@সোমনাথ যুক্তির পিঠে যুক্তি দিতে দিতে কোথায় চলে যাচ্ছি আমরা! আপনি আপনার বোধবুদ্ধি বিবেচনা দিয়ে বোঝেন আপনার আর আপনার আশেপাশের লোকে কিভাবে সুস্হ থাকবে। আমি বুঝি আমার মতো করে। কেউ বদলাতে পারব না। এই তর্জায় যোগ দেওয়ার একটাই কারণ, এটা পাবলিক হেল্থের ব্যাপার- কোন ফেন্স সিটার যদি যদি মত বদলিয়ে ভ্যাকসিন নেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউকের সাফল্যের পরও চার্চিল ভোটে হেরে যায়। আবার "আচ্ছে দিন" আসব আসব করেও আসেনা, তবু আশায় আশায় উনিজির রথের চাকা গড়িয়ে চলে।
ভ্যাকসিনের সাফল্য অসাফল্য, স্কট মরিসনের সরকার পড়ল না বাঁচল তা দিয়ে নয়। না ফার্মাসি/ ই-বিজনেস কোম্পানির পকেট ঢোল হল কিনা তা দিয়ে। স্বামী, স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, বন্ধু, প্রি য়জন বলে যাঁদের ডাকতেন তাঁরা এখনও ডাক শোনার জন্য পাশে রইল কিনা তা দিয়ে।
আনফরচুনেটলি, dc এবং অনেকের ভ্যাকসিন নেওয়ার পরে ইনফেকসন হয়েছে। ভ্যাকসিন ট্রান্সমিশনের রিস্ক সিগনিফিক্যান্টলি কমায় (না নিলে, আরো বেশী সংখ্যায় ইনফেকসন হত)। দুই, ভ্যাকসিন কোভিডের তীব্রতা কমায়। যতদূর জানি ফরচুনেটলি dcর কোভিড অল্পের ওপর দিয়ে গেছে। আমি অবাস্তব দাবী করব না- হতে পারে এটা ভ্যাকসিনের জন্য, কিংবা ইন জেনেরাল, বেশীর ভাগেরই মাইল্ড হয়, আমরা যাস্ট জানিনা উনার বয়স, কোমর্বিডিটি থাকা/ না থাকাও হয়ত ফ্যাক্টর। তিন, যেটা জানি যে ভ্যাকসিন্র জন্য dcর থেকে অন্যের কোভিড হওয়ার রিস্ক বেশ কম। এসবই আপনাদের জানা।
@dc সরি, আপনাকে টানা হেঁচড়া করার জন্য। এই থ্রেডে আপনার ইনফেকশন উল্লেখ করে ভ্যাকসিনের কার্যকারিতার অপব্যাখ্যা হয়েছে- এটা খন্ডনের দরকার ছিল। ভালো থাকবেন।
সোমনাথ, আপনিও।