা বেশ। এখনো অবধি আপনাকে বা dcকে অশ্লীল ট্রোল, মন্তব্য করতে দেখিনি। আপনারা সভ্য, সেনসিবল ইউজার। তাই আপনারা কীভাবে গুরুতে ঢুকলেন আমার কাছে Nonissue.

    আপনি এ‌ও বলেছেন - “ইউজার লেভেল নিয়ন্ত্রণ করে করা সম্ভব নয়, আমার মতে উচিৎও নয়।” এবং “একটা ন্যূনতম শালীনতা বজায় রাখার আবেদনটুকু ছাড়া আর কিছু সত্যি করার নেই।”

    আবার আপনি‌ই রজত দাসের “পিকচার আভি বাকি হ‍্যায়” পোষ্টে‌র নীচে লিখলেন - “এই ধরনের পোস্ট বন্ধ করতে হলে গুরুর সাইট যারা ম্যানেজ করেন তাদের ভেবে দেখতে হবে যে কোন রকমের ফিল্টার এর ব্যবস্থা করা যায় কি না যাতে এই ধরনের পোস্ট প্রকাশের আগে একটা চেক করা যায়।” 

    এটা কী ইউজার লেভেল নিয়ন্ত্রণ নয়? এটা কী পোষ্ট লেভেল নিয়ন্ত্রণ? এ দুটো কী আলাদা? 
     
    সহবৎ ও শুভবুদ্ধি‌র আবেদন‌ ছাড়া যখন কিছু করার নেই তখন পোষ্টানোর পর সিলেক্টিভলি ব্লগ / মন্তব্য ধরে ধরে মোছা হোক। তাতে গুরুর নিরপেক্ষ‌তা বজায় থাকবে তো? না কি তা নিয়ে ভাবার প্রয়োজন নেই? পোষ্টানোর আগে লেখা চেকিং‌য়ের প্রস্তাব গুরুর উদারনীতির বিপরীত দিশায় নয় তো? 

     
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ১৭:০১532156
  • এই রে! সমরেশবাবুকে বলার যে আমি কিন্তু কয়েক বছর আগে অন্য একজনকে ভয়ানক বিচ্ছিরি ভাবে আক্রমন করেছিলাম। তখন হয়তো ​​​​​​​আপনি ​​​​​​​এখানে ​​​​​​​আসতেন ​​​​​​​না। 
     
    এখন বাইরে আছি, রাতের দিকে লগইন ইত্যাদি নিয়ে লিখব। 
  • যদুবাবু | ২২ মে ২০২৪ ১৭:৪২532159
  • আমার শুধু এইটে বলার যে, সমরেশবাবু, আপনার উদ্দেশ্য নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, আপনি যে গুরুর বা মুক্ত আলোচনার ফোরামের শুভাকাংক্ষী সে বিষয়েও না, কিন্তু ঐ X11 নম্বর পয়েন্টের অ্যানালজি-টা খারাপ ও ট্রিগারিং লাগলো। অন্য কিচ্ছু ব্যবহার করা যায় না? প্লিজ একটু ভেবে দেখুন। আর তার পরের প্যারাগ্রাফটাও। এটা একজন সাধারণ সংবেদনশীল পাঠকের অনুরোধ হিসেবেই দেখুন, মর‍্যাল বা অন্য কোনো রকম ল্যাঙ্গোয়েজ পুলিশি নয়। 
     
    কেন খারাপ লাগলো ব্যাখ্যা করবো না, কারণ প্রথমতঃ, আপনি আমাকে চেনেন না, আর দ্বিতীয়তঃ, এটা ওপেন ফোরাম। এও অনুরোধ করবো যে এই আবেদন / আপত্তিটা আপনার নিজের যুক্তিতে ঠিক মনে হলে কন্সিডার করবেন, ঠিক না মনে হ'লে, কিচ্ছু করার দরকার নেই, ইগনোর করুন, আমি আর কথা বাড়াবো না + এই নিয়ে আলাদা আলোচনা চাই না। 
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২০:২৭532172
  • যদুবাবুর কথাটা আমিও বলবো ভেবে রেখেছিলাম। কয়েকদিন আগে পলিটিশিয়ানও দেখলাম একটা টইতে একটা প্রবাদ ব্যাবহার করলেন, যা একেবারেই অ্যাভয়েডেবল। 
     
    "আপনি বা dc গোত্রের এইসব বিষয়ে অভিজ্ঞ মানুষ গুগল, ফেবু, MS গোছের বিগটেক কোম্পানির প্রভাব এবং গুরুর ঘোষিত দুটি লগ‌ইন পদ্ধতি এড়িয়ে‌ও অন‍্য কোনো উপায়ে গুরুতে ঢুকে চলাফেরা করেন। কীভাবে করেন তা না জানা গেলেও দেখা যাচ্ছে তা সম্ভব। "
     
    এখানে বোধায় কোথাও কনফিউশান হচ্ছে। গুরুতে টই খোলা, টই এর তলায় মন্তব্য করা, আর ভাটে লেখার জন্য লগইন করতে হয় না। যে কেউ "আপনার নাম" বাক্সে কিছু একটা নাম বা সিম্বল দিয়ে মন্তব্য করতে পারেন, লগইন না করেই। লগইন, যদ্দুর জানি, সম্পাদকীয় বিভাগে লেখা ছাপানোর জন্য দরকার হয়। এবার আমি কখনো সম্পাদকীয় বিভাগে লেখা পাঠাইনি কারন লেখক হিসেবে আমার সেই যোগ্যতাই নেই। কাজেই আমাকে কখনো লগইন করতে হয়নি। 
     
    সমরেশবাবু একটা কাজ করতে পারেনঃ লগাঅউট করে, বা অন্য কোন ডিভাইস বা ব্রাউজার থেকে (যেখানে লগইন করেননি) গুরুতে এসে যেকোন টই এর নীচে মন্তব্য করে দেখুন, বা টই খুলে দেখুন। "আপনার নাম" বাক্সে কিছু একটা লিখলেই দেখবেন পোস্ট হয়ে যাবে। 
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২০:৩২532173
  • আর ইন জেনারাল গুরুতে লগইন নিয়ে আমার বক্তব্য বা মনোভাব অন্য টইতে জানিয়েছি। এ নিয়ে আগেও গুরুতে আলোচনা হয়েছে, তবে আবার আলোচনা করা যায়। বিশেষ করে এখন যা অবস্থা, গুরুতেও আইটি সেল যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাতে স্প্যাম আটকানো, ট্রোলিং আটকানো, আর উদ্দ্যেশ্যমূলক বিদ্বেষ আটকানো নিয়ে আলোচনা হওয়াই উচিত। 
  • kk | 172.56.***.*** | ২২ মে ২০২৪ ২০:৩৯532175
  • সম্পাদিত বিভাগে লেখার জন্য লগ ইন করতে হয়না তো। আমি যদ্দুর জানি, লেখক গুরুচন্ডালির ঠিকানায় লেখা পাঠান, কর্তৃপক্ষ ঠিক করেন সে লেখা ছাপা হবে কিনা, হলে কোন বিভাগে হবে, সেইমতো লেখা ছাপা হয়। হরিদাসপাল আর খেরোর খাতায় লিখতে হলে লগ ইন করতে হয় সেটা জানি। এমনিতে ভাটিয়ালি, টইপত্তরেও কিছু লেখার জন্য, নতুন থ্রেড খোলার জন্য কোনোদিন লগ ইন করিনি। "গুরুতে নতুন?" ট্যাবে কিছুটা গাইডলাইনও তো দেওয়া আছে।
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২০:৫০532177
  • আচ্ছা, এই গুলো ঠিকমতো জানতাম না। তবে টই খোলার জন্য আর মন্তব্য করার জন্য কাউকেই লগইন করতে হয়না, সেইটা বলতে চাইছিলাম :-)
  • r2h | 208.127.***.*** | ২২ মে ২০২৪ ২০:৫০532178
  • যদুবাবুকে X11 বিষয়ে ক দিতে এসে দেখলাম সমরেশবাবু এডিট করেছেন - তার জন্য ধন্যবাদ জানাই।
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২০:৫৩532181
  • হ্যাঁ। এইবার লেখাটা পড়তে ভারি আরাম হচ্ছে :-)
  • kk | 172.56.***.*** | ২২ মে ২০২৪ ২১:০১532184
  • সমরেশবাবুর X11 এডিট করাটা আমারও ভালো লাগলো। ধন্যবাদ দিলাম। এমনিতে লগ ইন ম্যান্ডেটারি করা ব্যাপারটা আমার পছন্দ নয়। কেন নয় তা আগে মনে হয় দু একবার কোথাও লিখেছিলাম (রিসেন্টলি নয়)। তবে আলোচনা চলুক এই নিয়ে। তবে সমরেশ লান, আপনি যে লিখেছেন ইউজারদের অভিযোগের ভিত্তিতে ট্রোলকে ওয়ার্নিং দেবার কথা, তো সেখানে আমার একটা কথা মনে হচ্ছে। "ইউজারদের অভিযোগ" ব্যাপারটা, মানে ধরুন কার কাছে কোন জিনিষটা আপত্তিজনক মনে হবে সেটা একটু রিলেটিভ নয়? কেউ হয়তো একদিন লিখলো "এই কেলেকিষ্টি কেকেটার (কেকের বদলে এএ,জেজে,ভিভি যাহোকও হতে পারে) পোস্টের বাহার দেখো!", সেইটায় আমার তেমন কিছু মনে হলোনা, কিন্তু জেজে বা ভিভির কাছে হয়তো সেটা খুব আপত্তিকর বডিশেমিং বা রেসিজম মনে হতে পারে।
    এনিওয়ে, আলোচনা চলুক।
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ২১:১৮532186
  • কেকে লান,
     
    ঠিক বলেছেন। বুবুভা তে লেখা গুরুর মেলে পাঠাতে হয়। গুরু লেখা পোষ্ট করে।

    হপায় কীভাবে লিখতে হয়, বিভাগ / উপবিভাগ কীভাবে সিলেক্ট করতে হয়, ধারাবাহিক / সিরিজের লেখা কীভাবে মালায় গাঁথতে হয় - এগুলো বোঝা হয়ে গেছে।
    আমার ধন্দ - গুরুতে (অন্ততঃ প্রথমবার) লগইন না করে‌ও কীভাবে ঢোকা যায়। গুরুতে পড়ার জন‍্য আসছি সম্ভবত ২০১৮/১৯ থেকে। খেখা‌তে লিখতে শুরু করেছি ১৩.৯.২৩ / হপাতে ২৫.৯.২৩. বুবুভা‌তে দুটো লেখা মেল করে পাঠিয়েছি। গুরু‌ই পোষ্ট করেছে তা।

    তো লেখক হিসেবে‌ও সাত মাসের পুরোনো হয়ে আপনার কথা অনুযায়ী “গুরুতে নতুন”  বোতাম দাবালাম - লাল আন্ডার‌লাইন করা শব্দ তিনটি‌ও ভোজনতালিকা দেখার জন‍্য লগ‌ইন করতে বলছে‌। যাক, আমার নিজের ক্ষেত্রে আর লগইন নিয়ে আলোচনার  প্রয়োজন নেই। যেহেতু আমার অরিনবাবুর মতো গুগল আইডি দিয়ে লগ‌ইন করার কোনো in principle stand নেই তাই এটা আমার কাছে Non issue. 

    My main concern is - HOW TO BLOCK ABUSIVE USERS. যখন বুঝে যাবো এটা গুরুর কোর টিমের কাছে NON-ISSUE তখন এটা নিয়ে‌ও ভাবা বন্ধ করে দেবো। কারণ আমায় যে যতই ট্রোল করুক না কেন - আমি কখনো অজানা এ্যাডমিনের কাছে নাকে কাঁদতে যাবো না।


     
  • kk | 172.56.***.*** | ২২ মে ২০২৪ ২১:৪৫532187
  • হ্যাঁ, লগ ইন না করা থাকলে ঐ ভোজনতালিকা ইত্যাদি দেখা যাবেনা। যাক গে, আপনি তো বলেইছেন যে লগ ইন নিয়ে আর আলোচনার দরকার নেই। তো এইখানেই থামলাম। ট্রোলিং টা কর্তৃপক্ষ ঠিক "ননইস্যু" মনে করেন কি? সেটা অবশ্য আমার মনে হয়নি। তবে আমার ধারণার ভিত্তিতে কিছু হবেনা। আরো কমেন্ট আসুক। আলোচনার থেকে অনেক সমস্যারই সমাধান হতে দেখেছি আগে। ট্রোলিং নিয়ে আমার নিজের মনে হওয়াটাও বলে রাখি -- রুড ভাষা, পার্সোন্যাল অ্যাটাক, অশালীন শব্দ বা উপমা, এগুলো আমার একেবারেই ভালো লাগেনা। সত্যি বলতে কী এতে খুবই মনখারাপ লাগে কারণ আমি অনেকটা ভাটে বলা b এর পিসেমশাইয়ের মত মানসিকতার লোক! কিন্তু এও মনে হয় যে মানুষ হয় হাজার রকম, তাদের মানসিকতা, প্রকাশভঙ্গীও দু হাজার রকম। আমার মনে হওয়া দিয়ে কারুর কিছু যায় আসেনা। কেউ নিজেকে পাল্টাবেওনা। এখানে ইগনোর করাই হয়তো শ্রেয়। আমি বলছিনা এটাই ঠিক অভিমত। হয়তো অন্য কোনো বেটার রাস্তা আছে। যেমন আপনি এ নিয়ে বেশ কিছু রাস্তা ভেবেছেন, আরো অনেকেও হয়তো ভাবছেন। দেখা যাক।
  • r2h | 208.127.***.*** | ২২ মে ২০২৪ ২১:৫০532188
  • সমরেশবাবুর লেখা, পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ, দিশা খোঁজার পদ্ধতি খুবই ভালো লাগলো।

    আমি যা বুঝি - অ্যাবিউজিভ ইউজার, স্প্যাম, ট্রোল - ইত্যাদি গুরু কাছে বড় ইস্যু, কোন ভাবেই নন ইস্যু না।
    কিন্তু দেওয়াল তোলা, বা পোলিশিং গুরুর দর্শনের বিপ্রতীপে।
    কোলাবোরেটিভ প্ল্যাটফর্মবিহীন মুক্তচিন্তার পরিসর, যেখানে বিভিন্ন বিপরীত মতের আদান প্রদান হবে - সেরকম একটা জায়গা গড়ে তোলা ছিল লক্ষ্য।

    এবার গুরু তৈরি হওয়ার সময় সোশ্যাল মিডিয়া, আইটি সেল ইত্যাদি ছিল না, অনলাইন ট্রোল স্প্যাম বুলিইং সেসবও ছিল না - এগুলি আধুনিকতর প্রযুক্তি দান।
    এবার সেসবকে কাউন্টার করতে গিয়ে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা, আদান প্রদান ইত্যাদিকে ঘিরে গড়ে ওঠা দর্শনের বিপরীতে গেলে অনেকটা মনুষ্যত্বের প্রতি বিশ্বাস হারানোর পাপের মত একটা ব্যাপার হবে।

    এছাড়াও অ্যানোনিমিটি ও ব্যক্তিগত বা সরকারী পরিচয়ের ব্যাগেজবিহীন যোগাযোগের সংস্কৃতির টানে এখানে অনেকে আসেন। সেটা চলে গেলে গুরুর চরিত্র বেমালুম পাল্টে যাবে।

    তো, এগুলি ইস্যু হলেও, সহবত বা শুভবুদ্ধির মত বায়বীয় ব্যাপারে আস্থাতেই, আমার এখনও ভোট।
    হাজার হোক, টেকনোলজির থেকে ঐ জিনিসগুলি বড়ঃ)
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ২২:০০532189
  • আমার পোষ্টিত মূল লেখায় X11 এবং X12 এ বর্ণিত Analogy দেখে যদুবাবু‌র সংবেদনশীল‌তা আহত হয়েছে বলে জানিয়েছেন। আমি তার জন‍্য দুঃখিত বোধ করে ও দুটো পত্রপাঠ বদলে দিয়েছি. 
     
    I believe my objective should not be misconstrued due to the use of certain adjectives, even if it is used with a purpose.

    However, that original, apparently raw analogy was not a reflection of my taste but an expression of deep anguish. It emanated from observing how some anonymous users used to ruthlessly abuse here consistently. And old guards of Guru chose to remain oblivious about it or do garbage cleaning in bits n pieces or helplessly resign to circumstances hoping for a change of heart of the abuser, Amen!
     
    In my opinion the need of the hour is to implement some effective mechanism of abusive troll control. 
     
    তবে আমরা ভারতবাসী - বাস্তুবে চতুর্দিকে জঞ্জালের মধ‍্যে বাস করতে অভ‍্যস্থ হয়ে গেছি। তাই অনেকের মনে হতেই পারে ভার্চুয়াল ফোরামের আবর্জনা নিয়ে‌ও মাথা না ঘামালে চলে। আমার যতদিন মনে হবে বলবো - একসময় থেমে যাবো।
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২২:৩৮532191
  • পার্সোনাল অ্যাবিউজ, স্প্যাম, ট্রোল নিয়ে গুরু উদাসীন, এটা আমারও মনে হয়না। ইন ফ্যাক্ট এই যে কয়েক মাস আগে গুপু তৈরি হলো, সেও তো স্প্যাম আর উস্কানিমূলক পোস্ট এর বাড়াবাড়ির জন্যই! তার আগে গুরুতে পোস্ট ডিলিট হওয়া খুব রেয়ার ছিল। আর ট্রোল করা আর হওয়া নিয়েও গুরুতে মাঝেমাঝেই আলোচনা হয়। আমার পার্সেপশান হলো, পরিস্থিতি পাল্টানোর সাথে সাথে গুরুর পলিসিও কিছুটা পাল্টাচ্ছে। এ নিয়ে আলোচনা, তর্কও জারি রাখা উচিত, তাতে আমাদেরই ভালো। 
  • এলেবেলে | ২২ মে ২০২৪ ২৩:০৫532193
  • এই টইয়ে আমি ইচ্ছা করেই লগ ইন করে মন্তব্য করছি যাতে এটা রেকর্ডেড থাকে। সমরেশবাবু বিষয়টা নিয়ে চিন্তি হয়েছেন, নানা আঙ্গিক থেকে বিষয়টা বিবেচনা করেছেন এবং সম্ভাব্য সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করেছেন বলে সবার আগে তাঁকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু সম্ভবত গুরুতে সবচেয়ে বেশি ট্রোলড হওয়া ব্যক্তি, সেহেতু এ বিষয়ে দু-চারটে কথা স্পষ্টভাবে লিখি।
     
    ১. গুরুতে মন্তব্য করতে হলে কিংবা নতুন টই খুলতে হলে লগ ইন না করলেও চলে। তবে .হপা-য় এটা বাধ্যতামূলক।
    ২. গুরুতে ট্রোল আকাশ থেকে ভেসে এসে কেউ করেন না। মানে কারও এত সময় বা উৎসাহ নেই যে অমুক দিনের অমুক সময়ে কে কী লিখেছেন বা মন্তব্য করেছেন, সেই নিয়ে মাথা ঘামানোর। কাজেই গুরুর ট্রোলাররা ১০০% গুরুর ইউজার, কেউ নিয়মিত, কেউ বা অনিয়মিত।
    ৩. এদের একটা কনফার্মেশন বায়াস আছে। সেটা ব্যক্তিবিশেষেও আছে, আবার বক্তব্য বিষয়েও আছে। এই বায়াসের কারণে এখানে কেউ কেউ কদাচ ট্রোলড হন না বা হননি। মানে ধরেই নেওয়া হয় তাঁরা জ্ঞানগর্ভ পূর্ণকুম্ভ, যা বলছেন বা লিখছেন তা সত্যি না হয়েই যায় না। 
    বক্তব্য বিষয়ে বায়াসনেস থাকার কারণে মারাত্মক ট্রোল করা হয়। মানে আমি যেটা জানি তার বাইরে পৃথিবীতে যে আর কিছুর অস্তিত্ব থাকতে পারে, এটা তারা মনে করতেই পারেন না। ফলে মতে না মিললেই ট্রোলিং শুরু হয়। সেটা চেনা নিক থেকেও হতে পারে কিংবা খ্যাকখ্যাক, খিকখিক, খুকখুক, হেহে ইত্যাদি নানা নতুন নিকে।
    ৪. একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। গান্ধীর যে প্রচুর রেসিস্ট মন্তব্য আছে (বিশেষত দক্ষিণ আফ্রিকা পর্বে) এ কথা উচ্চারণ করা মাত্র গুরুর তথাকথিত পূর্ণকুম্ভরা আমার ওপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটা প্রায় দিনতিনেক ধরে চলে। অবশেষে বোধিসত্ত্ব আমার হয়ে গলা ফাটানোর পরে সেটা থামে। আর গুরুর একজন হরিদাস পাল অন্য নিকে গুরুরই অন্য এক হরিদাস পালকে কী মারাত্মক সব অভিধায় ভূষিত করেছিলেন, তার উদাহরণ আমার বিদ্যাসাগর বিষয়ক টইতে এখনও আছে। সম্ভবত লেখাটার পঞ্চম কিংবা ষষ্ঠ পর্বে সেটা আছে।
    ৫. ট্রোল আটকানোর দুটো উপায় আছে। 
    এক) পালটা ট্রোল করা (এমনকি আমি মনে করি গালাগালিও জায়েজ, কারণ চণ্ডালরা থাকবেন আর তাঁদের সমস্ত আচরণ ভদ্রলোকদের মতো হবে - এমন আবদারই বা কেন?) এবং এটাতে ব্যাপক কাজ হয় দেখেছি। বিশেষত একই আইপি অ্যাড্রেস থেকে দুটো ভিন্ন নিক থেকে করা মন্তব্যের প্রেক্ষিতে এতে তুড়ন্ত কাজ হয়। কারণ এই ট্রোলগুলো বেসিক্যালি ভীতু। নিজের নিকে কুচ্ছো গাইলে পাছে ইমেজে টান পড়ে, তাই এই রাস্তা নেয়। 
    দুই) স্রেফ ইগনোর করা। আগে অতটা বুঝতাম না (দ-দি যদিও আমাকে ক্লিকবেট না এড়াতে পারার জন্য মৃদু বকুনি দিয়েছেন দু-চারবার), এখন প্রায়শই এটা করি।
    ৬. আরেকটা উপায় নিয়েও কথা বলেছিলাম যদিও তাতে সবাই রাজি হননি। আমি বাধ্যতামূলক লগ ইন করে মন্তব্য করা বা টই খোলার পক্ষে। একজন মানুষ ঠিক কতগুলো মেল আইডি খুলে রেখে দিনের পর দিন এই এনথু নিয়ে ওঁত পেতে থাকতে পারে, সেটা সীমিত সময়ের জন্য চালু করে দেখাই যাক না।  
  • dc | 2402:e280:2141:1e8:1537:a69c:9d9a:***:*** | ২২ মে ২০২৪ ২৩:১৫532194
  • "গুরুতে ট্রোল আকাশ থেকে ভেসে এসে কেউ করেন না। মানে কারও এত সময় বা উৎসাহ নেই যে অমুক দিনের অমুক সময়ে কে কী লিখেছেন বা মন্তব্য করেছেন, সেই নিয়ে মাথা ঘামানোর। কাজেই গুরুর ট্রোলাররা ১০০% গুরুর ইউজার, কেউ নিয়মিত, কেউ বা অনিয়মিত"
     
    ১০০% একমত। 
     
    " বিশেষত একই আইপি অ্যাড্রেস থেকে দুটো ভিন্ন নিক থেকে করা মন্তব্যের প্রেক্ষিতে এতে তুড়ন্ত কাজ হয়। কারণ এই ট্রোলগুলো বেসিক্যালি ভীতু"
     
    এখানেও অনেকটা একমত। তবে আমার অনেক সময়ে মনে হয়, কিছু মন্তব্য অন্য নিক থেকে করা হয় স্রেফ খুঁচিয়ে মজা পাওয়ার জন্য। 
  • সমরেশ মুখার্জী | ২২ মে ২০২৪ ২৩:২৩532195
  • @ r2h,

    “এছাড়াও অ্যানোনিমিটি ও ব্যক্তিগত বা সরকারী পরিচয়ের ব্যাগেজবিহীন যোগাযোগের সংস্কৃতির টানে এখানে অনেকে আসেন। সেটা চলে গেলে গুরুর চরিত্র বেমালুম পাল্টে যাবে।”

    গুরু ব‍্যবহার করতে আসল নামের প্রয়োজন নেই সেটা আমি বুঝি। আমার লেখা‌র এই অংশ‌গুলো খেয়াল করুন:
                         ★ ★ ★ ★ ★ 

    X4.1 এখনো অবধি গুরু তার ইউজারের নাম, ছবি, মেল আইডি ছাড়া আর কিছু সংগ্ৰহ করে না। প্রথম দুটো তথ‍্য মনে হয় অর্থহীন। কারণ ছবি, নাম ইচ্ছা‌মতো বদল করা যায়। 

    দুষ্টু গরুর স্বনাম বা ছদ্মনাম হতে পারে তাতে অসুবিধা নেই। অনেক বিখ‍্যাত বাঙ্গালী ছদ্মনামে লিখেছেন। 

                           ★ ★ ★ ★ ★ 

    আবার‌ও বলছি - আমি IT ভালো বুঝি না - কর্মজীবন থেকে সরে এসেছি ৮ বছর আগে তবু এই ৬৩+এও কিছু বিষয়ে আমার দিমাগ চলে logical algorithm অনুযায়ী।

    তাই যদি দুষ্টু গরুর ক্ষেত্রে আমার কাছে ছদ্মনাম গ্ৰহণীয় মনে হয় - আপনার কেন মনে হোলো ভালো গরুর ক্ষেত্রে আমি তার আসল, সরকারি, আধার কার্ডের নাম চাইবো? 

    আমি কেবল বলেছি, গুরু যদি X3 অনুযায়ী লগ‌ইন বাধ্যতামূলক করে - এবং ইমেল ধরে AC ব্লক করা যায় - তাহলে ছদ্মনাম হলেও তার সাথে সংযুক্ত ইমেল আইডির মাধ‍্যমে প্রয়োজনে ঐ Rogue AC ব্লক করা যাবে।

    কেউ যদি গুরুর জন‍্য একটা ইমেল খোলে -  catch_me_if_u_can@gmail.com - আপনি পারবেন আসল ব‍্যক্তি‌কে চিনতে? সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছাড়া গুরুর কোনো IT এক্সপার্ট পারবে?

    তাহলে স্বনাম, বেনাম নিয়ে কথা উঠছে কেন? 
     
    গুরু যদি কিছু টক্সিক ইউজার‌কে ইমেল দিয়ে শনাক্ত করে ব্লক করার মতো resolve জোটাতে পারে তাহলে করবে। না হলে করবে না। 
     
    বদলে যার ভরসা‌য় আছে গুরু - তা তো আমি‌ও লিখেছি - “So NAME is a non-issue - intent, intelligence, sensibility matters.”

    কিন্তু বাস্তবে তা হচ্ছে কী? 

    এই প্রসঙ্গে আমার এই ভিডিও‌টি ভালো লেগেছিল। 
     
    In my opinion, like financial corruption - ruthless trolling is also a kind of moral corruption which needs to be addressed strongly. 
     
    তবে আমার মনে করায় কী আসে যায় - গুরু যা মনে করবে তাই হবে।



     
  • অরিন | 2404:4404:1732:e000:6838:c630:1614:***:*** | ২৩ মে ২০২৪ ০০:৪৩532203
  • সমরেশবাবু, ডিসি, হুতো, যদুবাবু, এলেবেলে প্রমুখ আপনার পোস্টে মোটামুটি যে কথাগুলো মূলত লেখার লিখে দিয়েছেন, তা আমার আপনার উত্তরের উত্তরে দুএকটা কথা বলার ছিল।
    এক, লগ ইন না করে ভাটে লেখাটা কোন কিছুকে বাইপাস করে কিছু করা হয় না, এতে টেকনিকাল চমৎকারিত্বের কিছু নেই, এটি গুরুর যারা এডমিন, গুরুর শুরু থেকেই এইটাই চলে আসছে। এটা এদের সিদ্ধান্ত, লগ ইন করার ব্যাপারটা গুরুতে অনেক পরে এসেছে ।
    দুই, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ও পোস্টের পাবলিশিং নিয়ন্ত্রণ এক নয়। এখন যাকে IAM (identity access management) বলা হয়, সে জিনিস এক ধরণের এক ধরণের access control, এই ব্যাপারটা একটু ভেবে দেখলে দেখবেন গুরুর চিন্তাধারার ঔদার্যের বিপ্রতীপ, যে গুরুতে অন্তত ভাটে "যে কেউ যা খুশী পোস্ট করতে পারেন", যার জন্য শুধু ভাটে আলাদা করে access control এর ব্যবস্থা করা হয়নি। যার জন্য আমি লিখলাম যে গুরুর architecture মূলত ব্লগের । এটা একটা ব্লগ।
    অস্য, পোস্ট পাঠানোর আগে পরে তাকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু সচরাচর ব্যবহারকারীকে নিষিদ্ধ মনে হয় করা হয় না, আমি যতদূর জানি। এখানে access control ও google এর pplication programming interface ব্যবহার করে করা হয়, মানে আসলে গুরু নয়, সে নিয়ন্ত্রণ "গুগলের" হাতে, আপনার গুগল একাউন্ট না থাকলে আপনি গুরুতে টই, ব্লগ এসব করতে পারবেন না, আর করতে পারলেও সব "এলাকায়"পোস্টের privilege পাবেন না। 
    গুরুতে ব্যবহারকারী আর পোস্ট, দুটো লেভেলেই নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু দুটো ব্যাপার পৃথক। এবং স্ব ইচছায় পৃথক।
    যাই হোক, এতে করে স্প্যাম, ফ্লেম, ট্রোলিং যারা করেন, তাদের আটকানো যাবে না, অতএব অন্তত আমার মতে একটা ছোট কমিউনিটিতে সহবৎ, ভদ্রতা ধরে রাখাটা জরুরী। 
    আইআরসি চ্যাটের আমলে (ধরুণ আশি নব্বইয়ের দশকে) একটা কথা চালু ছিল: যে কথা যে কোন সভায় উচ্চস্বরে নিজে না বলতে পারবেন, সেটা এইসব রুমে লিখবেন না। কথাটা আজও প্রযোজ্য বলে আমার মনে হয়। 
     
  • সমরেশ মুখার্জী | ২৩ মে ২০২৪ ১৬:৫১532229
  • dc, অরিন, কেকে, এলেবেলে
     
    Internet protocol বিষয়ে জ্ঞান সীমিত বলে আমায় সহজ ব‍্যাপার‌ও কঠিন উপায়ে ধাক্কা খেয়ে বুঝতে হয়। গুরুতে লগইন না করে কীভাবে ঢুকে সব জায়গায় চরে বেড়ানো যায় বুঝতে আচমকা 11.10.13 তে পোষ্টানো গুরুর  নির্দেশে চোখ গেল:



    তাতে ৬ নং পয়েন্টে দিব‍্যচক্ষু খুললো।



     
    এখানে dc 22.5/20:27 লিখেছি‌লেন  - “গুরুতে টই খোলা, টই এর তলায় মন্তব্য করা, আর ভাটে লেখার জন্য লগইন করতে হয় না।” তখন তা ৬ নং জ্ঞানের অভাবে বুঝতে পারিনি।

    ঐ পোষ্টে‌ই dc লিখলেন - “সমরেশবাবু একটা কাজ করতে পারেন - লগাঅউট করে, বা অন্য কোন ডিভাইস বা ব্রাউজার থেকে (যেখানে লগইন করেননি) গুরুতে এসে যেকোন টই এর নীচে মন্তব্য করে দেখুন, বা টই খুলে দেখুন। "আপনার নাম" বাক্সে কিছু একটা লিখলেই দেখবেন পোস্ট হয়ে যাবে।”

    জ্ঞানোদয় পরবর্তীতে আমার সংযোজন:

    ১. মোবাইলে লগ‌আউট করে - গুরু এ্যাপে ক্লিক করলে পুনরায় গুরুর লগইন পেজে নিয়ে যাচ্ছে। তো এই মেথড ফ্লপ।

    ২. মোবাইলে লগ‌আউট করে - গুগল ক্রোমে গুরুচণ্ডালি ডট কম লিখে ঢুকতে গেলেও গুরুর লগইন পেজে নিয়ে যাচ্ছে। যেহেতু গুরু এ্যাপ ইন্সটল হয়ে আছে। তো এই মেথড‌ও ফ্লপ।

    ৩. ট‍্যাবে গুরুচণ্ডালি এ্যাপ আন‌ইনস্টল করে গুগল ক্রোমে গুরুচণ্ডালি ডট কম লিখে ঢুকতে গেলে আর লগইন পেজে নিয়ে গেল না। ইয়াহু‌হুহু!! 



    22.5/23:05 এলেবেলে লিখলেন - “১. গুরুতে মন্তব্য করতে হলে কিংবা নতুন টই খুলতে হলে লগ ইন না করলেও চলে। তবে হপা-য় এটা বাধ্যতামূলক।” ৬ নং জ্ঞানোন্মেষের পর আমার সংযোজন: মনে হয় - খেরোর খাতায় লিখতে গেলেও লগইন বাধ‍্যতামূলক।

    22.5/21:45 কেকে লিখলেন - “লগ ইন না করা থাকলে ঐ ভোজনতালিকা ইত্যাদি দেখা যাবেনা।” লগইন সংক্রান্ত বোধোদয়ের পর বলতে পারি কেকের ধারণা ভুল। কারণ লগইন না করে ট‍্যাবে খোলা গুরুর পাতার যে স্ক্রিনশটটি ওপরে দিয়েছি তাতে ওপরে ভাট, ট‌ই, বুবুভা, হপা, খেখা সব দেখাচ্ছে। অত‌এব লগইন না করেই গুরুত চরে বেড়িয়ে যে কোনো নিকে যা খুশি মন্তব্য করা যায়।

    উপসংহার - আমি পাতি স্কুলে পড়া D2D ইঞ্জিনিয়ার। তায় 63+ তাই কিছু ব‍্যাপার বুঝতে সময় লাগে। কিন্তু রগড়া খেয়ে বুঝি বলে সহজে ভুলি‌‌ও না। এই বিষয়ে নাউ মোর নো মোর কনফিউশন। laugh
     
     ভবিষ্যতে এমন কনফিউশন আমার মতো অন‍্য বুড়োর হলে - এই পাতাটা তাকে রেফার করলেই অনেকের অনেক টাইপিং টাইম বাঁচবে। অন‍্যের‌ও উপকার হবে। তাই কিছু ব‍্যাপার 17340+ And increasing ভাটের পাতায় না লিখে বিষয়ভিত্তিক হপার পাতার তলায় লেখা আমার যৌক্তিক মনে হয়। 

     
  • সমরেশের বকলমে | 2401:4900:1c85:2b1a:c419:5ee2:6dd1:***:*** | ২৩ মে ২০২৪ ১৬:৫৪532230
  • লগইন না করে কিছু নিক গুরুতে চরে বেড়িয়ে এখানে ওখানে ছড়িয়ে বেড়ায় - এ্যাত্তোক্ষণে বোঝা গেল।  smiley
  • বকলমে সমরেশ | 2401:4900:1c85:2b1a:c419:5ee2:6dd1:***:*** | ২৩ মে ২০২৪ ১৬:৫৯532231
  • এটা একটা মাইক টেস্টিং
  • যদুবাবু | ২৩ মে ২০২৪ ১৭:২৪532232
  • সমরেশবাবু, থ্যাংক ইউ। একাধিক কারণে। smiley
     
    হয়তো কেউ কেউ জানেন তাও এক জায়গায় লিখে রাখা একটা কাজের কাজ। ​​​​
  • ʕ•ٹ•ʔ | 122.172.***.*** | ২৩ মে ২০২৪ ১৮:০১532233
  • সমরেশ‌বাবু বিষয়টি নিয়ে অনেক ভেবেছেন !!
  • kk | 172.56.***.*** | ২৩ মে ২০২৪ ২০:০৮532239
  • সমরেশ লান,
    যাক, তাহলে তো সব কনফিউশন কেটেই গেছে, খুব ভালো। অনেক আগে, যখন আমি গুরুতে প্রথম আসা শুরু করেছিলাম তখন এতগুলো বিভাগ, উপবিভাগ ছিলোনা। লগইন করারও কোনো ব্যাপার ছিলোনা। তখন সাইটের ন্যাভিগেটিং আরো সোজা মনে হতো। তারপর আস্তে আস্তে অনেক কিছু যোগ হয়েছে। এতে হয়তো একটু কনফিউজিং হয়ে যায় কিছু জিনিষ। আমি ভোজনতালিকা বলতে অবশ্য মীন করেছিলাম যেগুলো ওঁরা লিখেছেন (লগইন করা থাকলে আপনি ভোজনতালিকায় এই এই পাবেন), ঐ আপনার নিজস্ব পাতা, আপনার গ্রাহক কারা, নোটি, এইসব আর কী। লগড ইন না থাকলে সেগুলোও থাকছেনা আর কী। যাক গে, সব ঠিকঠাক বোঝা গেলেই হলো।
  • সমরেশ মুখার্জী | ২৩ মে ২০২৪ ২৩:২৪532251
  • গুরুর গুগলি - ভক্স পপুলি


     
    যদুবাবু‌র যে লেখাটি 30.4.24 টুকরো বুবুভা‌য় পোষ্ট হয়েছিল - যাতে আমার‌ই প্রথম মন্তব্য পড়েছি‌ল - সেটা‌ই দেখছি আজ 23.5 টুকরো বুবুভা‌য় পুনঃপোষ্টিত হয়েছে 1055 ভিউ / 25 কমেন্টস সমেত। তাতে কোনো অসুবিধা নেই - কিন্তু পোষ্টিং ডেট দেখাচ্ছে 24.5 - মানে আগামীকাল !! 
     
    গুরুর মায়াপাতায় কি সালতারিখ‌ও মায়াময়??
     
  • &/ | 151.14.***.*** | ২৩ মে ২০২৪ ২৩:৪৯532254
  • একটা থ্রেড ২৯ শে মে দেখাচ্ছে, আরেকটা থ্রেড ২৬শে মে। টাইম ট্রাভেল ঃ-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন