এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • রিসেট বাটন! 

    কিংবদন্তি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০২ অক্টোবর ২০২৪ | ৭৬৪ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ভয়েজ অফ আমেরিকাকে ইউনুস সাহেব একটা সাক্ষাতকার দিয়েছেন। তিনি বরাবরই সুন্দর করে কথা বলেন। এবারও তিনি তাই বলেছেন। তিনি সুন্দর করে কিছু কুৎসিত কথা বলেছেন। আমি সরাসরি প্রথম আলো থেকে তুলে দিচ্ছি কিছু কুৎসিত অংশ- 

    প্রশ্ন: বর্তমানে লক্ষ করছি পাকিস্তানের সঙ্গে সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। আপনি ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু একটা বিষয় হলো, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। আপনারা কী কূটনৈতিকভাবে এ ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান?

    ড. ইউনূস: আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেননি বলে দেখা করতে পারিনি। এটা হলো সার্কভুক্ত যত দেশ আছে, আমরা চাই যে সে দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হোক। এ জন্য সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে। সার্কের একটা কাঠোমো আছে, সেই কাঠামোর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা ফোনে কথা বলেছি। ওনাকে এখানে এসে পাইনি। উনি আগেই চলে গেছেন। তাঁর সঙ্গে দেখা হয়নি।
     

    তিনি পরিষ্কার এড়িয়ে গেলেন ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি। ভয়েজ অফ আমেরিকা আবার তাকে ধরিয়ে দেয় প্রশ্নটা। - 

    প্রশ্ন: কিন্তু ১৯৭১ সালের গণহত্যার বিষয়ে যেটা বললাম…

    ড. ইউনূস: সেটা পৃথক বিষয়। সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে...কিন্তু সার্ক প্রতিষ্ঠিত সত্য। সেই সত্যকে আমরা মেনে...আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক। সবাই একসঙ্গে কাজ করুক। সেখানে ভারত থাক, পাকিস্তান থাক। যত দেশ আছি, সবাই সমানভাবে থাকি। আমরা চাচ্ছিলাম তেমন সুযোগ যদি আসে, আমরা সার্কভুক্ত সরকারপ্রধানেরা একসঙ্গে একটা ছবি তুললাম। এটাও একটা সুন্দর বার্তা সবার কাছে যেত। কিন্তু সেটা সম্ভব হয়নি। হয়তো ভবিষ্যতে যাতে সম্ভব হয়, সে চেষ্টা আমি করে যাব।

    নাই! উত্তর নাই। তিনি হাবিজাবি বলে গেছেন। ১৯৭১ নিয়ে তার বিন্দুমাত্র মাথাব্যথা নাই। এবার দেখুন মোক্ষম প্রশ্নের মোক্ষম জবাব। তিনি যে তীব্র ঘৃণা মনে নিয়ে দেশ শাসন করতে বসেছেন তা এইখানে পরিষ্কার করেছেন। 

    প্রশ্ন: ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘর ৫ আগস্টের পর বিনষ্ট করা হলো। ১৫ আগস্টে সরকারি যে ছুটি ছিল, সেটাও আপনার সরকার বাতিল করেছে। বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও হচ্ছে। আবার অনেকেই বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, এ কারণেই এটা ঘটেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কী?

    ড. ইউনূস: আপনি পুরানো দিনের কথাবার্তা বলছিলেন। এর মধ্যে একটি গণ–অভ্যুত্থান ঘটে গেছে, এটা বোধ হয় আপনার স্মরণে নেই। আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি। কাজেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে, সেটাকে দেখতে হবে তো। কত ছেলে প্রাণ দিল, সেটা নিয়ে আপনার প্রশ্ন নেই। কেন প্রাণ দিল। সেগুলো আসুক। কাজেই প্রথমে স্বীকার করতে হবে যে, ছাত্ররা বলেছে, আমরা রিসেট বাটন পুশ করেছি। এভরিথিং ইজ গন। অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। নতুন ভঙ্গিতে চলার জন্য যেটা আছে, সেটা আমাদের সংস্কার করতে হবে।

    রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা যায়? এ কোন দানবের পাল্লায় পড়লাম আমরা? সব শেষ? এভ্রিথিং ইজ গন? এত্ত সহজ? সেই অতীতের ভিত্তি ঠিক থাকবে এমন দানবের হাতে? সংস্কার সংস্কার বলে যে জিকির তুলেছেন সেই সংস্কার কোন দিকে যাচ্ছে বা যাবে বলে মনে হয়? আমাদের সংবিধানের চেহারা কেমন হবে এর তত্ত্বাবধানে? কি মিশনে আসছেন উনি? জেড আই খান পান্না আজকে একটা ভিডিও সাক্ষাৎকারে বলছেন ইউনুস সাহেবের সমস্যা কি? পাকিস্তান পিরিতি এত কেন? তিনি ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে লাশ ফেলে আন্দোলন করে ক্ষমতায় যাওয়ায়, প্রতিশোধ পরায়ণ হিসেবে ইউনুস তইমুর লঙকেও হার মানিয়েছেন, হালাকু খানকেও হার মানিয়েছেন বলেছেন। জেড আই খান পান্না বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, এই আন্দোলন চলাকালীন সময়ে তিনি তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি এখন বলছেন যে এই ষড়যন্ত্র ইউনুস সাহেব চার পাঁচ বছর ধরে করেছেন! 

    আমার আগের লেখা গুলোতেও দেখলে দেখা যাবে যে আমি ঠিক মন থেকে ইউনুস সাহেবকে সমালোচনা করতে চাইনি। মনে হয়েছে লোকটা তো ভালো মানুষ, বয়সের কারণে, অন্যান্য চাপে হয়ত ভুল করছে, ভুল বকছে। কিন্তু বিশ্বাস করেন আমার এখন আর বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নাই এই লোকের প্রতি। ভয়েজ অফ আমেরিকার মতো জায়গায় তিনি, সরকারের উচ্চ পর্যায়ে থেকে তিনি অবলীলায় অতীত ভুলে যেতে বললেন! আচ্ছা, তিনি শপথ পাঠের পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে  কেন গিয়েছিলেন ফুল নিয়ে? রিসেট বাটন তখনও কাজ করেনি? 

    আমাদের শেরপুরে তেমন বুঝা না গেলেও ঢাকায় অবিশ্বাস্য কাণ্ড হয়ে যাচ্ছে। দৈনিক নিয়ম করে দুই একটা করে পোস্ট দেখছি যেখানে নারীকে হেনস্থা করা হচ্ছে শুধু মাত্র পোশাকের জন্য! একজনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে তিনি তর্ক না করে গাড়ির কাঁচ তুলে দিচ্ছেন। আর কাঁচ তোলা মাত্র ওই লোক থুতু দিলেন কাঁচে! তিনিও লাল সৈনিক মানে আন্দোলনের পক্ষের লোক ছিলেন। আওয়ামীলীগের অনলাইন এক্টিভিস্ট অনেকেই এখন এই নিয়ে মজা নিচ্ছেন। বলছেন এখন কেমন লাগে? কিন্তু মূল বিষয় হচ্ছে এই ভয়ংকর কাণ্ড গুলো হচ্ছে আর নারীর অবস্থা শেষ! এই মহিলা এই ট্রমা থেকে কবে বের হতে পারবেন? এমন অনেক শোনা যাচ্ছে। 

    দুর্গা পূজা এসে গেছে। নিয়ম করে মূর্তি ভাঙা হচ্ছে। ডক্টর নোবেল এই বিষয়ে নীরব। সব কিছুকেই বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে দেওয়া হচ্ছে। উত্তরা ১৩ নাম্বার সেক্টরে বেশ কয়েক বছর ধরে পূজা হয়। এবার হতে দিবে না! কেন? কারণ এই মাঠে ঈদের নামাজ হয়! মাঠ কী মসজিদের? না। এখানে নিয়মিত কন্সার্ট হয়। কিন্তু এবার পূজা হতে দিবে না বলে মিছিল করেছে কাঠ মোল্লারা। এই যে শক্তিটার উত্থান এইটা নিয়ে নোবেল বিজয়ীর অবস্থান হচ্ছে সবার বাক স্বাধীনতা আছে। তাই জামাত একটিভ হচ্ছে, তিনি তো তা বাধা দিতে পারেন না! 

    আহমাদুল্লাহ নামের এক সেলিব্রেটি হুজুর ধমক দিয়ে পাঠ্য পুস্তক সংস্কার কমিটি থেকে দুজনকে সরায় দিতে বলেছেন। নতজানু সরকার শুধু ওই দুজনকে কীভাবে সরায়? তাই কমিটিই বিলুপ্ত করে দিয়েছে। কামরুল হাসান মামুন, যিনি সরকার পতন, ইউনুসের ক্ষমতা নেওয়া নিয়ে খুব উচ্ছ্বাসিত ছিলেন। যিনি এবার দেশে গুণের কদর হবে, ইউনুস সাহেব কত চমৎকার আমেরিকা গিয়েই বাইডেনের সাথে দেখা করে ফেললেন এইটা দেখে খুব খুশি হয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। তাকে আহমাদুল্লায় বাদ দিতে বলেছে। শুধু তাই না তিনি এমন বুলিঙের শিকার হওয়া শুরু করলেন যে এখন ফেসবুক ওয়াল লক করে বসে আছেন! 

    এগুলা শুভ দিক ইঙ্গিত করে না। কলেমা লেখা পতাকা নিয়ে মিছিল মানে ইসলামের জয় তেমন না, বরং এইটা বিপদের কথা মনে করিয়ে দেয়। নারীর চলাচলে বাধা ভালো কথা না। পাহাড়ে রক্ত ঝরছে এইটা ভালো লক্ষণ না। গার্মেন্টস শ্রমিক বেতনের দাবিতে রাস্তায় নেমে গুলি খেয়ে মারা গেছে, এইটা কিসের লক্ষণ? 
     
    কোন পথে আমরা চলছি হায় পরওয়ারদিগার? 
     
    এতদিন লেখা যেন এক পেশে না হয় তার একটা চেষ্টা থাকত আমার তরফ থেকে। কিন্তু এখন আর আসলে কিছু বলার নাই। এখন পাশ একটাই, অন্য পাশ আসলে পাশ না, খাদ! 
     
     
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০২ অক্টোবর ২০২৪ | ৭৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০২ অক্টোবর ২০২৪ ০৩:৩৮538182
  • ভয়ানক সব লোকেরা ক্ষমতায় বসেছে। ছাত্রদের বোড়ে বানিয়ে তাদের লাশের উপর দিয়ে সিংহাসনে চড়েছে। দেশ জুড়ে পিশাচনৃত্য। এদের নিজেদের মধ্যে টক্কর লেগে যাক, নিজেরা নিজেরা লড়ে শেষ হোক। দেশটা তাহলে বেঁচে যাবে।
  • . | ০২ অক্টোবর ২০২৪ ০৬:৪৬538184
  • এই লোকের আরও সাক্ষাৎকার ডয়েচে ভেলে চ্যানেলেও দেখেছি ইদানীং। একেবারে খ লোক।
  • aranya | 2601:84:4600:5410:7401:b4e:7789:***:*** | ০২ অক্টোবর ২০২৪ ০৭:০৪538185
  • ১৯৭১ এ পাক আর্মি-র গণহত্যা নাজি -দের হলোকাস্টের সাথে তুলনীয়। ইউনুস তা এড়িয়ে যাচ্ছেন :-(
    অবশ্য এমনটাই হওয়ার কথা 
  • Guru | 2409:4060:2e14:283a:e0a4:d3c9:7dd3:***:*** | ০২ অক্টোবর ২০২৪ ১০:০৫538187
  • আমি গাজা genocide এবং ১৯৭১ গণহত্যা উভয়েরই কঠোর নিন্দা করেছি l ইসরায়েলের জায়নবাদী নরপিশাচেরা বা পাকিস্তানের সামরিক জল্লাদেরা দুজনেই সমানভাবে নরকের কীট l কিংবদন্তি কিন্তু কোকা কোলা সংক্রান্ত একটা লেখাতে পুরোপুরি ভাবে গাজা জেনোসাইডের নিন্দা করেননি মাত্র ৩-৪ মাস আগেই l অন্ততঃ মুক্তিযুদ্ধ নিয়ে যে আবেগ ঊনি দেখিয়েছেন সেরকম তো নয়ই l আমি বলছি যে তখন উনি কিন্তু গাজাতে জেনোসাইড নিয়ে মাথা না ঘামিয়ে বাংলাদেশের ইসরায়েলকে সমর্থন করা প্রয়োজন এটাই বলেছিলেন যাতে কোকা কোলার থেকে প্রচুর কাজ বাংলাদেশে আসে l শেখ হাসিনা নিজে আম্রিকি চক্রান্তে গদিচ্যুত হয়েছেন তা সত্ত্বেও কিন্তু তিনি আম্রিকার সঙ্গে এখনো একটা ডিল করতে চান l সেন্ট মার্টিনের বিনিময়ে l মধ্যস্থ করবে  ভারত l জামাতিরা গাজা ও ইসরাইল নিয়ে কি অবস্থান নিচ্ছে এটাই আমার জানবার ইচ্ছা l আমি নিজে মনে করি , গাজা জেনোসাইড নিয়ে ICJ বা এরকম কিছু না এলে কিন্তু ১৯৭১ এর গণহত্যার সুবিচারও আসবেনা l
  • র২হ | 96.23.***.*** | ০২ অক্টোবর ২০২৪ ১০:১৩538188
  • আপনি অনেক কিছুই মনে করেন। সেসব পড়ে আবার অন্য অনেকে অনেক কিছু মনে করে। সেসবে কিছু এসে যায় না।
     
    কেউ শুধু নিজের ঘর নিজের দেশ নিয়ে ভাবলে তাকে দুটো উপদেশ দিতে হবে - ব্যাপারটা ঠিক তা না।
    মানবতার প্রতি অপরাধ - যেখানেই হোক তার বিচার হওয়া উচিত। সেই বিচার পাওয়ার জন্য ইতিউতি নিজেকে প্রমান করে বেড়াতে হবে - এমন আব্দার নিতান্ত কুৎসিত।
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ অক্টোবর ২০২৪ ১০:২২538189
  • আচ্ছা গুরু, আপনি বলুন তো একজন সাধারণ ইহুদির কোনটা নিয়ে আবেগ বেশি হবে, হলোকস্ট নাকি বাংলাদেশ গণহত্যা। এবার বাংলাদেশ গণহত্যা নিয়ে যদি ধরি তার আবেগ কম, তাহলে কি তার হলোকস্ট নিয়ে আবেগ মিথ্যা হয়ে গেল নাকি তাতে কালির দাগ পড়ল। তাকে চেপে ধরে আমি কি জিজ্ঞেস করব, কই হলোকস্ট নিয়ে যত কথা আপনি বলেন, বাংলাদেশ গণহত্যা নিয়ে বলেন না কেন? আপনি ঠিক সেটাই করছেন।
  • Guru | 2409:4060:2e14:283a:e0a4:d3c9:7dd3:***:*** | ০২ অক্টোবর ২০২৪ ১২:২২538190
  • নিজেদের মধ্যে বিবাদ করে লাভ আছে কি ? আমি আগেও বলেছি ১৯৭১ সালের পাকিস্তানের সামরিক জল্লাদদের বিচার হোক আমরা চাই l গাজাতে জেনোসাইডের ব্যাপার আর ১৯৭১ একই সূত্রে জড়িত l দুটোই অত্যাচারী শাসকদের করা চরম অপরাধ l এই দুটোকে আলাদা করে ফেললে চলবেনা l একটাতে সুবিচার আসলে আরেকটাতেও আসবে l কিংবদন্তী আসলে কোকা কোলা নিয়ে লেখাটাতে উনি স্পষ্টই লিখেছিলেন যে বাংলাদেশের মানুষ কোকা কোলা ফ্যাক্টরিতে কাজ করুক এটাই উনি চান সে কোকা কোলা যতই ইসরাইলকে ডলার দিক না কেন l আমার এই মনোভাবটি ভালো লাগেনি কেননা এতে গাজা জেনোসাইডের ব্যাপারটাকে খুব unconsciously subtle way তে normalize করে দেওয়া হয় l এটাই আমার ভালো লাগেনি l.                              পুনশ্চ পাকিস্তানেও অনেকেরই মনোভাব পাল্টাচ্ছে এখন ১৯৭১ নিয়ে l কেউই প্রায় ১৯৭১ সালের সামরিক জল্লাদদের গণহত্যাকে সমর্থনে নেই l পাকিস্তানের সামরিক জল্লাদদের উত্তরসূরিরা ১৯৭১ এর পরেও অনেক পাপকাজ করেছে l পাকিস্তানের গণতন্ত্রী মানুষেরাও এখন অনেকেই মনে করছেন যে ১৯৭১ আর তার পরের অনেক খারাপ কাজের জন্যেই প্রকৃতভাবে দায়ী ওই সামরিক জল্লাদের l কাজেই ১৯৭১ এর সুবিচার পেতে আর দেরী নেই l                                 
  • | ০২ অক্টোবর ২০২৪ ১৩:৪৮538191
  • কিংবদন্তীর কোকাকোলা সম্পর্কিত লেখা থেকে কোট করি: 
    "এখন যখন গণ বয়কট চলছে তখন আমি এর বিরুদ্ধে। এবং কারণটাও অর্থনৈতিক। এখন একটু আধটু বুঝি যে এই বয়কটের ফল ফিলিস্তিন পর্যন্ত পৌঁছানোর আগে আমার দেশেই আগে পড়বে। কোক এখন দেশে ফ্যাক্টরি চালু করছে। ২০২০ সালে তারা ঘোষণা দিয়েছিল পরের পাঁচ বছরে ১৭০০ কোটি টাকা ইনভেস্ট করবে বাংলাদেশে। এইটার বর্তমান বাজারে আরও বাড়ছে। আর এর প্রভাব যে শুধুমাত্র কোকের ইনভেস্টের অংশটুকুতেই শেষ তা না। একে ঘিরে আরও নানা অর্থনৈতিক কর্মকাণ্ড চালু আছে। বহু মানুষের জীবন জীবিকা জড়িত এর সাথে। কাজেই আমি বয়কট বয়কট খেলা কোকের সাথে খেলতে রাজি না। আমি আগে আমার মানুষের কথাই ভাবব। যেখানে বয়কটের প্রভাব সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নাই আমার সেখানে আমি আমার চোখের সামনে নিশ্চিত ক্ষতি হতে দিতে আমি রাজি না। " -  এটা বাংলাদেশের রাষ্ট্রীয় বয়কট নয় বিভিন্ন ব্যক্তিমানুষের আহবান। সেই আহবানে কিংবদন্তী যুক্তি পান নি কারণ লিখেছেন। প্রথমেই বাংলাদেশের জ৯ব মার্কেটে এফেক্ট করবে, প্যালেস্তাইনে আদৌ কিছু হবে কিনা তা জানা নেই।  সেই টোকেনিজম ইজরায়েল বা কোকাকোলাকে কীভাবে প্রভাবিত করতে পারে তা নিয়ে গুরুর কোন বক্তব্য নেই, স্রেফ কিংবদন্তী কেন সাপোর্ট করেন নি তাই নিয়ে ত্যানা প্যাঁচানো চলছেই। পরের পর ব্লগে এসে একই হ্যাজ ঘুরিয়ে ফিরিয়ে।  তো এতে মুসলিম উম্মাহর সপক্ষে সাপোর্ট যোগাড়ের যে মরীয়া চেষ্টা সেটুকুই দেখছি। কিংবদন্তীকে এই প্যাসিভ অ্যাগ্রেসিভ অ্যাটাকের পিছনে যে বোটকা গন্ধটা বেরোচ্ছে সেটা ব্ল্যাক বেঙ্গল গোটের গায়ের  মত। 
     
    গুরুর বক্তব্য  "
    পাকিস্তানের গণতন্ত্রী মানুষেরাও এখন অনেকেই মনে করছেন যে ১৯৭১ আর তার পরের অনেক খারাপ কাজের জন্যেই প্রকৃতভাবে দায়ী ওই সামরিক জল্লাদের l কাজেই ১৯৭১ এর সুবিচার পেতে আর দেরী নেই l  "  
    তা এই অনেকে মানে কজন?  ২ লাখ? ৫ লাখ জন? নাকি ১ বা ২ জন?  নির্দিষ্ট সং্খ্যা না পাওয়া গেলেও কত % জানা যাবে? ৬০%? ৭০%? সুবিচারের দেরী নেই যখন তখন  প্রচুউর মানুষই হবে আশা করি।
  • | ০২ অক্টোবর ২০২৪ ১৩:৫১538192
  • পাকিস্তানের জনসং্খ্যা এখন মোটামুটি ২১ কোটি মত। সেই হিসেবে কত % বা।কতজন এই 'অনেকে'।  
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ অক্টোবর ২০২৪ ১৩:৫৫538193
  • "গাজাতে জেনোসাইডের ব্যাপার আর ১৯৭১ একই সূত্রে জড়িত l দুটোই অত্যাচারী শাসকদের করা চরম অপরাধ l এই দুটোকে আলাদা করে ফেললে চলবেনা l একটাতে সুবিচার আসলে আরেকটাতেও আসবে l "
     
    এইটা পড়েও অবাক হলাম। গাজাতে জেনোসাইডের বহু বহু বছর আগে যে ভয়ানক গণহত্যা হয়ে গেছে বাংলাদেশে তার সুবিচার কিভাবে গাজার গণহত্যার সুবিচারের সাথে যুক্ত হতে পারে ?
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ০২ অক্টোবর ২০২৪ ১৪:৪৬538194
  • Guru | 2409:4060:2e14:283a:e0a4:d3c9:7dd3:***:*** | ০২ অক্টোবর ২০২৪ ১৬:২৯538198
  • @পাপাঙ্গুল , অনেক ধন্যবাদ l 
  • Guru | 2409:4060:2e14:283a:e0a4:d3c9:7dd3:***:*** | ০২ অক্টোবর ২০২৪ ১৬:৫৬538199
  • @রমিতবাবু , দেখুন প্যালেস্টাইনের জেনোসাইড যেভাবে ইসরায়েলের শাসকদের কদর্য রূপটা বিশ্বের কাছে তুলে ধরেছে সেইভাবেই ১৯৭১ সালের গণহত্যায় পাকিস্তানের সামরিক জল্লাদদের ভূমিকা এখন সারা পৃথিবীর এমনকি পাকিস্তানের মানুষের কাছেও খুব স্পষ্ট l এইতো গত ফেব্রুয়ারী মাসে পাকিস্তানের নির্বাচনে সামরিক বাহিনী কারচুপি করবার পরে এখন স্বয়ং ইমরান খান ১৯৭১ সালের ঘটনার সঙ্গে এর তুলনা করেছেন l বহুবার করেছেন l আরো হবে এসব l দেখবেন l আমি তো আশাবাদী l 
  • র২হ | 96.23.***.*** | ০২ অক্টোবর ২০২৪ ১৭:৫১538201
  • গুরু লিখেছেন 'নিজেদের মধ্যে বিবাদ' করে লাভ নেই। 
    সে তো বটেই। তবে এই নিজেরা-টা কারা সেটা বুঝলাম না। তবে ওই, তাতে কিছু যায় আসে না।
     
    এটা হলে ওটা হবে, ওটা পেতে হলে এটা করতে হবে- এসব আজব বক্তব্যে যেমন, বিরক্তি ছাড়া কিছু আসে যায় না।
     
    পাকিস্তানের মানুষের কাছে (বা সারা পৃথিবীতে) স্পষ্ট এটা কীভাবে জানা গেল তা নিয়ে ভাবছিলাম। তারপর মনে হল ও, ইউটিউব। সে তো বটেই। বাছা বাছা ইউটিউব চ্যানেল দেখলে ভারতকেও পাইকারি হারে উদার প্রগতিশীল তর্কশীল দেশ বলে মনে হবে। বা ইজরায়েলকে মুক্তিকামী। বা শেখ হাসিনা আগরতলায়।
     
    সে ঠিক আছে।
     
  • কিংবদন্তি | ০২ অক্টোবর ২০২৪ ২৩:৫৮538205
  • গুরু, আপনি আগেও বলছেন কোকাকোলা নিয়ে ওই লেখার কথা। আমি ওই লেখায় গণহত্যাকে সমর্থন করছি এমন কিছু লেখি নাই। আমি বয়কটের বিরুদ্ধে, এখনও বিরুদ্ধে। আমি বলছি সারা দুনিয়াই গণহত্যার বিচার চায়, ইজরাইলের আগ্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু কেউই ইজরাইলের সাথে সম্পর্ক ত্যাগ করে না। ইনভেস্টমেন্ট সবাই চায়। নিজেদের ভালোটা সবাই বুঝে। তাহলে আমরা বুঝলেই দোষ? আমি ইজরাইলের ইনভেস্ট চাইলেই সব পাপ আমার? তুরস্ক এত গরম গরম কথা বলে, এরদোয়ানকে অলিখিত ইসলামের খলিফা ঘোষণা করে দিচ্ছে মুসলিম উম্মাহ, তিনিও তো সম্পর্ক ত্যাগ করতে যান নাই! আমরা একটা গরিব দেশ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা কেন এই সবে যাব? আমরা প্রতিবাদ করব। নিন্দা জানাব। কিন্তু নিজেদের ভালোটাও বুঝব। এইটা আমাদের দোষ হয়ে যাবে কেন?  
     
    আমরা কিন্তু করি নাই, কোনদিনই আমরা ইজরাইলের পক্ষে যাই নাই। বাংলাদেশের যখন চরম খারপ অবস্থা তখনও কেউ ইজরাইলের সাথে সম্পর্ক তৈরি করতে যায় নাই। এই আওয়ামীলীগের আমলেই আমাদের পাসপোর্ট থেকে ইজরাইলে ভ্রমণ নিষিদ্ধ এমন কথা তুলে দেওয়া হয়েছিল। এর আগ পর্যন্ত আমাদের পাসপোর্টে লেখা থাকত দুনিয়ার সকল দেশের জন্য প্রযোজ্য শুধুমাত্র ইজরাইল ছাড়া। একটু যে সম্পর্কের উন্নতি হয়েছে আমি এইটাকে সমর্থন জানাইছি। এখনও জানাব। তাদের অন্যায়ের প্রতিবাদ করেও আমি এইটা জানাব। সবাই তাই করছে। 
     
    আমার ওই লেখায় একজন বলছিল কোকের যেখানে ফ্যাক্টরি হয় সেখানের পরিবেশ নষ্ট হয়ে যায়, পানির সমস্যা হয়। এইটা লক্ষ করে যদি কেউ বয়কটের আহবান দিত আমি সমর্থন দিতাম, এইটা ওইখানেই লিখছিলাম আমি। আমি ওইটার সমাধান চাইব। পরিবেশের যেন ক্ষতি না হয় তা আমি কোনমতেই চাইব না। তখন আমি বয়কট করব, কীভাবে পরিবেশ ঠিক রেখে করা যায় তা চাইব, আর তা সম্ভব না হলে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বলব। কেন? কারণ আমি আমার ভালোটা আগে বুঝব। পরিবেশের ক্ষতি হলে তা শেষ পর্যন্ত আমাদের নিজেদের ক্ষতি। কিন্তু কেউ ডাক দিল আর সবাই ঝাঁপিয়ে পরে কোক বয়কট করে দিলাম, তা আমি মানতে রাজি না। 
    বাংলাদেশের কোন বয়কট আর সারা দুনিয়ার কোক বয়কট এক জিনিস না। এইটা ছিল রাজনৈতিক খেলার অংশ। এর আরেক পার্ট হচ্ছে ইন্ডিয়া বয়কট! আজকে মাহফুজ আলমের একটা সাক্ষাতকার আসছে প্রথম আলোতে। তিনি বলছেন ২০১৮ সাল থেকে শুরু তাদের প্লানিং! নানা আন্দোলনে তারা চেষ্টা করে গেছে। কোনটা মানুষ খাবে, কোনটা দিয়ে সাধারণ মানুষকে পথে নামানো যাবে এইসব ছিল তাদের পরিকল্পনা। কোক বয়কট আন্দোলনের কথা বলে নাই কিন্তু তাও যে তাদের কাজ এইটা বুঝা বা অনুমান করা খুব কঠিন কিছু না। 
     
    এখন ইউনুস সাহেবের সাথে আমেরিকার সম্পর্ক ভালো। তিনি বিনিয়োগ নিয়ে আসুক। যেখান থেকে পারুক নিয়ে আসুক। কোন সমস্যা নাই আমার। কিন্তু তিনি তো ভিন্ন রাস্তায় হাঁটছেন। তিনি খাদের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন আমাদেরকে। এমন এক শক্তির হাতে আমাদেরকে তুলে দিতে চাচ্ছেন যাদের নাম শুনলে কলিজা কাঁপে আমাদের। 
    আমরা বিশ্ব রাজনীতির কোন গুটি জানি না। কে আমাদেরকে নিয়ে খেলছে, কোন পক্ষ আমরা তাও জানি না। কিছু অনুমান করি, এরচেয়ে বেশি কিছু না। কেন আমেরিকার নির্বাচনের আগে আগে ইজরাইল ইরান যুদ্ধ শুরু হয়, কেন মুসলিম বলে কান্না করতে থাকা মুসলিম বিশ্ব এক হতে পারে না, কেন সৌদি ইজারেলের প্রেম শেষ হয় না এগুলা জটিল প্রশ্ন। সেই রকম জটিল প্রশ্ন হচ্ছে কেন আমেরিকা সমর্থিত সরকার জামাতের সাথে প্রেম করতে চায়! কেন ইউনুস সাহেবের পাকিস্তান পিরিত বেড়ে গেছে! কোনদিন হয়ত এর উত্তর আসবে। এর আগ পর্যন্ত আমাদের দেখে যেতে হবে। 
     
    তবে আমি আগেও বলছি যত মুক্তিযুদ্ধের ওপরে হস্তক্ষেপ হবে, যত বঙ্গবন্ধুর ওপরে আক্রমণ হবে তত এদের পতন দ্রুত হবে। এই দেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ টিকে থাকতে পারে নাই পারবেও না। আমেরিকা পাশে দাঁড়ায় থাকলেও না! রিসেট করে জামাতকে সুযোগ দেওয়ার, উগ্র ইসলামিক দল গুলোকে সামনে আসার যে স্বপ্ন দেখা হচ্ছে তা বাস্তবায়ন হবে না। আজকে সারাদিন যতজন সাধারণ মানুষের সাথে কথা বলছি সবাই একটাই কথা বলছে এইটা কী কইল? মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদ এগুলা সব ভুলে যাব? কে বলছে? চায়ের দোকানে বসে ছিলাম, এক রিকশাওয়ালা এসে বসল চা খেতে। তিনিই জিজ্ঞাস করলন এইটা কী আসলেই বলছে ইউনুস? আমি ভিডিও বের করে দেখালাম।  রিসেট বাটন বুঝে নাই কিন্তু ইউনুস সাহেব লোক ভালো, তিনি কোন ভণিতা করেন নাই, সুন্দর করে পরের লাইনে বলেছেন, এভ্রিথিং ইজ গন, অতীত নিশ্চিহ্ন হয়ে গেছে! এইটা আবার সবাই বুঝছে। 
  • Guru | 2401:4900:708a:66bf:e1f8:f5bb:a7ef:***:*** | ০৩ অক্টোবর ২০২৪ ০০:৪০538206
  • @কিংবদন্তী , অনেক ধন্যবাদ l মুক্তিযুদ্ধ শেষ হবেনা , হতে পারেনা l আপনার মতো মানুষের হাতেই এর উত্তরাধিকার l আপনি এগিয়ে যান l মুক্তিযুদ্ধ থেকে সারা পৃথিবীর মানুষই অনুপ্রেরনা পাবে একদিন , এমনকি পাকিস্তানেও লোকে একদিন মুক্তিযুদ্ধ কে সম্মান করবে l অভিনন্দন l 
  • র২হ | 2607:fb91:de5:2208:f823:8400:ee99:***:*** | ০৩ অক্টোবর ২০২৪ ০২:০৬538207
  • কিংবদন্তী কেন কোকা কোলার নিন্দা করেনি এই অভিযোগ আবার নিয়ে গুরু ঠিক কদিন পর ফেরেন তা দেখার অপেক্ষায় রইলাম :)
  • aranya | 2601:84:4600:5410:6c1b:b722:1ecd:***:*** | ০৩ অক্টোবর ২০২৪ ০৬:০৪538209
  • 'তবে আমি আগেও বলছি যত মুক্তিযুদ্ধের ওপরে হস্তক্ষেপ হবে, যত বঙ্গবন্ধুর ওপরে আক্রমণ হবে তত এদের পতন দ্রুত হবে। এই দেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ টিকে থাকতে পারে নাই পারবেও না'
    - তোমার এই কথা যেন সত্য হয় @কিংবদন্তী 
  • ভাইরাল ভিডিও প্রসঙ্গে | 2409:40c2:103c:2a0c:f063:29ff:feec:***:*** | ০৩ অক্টোবর ২০২৪ ০৭:৩৬538212
  • আশরাফ জুয়েল ভাই লিখছেন, 
     
    ভিডিওটি নিশ্চয়ই অনেকেই দেখেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মিছিলে মিটিংয়ে ভুমিকা রাখা একজন নারী সংস্কৃতি কর্মী একটা ট্রমার মধ্যে পড়েছেন। গাড়িতে বসে থাকা অবস্থায় রাস্তার এক বুড়া লোক উনাকে 'সহীহ কাপড়চোপড়' না পরায় গালাগালি করেছে এবং শেষে থুতু ছিটিয়ে চলে গেছে। ভাগ্য ভালো, জানালার কাচ লাগানো ছিল, তাই থুতু সরাসরি গায়ে লাগেনি।
    এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক ( আক্ষরিক অর্থেই অনেক অনেক) লোকজনকে দেখলাম পরম তৃপ্তির সাথে হাসাহাসি করে বলছেন, 'তোগোরে তো আগেই কইসিলাম।'

    এই কাজটি করবেন না দয়াকরে। 
    নিপীড়িতের পাশে দাঁড়ান। সে আপনার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল, সেটা ম্যাটার করে না।
    আপনি যদি এসব কাজের প্রতিবাদ না করেন, কালকে আপনিও এসব ঘটনার শিকার হবেন।

    দেশকে অকার্যকর করার একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ধর্মীয় ফ্যাসাদকে সামনে আনা হবে। এই যে হিন্দুদের উপর আক্রমন, মাজারে আক্রমন, তাহেরি হুজুরের উপর আক্রমন থেকে শুরু করে পথেঘাটে নারীদেরকে হেনস্থা করা, সব একই সূত্রে গাঁথা। ইউনূস সরকার যথারীতি এগুলো ডিনাই করে যাচ্ছে এবং যাবে। এগুলো বন্ধ করার কোন চেষ্টাই করবে না। বরং হাসপাতাল, স্কুল এসবে সাইলেন্ট জোন না বানিয়ে বিমানবন্দরে সাইলেন্ট জোন বানানো মার্কা কাজকর্মে এরা ব্যস্ত থাকবে। ইলেকশন নিয়ে ধানাই পানাই করবে।

    এমন এক পরিস্থিতিতে নিয়ে যাবে, যখন জনগন অসহ্য হয়ে নিজেরা মারামারি শুরু করবে। আর তখন 'পিস কিপিং' এর সৈনিকেরা বুট পাড়া দিয়ে এই দেশে নামবে।

    এসব শুনে চোখ কপালে তুলে ভাববেন না যে এ আবার কী ধরনের হাস্যকর কথা।
    এখন চলছে ম্যাটিকুলাস পরিকল্পনার দ্বিতীয় ফেজ। 
    প্রথম ফেজে শান্ত একটা কোটা আন্দোলনের মতো ইস্যু ভিত্তিক আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে শেখ হাসিনাকে হেলিকপ্টারে চড়ে দেশ থেকে চলে যেতে বাধ্য করা যেতে পারে, সেটা ভেবে দেখুন। তাহলেই বুঝবেন যে দ্বিতীয় ফেজে এই থুতু দেয়াটাই গিয়ে সকলের পিছনে বাঁশ দেয়ায় থামবে। 

    এসব ম্যাটিকুলাস পরিকল্পনা এতই দূরবর্তী হয়, আপাতত লক্ষন বিচার করে ভাববেন খুকিকাশি হয়েছে, আসলে হয়েছে ক্যানসার, টের পাবেন না শেষ মুহুর্ত পর্যন্ত।

    তাই এসব ছোটখাটো লক্ষনকে হাসিঠাট্টায় উড়িয়ে না দিয়ে প্রতিবাদি হোন। আপনার জন্য হোক কি আপনার শত্রুর জন্যই হোক। ভিকটিমের ব্যক্তিগত অবস্থানকে হিসাবের বাইরে রাখুন, ঘটনা বিচার করুন আর ঘটনা যদি প্রতিরোধযোগ্য হয়, প্রতিরোধ করুন। আজকে লালরা প্রোফাইল হাইড করে বসে আছে দেখে আপনি কালো প্রোফাইলধারীর খুশি হওয়ার কিছু নেই আসলে। এই লাল-কালোর চিড়িয়াখানায় আমরা এক খাঁচায় থাকব নাকি দুই খাঁচায় থাকব সেই ম্যাটিকুলাস পরিকল্পনা হচ্ছে ওয়াশিংটনে, আমাদের ব্যাটারিগলিতে না।'
  • কিংবদন্তি | ০৩ অক্টোবর ২০২৪ ১১:৩৮538218
  • না, এইটা আশরাফ জুয়েল বলে কেউ লেখে নাই, এইটা আরিফ জাবেতিকের লেখা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন