এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপর বাংলা

  • পাকি সব করে রব রাত্রি ঘনাইল* 

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ২৮ ডিসেম্বর ২০২৫ | ৫৩ বার পঠিত
  • বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা নাটকীয়তার পর অবশেষে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গড়েছে। দৃশ্যতঃ এ দলটিকে ঘিরে দেশের তরুণ ভোটারদের মধ্যে যে আশার সঞ্চয় হয়েছিল, তা মাঠে মারা গিয়েছে। আর বিস্তর সমালোচনার মুখে পড়েছে এনসিপি। 

    ক্রমেই স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে কাউন্টার প্রক্সি ওয়্যারে। আগামী ১৫ ফেব্রুয়ারি হতে যাওয়া বহুল কাঙ্খিত জাতীয় নির্বাচন ঘিরে এসব বিভাজনগুলোকে ভবিষ্যত গণতন্ত্রের স্বার্থে চিহ্নিত করা জরুরি। 



    কিছুদিন আগেই অবশ্য জামায়াত নিজেই বিএনপির সঙ্গে পুরনো সখ্য আবারো গড়ে তুলে নির্বাচনি জোট করতে চেয়েছিল। সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খোদ লন্ডনে গিয়ে সাক্ষাতও করেছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। তবে তার উদ্যোগ ফলপ্রসূ হয়নি। 

    কেননা, জামায়াতের সঙ্গে সরকারে ও বিরোধী দলে জোট গড়ে গত অন্তত ২০ বছর ধরে বিএনপি ভুলের মাশুল গুনেছে। পর পর কয়েকটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি। আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে গড়ে ওঠা শাহবাগ গণজাগরণ মঞ্চ, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং সবশেষ জুলাই গণঅভ্যুথ্থানে তরুণ সমাজ জানিয়ে দিয়েছে, তাদের রায় ১৯৭১ এর পক্ষে, জামায়াতের যুদ্ধাপরাধ এদেশের মানুষ এখনো ভুলে যায়নি। ১৯৭১ এর ঘাতক জামায়াত-শিবিরকে এদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। 

    এ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে ছুপা রুস্তম জামায়াত ও অপরাপর ইসলামী দলগুলো অংশ নিয়ে প্রক্সি ওয়্যারে নেতৃত্ব বেহাত হওয়ার পর বিএনপির সঙ্গে তারা বিরোধে জড়িয়েছে প্রকাশ্যে। এ দিক থেকে ভবিষ্যত সরকার গঠনের জন্য ‌'একলা চলো নীতিতে' প্রচুর জনসমর্থন নিয়ে লাভবান হতে যাচ্ছে বিএনপি। 

     


    অন্যদিকে, কিছুদিন আগে দেশজুড়ে এনসিপি নির্বাচনী প্রচারণায় পদযাত্রা কর্মসূচিতে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও তারা বুঝে গেছে দেড়বছরে সারাদেশে এখনো সংগঠনটি গড়েই উঠতে পারেনি। উপরন্তু রাজনৈতিক পরিপক্কতার অভাবে দলের নেতারা চাঁদাবাজী, দখলদারি, যৌন কেলেঙ্কারি, দলীয় কোন্দল ও বিস্তর বেফাঁস কথাবার্তায় নিজের অবস্থানকে হেয় করেছেন। 

    সবশেষ, বিএনপির সঙ্গে জোট করতে ব্যর্থ হয়ে 'কিংস পার্টি' হিসেবে সমালোচিত এনসিপি বাধ্য হয়ে নির্বাচনী জোট গড়েছে জামায়াতের সঙ্গে। জামায়াত আবার আগে থেকেই অপরাপর ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গড়ার কথা জানিয়েছিল। 

    ১৯৭১ এর প্রশ্নে বিভিন্ন সময় এনসিপির নেতাদের বেফাঁস কথাবার্তায় আগে থেকে তারা 'জামায়াতের বি-টিম' হিসেবে সমালোচিত ছিল। এখন সরাসরি সেই জামায়াতের  সাথেই জোট গড়ায় তারা পড়েছে তোপের মুখে। 

    অন্তত ৩০ জন শীর্ষ নেতা খোলা চিঠি দিয়ে এ নির্বাচনি জোটের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা স্পষ্ট জানিয়েছন। তারা জানিয়েছেন, যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গে জোট গড়ায় এনসিপির আদর্শ ও গঠনতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে। 

    এনসিপির ফেসবুক সেলিব্রেটি নেত্রী নীল ইসরাফিল দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে যৌন হয়রানীর অডিও রেকর্ড ফাঁস করে আগেই দল ছেড়েছেন। 

    এখন জামায়াত জোটে এনসিপি নাম লেখানোয় দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আরেক ফেসবুক সেলিব্রেটি তাসনিম জারা। 

    এরপরই আরেক শীর্ষ নেত্রী, এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ফেসবুক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন। 

    তাজনূভা জাবীন ফেসবুকে লিখেছেন, 'ভেবেছিলাম, জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আমি পদত্যাগ দেবো। শেষ আশাই ছিলাম। কিন্তু গতকাল সবাই নিশ্চিত করেছে এই জোটে সীল পরেছে। আর আবারও বলি, আমার পদত্যাগের কারণ যতটা না জোট তার চেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে। অবিশ্বাস, অনাস্থা মূল কারণ।'

    'দল অনেক বড় হয়ে স্টাবলিশ করতে পারলে অনেক কিছু বিবেচনা করে ছাড় দেয়া যেত কিন্তু গঠনের শুরুটাই নাকি আগে সংসদে যেতে হবে, তারপর ওই যে কজন এমপি বের হবে তাদেরকে কেন্দ্র করে নাকি সংগঠন বড় হবে। কিয়েক্টাবস্থা।'


    নানা বিশ্লেষণে আগেই বলা হয়েছে,  জুলাই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়ে তার প্রাচীন দল আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন। বিভিন্ন দেশে প্রাণ রক্ষায় ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশত্যাগ আগেও হয়েছে। কিন্তু অধিকাংশ মন্ত্রীবর্গের সদস্য, শীর্ষ নেতা তো বটেই, এমনকি তৃণমূল পর্যায়ে মাঝারি সারির নেতাদের স্বদলবলে দেশ ছেড়ে পলায়নের ঘটনা ইতিহাসে সত্যিই নজীরবিহীন। 

    উপরন্ত আওয়ামী লীগের 'হেলমেট বাহিনী'  খ্যাত ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী মুহাম্মদ ইউনূসের সরকার। আর সন্ত্রাসী দল আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 

    এ অবস্থায় গ্রেপ্তার ও হামলা এড়াতে তৃণমূল নেতাদের অনেকেই যোগ দিচ্ছেন বিএনপি ও জামায়াতে। দু-একটি ঝটিকা মিছিল, বিচ্ছিন্ন বোমাবাজী ও চোরাগোপ্তা হামলা ছাড়া দৃশ্যত মাঠ পর্যায়ে নেই আওয়ামী লীগ। তাদের কার্যক্রম ফেসবুকে ও এআই নির্ভর হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটাররা শেষ পর্যন্ত আস্থায় নিয়ে বিএনপিকে বেছে নেন, না বিএনপিকে ঠেকাতে নেতিবাচক ভোট দেন জামায়াত-এনসিপির বাক্সে, সেটিই এখন দেখার বিষয়। 

    এদিকে, খবরে প্রকাশ, জামায়াত সংসদের ৩০০ আসনের মধ্যে ৩০টি আসন রেখেছে এনসিপির জন্য। অর্থাৎ এই ৩০টি আসনে জামায়াত কোনো নির্বাচনি প্রার্থী দেবে না, সে সব আসনে প্রার্থী দেবে এনসিপি, জামায়াত তাদের সমর্থন করবে। 

    তবে লক্ষ্যনীয়, ইতিহাস বলছে, ১৯৯১ সালে নির্বাচনে জামায়াত সর্বোচ্চ ১৮টি আসন (এবং সংরক্ষিত মহিলা আসনে ২টি) লাভ করে। এছাড়া ১৯৯৬ সালে তারা তিনটি, ২০০১ সালে ১৮টি আসন (বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের অংশ হিসেবে) এবং ২০০৮ সালে দুটি মাত্র আসন লাভ করে। ফ্যাসিস্ট হাসিনার আমলে এর পরের নির্বাচনগুলো জাতীয় পার্টি ছাড়া বাকী সব দল বর্জন করে। 

    এ পর্যায়ে যে মূল দল জামায়াত সংসদে নিজেরাই ১৮টির বেশি আসন পায়নি, তাদের আবার শরীক দল এনসিপির জন্য ৩০ আসনে ছাড় দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 
    __
     
    [* 'পাকি (পাকিস্তানপন্থি) সব করে রব রাত্রি ঘনাইল/নথ খসাইয়া এনসিপি জামায়াতে ফিরিল'-- এই প্যারোডি থেকে শিরোনামটি নেওয়া হয়েছে। ]

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • অপর বাংলা | ২৮ ডিসেম্বর ২০২৫ | ৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:47e:d0c7:f5d1:***:*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০২:০৫737360
  • ভাল লেখা। 
     
    'সবশেষ জুলাই গণঅভ্যুথ্থানে তরুণ সমাজ জানিয়ে দিয়েছে, তাদের রায় ১৯৭১ এর পক্ষে' 
     
    - এটা কিভাবে জানা গেল ? জুলাই আন্দোলনের সময় তো ' আমি কে , তুমি কে , রাজাকার, রাজাকার ' এমন শ্লোগান শোনা যেত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন