Happy New Year ❤️ তুমি চলে যাওয়ার সময় বলতে চেয়েছিলামযেওনা, ওখানে অন্ধকারভাবলাম বলে লাভ নেইকারন তুমি আর আমাকে বিশ্বাস করো নাকে যেন তোমার কানে বাজিয়েছে সুরেলা বাশিআমিই নাকি তোমার জীবনটা নষ্ট করেছিঅথচ তুমি জানো এতে আমার কোন হাত ছিলো নাসব কিছুই কপালসুখ ছিলো শান্তি ছিলো, ছিলো অফুরন্ত ভালবাসাযেদিন থেকে অভাব এসে দরজায় উকি দিলোআস্তে আস্তে আমাদের জীবন থেকে সব হারিয়ে গেলএকদিন তুমিওনা, আমার কোন অভিযোগ নেইপৃথিবীতে সবাই সুখ চায়, তুমিও চাওআমার এখানে সুখ নেই, আছে অভাবতোমার চলে যাওয়ার কারন আছেচাইলে তুমি থেকে যেতে পারতেনতুন বছরে নতুন করে দূজনে জীবন শুরু করতে পারতামসব বছরই মানুষের জীবনে একই রকম হবে তাতো নয়হয়তো দূজনের ... ...
শেখ মুজিব যেদিন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে দেশে আসলেন সেদিন সৃষ্টি হলো এক ইতিহাসের। আমরা ছাত্রজীবনে সেই ইতিহাস পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম। তারপর অনেকদিন পর শেখ হাসিনা দেশে ফিরলেন, পরিবার হত্যার বিচার করলেন, স্বৈরশাসক হলেন তারপর একদিন লেজ তুলে ভারতে পালিয়ে গেলেন, হাসিনাও ইতিহাস সৃষ্টি করলেন। ডিসেম্বর এর ২৫ তারিখে তারেক রহমান দেশে ফিরলেন, বাংলাদেশের ভোটার আইডি পেলেন, তিনিও ইতিহাস সৃষ্টি করলেন। আমার এক ছোট ভাই তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফিরে এসে ফেইসবুক এ পোস্ট করলো “ আজ ইতিহাসের অংশ হয়ে গেলাম”। আমার এক বন্ধু সব সময় পেটনীতি নিয়ে ব্যাস্ত থাকতো হঠাৎ একদিন কোথায় যেন হোচট খেয়ে পড়ে গিয়ে উঠার সময় ... ...
একটা জন্ম একটা মৃত্যু একটা সভ্যতা সবকিছু এই পৃথিবী থেকে হারিয়ে যায় শুধু তোমার অবহেলার জন্য। একজন হাদির লাশ একজন বিধবার কান্না পিতৃহারা এক সন্তান কয়েকটা রাজনৈতিক দলের উল্লাস কয়েকটা রাজনৈতিক দলের অভিনয় সরকারের নিরবতা এই দেশের গন্তব্য কোথায়? আজ দেশের পতাকা অর্ধনমিত উত্তাল দেশের যুব সমাজ আর কত রক্ত ঝরবে রাজপথে? সত্যিকারের গণতন্ত্র কবে মুক্তি ... ...
দেশ, রাজনীতি এসব নিয়ে অনেক লেখা হয়েছে, মানুষের জীবন বিচিত্র, বিচিত্র সব চিন্তাভাবনা, ভাবলাম আজ অন্য কিছু লিখি অন্য রকম করে।আশা করি আপনাদের ভাল লাগবে, পড়ে দেখবেন..... তোরে দেখবার মন চায়পড়ানডা কান্দে, কিন্তু এই সমাজসমাজ কোনদিনই আমাগো মাইন্না নিবো নাতুই এক ধর্মের আর আমি আর এক ধর্মেরকেমনে একজন আর একজনরে পামুমাঝেমাঝে আইতে যাইতে তোর লগে দেহা অয়মন চায় তোরে জড়াইয়া ধইরা পড়ানডা ঠাণ্ডা করিহায়রে পিরিতি হায়রে ভালবাসামনে মনে ভাবি কেন যে তোর সাথে আমার দেহা অইলোতোর চোক্ষের তীর মাইরা আমারে ঘায়েল কইরা ফালাইলিসেই যে কলিজাডা তোর তীরে ... ...
আমি বানর থেকে মানুষ হয়ে গেলামসবাই বললো এটা বিবর্তনশেখ হাসিনা কুইন অব মাদার থেকেস্বৈরাচারী শাসক হয়ে গেলেনসবাই বললো এটাও বিবর্তনমানুষ থেকে অমানুষ, ধর্ষণকারী, দূর্নীতিবাজচাঁদাবাজ, সন্ত্রাসী এরাও বিবর্তনের ফসলআমি এই বিবর্তনকে ঘৃনা করিদেশটা ধ্বংস হয়ে গেল তোমরা কেউ খবর রাখলেনানির্বাচন চাই, নির্বাচন চাই, চারিদিকে চিৎকারদেশটা ধ্বংস করার ছাড়পত্র চাইএরা কারা, তোমরা কি তাদের চিনতে পারো?এরা বর্ণচোরা গিরগিটিতোমার সাথেই খায়দায় ঘুমায়রাজপথে এরা স্বৈরাচার এর বিরুদ্ধে শ্লোগান দেয়নিজের হাতে তুলে নেয় আইনএরা তোমারই স্বজাতি, লেজকাটা বানরতলে তলে ... ...
বাতাসের ফিসফিস তোমার নাম ধরে ডাকাডাকি আমি চিৎকার করে বলি মরুভূমির যতগুলি বালুকণা আছে আমি তারচেয়েও তোমাকে বেশী ভালবাসি। এই বয়সে ভালবাসাবাসি আমাকে মানায় না সেদিন পাড়ার সন্ত্রাসীরা মেয়েটাকে তুলে নিয়ে গেল রুখে দাড়ানো উচিৎ ছিলো, ভয়ে কিছুই করিনি কাপুরুষ ভালবাসার কি যোগ্যতা আছে আমার? সাগরের ঢেউ গাংচিল এর উড়াউড়ি আমি চিৎকার করে বলি সাগরে যত পানি আছে আমি তারচেয়েও তোমাকে ... ...
বাংলাদেশের রজনীতিতে জামায়াতে ইসলাম নামে একটা দল কিছুদিন যাবত খুব লাফালাফি করতেছে, ভাব দেখে মনে হয় অথবা কাজকারবার কথাবার্তায় মনে হয় তারা দেশের ক্ষমতা পেয়ে গেছে। আমি রাজনীতি পছন্দ করিনা। এই দল যেভাবে যা করতেছে ভাবলাম তাদের নিয়ে দুইলাইন লিখি...... সুয়রের বাচ্চারাএদিকে যে দেশে ছয় কোটি মানুষগরীব হয়ে গেলো সেদিকে তোদের নজর নাইখালি চিৎকার চেঁচামেচি, নির্বাচন চাই নির্বাচন চাইজান্নাতের টিকেট বিক্রি করে, মন্দিরে গীতা পাঠ করেসবকিছুর সাথে কোরআন কে জোড়া লাগিয়েগায়ে হাতপাখার বাতাস লাগিয়ে ক্ষমতায় যেতে চাসনির্বাচনে পাশ করলে মেয়েদের বোরখা পড়তে হবে নাবোরখা কি তোদের জাতীয় পোশাক, দলীয় পতাকা?তোদেরকে জিজ্ঞেস করে এই দেশের মেয়েরা বোরখা পড়বে?তোরা কারা, যতটুকু জানি তোরা ... ...
লিখবো লিখবো করে আর লেখা হয় নানিরবে সময় বয়ে যায়তুমি একদিন আকাশ হতে চেয়েছিলেআমি বলেছিলাম তুমি আকাশ হলেআমি তোমাকে নিয়ে কবিতা লিখবোমনের সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবো শুধু তোমার কাছেতুমি আকাশ হয়েছো, তবে আমার না অন্য কারোআমি আজও কবিতা লিখিতবে সেগুলি তোমাকে নিয়ে নাবস্তির শিশু, রাস্তার ফকির এরাই আমার কবিতার নায়কঘুমন্ত বাচ্চা রেখে রাতের অন্ধকারে যে মা দেহ বিক্রি করেযে বাবা সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত দেহে ঘরে ফিরেওদের সুখ দূঃখ কষ্ট আমি ভাগাভাগি করে নেইওরাই আমার প্রিয়জনতুমি কি কখনও ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি দেখেছোপেটপুরে খাওয়ালে একজন ক্ষুধার্ত মানুষকেদেখতে কেমন লাগে জেনেছো কোনদিনতুমি এসব কেমন করে জানবেথাকো দশতলায়,এসি রুম,সব সময় গাড়িতে ... ...
আত্মার আত্মীয়রা আস্তে আস্তে দূরে সরে যায়বন্ধু বান্ধবরা সবাই ব্যস্তদিনদিনই দূরত্ব বাড়তে থাকেরাজনীতি ফেইসবুক এসব নিয়েই পরে থাকিকে কার খবর রাখেমাঝেমধ্যে হঠাৎ খবর পাই অমুক আর নেইরেকিছুক্ষণ এর জন্য থমকে দাড়াইফিরে যাই অতীতেআবার আগের মতই চায়ের কাপে চুমুকসিগারেটের ধোয়া উড়াইসবকিছু ভুলে ঝাপিয়ে পড়ি জীবন যুদ্ধেসবার সাথে দূরত্ব বাড়তে থাকেএকসময় একদম একা হয়ে যাইওরা ভান করে খুব সুখে আছেঅথচ সারারাত বিছানায় গড়াগড়ি ঘুম নেই চোঁখেপ্রায়ই হাসপাতালে দৌড়াদৌড়িকারো সাথেই যোগাযোগ নেইবেঁচে আছে বেঁচে থাকার জন্য, কে কার খবর রাখেএকটাই অজুহাত, খুব ব্যস্তরে, কাজের চাপে একদম সময় পাই নাহ্যা, আমরাও বুঝি, একদিন এই ব্যস্ততার মাঝেইহুট করে আমাদের ছেড়ে চলে যাবিরেখে যাবি আমাদের জন্য ... ...
দলের বড় বড় নেতারা কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যস্তমাঝেমধ্যে নির্বাচনী চিৎকারদেশ শান্ত, সব চুপচাপ।চাঁদাবাজি করতে গিয়ে পাথর ছুঁড়ে মানুষ খুনওটা কিছুনা, বখরা নিয়ে গোলমালদেশ শান্ত, সব চুপচাপ।ধর্ষিতা বিচার চেয়েছিলোএখন সে ঘরছাড়া, নিখোঁজদেশ শান্ত, সব চুপচাপ।কোন এক নেতার দুই পা এর রগ কেটে দিয়েছেঅসহায় পরিবারের লোকেরাদেশ শান্ত, সব চুপচাপ।তোমরা ঘুমিয়ে পড়ঘুম থেকে জেগে দেখবেওরা তোমাদের দিয়ে গেছে স্বপ্নের এক খালি বাকসো। ❤️ যদি কোনো শ্রাবণ মেঘের দিনেআমাকে তোমার মনে পড়েএক কাপ চা, একটা কবিতার বই নিয়েজানালার পাশে বসোহয়তো আমি আসবো নাতবে আমার স্মৃতিরা আসবেতোমাকে নিয়ে যাবে অতীতেআসবে তোমার চোখে জলচোখের জলটা মুছে ফেলো নাগাল বেয়ে গড়িয়ে নামতে দিওপড়তে দিও তোমার কোলেএমনি করেই আমি থাকবোতোমার চোখের জল ... ...