সমরেশবাবু, ডিসি, হুতো, যদুবাবু, এলেবেলে প্রমুখ আপনার পোস্টে মোটামুটি যে কথাগুলো মূলত লেখার লিখে দিয়েছেন, তা আমার আপনার উত্তরের উত্তরে দুএকটা কথা বলার ছিল।এক, লগ ইন না করে ভাটে লেখাটা কোন কিছুকে বাইপাস করে কিছু করা হয় না, এতে টেকনিকাল চমৎকারিত্বের কিছু নেই, এটি গুরুর যারা এডমিন, গুরুর শুরু থেকেই এইটাই চলে আসছে। এটা এদের সিদ্ধান্ত, লগ ইন করার ব্যাপারটা গুরুতে অনেক পরে এসেছে ।
দুই, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ও পোস্টের পাবলিশিং নিয়ন্ত্রণ এক নয়। এখন যাকে IAM (identity access management) বলা হয়, সে জিনিস এক ধরণের এক ধরণের access control, এই ব্যাপারটা একটু ভেবে দেখলে দেখবেন গুরুর চিন্তাধারার ঔদার্যের বিপ্রতীপ, যে গুরুতে অন্তত ভাটে "যে কেউ যা খুশী পোস্ট করতে পারেন", যার জন্য শুধু ভাটে আলাদা করে access control এর ব্যবস্থা করা হয়নি। যার জন্য আমি লিখলাম যে গুরুর architecture মূলত ব্লগের । এটা একটা ব্লগ।
অস্য, পোস্ট পাঠানোর আগে পরে তাকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু সচরাচর ব্যবহারকারীকে নিষিদ্ধ মনে হয় করা হয় না, আমি যতদূর জানি। এখানে access control ও google এর pplication programming interface ব্যবহার করে করা হয়, মানে আসলে গুরু নয়, সে নিয়ন্ত্রণ "গুগলের" হাতে, আপনার গুগল একাউন্ট না থাকলে আপনি গুরুতে টই, ব্লগ এসব করতে পারবেন না, আর করতে পারলেও সব "এলাকায়"পোস্টের privilege পাবেন না।
গুরুতে ব্যবহারকারী আর পোস্ট, দুটো লেভেলেই নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু দুটো ব্যাপার পৃথক। এবং স্ব ইচছায় পৃথক।
যাই হোক, এতে করে স্প্যাম, ফ্লেম, ট্রোলিং যারা করেন, তাদের আটকানো যাবে না, অতএব অন্তত আমার মতে একটা ছোট কমিউনিটিতে সহবৎ, ভদ্রতা ধরে রাখাটা জরুরী।
আইআরসি চ্যাটের আমলে (ধরুণ আশি নব্বইয়ের দশকে) একটা কথা চালু ছিল: যে কথা যে কোন সভায় উচ্চস্বরে নিজে না বলতে পারবেন, সেটা এইসব রুমে লিখবেন না। কথাটা আজও প্রযোজ্য বলে আমার মনে হয়।