@অরিনলান,
২৪.৫/১০:১৮
১. "গুচে নিকে পোস্ট করার উপায় আছে বলে কেউ যদি কাউকে গালিগালাজ করে, তাহলে সেটা ঐ ব্যক্তির সমস্যা, নিকের নয়। এতে যদি আপনি একমত না হন, তাহলে এ বিতর্ক বৃথা।"
একমত। এবার আমার মতটাও (এই নিয়ে হয়তো সাতবার বলছি) ভেবে দেখুন। কেউ যদি গাড়ি চালাতে জানে তাহলে জনশূন্য মরুভূমিতে নয়, জনবহুল শহরে গাড়ি চালাতে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স (সহবতের মতো বায়বীয় প্রত্যাশা নয়) বাধ্যতামূলক। তাহলে র্যাশ ড্রাইভিং (এক্ষেত্রে কদর্য ট্রোল) ব্যক্তির মর্জির ওপর নির্ভর করেনা। ঐ দুটি থাকলেও যে সবাই নিয়ম মেনে চালাবে, দূর্ঘটনা হবে না, (ট্রোল করবে না) তা নয়। কিন্তু ঐ দুটি এবং সাথে রাস্তায় CCTV ইত্যাদি থাকলে ধরা পড়ে consequences face করার সম্ভাবনায় (ইমেল দিয়ে চিহ্নিত করে Rogue ইউজার AC ব্লক) - অধিকাংশ চালক বুঝে চালাবে।
গুচ রাস্তা নয়। তাতে ট্রোলিংয়ের ফলাফল পথদূর্ঘটনার মতো মারাত্মক নয়। কিন্তু ট্রোলিং কিছুটা হলেও আটকানোর প্রথম পদক্ষেপ হিসেবে বাধ্যতামূলক লগইন (নিক নামেই) একটি উপায় হতে পারে - আমি এটুকুই বলেছি। গুচ এটা করবে না তা বোঝা গেছে কিন্তু টেকনিক্যালি করা সম্ভব কিনা তা নিয়ে গুরুর IT বিষয়ে অভিজ্ঞ কেউ একটি কথাও বলেননি।
২.১- “গুরুচণ্ডালী তো ডার্ক ওয়েবের অন্তর্গত নয়” - অতি গোলা হয়ে আমিও সেটা বুঝি।
২.২ - “আপনি কেন ডারক ওয়েবের কথাটা তুললেন একটু বুঝিয়ে লিখলে বুঝতে সুবিধে হবে।” - ছেলে বললো, Tor browser দিয়ে surveillance avoid করা যায়। সেটা তো আপনিও জানেন বললেন। ছেলে আরো বললো, Tor এর মাধ্যমে কিছু সার্চ, পোষ্ট করলে ডার্ক ওয়েবে মাল্টিপল নোড হয়ে ঐ সংক্রান্ত ডেটা ফ্লো হয়। তাই একই ডিভাইস এবং wifi router থেকে গুচে বিভিন্ন নিকে লিখলে ip address track করে বোঝা মুশকিল যে একই ইউজার বিভিন্ন নামে ট্রোল করছে।
ছেলে IT ফিল্ডে নেই। তাই এটা যদি ও ভুল জানে, আপনি ঠিকটা বললে ওকে জানিয়ে দেবো। ডার্ক ওয়েব প্রসঙ্গে এটুকুই।
২.৩ - “বহু মানুষ সামাজিক কারণে নিকনেম নেন, সেটা অনুগ্রহ করে বিবেচনা করবেন।”- আজকেই, আপনার আগের মন্তব্যের প্রেক্ষিতেই আমার ০৯:২৬ মন্তব্যে 2 নম্বর পয়েন্টে আমি তো সেই প্রয়োজনীয়তা স্বীকার করেছি। তাও আপনি কেন একথা বললেন - বুঝলাম না।
২.৪- “আমি আপনি স্বনামে সোস্যাল মিডিয়া করার দাপট দেখাতে পারি মানে যে সবাই পারবেন তা নয় কিন্তু।” - আমার সে দাপট নেই। আমি আদ্যন্ত ভীরু সম্প্রদায়ের মানুষ। আমার কোনো পোষ্ট খুঁজে যদি এমন দাবি দেখাতে পারেন, পরের বার ভারতে এলে ডবল ডিমের এগরোল খাওয়াবো।
২.৫ - "নিক/ফিক" কথাটায় একটা আপাত তাচ্ছিল্য আছে বলে আমার মনে হয়েছে।” - আপনি আমার আজকের ০৯:২৬ মন্তব্যের 1 নম্বর পয়েন্ট থেকে একটি মাত্র শব্দ তুলেছেন। পুরো বাক্যটা ছিল - “আমিও গুচ’র ক্ষেত্রেই বলেছি - নিক/ফিকের আড়াল থেকে ছলাকলা আমার অসহ্য লাগে।" - অর্থাৎ এতে আপাত নয়, প্রকট তাচ্ছিল্য আছে এবং সেটা একমাত্র গুরুচণ্ডালিতে লেখালেখি ও মন্তব্য করা প্রসঙ্গে আমার ব্যক্তিগত অভিমত। দয়া করে সেটাকে বৃহত্তর সামাজিক পরিপ্রেক্ষিতে এক্সট্রাপোলেট করবেন না।
আমি যদি নীতিগতভাবে গুচে সপাটে স্বনামে, নিজের ছবি দিয়ে লিখতে, মন্তব্য করতে পছন্দ করি সেটা তো epitome of transparency হিসেবে দেখা উচিত। তাতে কারুর আপত্তি থাকার কথা নয়। এর বিপরীতে গুচে হেহে, হিহি, খিকখিক, খ্যাকখ্যাক, ধোরবা, উলেবাবালে জাতীয় নিক থেকে মিথস্ক্রিয়া আমার বিরক্তিকর মনে হলে তাতেও কারুর মির্চি লাগার কথা নয়।
আমার আজকের ০৯:২৬ মন্তব্যের 4 নম্বর পয়েন্টে আমি যখন বলেইছি - “MS OS, উইকি, গুগল সার্চ, গুগল ম্যাপ, ইউটিউব আর কিছু অনলাইন ম্যাগে লেখা পড়া। এসব ছাড়া আমি থাকতে পারবো না। তেমনি আমাজন অনলাইন শপিং আমার কাছে বরদান। এসব এড়িয়ে এখন আর গরুরগাড়ির দুনিয়ায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এসব এড়িয়েও এসবের সুবিধা কি করে পাওয়া যায় তাও আমার জানা নেই।” - তারপরেও আপনি কেন আমায় ঐ ব্যাপারে বোঝাতে চাইছেন?
পৃথিবীতে আপনি এবং আপনার মতো মানুষের সংখ্যা বেশী যখন তখন অচিরেই ঐ কোম্পানিগুলি তাদের দোকান বন্ধ করতে বাধ্য হবে এবং তাতে পৃথিবীর ও সমষ্টির উপকার হবে। এই মহান কর্মযজ্ঞে আমার মতো এক অক্ষম বুড়ো যদি সহযোগিতা না করতে পারে, একটু ক্ষমাঘেন্না করে দিন না মশাই।
এটা তো একটা বিশেষ উদ্দেশ্যে ব্লগ - ক্ষমা যে করেছেন বুঝবো যদি আমার অন্য লেখার ওপর একটু মন্তব্য টন্তব্য করেন। অনেকদিন কিছু বলেন না।
আপনার আমার বলা “নিক/ফিক” তাচ্ছিল্যসূচক মনে হয়েছে। তেমনি সব কথা বলে শেষে ঐ “যাকগে - বাদ দিন” গোছের ধরণটা আমারও শিশুকালে “আব্বুলিশ, যাঃ তোর সাথে আর খেলবোই না” গোছের ছেলেমানুষি অভিমান মনে হয়েছে। প্রবীণ বয়সেও কখনো অবশ্য ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, তবে এভাবে নয়।
ভালো থাকবেন।