এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2405:201:e010:581e:89e5:13c5:c39:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০১102689
  • আমার মনে হয় স্যর কড়কে দিয়েছেন, শ্যামাকে ভিতু বলা! তাই এখন না চেনার ভান করতে হচ্ছে।  

  • Ramit Chatterjee | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৫102690
  • dc র মাঝে মাঝে ছোটো ছোটো চাটনি, আমচুর, হজমি গুলো বেশ লাগছে।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৬102693
  • সিএস ছদ্মনামে লেখার যে সুবিধাগুলো উল্লেখ করছে, সেগুলোর সুবিধা কি সে নিজেও পাচ্ছে না? আর শুরুতে তুমি-তুই আমি করিনি। ওদিক থেকে শুরু হবার পর আমিও করেছি। এছাড়া সমলিঙ্গের মানুষের ভেতর পাশাপাশি বয়স হলে এত আপনি আপনি করার বা কি আছে? আমি মেয়ে হলেও না হয় একটা কথা ছিল। অবশ্য তোমরা ছেলে কিনা তা-ও জানি না। সবটাই কিনা মুখোশ পরা বলনাচের আসর! কাজেই বুঝছি না। এনিওয়ে, অনেক তর্ক-বিতর্ক হলো। আরএইচ না কে যেন আমাকে একটা সেফটিপিন ফুটিয়েও যে প্রতিভা না কি সব বললে...না, মোটেই ওসব কিছু নেই আমার। আমি সাধারণ মানুষ। কাজ করি, খাই, বউয়ের সাথে বসে টিভি দেখি- এই।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮102695
  • ওহ- আমার মুসলিম ওয়াফইয়ের প্রসঙ্গে আরএইচ শ্যামা বলায় আমি ভেবেছিলাম বুঝি পশ্চিম বাংলায় শ্যামা নামে কোন মেয়ে কোন মুসলিম যুবক বিয়ে করায় লিঞ্চিংয়ের শিকার হয়েছে। শ্যামাপ্রসাদের মত একজন পুরুষ মানুষকে এত ছোট করে শ্যামা নামা ডাকা যায় এটা মাথায় ছিল না।

  • সহপাঠি | 103.124.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৫102697
  • অদ্রিজা রহমান কি দোষ করলো, আমার পাঠভবনের সহপাঠি, নিজে ডাঃ আর মুসলমান বিয়ে করে সুখে আছে। কারুর কোন ক্ষতি তো করেনি? 

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৪102701
  • ঐ মানে শান্তির পায়রাদের যুক্তিই মেনে চলছি। অন্যের মেয়ে আনব আর নিজের মেয়ে নিজের ঘরে রাখব। ঠিক আছে না?

  • taslima | 2603:8080:d40:47f:11a7:bf7e:d0df:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৪102702
  • "


    অভিজিৎ রায়ের ৬ জন হত্যাকারীর বিচার হলো আজ। এই বিচার অভিজিতের বাবা অজয় রায় দেখে যেতে পারেননি। মাও পারেননি। ৬ বছর লাগলো বিচার হতে। আনসারউল্লাহ বাংলা টিম নামের নতুন জিহাদি সংগঠনটির কিছু জিহাদিকে হাতকড়া পরাতে ৬ ঘণ্টা লাগার কথা ছিল। বিচার হতে ৬ দিন লাগার কথা ছিল, ৬ বছর নয়।
    হত্যাকারীদের উদ্দেশ্য ছিল দেশে ইসলামের সমালোচনা বন্ধ করবে, মুক্তচিন্তা বন্ধ করবে। তাই অভিজিৎ, অনন্ত, নিলয়, বাবু, দীপন, সামাদ -- এদের মেরে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল। মানুষ যেন ভয় পেয়ে আর যে কোনও কিছুর সমালোচনা করলেও ইসলামের সমালোচনা না করে।
    আজকের রায় দেখে ইসলামের-সমালোচকদের খুন করা বন্ধ করবে জিহাদিরা? মোটেও না। কারণ তারা বিশ্বাস করে ইসলামে-অবিশ্বাসীদের খুন করলে তাদের বেহেস্তবাস হবে। আর যদি ধরা পড়ার পর তাদের মৃত্যুদণ্ড হয়, তাহলেও তাদের বেহেস্তবাস হবে। মৃত্যুদণ্ডের রায় বেরোনোর পর তাই খুনীরা হাসছিল। সম্ভবত আনন্দে এবং উত্তেজনায় হাসছিল, হুরদের সঙ্গে এই তো সঙ্গম শুরু হবে, এই তো বেহেস্তের শরাবান তহুরা পান করতে করতে। মনে আছে গুলশান ক্লাবের জিহাদিগুলো সারা রাত ধরে মানুষ খুন করার পর আনন্দে হাসছিল, কারণ পুলিশ এখন তাদের গুলি করবে, তারা মরবে, মরলেই অনন্তকাল সঙ্গমের জন্য পেয়ে যাবে অক্ষতযোনী হুরদের?
    জিহাদ করতে গিয়ে শহীদ হলে বিনাবিচারে বেহেস্ত। ধর্মপ্রাণ মুসলিমেরা এ তথ্য জানেন। সুতরাং ব্লগার হত্যাকাণ্ডে যে শাস্তি পাচ্ছে জিহাদি জঙ্গিরা -- সে শাস্তির নাম দৃষ্টান্তমূলক শাস্তি নয়। শাস্তির ভয়ে জিহাদিরা অপরাধ করা থেকে বিরত থাকবে না। বরং শাস্তি পাওয়ার জন্য তারা আরও উৎসাহিত হবে অপরাধ করতে, ইসলামের সমালোচকদের অর্থাৎ মুক্তচিন্তকদের হত্যা করতে উদ্যোগ আরও বেশি নেবে।
    ফাঁসি দিয়ে, যাবজ্জীবন দিয়ে তিন দশকের মগজধোলাই বন্ধ করা যায় না। দেশে জিহাদি কর্মকান্ড বন্ধ করতে চাইলে খুৎবা, ওয়াজ ইত্যাদি বন্ধ করতে হবে। যেসব মসজিদ মাদ্রাসা জিহাদের আঁতুড়ঘর হিসেবে ব্যবহৃত হয় --সেসব বন্ধ করতে হবে।"
  • হুলো | 2a0b:f4c2:2::***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৬102704
  • মাঝি সাজা নরকের কীটটা ঢাকা থেকে এখনো হেগে বড়ি দিয়ে যাচ্ছে? সেক্স স্টার্ভড গুয়ের পোকাটা এসেছে শ্যামাপোকার সাফাই গাওয়ার ছলে এখানে হাগতে। শুনেছিলাম অমিতশা বাংলাদেশেও কিছু পয়সা ঢেলেছে কটা গুয়ের পোকার পেছনে যাতে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো যায়। ঠিক শুনেছিলাম।

  • প্রভুদেবা | 2405:8100:8000:5ca1::80b:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৫102729
    • বাবা কুবির,

       

      মানুষকে ভালোবাসো, ঘৃণা কোরো না।
      ভালোবাসা দিয়ে ঘৃণা জয় করো।
      ঘৃণা দিয়ে ভালবাসাকে দমিয়ে রেখো না।
      ঘৃণার প্রচার কোরো না।
      ঘৃণাকে ভালোবেসো না।
      ভালোবাসাকে ঘৃণা কোরো না।
      ঘৃণাকে ঘৃণা কোরো।
      ভালোবাসাকে ভালোবেসো।

      - প্রভুদেবা

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৬102730
  • হি-হি-হি- “কারাগারে বিকেল বেলা এক পাদ্রি এসে তখন কয়েদিদের বাইবেল পড়ে শোনাচ্ছিল: কেহ তোমার গালে একটি চড় মারিলে অপর গালটি পাতিয়া দিবে‘
    এক কয়েদি মোটা, খসখসে গলায় উত্তর করলো, আর যদি দুরমুশ দিয়ে আগা-পাস্তলা পেটায়?“
    অন্য কয়েদিরা হেসে উঠলো হা হা করে।“
    প্রভুদেবা- এখন ক্যুইজের প্রশ্ন হলো: বলুন ত‘ দেখি এটি কোন্ বই থেকে উদ্ধৃতি? এই শোন/শুনুন- তোমাদের মানে পশ্চিম বাংলার ছেলে-মেয়েদের নিয়ে খুব উঁচু ধারণা ছিল আমার। সবাই এপার থেকে চলে যাওয়া সামন্তপ্রভুদের বংশধর। বোধ হয় কথায় কথায় গ্যেটে আর সার্ত্রে আওড়াতে পারে খাঁটি জার্মান আর ফরাসীতে। গুরুতে দেখলাম কথায় কথায় অকথ্য ব্যক্তি আক্রমণ আর গালি। ভাল যুক্তি দেবার মত শিক্ষাও সবার নেই। কোন সমাজের সর্বস্তরে চূড়ান্ত হতাশা-ক্ষয়-নৈরাজ্য না থাকলে মানুষ মতাদর্শিক শত্রুর প্রতিও এত ভয়ানক হতে পারে না। অথবা হতে পারে তোমরা কথাতেই খুন করো। বাংলাদেশে বা পশ্চিমা সমাজেও- বীর যে দুই সম্প্রদায়- মুসলমান আর খ্রিষ্টানরা চাপাতি বা বন্দুকে কাজটা সেরে ফ্যালে। গালাগালি করে না। এই যা।

  • খাড়াইল এই | 174.198.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৫102735
  • তবে কি খাড়াইল? 


    ইসলাম হিন্দু ক্যালায়, লোপাট করে দেয়, উহারে ক্যালাও। 


    শ্যামাপ্রসাদ ইসলাম ক্যালাবার অগ্রনী পুরুষ, গুন্ডালিডার, ইহারে নমস্কার। 


    গুন্ডার সর্কার দুনিয়ার দর্কার। 

  • r2h | 49.206.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৭102736
  • এহে কুবির মাঝি তো খুবই বিশ্রী রকম পারভার্ট দেখছি। শুধুশুধু সময় নষ্ট।

  • / | 103.124.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫২102738
  • এটা খুবই খারাপ আলোচনা হছে 

  • প্রভুদেবা | 2405:8100:8000:5ca1::14c2:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫২102751
  • বাবা কুবির,

    শান্ত হও।

    উপরে আমি যে বাণী দিয়েছি সেগুলো নিতান্তই আমার মনে কথা, কোনো বই বা ওয়েব সাইট থেকে টুকে দেওয়া নয়, তবে কথাগুলো নতুন কিছু নয়, অনেক মানুষ নানা ভাবে এই কথাগুলো বিভিন্ন জায়গায় আগেও বলেছেন।

    মানুষের ওপর ভরসা রাখো। নইলে নিজের ওপর ভরসা রাখবে কি করে।

    এত ক্রোধ, এত ঘৃণার স্টক মনের মধ্যে পুষে রেখো না, এসবের স্টক কমাও।

    শান্ত হও। পারলে ভঙ্গনৃত্য অনুশীলন করো, বা অন্য কিছু ,আমি তো শুধু ওইটাই জানি।

    - প্রভুদেবা

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০০:২৬102785
  • ভঙ্গনৃত্য=Breakdance? এইটা ভাল হৈছে! পুরো কনভার্সেশন থ্রেড ফলো করলে দেখবেন আমার ভেতর রোষ-ঘৃণা সবচেয়ে কম। ভাল থাকবেন।

  • প্রভুদেবা | 2405:8100:8000:5ca1::839:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১২102789
  • বাছা কুবির,

    শান্ত হও। ঘুম থেকে উঠেই দেখলাম তুমি অজস্র পোস্ট করেছ। শান্ত হও।

    তোমার লেখা ফলো করেই তো দেখ্লাম, যে তুমি মুসলিমদের বিরুদ্ধে ক্রোধ, ঘৃণা, রোষ - এসব ডিস্ট্রিবিউশনের ডিলারশিপ নিয়ে বসে আছ। তোমার পোস্টের ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে জিঘাংসা, প্রতিশোধস্পৃহা।

    মানুষকে উত্তেজিত কোরো না। মানুষের মন বিষাক্ত কোরো না। মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিও না। কোনো নিরীহ মানুষের প্রাণহানির প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হয়ে উঠো না।

    শান্ত হও। মনকে সংযত করো।

    ভঙ্গনৃত্য প্র্যাকটিশ করো। লেবু জল খাও। একটু চোখ বুজে বিশ্রাম নাও।

    - প্রভুদেবা

     

  • প্রভুদেবা | 2a00:1768:1001:21::32a3:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৮102790
  • বৎস কুবির,

    আবার অনুরোধ করি, শান্ত হও।

    ক্রোধাদভবতি সম্মোহ: সম্মোহৎ স্মৃতিবিভ্রম:
    স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ: বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি
    অর্থাৎ,
    ক্রোধ মানুষকে সম্মোহিত করে তোলে, সম্মোহন থেকে আসে স্মৃতিভ্রম, তারপর ধীরে ধীরে হতে থাকে বুদ্ধিনাশ, সেই থেকে ধ্বংস

    বুঝতেই পারছ এ বাণী আমার নয়, গীতায় আছে। নিজেকে ধ্বংসের দিকে এভাবে ঠেলে দিও না।

    ভঙ্গনৃত্য প্র্যাকটিশ করো, মনে শান্তি আসবে, তার সঙ্গে শরীরে কোলেস্টেরল কমবে।

    - প্রভুদেবা

  • dc | 27.62.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪০102791
  • আর সূর্যের দিকে তাকিয়ে একশো আট বার ধুর্জটি ধুর্জটি ধুর্জটি। চোখের পাতা যেন না পড়ে। 

  • dc | 122.183.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:২১102837
  • আরে এটা তো একেবারে পচা গন্ধওলা জিনিস! আইটিসেল আজকাল এগুলোকে পাঠাচ্ছে প্রোপাগান্ডা করার জন্য? রাম রাম। 

  • প্রভুদেবা | 2405:8100:8000:5ca1::175:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৪102846
  • বাবা কুবির,

    তোমার শরীরে কোলেস্টেরল বাসা বাঁধে নি শুনে ভারী ভাল লাগল। তুমি তো মনে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। কিন্তু মন এত অসুস্থ কেন। এ তো ভাল কথা নয়। মন সংযত করো।

    দিবারাত্র উঠতে বসতে মুসলিমদের, কম্যুনিস্টদের বা যারা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল - তাদের বিরুদ্ধে এত রোষ, হিংসা, ক্রোধ - এসব ভাল নয়। মনকে উন্মুক্ত করো, এভাবে ক্রোধের ডিপো করে রেখো না। ভাষা সংযত করো। ভাবপ্রকাশ সংযত করো।

    আর, সময় পেলে ভঙ্গনৃত্য প্র্যাকটিশ করো, আদাজল যদি না খাও, অন্তত লেবুজল খেয়ে কোরো।

    - প্রভুদেবা

  • পাঠক | 2405:8100:8000:5ca1::768:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৬102859
  • যাক গুপু এসে নোংরা সাফ করে গেছে।

  • Kubir Majhi | 203.96.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১০102869
  • নাকি তর্কযুদ্ধে হারার ভয়ে আমার শেষ দুটো মন্তব্য মুছে ফেলেছে কর্তৃপক্ষ! কি ভীতু রে বাবা!

  • শ্যামার জন্য | 174.198.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৭102876
  • Kubir Majhi | 203.96.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৬102925
  • গানটা সকাল বেলাতেই দেখেছি। প্রচন্ড দু:খে মন্তব্য করতে ইচ্ছা হয়নি। হাজার হোক, বামদের মেধা ও সৃজনশীলতার উপর আর একটু সম্মান মনের ভেতরে ছিল (সে নানা ক্ষোভ থেকে উপরে যতই বিজেপি ঘেঁষা কথা-বার্তা বলি কিনা)! তাহলে বিষয় হচ্ছে: টুম্পা বা মেয়েদের বিয়ে তখনি হবে যখন ছেলেটি বা ছেলেরা চাকরি পাবে এবং লাল দলই সেই চাকরি দিতে পারবে? এমন  টিপিক্যাল পুরুষতান্ত্রিক ভাবনা এখন বোধ করি আরএসএস-জামাতও ভাবে না। বাংলাদেশে ইসলামী ব্যঙ্কে বা অনেক কমার্শিয়াল ব্যঙ্কে বা আরো নানা সংস্থায় সাধারণ মেয়েরা অবশ্যই- প্রচুর হিজাবি বা সো-কলড মোর রিলিজিয়াস মেয়েও বড় বেতনের কাজ করছে, চল্লিশ পার করেও বিয়ে করছে না- ভারতেও নিশ্চিত স্ট্রিক্ট ভেজিটেরিয়ান ও রিলিজিয়াস অনেক মেয়েও চাকরি করছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতেই এখন প্রচুর অবিবাহিত, কাজ করা মেয়ের দল আছে। আগে যেমন শুধু ভাল রোজগারের ছেলে অনেক সময় মেধা ছাড়া সুন্দরী বিয়ে করতো...আজকাল মেয়েরাও অনেকে বেঁটে বা টেকো কিন্ত টাকাঅলা বরের চেয়ে বেকার তবে টল ও গুডলুকিং বয়ফ্রেন্ড/হাসব্যান্ড আক্ষরিক অর্থে পালছে। আমার এমন চেনা দম্পতি একাধিক আছে। আগে পুরুষ একাই টাকার জোরে রূপবতী মেয়ে বিয়ের নামে কিনতো। আমার চেনা-জানা কিছু মেয়েকেই জানি খুব ভাল চাকরি করে তবে বেকার বরকে টানছে। সে হয়তো অনেক বেশি রোজগারের তবে মন্দ দেখতে ছেলেকে গ্রহণ করছে না। বিয়ের মূল লক্ষ্য যদি হয় দৈহিক আনন্দ লাভ (দু:খিত- চাঁচা-ছোলা সত্য এটাই...নইলে একটি ছেলে কেন অনেক সময় হাজার গুণ মেধাবী, চরিত্রবতী ও ভাল মনের একটি মেয়েকে ছেড়ে শুধু রূপের জন্য একটি কম মেধাবী এবং এমনকি স্বার্থপর বা মন্দ স্বভাবের মেয়েকে বিয়ে করে জেনে-বুঝেও?), তবে মেয়েদের জন্যও তাই সত্য। আগে ছেলেদের একার বিয়ের বাজারে পার্চেজিং পাওয়ার ছিল, মেয়েদের ছিল না। এখন মেয়েদেরও হচ্ছে। তাই কুচ্ছিত দেখতে বরের থেকে টিভি সিরিয়ালের নায়কের মত বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড পালছে অনেক মেয়ে। প্রিয় বামেরা, আশপাশের বদলে যাওয়া সময়কে দেখুন এবং চিনতে শিখুন।

  • Kubir Majhi | 203.96.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪১102942
  • এই যা- এবারও যান্ত্রিক গোলযোগে একটি মন্তব্য কয়েকশো বার পোস্ট হয়ে গেল। দু:খিত ও ক্ষমাপ্রার্থী।

  • r2h | 49.206.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৬102943
  • অসংখ্য পোস্টগুলি স্প্যাম হিসেবে কন্সিডার করে ডিলিট করা উচিত। একাধ্বার হতে পারে, এরকম অদ্ভুত জিনিস বারবার হলে ওরকম কম্পিউটার থেকে পোস্ট না করাই ভালো।

  • Kubir Majhi | 203.96.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০৩102950
  • এ বিষয়ে আপনার সাথে আমি পুরোপুরি একমত। এবং আপনাদের এডমিনকে সেই সাথে অনুরোধ করছি যেন একাধিকবার পোস্ট হওয়া একই মন্তব্যগুলোর ক্ষেত্রে শুধু একটি রেখে বাকি হুবহু একই মন্তব্যগুলো তিনি মুছে দেন। নিজেরই খুব খারাপ লাগছে দেখতে। এবং অসংখ্যবার অনুরোধ করেছি এই বিষয়ে আর তর্ক না জুড়তে। কারণ প্রসঙ্গে না থেকে আলোচনা ইতোমধ্যে অন্য নানা দিকে গড়িয়েছে যার কোন মানে নেই।

  • Kubir Majhi | 203.96.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১০102951
  • নিজের ভুল স্বীকার করতে গিয়েও একই ঘটনা ঘটলো। এডমিন যেন বাড়তি মন্তব্যগুলো মুছে দেন- এই আলোচনার শুরু থেকেই।

  • Kubir Majhi | 203.96.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৪102963
  • আর একটা বিষয় হলো নারী বা পুরুষ কারোরই চেহারা নিয়ে বাজে মন্তব্য করা বা খারাপ দেখতে হলে বিয়ের বাজারে দাম কমে এজাতীয় বাজে মন্তব্য করার কোন ইচ্ছা কুবির মাঝির ছিল না। কিন্ত এটাই বাস্তবতা। অতীতে মেয়েদের যখন চাকরি বা হাতে টাকা ছিল না, তখন বুড়ো-ধুরো বা  যে কারো সাথে তারা বিয়ে মেনে নিত। অনেকসময় হয়তো লুকিয়ে তরুণ বা সুদর্শন কারো সাথে প্রেম করে সেটার একটা ক্ষতিপূরণ নেয়া হতো। এখন মেয়েদের হাতেও চাকরি বা টাকা আসছে। তাই অনেক মেয়েই আজকাল বড় রোজগারের কাউকে বিয়ে না করে এমনকি বেকার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকেও টানছে। খুব তিক্ত হলেও খুব বাস্তব। যদিও এমন কথা লিখতেও নিজের কাছেই খারাপ লাগে।

  • Kubir Majhi | 203.96.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৬102970
  • নিতান্ত নির্বোধের মত পক্ষপাত অব্যাহত থেকেছে। হুলো-র অতি বাজে মন্তব্য রেখে দেয়া হয়েছে। কিন্ত কুবিরের প্রত্যুত্তর মুছে দেয়া হয়েছে। এভাবে ভোট বা তর্ক কিছুতেই জেতা যায় না। জয় বাংলা। গর্গ জয়যুক্ত হোক।
     

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

#ShyamaPrasadMukherjee, #spmukherjee, #chittoprasad, #hindumahasabha, #communalisminbengal, #Communalism, #BengalFamine, #WBelection2021, #bengalelection2021, #BJPinBengal
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন