বুঝলেন, আমার চোখে মোদি, নেতানিয়াহু সবাই সাম্প্রদায়িক, কিন্তু আমি ‘মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানাই (হেঃ হেঃ হেঃ...।)
আমি জামাতের রাজনৈতিক অধিকারের পক্ষে কিন্তু ইসকন সন্ত্রাসী দল মনে করি (হিহিহি!)
আমি ভারতকে মোদি একেবারে হেঁদু বানিয়ে ফেলেছি বলে দাঁত কিড়মিড় করি কিন্তু ইরান থেকে খোমিনি উচ্ছেদের কথা শুনলে চ্যাতে উঠি...।
আমি হিজাব পরার অধিকার নিয়া ক্যাম্পেইন চালাই ফেবসবুকে কিন্তু হিজাব বিরোধী আন্দোলনে টিনের চশমা পরে থাকি (হিহিহি...।)
আমি ফিলিস্তিনের জন্য আহাজারী করি, ফ্রি ফিলিস্তিন মারাই কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটেলার ঢুকাই (খিক..খিক..খিক...!)
আমি ভারতের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনি, এদিকে সৌদি আরবের ‘মিসকিন’ ডাকে আমার আনন্দের আর সীমা নাই...
আমি ভারতকে হিন্দু রাষ্ট্র বলে নিন্দা করি এদিকে আঙ্গুল গুণে ৫৪টা মুসলিম রাষ্ট্র হিসেব করে গর্ব করি...
আমি ‘ভারতে মুসলিম জানলেই জোর করে ধরে জয় শ্রীরাম বলায়’ দাবী করি কিন্তু ভারতের ভিসার দাবীতে ভিসা অফিসে ভাংচুর চালাই (হেঃ হেঃ হেঃ...)
আমি ভারতীয় সিনেমা-উপন্যাস আমদানি হলে ‘বয়কট ইন্ডিয়া বলি’ কিন্তু চাল ডাল আমদানি হলে চোখ বন্ধ করে থাকি (হিহিহি...)
আমি ইসলামী শাসন চাই ইসলামী দেশ চাই কিন্তু আমেরিকা ইংল্যান্ড যাইতে গুপনে গুপনে ভিসা নিতে দুতাবাসে গিয়া খাড়াই (হেঃ হেঃ হেঃ)
বলেন তো দেখি আমি কে?
(ক) আন্তর্জাতিক মুসলিম লীগ সম্প্রদায়
(খ) আন্তর্জাতিক বামাতী মুসলিম ভ্রাতৃ সম্প্রদায়
(গ) নিখিল বঙ্গ বামাতেইসলামী
(ঘ) উপরের সবগুলো বাইঞ্চুত
(সুষুপ্ত পাঠকের এই লেখা পড়ে মেজাজ খারাপ হলেও তার পিডিএফ বই কিনতে ও তাকে লেখক সম্মানী পাঠাতে দ্বিধা না করে সুষুপ্ত পাঠকের পিডিএফ বই পেইজে মেসেজ দিন!)
©সুষুপ্ত পাঠক