সুবে বাংলার সম্পদ শুষে নিয়ে মুঘল সাম্রাজ্য ঝকমকিয়েছে, তার ঝকমকানি দেখে এসেছে পর্তুগিজ দস্যুর দল, এসেছে ডাচ ফ্রেঞ্চ এবং ইংরেজ, পশ্চিমপ্রান্ত থেকে বারবার হানা দিয়েছে মারাথা বর্গীর দল, পুবদিক থেকে হানা দিয়েছে মগ রাখানরা। এরপরে তো পাকাপাকি দখলিস্বত্ত্ব পেল ঈস্ট ইন্ডিয়া কোম্পানি, চেটে চুষে ছিবড়ে করে দিল বাংলা। কোম্পানির হাত থেকে নিল ব্রিটিশ রাজপরিবার, লুন্ঠ্নের ধারা বহালই রইল। দুর্ভিক্ষে একটু ফ্যান চেয়ে চেয়ে মরে গেল গরীব নিম্নবিত্ত বাঙালি, ইংরেজ সরকার বস্তা বস্তা চাল জমা করে রাখল ব্রিটিশ সৈন্যদের জন্য, পড়ে থেকে নষ্ট হলেও তা সাধারণের জন্য দেওয়া হল না। এরপর দেশভাগ। সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর একেবারেই পছন্দ নয় বাঙালি উদ্বাস্তুদের, তারা নাকি ফিরে যাবে। কোথায়? কীভাবে? সেসব নিয়ে নেহেরু ভাবতে যাবে কেন? ততক্ষণ পাঞ্জাবী উদ্বাস্তুদের জন্য চন্ডীগড় বানানো হোক। অতএব বাঙালি উদ্বাস্তু যে যেমনভাবে পারে বাঁচল অথবা মরল।
.
এই দীর্ঘ ঐতিহ্য মেনেই গুজরাতের প্রধানমন্ত্রী, (ওহ থুড়ি গুজরাটী) একটি বাক্যও ব্যয় করে নি আম্ফান ও তার বিধ্বংসী ফল নিয়ে। না কোন ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হয় নি। হবেও না। সাহায্যও বিশেষ কিছু পাওয়া যাবে না, কারণ ২০২১ এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এইসময় গোটা একটা বছর ধরে রাজ্যকে আরো আরোও দুর্দশার দিকে ঠেলে দিতে পারলে হিংস্র রক্তলোলুপ বিজেপীর নির্বাচনে কিছু সুবিধে হতেও পারে সেই ভেবেই কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ তুষ্ণীভাব ধারণ করবে।
.
কিন্তু ₹১৩,৬২৩/- কোটি টাকা জিএসটির শেয়ার তো রাজ্যের ন্যায্য পাওনা বাপু। ঐটে তো আম্বানি আদানি চোকসি মালিয়ারা ইলেকটোরাল বন্ড হিসেবে দেয় নি যে তাই দিয়ে হোয়াটস্যাপ গ্রুপ লড়াবে চাঁদু! ঐটে প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর হক্কের টাকা, ৫ টাকার বিস্কুটের প্যাকেটেও রাজ্যের জিএসটি শেয়ার আছে। ঐটে এবার দিয়ে ফেলার জন্য কেন্দ্রীয় সরকারকে সর্বস্তর থেকে চাপ দেওয়া হোক। আপনার এলাকার সাংসদকে বলুন, চিঠি লিখুন এই নিয়ে সংসদে বলতে। আপনার এলাকার সাংসদকে আরো বলুন MPLADS এর টাকার দাবী জানাতে। ঐ টাকা বাজেয়াপ্ত করে পিএমকেয়ারসে ঢোকানো হচ্ছে, যে পিএমকেয়ারসের টাকা কোনোদিন আপনার এলাকার কোন কাজে আসবে না। পিএমকেয়ারসের টাকার কোনো হিসেব পর্যন্ত চাওয়ার উপায় নেই। কাজেই পিএমকেয়ারস নয় প্রতিটি কেন্দ্রের MPLADS এর টাকা আসুক। রাজ্যের পাওনা প্রতিটি টাকা কড়ায় গন্ডায় মিটিয়ে দিক কেন্দ্র।
.
আর... আর আমরা যে যতটুকু পারি সেইটুকু নিয়ে আসুন নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াই। কারো সাধ্য হলে আরো একটু লম্বা করে হাত বাড়াই বিধ্বস্ত জেলাগুলোর দিকে।
#SaveBengal
#HelpBengal
তোমাদের এ দাবী আরও সমর্থন পাক।
ধজঃভঙ্গ বিরোধী দের কাছে কিছু ভালো আশাকরা সমীচীন কি ? দেখুন না , কোনো একটা ইসু তে ।..সে সি এ এ হোক বা ৩৭০ হোক ..বা কৃষক আন্দোলন হোক।.. ভূমিকা কি এদের ??কিছু ভাষণ ।..কিছু টুইটার ।..এই !!পথে নাম না বাবা !!দেখ না তোদের ।..আমাদের সন্তান গুলো দেয়ালে পিঠ দিয়ে লড়ে যাচ্ছে ।..জামিয়া তে , জে এন ইউ তে ..যাদবপুরে ।.পাঞ্জাব আর হরিয়ানা পথে নেমেছে ।..নির্ভয় ।..নির্ভিক ।..দৃঢ় চেতা ।..রাতের ঘুম কেড়ে নিচ্ছে বিজেপি নামক পশু টার !!
তোমরা বাবা গরমে এসি তার শীতে মাফলার সঙ্গেকরে গণিত অধ্যয়ন করছো ।..নির্বাচনের গণিত !!নপুংশক দের দল !!এম পি লেড এর টাকা নিশ্চই দরকার ।..কিন্তু আন্দোলন ??মানুষের দুর্দশা নিয়ে কথা বলা ??আর কবে হবে ???