এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আমার ধর্ম, বাংলাদেশের দুর্গাপুজো, এবং গরুর রচনা

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ অক্টোবর ২০২৩ | ৪৭৩৭ বার পঠিত | রেটিং ১ (১ জন)
  • (এক)

    কেন পুজোয় যাই?
    _____________

    অনেকে অবাক হন। আশ্চর্য হন। 

    কারণ, আমি তো আর ঠিক ধার্মিক নই। রক্ষণশীল নই। হিন্দুত্ববাদীর জামা তো অনেককাল আগেই চিরকালের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। সংস্কৃত মন্ত্র ভালো করে উচ্চারণ করতে পারিনা। বিজ্ঞানে আস্থা। সোশ্যালিজমের কথা বলি। প্রচুর মুসলমান, খৃষ্টান, ইহুদি, কালো, সাদা, বাদামি বন্ধু ও বান্ধবী। কুসংস্কার ঘৃণা করি। তাগা তাবিজ মাদুলি গ্রহরত্ন শনি মঙ্গলবার সেনকো জুয়েলার্স আর পিসিচন্দ্র আর হনুমান চালিশা হাস্যকর মনে করি। ব্রাহ্মণ হয়েও পৈতে পরিনা, আর "শূদ্র" বা "চণ্ডালের" বাড়ি গিয়ে তাদের রান্না ভাত তরকারি দিব্যি খাই। নারী স্বাধীনতায় একশো দশ ভাগ বিশ্বাস করি।

    তাহলে এই দুর্গাপুজো দুর্গাপুজো নিয়ে আমার এতো হা হুতাশ কেন?

    আসলে, আমার আমেরিকার ইমিগ্র্যান্ট জীবনে আমার দুর্গাপুজো আমার রবীন্দ্রনাথ সত্যজিৎ জীবনানন্দ বিভূতিভূষণের মতোই। বা, আমার বাঙালি চেহারা, নাম আর ভাষাটার মতোই। আমার পাঁচ ফুট পাঁচ, আমার দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস, বৃষ্টি পড়লেই বাইরে তাকিয়ে থাকা সব কাজ ফেলে, আর বন্ধু পেলেই সম্পূর্ণ আত্মবিস্মৃতি -- এই সব কিছুর মতোই। 

    আমার হিন্দুধর্ম হিন্দুত্ব-মৌলবাদ আর মুসলমান-বিদ্বেষে বিশ্বাস করেনা, কিন্তু নিজের আজন্ম আইডেন্টিটিতে খুব বিশ্বাস করে। আমি যখন দুর্গাপুজোয় যাই, আর বাংলাদেশিদের মন্দিরে গিয়ে ভক্তিমূলক গান শুনি, তখন নিজের বাঙালি, ভারতীয়, দক্ষিণ এশীয়, ওল্ড ওয়ার্ল্ড আইডেন্টিটিটাকে আর একবার নতুন করে  গায়ে মেখে আসি। দুর্গাপুজোর মন্দিরের ধূপের আর ধুনোর গন্ধ আর ঢাক আর আরতির আওয়াজ আমাকে আমার অনেক ভেতরকার সত্তাটাকে আর একবার নতুন করে জাগিয়ে তোলে। যে সত্তাটা এই ইমিগ্র্যান্ট জীবনের ভয়ংকর একাকীত্বে, সমাজবিহীনতায়, এবং মূলস্রোত মার্কিনি সমাজের ও বিশেষ করে মিডিয়া ও ক্ষমতাধর ব্যক্তিদের চরম অবজ্ঞা আর অবহেলায় প্রতিদিন একটু একটু করে মুছে, মিলিয়ে যেতে থাকে। আমি তাকে আবার ফিরিয়ে আনি। 

    তাকে বলি, "ও আমার সোল, আমি তোমার সঙ্গেই আছি। আর, তুমি আমার।"

    আমার দুর্গাপুজো, আমার রবীন্দ্রসঙ্গীত, আমার বাংলা ভাষা, আমার ভারতীয়-বাংলা গায়ের রং, আমার দেশ থেকে নিয়ে আসা পুরুষালি বদভ্যেসগুলো, আর আমার সমস্ত ফেলে আসা স্মৃতি -- সবই আমার আইডেন্টিটির এক একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। একটা যদি হয় আমার চোখ, তাহলে আর একটা আমার ঠোঁট। একটা যদি হয় আমার যৌনতা, তাহলে আর একটা আমার কবিতা আর গরিব মানুষের প্রতি তীব্র কম্প্যাশন। 

    এই সব কিছু মিলিয়েই আমি। গোটা আমিটা। 

    আমার দুর্গাপুজো, আমার হিন্দুধর্ম, আমার জীবনদর্শনের বেঁচে থাকার আর আমার জীবনকে ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রতিদিনের সঙ্গী। 

    ক্ষমতাধর, তুমি আমাকে কেড়ে নিতে পারো। আমার প্রাণ। কিন্তু আমার এই ভালোবাসাকে কখনো কেড়ে নিতে পারবে না। 
    _______________

    (দুই)

    বাংলাদেশের দুর্গাপুজো ২০২২

    দুহাজার বাইশ সালে বাংলাদেশে ৩২,১১৮টি দুর্গাপুজো হয়েছে। আমি কোনো ভায়োলেন্স বা মূর্তি ভাঙা অথবা কোনো অপ্রীতিকর ঘটনার কথা শুনিনি। এই নিয়ে কারুকে কোনো কথা বলতে শুনছিনা। অথচ, দুহাজার একুশে একটা দুটো খারাপ ঘটনা ঘটেছিলো, এবং হিন্দুত্ববাদী মাংকি ব্রিগেড সেই নিয়ে তুলকালাম কাণ্ড বাধিয়েছিলো। 

    তবে, দুহাজার তেইশে বাংলাদেশে দুর্গাপুজোয় বড় ধরনের গণ্ডগোল বাধানো হলে আশ্চর্য হবোনা। দুই দেশেই উগ্র সাম্প্রদায়িকরা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত আছে। এদিকে হিন্দুত্ব হনুমান বাহিনী। ওদিকে মোল্লাপন্থী ইসলামীরা। এদিকে বিজেপি। ওদিকে বিএনপি। কী আশ্চর্য মিল!

    এই মুহূর্তে বাংলাদেশে একটা সরকার আছে, তাদের হাজার ভাইসের (পাপের) মধ্যেও তারা সে দেশটাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। এবং ধর্মান্ধ ইসলামী শক্তি মাথা চাড়া দিতে পারছেনা তেমন করে। যদিও সুযোগের অপেক্ষায় আছে। ইলেকশন এলেই তাদের আবার কাজে লাগানো হবে। 

    যে দেশে ৮ পার্সেন্ট হিন্দু থাকে, সে দেশে তিরিশ হাজার দুর্গাপুজো হয়। এবং হৈহৈ করে হয়। কত ছবি বন্ধু ও বান্ধবীরা পাঠান ঢাকা থেকে, যশোর থেকে, সিলেট থেকে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব করছেন। এবং মুসলমান বন্ধুরাও দলে দলে অংশগ্রহণ করছেন। আনন্দের শরিক হচ্ছেন প্রতি বছরের মতোই।  

    কোথায় দাঙ্গা, কোথায় গণহত্যা, কোথায় গণধর্ষণ? দুহাজার বাইশে তিরিশ হাজার দুর্গাপুজোতে প্রায় একটাও অশুভ ঘটনা ঘটেনি। 

    সিলেটের হিন্দু বস্ত্র ব্যবসায়ী এই ২০২৩'এর গোড়ায় আমাকে বললেন তাঁর দোকানে চা অফার করে, "দাদা, ওসব ফালতু প্রচার। এই জায়গাটায় পুজোর সময়ে এসে একবার দেখে যাবেন। দাঁড়ানোর জায়গা পাবেন না, এতো ভীড়।"
     
    লক্ষ্য করে দেখবেন, আমরা কখনো ভালো জিনিসগুলো নিয়ে কথা বলিনা। মিডিয়াও বলেনা। কিন্তু একটা খারাপ কিছু ঘটলে মিডিয়া ও জনগণ লাফালাফি করতে শুরু করে দেয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও মানুষ দেখেনা। আর সোশ্যাল মিডিয়া তো গরু আর শুয়োরের খোঁয়াড়। 

    চেতনা ঘুমিয়ে পড়েছে। একেই আমি বলে আসছি "দ্য এরা অফ পোস্ট-রীজন" -- প্রশ্ন-উত্তর, বিচার-উত্তর যুগ। 

    হাসিনা সরকারকে অভিনন্দন জানাই। এই সম্প্রীতি বজায় রাখুন। মৌলবাদী, চরমপন্থী এবং সাম্প্রদায়িক হিন্দুবিদ্বেষী শক্তিগুলোকে নির্মম হাতে দমন করুন। 

    জানি আপনি অনেকটা ইন্দিরা গান্ধীর মতন। কিন্তু তাও আপনি ইন্দিরা গান্ধীর মতন। নাথুরাম সাভারকার গোলওয়ালকার মোদী নন। হামাস, আইসিসের ভাতিজি অথবা নানী নন। 

    _________________

    (তিন)

    গরুর রচনা 

    আমি বললাম, "বাংলাদেশে এবারে তিরিশ হাজার দুর্গাপুজো হয়েছে, এবং একটাও মূর্তিভাঙা বা মন্দির অপবিত্র করার ঘটনা ঘটেনি।"

    গরুর রচনা লেখেন যাঁরা, তাঁরা উত্তরে বললেন, "কিন্তু বাংলাদেশে কুমিল্লাতে গত বছর ..."

    আমি বললাম, "বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মাত্র আট পার্সেন্ট হওয়া সত্ত্বেও সেখানে তাঁরা যথেষ্ট শান্তিতে আছেন। কিছু কিছু গুণ্ডামি এবং ভায়োলেন্স ঘটে চলেছে এখানে ওখানে, কিন্তু সেখানে একটা সরকার আছে যারা সুবিচারের পক্ষে। ২০২২'এর দুর্গাপুজোই তার প্রমাণ।"

    গরুর রচনা -- "কিন্তু বাংলাদেশে আজ মাত্র আট পার্সেন্ট হিন্দু কেন?"

    আমি বললাম, "ইতিহাসের আলোচনা করা দরকার অবশ্যই। কিন্তু যখন একটা খুব বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়, এবং মাত্র আট পার্সেন্ট হওয়া সত্ত্বেও গ্রামে গঞ্জে, শহরে উপশহরে তাঁরা নির্বিঘ্নে তাঁদের উৎসব পালন করতে পারেন, তখন তা নিয়ে একটা দুটো পজিটিভ কথা বলা দরকার নয় কী?"

    গরুর রচনা -- "স্বাধীনতার পর থেকেই হিন্দু বিতাড়ন শুরু হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি। আমাদের শ্যামাপ্রসাদ, আমাদের সাভারকার, আমাদের অমুক, আমাদের তমুক। নোয়াখালী দাঙ্গা, তারপর ইয়ে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ... ওসামা বিন লাদেন ... কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপরে অত্যাচার।"

    আমি থামলাম। 

    আসলে, আমি এতদিন ভাবতাম গরুর রচনা হলো গরুর ওপরে লেখা রচনা। এখন দেখছি, গরুর রচনা মানে হলো গরুর বা গরুদের দ্বারা লিখিত রচনা।

    সুতরাং, এখানে আলোচনা নিষ্ফল। 

    মা আসছেন। সবাই ভালো থাকুন। 

    __________
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ অক্টোবর ২০২৩ | ৪৭৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ১২:২২524679
  • "সেটার সাথে আপনি একমত ? নাকি নয় ? "
     
    একদম একমত। বাংলাদেশ বা পাকিস্তানের  তুলনায় ভারতে মাইনরিটি অপ্রেশন কম, কিন্ত মেজরিটি অপ্রেশন সাংঘাতিক রকমের এবনরমাল লেভেলে। এটা ক্লিয়ার। 
  • Amit | 163.116.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ১২:২৭524680
  • তাহলেই দ্যাখেন আপনি নিজেই স্বীকার করলেন মেজরিটি  অপ্রেশন আছে ভারতে। 
     
    তাহলে বিজেপি ​​​​​​​যে ​​​​​​​বলে ​​​​​​​- " হিন্দু খতরেমে ​​​​​​​হ্যায় "  ​​​​​​​-সেটাতে আপনি নিজেও  ​​​​​​​সাবস্ক্রাইব ​​​​​​​করছেন ​​​​​​​তো ? 
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ১২:৩৩524681
  • না, না - ভারতে হিন্দু খতরেমে হ্যায় - এটা শুনেছি, কিন্ত ব্যাপারটা বুঝতাম না। কিন্তু তুমি ঐ যে লিখলে না --

    "... একটা সম্প্রদায় বছরে ৫% পপুলেশন এর বেশি বাড়ে কন্সট্যান্টলি ৭০-৭৫ বছর ধরে আর অন্য একটা ১% এর কম বাড়ে - সেখানে সিচুয়েশন কোনোভাবেই নরমাল নয় ... "

    এটা একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন ব্যাখা।
     
    এটা থেকে আমি বুঝতে পারলাম যে ভারতে হিন্দুরা কতটা বিপদে আছে, বাংলাদেশে তে তবু হিন্দুরা পজিটিভে আছে, ভারতে তো % হিসেবে নেগেটিভে চলে গেছে। কি যে হবে।

    থ্যাংকু, আমার চোখ খুলে দেবার জন্য। 
  • Amit | 163.116.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ১২:৩৭524683
  • না না-  লজ্জ্বা দেবেন না। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। এদ্দিন তো আমি উল্টো ভাবতুম যে শুধু বাংলাদেশ  বা  পাকিস্তানে মাইনরিটি রা অপ্রেস্ড হচ্ছে। আপনার যুক্তিজাল ঘেটে এদ্দিনে বুঝতে পারলাম নট অনলি দ্যাট , বরং ভারতে মেজরিটি ও ভয়ঙ্কর রকম অপ্রেস্ড হচ্ছে।
     
    অসংখ্য ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্যে। 
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ১২:৪৬524686
  • এ আবার কি কথা। তুমিই তো ডেফিনিশন দিলে ভাই - যে কখন সিচুয়েশন কোনোভাবেই নরম্যাল নয়। আবার একবার কোট করে দিই তোমার সে অমোঘ বক্তব্য -- 
     
    "... একটা সম্প্রদায় বছরে ৫% পপুলেশন এর বেশি বাড়ে কন্সট্যান্টলি ৭০-৭৫ বছর ধরে আর অন্য একটা ১% এর কম বাড়ে - সেখানে সিচুয়েশন কোনোভাবেই নরমাল নয় ... "
     
    ---
     
    অন আ সিরিয়াস নোট - এটা তক্কের খাতিরে লিখেছ, এরকম কোনো ব্যাখ্যা হয় নাকি। শুধু  % হিসেবটা তো ধরা উচিত নয়, যেটা দিয়ে আমি এই আলোচনা শুরু করি। আর ডেমোগ্রাফিক ডেটা তো অন্য অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। 
  • Amit | 163.116.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ১২:৫৩524688
  • সিরিয়াসলি আমি লিখছিলাম তো আগে। কিন্তু আর কি দরকার ? 

    যখন আপনি নিজেই বলে দিলেন ১৭ অক্টোবর ২০২৩ ১২:০১ এ যে বাংলাদেশে মাইনরিটি অপ্রেশন আছে-তাহলে আর খামোকা  তর্ক করার দরকারটা কি বাপু ? আমারও তো সেটাই বলার ছিল। সিম্পল। 
  • হিন্দুবীর | 64.62.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৩:২২524691
  • এইবার আমরা বাংলাদেশে গিয়ে মাইনরিটিদের রক্ষা করবো। নেতৃত্ব দেবে শুয়োরের বাচ্চা দীপচাড্ডি আর ল্যাংটা -ডিডি  
  • pm | 2a0b:f4c2::***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৪:১৩524695
  • ভারতে কে অপ্রেসড সে তো নূপুর শর্মা আর উদয়নিধির মন্তব্যের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।
  • কমি কুত্তা | 2409:4060:2e11:5d7b::cd4a:***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৭:১৭524700
  • তা যখন "দুহাজার একুশে একটা দুটো খারাপ ঘটনা ঘটেছিলো", তখন আপনি তা নিয়ে কটা লেখা লিখেছিলেন? তখন চুপ মেরে লুকিয়ে বসেছিলেন কেন? এখন যে এত গলা বেরিয়েছে?
     
    আর আমরাও নাহয় একটা দুটো মসজিদ ভেঙে দিয়েছি, তাতে কি হয়েছে? ওরকম একটা দুটো ঘটনা ঘটেই থাকে। তা নিয়ে অত ঘ্যানাচ্ছেন কেন?
  • দীপ | 2402:3a80:a15:93a3:0:65:58af:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ১৩:০০524776
  • পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা সারা পৃথিবীর সমস্যা নিয়ে খুব চিন্তিত। নিঃসন্দেহে ভালো কথা।
    তবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা উঠলে সেটা অন্যদেশের ব্যাপার হয়ে যায়!
    তসলিমা এই নিয়ে লেখালেখি করলে তসলিমার ব‌ই নিষিদ্ধ করা হয়, তসলিমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর হয়! 
    তখন অবশ্য মহাবিপ্লবীদের গলায় কোনো আওয়াজ বেরোয় না!
  • নীপা | 2602:fc24:13:e::***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ১৯:৫৬524797
  • এমন সেকুব্যাকুলতা ছাড়া ভাজপার রমরমা সম্ভব ছিল না।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7398:b7ad:7622:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ২০:৫৫524803
  • পুজোর সময় সিংহ অসুর মারতে ব্যস্ত। পুজোর পরেই আবার গরু বাছুর মারবে।
     
  • দীপ | 42.***.*** | ১৯ অক্টোবর ২০২৩ ২১:১২524806
  • বাঃ, বাংলাদেশের লেখিকার লেখা মুছে দেওয়া হয়েছে! চমৎকার! 
    চালিয়ে খেলুন, আপনাদের হবে!
  • ঝুটা | ***:*** | ২০ অক্টোবর ২০২৩ ০৫:৫১524825
  • হি হি, কমেন্ট গুলো পড়লাম। অমিত মালটা নিজের লজিকে গুলিয়ে গেছে, ওর লজিক দিয়ে ওকে চেপেছে, মালটা পুরো ন্যাজেগোবরে।
    এই মালটা সারাদিন ফোরামে ফোরামে ঘুরে শুধু বাত্তেলাবাজি - মোল্লারা খুব দুষ্টু নোক, বাকিরা সব ইয়ুদি, হিন্দু, খিশ্চান এরা সব খুব ভালো নোক। ক পয়সা দেয়? এত পয়সা নিয়ে কি কোরবি রে?
  • দীপ | 2402:3a80:196b:eb70:678:5634:1232:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৪:৪৮524849
  • ২০২১ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলায় নিহতঃ- 
     
    প্রান্ত দাস - নোয়াখালী
    মানিক সাহা- চাঁদপুর 
    যতন সাহা- নোয়াখালী
    দিলীপ দাস নিতন- কুমিল্লা
  • দীপ | 2402:3a80:196b:eb70:678:5634:1232:***:*** | ২০ অক্টোবর ২০২৩ ১৪:৫২524850
  • যদিও পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীদের গলায় এনিয়ে একটা কথাও শোনা যাবেনা! কেউ আবার মনুসংহিতা নিয়ে নাচতে থাকবে, কেউ আবার বঙ্কিমের পিণ্ডি চটকাবে! 
    কে আবার চাপাতির কোপ খেতে চায়! 
    তাই বঙ্কিমের পিণ্ডি চটকে বিপ্লব হবে! 
    বিদ্যাসাগরের শ্রাদ্ধ হবে! 
  • দীপ | 2402:3a80:1968:fec:578:5634:1232:***:*** | ২১ অক্টোবর ২০২৩ ২৩:১৯524955
  • অসামান্য ধর্মনিরপেক্ষ চিন্তা!
    অবশ্য পশ্চিমবঙ্গের কিছু মহাবিপ্লবীও এসব গল্প লিখে বেড়ায়!
  • দীপ | 42.***.*** | ২১ অক্টোবর ২০২৩ ২৩:২৩524957
  • এবার দুর্গা কর্ণাটকি ব্রাহ্মণ!
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::ae:***:*** | ২২ অক্টোবর ২০২৩ ০৯:৪২524982
  • পাত্থ'র সাম্প্রতিকতম ফেবু রান্ট :

    "বারোয়ারি দুর্গাপুজোর নামে এই কোটি কোটি টাকার অপচয় বন্ধ হোক। বন্ধ হোক এই অবিশ্বাস্য কার্বন নির্গমন ও ফুটপ্রিন্টিং। এ পুজো নয়। ধর্ম নয়। হুজুগ।"
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::165:***:*** | ২২ অক্টোবর ২০২৩ ০৯:৫৬524983
  • আবারো পাত্থ উবাচ, তা এই ধারণা কে করে দিয়ো গেলো বাওয়া? বিজেপি /আরএসএস তো হালের আমদানি :

    "ইসলাম সম্পর্কে এবং মুসলমানদের সম্পর্কে মানুষের মনে এমন একটা ভ্রান্ত এবং দুর্বোধ্য ধারণা সৃষ্টি করা হয়েছে যে এই ধর্মান্ধ বিজেপি-আরএসএস ফ্যাসিস্টদের খুব সুবিধে হয়ে গেছে সেটাকে আরো বেশি করে কাজে লাগাতে। বাস্তব, জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ধর্মের দিকে ঘুরিয়ে দিতে। কিন্তু হিন্দুধর্ম সম্পর্কেও এদের ধারণা ভাসাভাসা। আমার দীর্ঘ আরএসএস জীবনে আমি কোনোদিনও এদের হিন্দুধর্ম নিয়ে কোনো সিরিয়াস চর্চা করতে দেখিনি। এদের ধর্ম কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যে। আর কিছুই নয়। ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে মিথ্যা ও অর্ধসত্য ভাইরাসের মতো ছড়িয়ে দেওয়ার জন্যে একদিকে যেমন ভারতের উচ্চবর্ণের হিন্দু সমাজ দায়ী, তেমনই দায়ী মিডিয়া ও বিনোদন জগৎ। মুসলমানরাও নিজেদের কাজ ঠিকমতো করেনি। দ্বীপের মতো থেকেছে। এই নিয়ে আমি অনেক লিখেছি। বই, প্রবন্ধ, ইউটিউব আলোচনা। ঠিক যেমন এখানে আমেরিকায় বাঙালি ও ভারতীয়রা কৃষ্ণাঙ্গদের সম্পর্কে সবসময়ে বিকৃত ধারণা নিয়েই চলে, কিন্তু তাদের একজনও ব্ল্যাক বন্ধু বা বান্ধবী নেই, তাদের জীবনযাত্রা সম্পর্কে কোনো ঘনিষ্ঠ ধারণাই তাদের নেই, ঠিক তেমনই মুসলমানদের সম্পর্কে সাধারণ ভারতীয় হিন্দুদের আদৌ কোনো আইডিয়া নেই। পুরোটাই প্রোপাগাণ্ডা এবং উদ্দেশ্যমূলক প্রোপাগাণ্ডা। অথচ, যদি ধরে ধরে এক একজন করে কথা বলা যায়, তাহলে সে বিকৃত ধারণা সম্পূর্ণ দূর করা সম্ভব। কিন্তু আমেরিকা ও ব্রিটেন দীর্ঘকাল ধরে ব্যক্তিকেন্দ্রিকতার, সমাজবিমুখতার পশ্চিমী রক্তবীজ বপন করে দিয়ে গেছে। সমাজ ভেঙে চুরমার হয়ে গেছে। যেখানে সমাজই আর নেই, এবং মিডিয়া সমাজের জায়গা দখল করে নিয়েছে সম্পূর্ণভাবে, সেখানে চণ্ডীমণ্ডপ বা বাড়ির দালানে বসে ধরে ধরে আলোচনা আর কীভাবে হবে? যেখানে অর্থনৈতিক সমস্যা এতো তীব্র যে মানুষের আর আলাপ আলোচনা করার সময়ই অবশিষ্ট নেই, কেড়ে নেওয়া হয়েছে তার জীবন থেকে, সেখানে এসব আলোচনা কেই বা করবে? সুতরাং, রক্তবীজের ফসল যা হবার, তাই হয়েছে।"
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::30d:***:*** | ২২ অক্টোবর ২০২৩ ১০:১৫524984
  • বিলাপ, বিলাপ আরো বিলাপ, পাত্থ এই করে যায় ফেবুতে :
     
    "মানুষকে এমনভাবে মিডিয়া ঘুম পাড়িয়ে দিয়েছে যে ইডিয়েটরা তো বটেই, শিক্ষিত, বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষও ফান, পুজো, লারেলাপ্পা গান আর ফালতু সিনেমায় আসক্ত। ছেলেরা দামী দামী জামাকাপড় কুর্তা চাপকান কিনছে, দিবারাত্র খাচ্ছে, মদ খাচ্ছে, আর মেয়েরা শাড়ি গয়না লেহেঙ্গা লিপস্টিক লাগাচ্ছে। আর ফেসবুক ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছে। ক্রিকেট বিশ্বকাপ জীবনের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। এশিয়ান গেমসের মতো একটা সাবস্ট্যাণ্ডার্ড খেলা, যার কোনো ওয়ার্ল্ড ৱ্যাঙকিং নেই। একটা দেশ ভয়াবহ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। সিকিম জলপাইগুড়ি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা। হিমাচল উত্তরাখণ্ডে হিন্দুদের তীর্থস্থানগুলোই ধ্বসে ডুবে যাচ্ছে। মাথা খারাপ হয়ে যাওয়া মুদ্রাস্ফীতি আর তেল গ্যাস হাসপাতাল স্কুলের কলেজের খরচের কথা তো ছেড়েই দিলাম। তার ওপর একটা চরম ভায়োলেন্ট আর দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী মেগালোম্যানিয়াক নেতা। কিন্তু মানুষ সব ভুলে থাকতে চায়। ফালতু জ্যোতিষচর্চা আর গ্রহরত্ন ধারণ করে বসে আছে আদিম যুগের মতো। বিজ্ঞান বোঝেনা। কোনো অপ্রিয় কথা শুনতে চায়না। নিজের ঘরের চারদিক থেকে আগুন এগিয়ে আসছে গ্রাস করলো বলে। কিন্তু মানুষ খড়ের ঘরের মধ্যে বসে ভাবছে তার কিছু হবেনা। যতক্ষণ আমার নিজের সর্বনাশ না হচ্ছে, আমি চোখ খুলে তাকাবোনা। তারপর যখন নিজের খড়ের ঘর পুড়বে, তখন আর বাঁচানোর কেউ থাকবেনা। মিডিয়া তখন সেই খবরটা দেখিয়ে আরো মুনাফা করবে।"
  • জল | 65.49.***.*** | ২২ অক্টোবর ২০২৩ ১০:৪৩524985
  • মনে হচ্ছে পাত্থোবাউর বাড়ির সামনে জল এখনো নামেনি। ও পাত্থোবাউ, কটা বালতি কিনতে পারেন তো! বালতি করে জল ঝপাঝপ ব্রুকলিন থেকে কুইন্সে ফেলে দেবেন নাহয় 
  • pm | 146.19.***.*** | ২৩ অক্টোবর ২০২৩ ০০:০২525024
  • আগে শুনতুম ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।
    এখন দেখছি পিপল লাইক পাথ্‌থো প্রাউডলি শোঅফ দেয়ার ল্যাঞ্জা।
  • -ডিডি  | 77.***.*** | ২৩ অক্টোবর ২০২৩ ০৯:২৪525045
  • তিনটে পোস্ট গায়েব। একটাতে বাংলাদেশের ২০২৩সে দূর্গা প্রতিমা ভাঙার স্থান কাল সহ বিবরণ ছিল, দ্বিতীয়টাতে একটাও খিস্তি না দিয়ে পার্থ কোন NY তে কোন দূর্গা পুজোয় যায় এবং সেখান থেকে এসে কি মিথ্যে বলে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে তাই বলা ছিল।

    আরেকটা পোস্টে অবশ্যি সামান্য খিস্তি ছিল, কারন পার্থ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ক্রমাগত ভুল তথ্য ছড়াচ্ছিল।

    প্রশ্ন হল এই পোষ্ট গুলো মুছছে কে? পার্থ নিজে না গুরুচন্ডালি ওয়েবসাইট নিজে। পোস্টগুলোর যে কথা গুলো লেখা আছে সেগুলোকে মনে হয় তথ্য় দিয়ে কাউন্টার করার কোন উপায় নেই। এরাই আবার নিজেদের লিবারাল বলে দাবী করে না ? তা আপানাদের সিই লিবারেলিজম কি বিরোধী স্বর কে মোছার কথা বলে কমরেডস? 
  • দীপ | 2402:3a80:1cd5:2971:678:5634:1232:***:*** | ২৩ অক্টোবর ২০২৩ ১৩:১৬525057
  • ২০২১ সালে বাংলাদেশের এক মন্দিরের ছবি!
    কোথাও কিছু হয়নি! 
    সব মিথ্যা কথা!
  • badal | 2402:8b70:3cd1:2871:182:5573:7861:***:*** | ২৩ অক্টোবর ২০২৩ ১৩:২০525058
  • badal | 2402:8b70:3cd1:2871:182:5573:7861:***:*** | ২৩ অক্টোবর ২০২৩ ১৩:২২525059
  • Bangladeshi Muslim YouTuber solved oldest Durga Puja riddle. He’s a star with 1.63m subscribers

    https://theprint.in/ground-reports/bangladeshi-muslim-youtuber-solved-oldest-durga-puja-riddle-hes-a-star-with-1-63m-subscribers/1813377/

    Dhaka: It took a Muslim YouTuber from Dhaka to settle the oldest debate on Durga Puja’s origin story. The irony is not lost on Salahuddin Sumon. With 1.63 million subscribers, he’s Bangladesh’s most-watched chronicler of the country’s lore.

    Untangling the Durga Puja mystery was a quest that fed his fascination for Bangladesh’s Hindu religious history — despite the initial missteps and death threats. And every year, like clockwork, Bengali Hindus on both sides of the border resurrect this debate during the festive season.

    Sumon has concluded that the first Durga Puja probably took place in Satya Yuga, the first of the four ages in the Hindu yuga cycle, at Medosh Munir Ashram, a Hindu temple that rests on top of a hill in Bangladesh’s Boalkhali upazila.

    “No one has come forward to prove me wrong,” he says, nursing a fresh lime soda at the busy Coffee Buzz cafe in Dhaka.

    His nearly 45-minute-long video published on 12 October 2021 has received over 4,71,533 views. And many of his viewers are Bengali-speaking Indians who have a fascination for Bangladesh.

    “In fact, Bengali Hindu viewers thank me every year in the comments section for taking them to the origin story of their biggest festival. They want to know more about the country’s history, heritage, and culture,” he says, choosing to ignore fundamentalist haters.

    The former journalist has published at least 20 videos on temples and many more on Hindu heritage sites in Bangladesh. He has documented the Puthia Temple Complex in Rajshahi district, travelled to Orakandi in Gopalganj district to meet the Matua community that has formed a separate sect, and shot the forgotten havelis of erstwhile Hindu zamindars at Kolakopa village, an hour away from Dhaka.

    He’s even travelled to Assam, Arunachal Pradesh, Nagaland, Tamil Nadu, and Kolkata—documenting the states, their places of worship, cuisine, and local culture. In Tamil Nadu, he took his viewers to the Meenakshi Amman Temple in Madurai and the architecture of Mahabalipuram, while in Kolkata, he celebrated Eid.

    The comments sections under his videos on Hindu religious history or heritage are telling. There’s a barrage of abuses and accusations that he’s moving away from Islam.

    “I am not. I am a practising Muslim. But I am also fascinated by the Hindu history of Bangladesh,” he says.
  • badal | 2402:8b70:3cd1:2871:182:5573:7861:***:*** | ২৩ অক্টোবর ২০২৩ ১৩:২৪525060
  • Bangladesh fashion retailers register healthy Durga Puja sales
    by Apparel Resources, News-Desk, 21-October-2023

    https://apparelresources.com/business-news/retail/bangladesh-fashion-retailers-register-healthy-durga-puja-sales/

    Shopping centres, fashion houses, and fashion retail outlets in Dhaka were elated during the start of Durga Puja, the largest annual festival for the Hindu community, as sales surpassed expectations.

    This is as per reports, which underlined traders attributed this increase to the fact that people were unable to travel to Kolkata for shopping purposes due to visa issues this season.

    Traditionally, during festive seasons like Durga Puja, fashion brands, apparel retailers along with consumer electronics retailers introduce new collections and offer various discounts to attract customers and this time around it wasn’t any different.

    According to Khalid Mahmood Khan, one of the co-founders of the fashion retailer Kay Kraft, there has been an increase in the number of shoppers this season compared to the previous one.

    Despite high inflation, Khan stated that they were quite satisfied with the sales, as they were better than last year.

    They offered discounts on several products, which received a positive response from buyers.

    Soumik Das, the manager of Rang Bangladesh, a fashion house, shared the same view and mentioned that sales were good compared to the previous season.

    Das expects sales to grow by over 10 percent this year in comparison to last year even as he attributed the increase in sales to the fact that many people were unable to shop in Kolkata due to visa issues.
  • badal | 2402:8b70:3cd1:2871:182:5573:7861:***:*** | ২৩ অক্টোবর ২০২৩ ১৩:২৮525062
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন