লিখবো লিখবো করে আর লেখা হয় নানিরবে সময় বয়ে যায়তুমি একদিন আকাশ হতে চেয়েছিলেআমি বলেছিলাম তুমি আকাশ হলেআমি তোমাকে নিয়ে কবিতা লিখবোমনের সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবো শুধু তোমার কাছেতুমি আকাশ হয়েছো, তবে আমার না অন্য কারোআমি আজও কবিতা লিখিতবে সেগুলি তোমাকে নিয়ে নাবস্তির শিশু, রাস্তার ফকির এরাই আমার কবিতার নায়কঘুমন্ত বাচ্চা রেখে রাতের অন্ধকারে যে মা দেহ বিক্রি করেযে বাবা সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত দেহে ঘরে ফিরেওদের সুখ দূঃখ কষ্ট আমি ভাগাভাগি করে নেইওরাই আমার প্রিয়জনতুমি কি কখনও ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি দেখেছোপেটপুরে খাওয়ালে একজন ক্ষুধার্ত মানুষকেদেখতে কেমন লাগে জেনেছো কোনদিনতুমি এসব কেমন করে জানবেথাকো দশতলায়,এসি রুম,সব সময় গাড়িতে ... ...
আত্মার আত্মীয়রা আস্তে আস্তে দূরে সরে যায়বন্ধু বান্ধবরা সবাই ব্যস্তদিনদিনই দূরত্ব বাড়তে থাকেরাজনীতি ফেইসবুক এসব নিয়েই পরে থাকিকে কার খবর রাখেমাঝেমধ্যে হঠাৎ খবর পাই অমুক আর নেইরেকিছুক্ষণ এর জন্য থমকে দাড়াইফিরে যাই অতীতেআবার আগের মতই চায়ের কাপে চুমুকসিগারেটের ধোয়া উড়াইসবকিছু ভুলে ঝাপিয়ে পড়ি জীবন যুদ্ধেসবার সাথে দূরত্ব বাড়তে থাকেএকসময় একদম একা হয়ে যাইওরা ভান করে খুব সুখে আছেঅথচ সারারাত বিছানায় গড়াগড়ি ঘুম নেই চোঁখেপ্রায়ই হাসপাতালে দৌড়াদৌড়িকারো সাথেই যোগাযোগ নেইবেঁচে আছে বেঁচে থাকার জন্য, কে কার খবর রাখেএকটাই অজুহাত, খুব ব্যস্তরে, কাজের চাপে একদম সময় পাই নাহ্যা, আমরাও বুঝি, একদিন এই ব্যস্ততার মাঝেইহুট করে আমাদের ছেড়ে চলে যাবিরেখে যাবি আমাদের জন্য ... ...
দলের বড় বড় নেতারা কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যস্তমাঝেমধ্যে নির্বাচনী চিৎকারদেশ শান্ত, সব চুপচাপ।চাঁদাবাজি করতে গিয়ে পাথর ছুঁড়ে মানুষ খুনওটা কিছুনা, বখরা নিয়ে গোলমালদেশ শান্ত, সব চুপচাপ।ধর্ষিতা বিচার চেয়েছিলোএখন সে ঘরছাড়া, নিখোঁজদেশ শান্ত, সব চুপচাপ।কোন এক নেতার দুই পা এর রগ কেটে দিয়েছেঅসহায় পরিবারের লোকেরাদেশ শান্ত, সব চুপচাপ।তোমরা ঘুমিয়ে পড়ঘুম থেকে জেগে দেখবেওরা তোমাদের দিয়ে গেছে স্বপ্নের এক খালি বাকসো। ❤️ যদি কোনো শ্রাবণ মেঘের দিনেআমাকে তোমার মনে পড়েএক কাপ চা, একটা কবিতার বই নিয়েজানালার পাশে বসোহয়তো আমি আসবো নাতবে আমার স্মৃতিরা আসবেতোমাকে নিয়ে যাবে অতীতেআসবে তোমার চোখে জলচোখের জলটা মুছে ফেলো নাগাল বেয়ে গড়িয়ে নামতে দিওপড়তে দিও তোমার কোলেএমনি করেই আমি থাকবোতোমার চোখের জল ... ...
এই জীবনডারে লইয়া কি যে করিকিছুই বুঝিনাখালি ক্ষুধা আর ক্ষুধাদেহো কোনহানে, দুইডা ভাত জোটে কি না,খালি পেটে কেডা আর ভালবাসে রে ভাই!পেট ভরলেই ত মাথা ঠাণ্ডা,না হইলে ঘুমও আসে না, মনও থাহে খারাপসব ফালাইয়া দে, ঘুম দে একচোট,ভালবাসার খেতা পুড়িহেয় তো গ্যাছে অনেক রাত হইছেএহনওতো ফিরলো নামনে লয় খাওনের মত কিছু পায় নাই।এভাবেই গরীবের দিন যায়, মাস যায়, বছর যায়ওরা অপেক্ষায় থাকে একদিন খাবার মিলবে।আর এক দল অপেক্ষায় আছে নির্বাচনের…...নির্বাচনে জিতলে তারা নেতা হবেতাদের গাড়ি হবে, বাড়ি হবে, অঢেল টাকার মালিক হবেতাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাবেগরীবরা আরো গরীব হবেতারা আবার অপেক্ষা করবে কবে নির্বাচন হবেদেশের নেতা পাল্টাবেতারা দুইমুঠো ভাত খেতে ... ...
তোর বেঁচে থাকা জরুরীকি লাভ রাজনৈতিক ঝামেলায় জড়িয়েতোর সংসারে বৃদ্ধ বাবা মাবৌ ছেলে মেয়েআজও তুই ছেলের মুখে বাবা ডাক শুনতে পাসনিতোর বেঁচে থাকা জরুরীছোট বোনটার এখনও বিয়ে হয়নিছোট ভাইটা এখনও ইন্টার পাশ করেনিবাবার চোঁখ এর ছানিটা কাটানো দরকারতোর বেঁচে থাকা জরুরীতুই রাজনীতি করে গদি পালটে দিবি?তোর মত মানুষের দুই একটা জীবন দিয়ে গদি পাল্টানো যায়নাগদি পাল্টাতে ২৪ এর মত জুলাই আন্দোলন দরকারমোট কথা তোর বেঁচে থাকা জরুরীবেঁচে থাক, বড় কোন আন্দোলন এর অপেক্ষায় থাকদেশটা একবার স্বাধীন করলে হবে না, বারবার করতে হবেমানুষরুপী হায়েনারা দেশটা গিলে খাবার তালে আছেতাদের কাছ থেকে দেশটা বাঁচাতে হবেএকদিন এই কাজ তোকেই করতে হবেতোর বেঁচে থাকা ... ...
তুমি আমাকে ভালবাসলেইএখন আর আমি ঘর ছাড়তে পারি নাগৃহকোণে থাকা সুখটুকু বিসর্জন দিতে পারি না।আমি এখন আর তোমার অপেক্ষায় থাকিনাঅপেক্ষায় থাকি টিসিবির ট্রাক এর জন্যটিসিবির ট্রাক থেকে সস্তায় চাল,ডাল,তেল কিনি।আমি এখন আর কবিতা পড়ি নাবাসায় রান্নার গ্যাস না থাকলেকবিতার বইগুলি পুড়িয়ে ভাত রান্না করি।আমি এখন আর গান শুনি নারবি ঠাকুর, নজরুল কাউকে মনে পরে নাআজকাল বিকেলে রাস্তায় রাস্তায় হাটি।আমি এখন আর স্বপ্ন দেখি নাঘুমের বড়ি খেয়েও আজকাল ঘুম হয় নাঘুমহীন চোঁখে স্বপ্নরা আজ পলাতক।আজকাল আমি আর চাঁদ দেখি নাযে চাঁদের আলো,ফকফকা জোৎস্না আমাকে ডাকতোসেই চাঁদের আলো আজকাল বিবর্ণ মনে হয়।আজকাল ওদের কথা খুব বেশী মনে পরেযারা অসময়ে চলে গেছে পরপারেযারা ... ...
আমি তোমাদের রাজনীতি বুঝিনাবাজারে গেলে সস্তায় চাউল কিনতে চাইসস্তায় মাছ,মাংস, ডিম,দুধ কিনতে চাইআজকাল দেশে নাকি গাভী ছাড়াই দুধ পাওয়া যায়কেমিক্যাল দিয়ে তৈরী দুধ আমরা প্রতিদিনই খাইআর আমাদের সরকার নাক ডেকে ঘুমায়খাদ্যদ্রব্যে ভেজাল আমাদের কিছু যায় আসে নাআমি চাই আমাদের মেয়েরা নিরাপদে চলাফেরা করুকপাহাড়ের মেয়েরা কেন গণধর্ষণের শিকার হয়সংখ্যালঘুরা কেন নির্যাতিত হয়সরকার কি ঘুমিয়ে আছে?ফেইসবুক এ দেখলাম জামায়াতের মোল্লামন্দিরে দাড়িয়ে সংস্কৃত ভাষায় গীতা পাঠ করছেআর হিন্দু সম্প্রদায় খুশিতে উলুধ্বনি দিচ্ছেআর এক মোল্লা বলতেছেযারা জামায়াত করে তারা মোনাফেকতারা কি ক্ষমতা লাভের জন্যপ্রতিদিন দুই চামচ করে গু খাবে?এই আমরা কেমন দেশে বাস করি।একদল বলছে সংস্কার চাইঅন্য একদল বলছে পিআর চাইআর একদল বলছে আমরা ... ...
চারিদিকে এত চাঁদাবাজিরাস্তায় পরে থাকে সাংবাদিক এর লাশআমি ভয়ে ভয়ে থাকিকোনদিন আমি না আবার ফেসে যাইআপার সময়েই ভাল ছিলামউনাকে চিনতাম,জানতাম,কাজ কারবারে অভ্যস্ত ছিলামএখন তো কাউকেই চিনি নাকে চাঁদাবাজ, কে জর্দাবাবা, কে পাটরাশি, কে জাসিভয় হয় কোনদিন আমার লাশ পরে থাকবে রাস্তায়আমার একটাই দোষএক আপা পালাইছে, ঘরে ঘরে লক্ষ ভাই জন্ম নিছেআমি কেন তাদের তেল দেইনা, তোয়াজ করিনাঅনেকেই বলে তুই মরবিস্রোতের সাথে তাল মিলা, নয়তো তুই মরবিতোকে মারার ধারালো অস্ত্র নিউ মার্কেট থেকে আসবেআজকাল ওখানেই আমরা যাবতীয় অস্ত্র রাখিআমার লাশ পরে থাকবে প্রকাশ্য রাস্তায়শুরু হবে লাশ নিয়ে রাজনীতি, ব্যাবসা, টানাটানিকেউ কেউ বলবে চাঁদার বখরা নিয়ে মারামারিশুধু একমাত্র আমি জানি তোদের কাজে ... ...
আমার কোনো বন্ধু নেইযার কাছে মন খুলে মনের দূঃখ বলতে পারিআমার কোনো ভাই বোন নেইযাদের বাসায় দুই একদিন বেড়াতে পারিআমার কোনো বান্ধবী নেইযার কাছে ভালবাসার আবেদন করতে পারিআমার আছে সুন্দরবনঘন জংঙ্গল, বাঘ, হরিণ, পাখি, মৌমাছিআমি পুর্নিমা রাতে উলঙ্গ হয়েবনের মাঝে ঘুরতে পারিএইটুকু পড়ার পর তোমরা নিশ্চয় বুঝতে পেরেছোআমার মাথার দুই একটা তার ছিড়ে গেছেডাকসুতে শিবির পাশ করেছেজাতীয় নির্বাচনে জামায়াত পাশ করবেবাংলাদেশ হবে আফগানিস্তানএই দেশের সংবিধান হবে আফগানিস্তানের শরীয়া আইনবৌ, মেয়েরা মুখ ঢেকে বোরখা পরে ঘুরবেপুরুষরা সব দাড়ি, টুপি, পান্জাবী পরে অফিস করবেএইটুকু পড়ার পর তোমরা নিশ্চয় বুঝতে পেরেছোআমার মাথার দুই একটা তার ছিড়ে গেছেআমার নাহয় মাথার তার ছিড়ে গেছেতোমাদের কি ... ...
প্রতিদিনই একবার স্টেশনে যাই যদি তুমি ফিরে আসো যাত্রীদের দেখি, ফেরিওয়ালা দেখি, কুলি দেখিফিরে আসি,সন্ধে হলেই ঘরে ফিরে আসি। প্রতিদিনই একবার পাড়ার মোড়ে দাড়িয়ে থাকি যদি তোমার সাথে দেখা হয়ে যায় রিকশা দেখি, আকাশ দেখি, অফিস ফেরত মানুষ দেখি ফিরে আসি,সন্ধে হলেই ঘরে ফিরে আসি। প্রতিদিনই একবার তোমার কলেজের সামনে যাইযদি তুমি কলেজ থেকে বেড়িয়ে আসো আমি সবকিছু ভূলে বসে আছি তুমি যে এখন অন্য কারো বৌ, সংসার নিয়ে ব্যাস্ত ফিরে আসি, সন্ধে হলেই ঘরে ফিরে আসি। ... ...