কিন্তু নেশন মানেই তার একটি আদার লাগে। তাৎক্ষণিক ডাইভারসনের প্রশ্ন কি শুধু?
বাংলাদেশের গুরুর ইউজারদের জন্য এই প্রশ্ন গুলো ছিল: সরাসরি উত্তর চাইনা, বই বা পেপারের রেফারেন্স যথেষ্ট । দেশের বাইরে সকলে সেইফ থাকলে তবে ই জানাবেন।
১. বাংলাদেশের বড় মেডিয়া গুলির পোলিটিকাল , অর্থনৈতিক, সোশাল বায়াস ক্যাটেগোরি কিরকম ভাবে করা হয়
২. কমিউনিটি পুলিশ তো এবার খুব ভালো কাজ করলো বলেই মনে হয় , এটা কি বরাবর ছিল না কাফের ঘটনার পর বেটার হয়েছে? সাধারণ বা গরীব বা মার্জিনালাইজড মানুষ থানা পুলিশে ভরসা পায় না সিকিউরিটি র জন্য রাজনৈতিক গুন্ডাদের উপর নির্ভরশীল আমাদের মতো। নাকি রাজনৈতিক হস্তক্ষেপ ই মূল সমস্যা।
৩. পুলিশ ফোর্সের মধ্যে রাডিকালাইজেশন আছে নাকি জেনেরালি মেজরেটেরিয়ান , আমাদের এখানে র মতো প্রাতিষ্ঠানিক ভাবেই মহিলা আর গরীব বিরোধী কি পুলিশ? আভ্যন্তরীন সমস্যা য় কথায় কথায় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কাজে লাগানো হয়? সরকারি কর্মচারীদের রাডিকালাইজেশন আছে না শুধু ই মেজরেটারিয়ানিজম ?
৪। ডেটা ভিত্তিক নিউজের কি অবস্থা , আছে না বেড়েছে না কমেছে ? নাকি নতুন ও বাড়ছে?
৫. এই যে খবর বেরিয়েছে , ৩৪ হাজার পুজোয হয়েছে। ৭০ টা মত জায়গায় সমস্যা হয়েছে পূজা মন্ডপে , আর কিছু দোকান ব্যবসা র ক্ষতি হয়েছে এটা কি রিলায়েবল নাম্বার ?
৬. ওখানে কি কমিউনালিজম এর কোনো রিজিওনাল ডিস্ট্রিবিউশন আছে? নাকি সেরকম ডেটা নাই ? বড় শহর ছোট শহর ভাগ আছে?
৭. সত্যি সত্যিই কি প্রবাসীদের রেমিট্যান্স মানি টাই সাম্প্রদায়িক শক্তির মূল ফান্ডিং নাকি সেটা আক্রস বোর্ড সব রাজনৈতিক দলের ই বড়ো ফান্ডিং
৮. ৭১ পরবর্তী কমিউনালিজম নিয়ে পড়াশোনা করতে গেলে থিয়োরি আর পরিসংখ্যানে র জন্য কোন আকাদেমি ক বা ই বা লেখা পড়া উচিত
৯. শহুরে সেকুলারিস্ট রা কি বামপন্থীদের সঙ্গে অর্থনৈতিক বা অন্য প্রশাসনিক বিষয়ে কমন ল্যাটফর্মে আসে না কি দুটো সম্পূর্ন আলাদা বিষয়। ?
আগাম ধন্যবাদ।
ইগনোর করলেও চলবে। সেইফ না বোধ করলে উত্তর দেবেননা, সরাসরি উত্তর চাইনা , বা ই বা পেপারের রেফারেন্স যথেষ্ট যদিও দেখাই যাচ্ছে প্রশ্নগুলো বোকবৈকা উত্তর ও খুব গোপন কিছু হবার অবকাশ নেই।