এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আমার ধর্ম, বাংলাদেশের দুর্গাপুজো, এবং গরুর রচনা

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ অক্টোবর ২০২৩ | ৪৭৩৬ বার পঠিত | রেটিং ১ (১ জন)
  • (এক)

    কেন পুজোয় যাই?
    _____________

    অনেকে অবাক হন। আশ্চর্য হন। 

    কারণ, আমি তো আর ঠিক ধার্মিক নই। রক্ষণশীল নই। হিন্দুত্ববাদীর জামা তো অনেককাল আগেই চিরকালের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। সংস্কৃত মন্ত্র ভালো করে উচ্চারণ করতে পারিনা। বিজ্ঞানে আস্থা। সোশ্যালিজমের কথা বলি। প্রচুর মুসলমান, খৃষ্টান, ইহুদি, কালো, সাদা, বাদামি বন্ধু ও বান্ধবী। কুসংস্কার ঘৃণা করি। তাগা তাবিজ মাদুলি গ্রহরত্ন শনি মঙ্গলবার সেনকো জুয়েলার্স আর পিসিচন্দ্র আর হনুমান চালিশা হাস্যকর মনে করি। ব্রাহ্মণ হয়েও পৈতে পরিনা, আর "শূদ্র" বা "চণ্ডালের" বাড়ি গিয়ে তাদের রান্না ভাত তরকারি দিব্যি খাই। নারী স্বাধীনতায় একশো দশ ভাগ বিশ্বাস করি।

    তাহলে এই দুর্গাপুজো দুর্গাপুজো নিয়ে আমার এতো হা হুতাশ কেন?

    আসলে, আমার আমেরিকার ইমিগ্র্যান্ট জীবনে আমার দুর্গাপুজো আমার রবীন্দ্রনাথ সত্যজিৎ জীবনানন্দ বিভূতিভূষণের মতোই। বা, আমার বাঙালি চেহারা, নাম আর ভাষাটার মতোই। আমার পাঁচ ফুট পাঁচ, আমার দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস, বৃষ্টি পড়লেই বাইরে তাকিয়ে থাকা সব কাজ ফেলে, আর বন্ধু পেলেই সম্পূর্ণ আত্মবিস্মৃতি -- এই সব কিছুর মতোই। 

    আমার হিন্দুধর্ম হিন্দুত্ব-মৌলবাদ আর মুসলমান-বিদ্বেষে বিশ্বাস করেনা, কিন্তু নিজের আজন্ম আইডেন্টিটিতে খুব বিশ্বাস করে। আমি যখন দুর্গাপুজোয় যাই, আর বাংলাদেশিদের মন্দিরে গিয়ে ভক্তিমূলক গান শুনি, তখন নিজের বাঙালি, ভারতীয়, দক্ষিণ এশীয়, ওল্ড ওয়ার্ল্ড আইডেন্টিটিটাকে আর একবার নতুন করে  গায়ে মেখে আসি। দুর্গাপুজোর মন্দিরের ধূপের আর ধুনোর গন্ধ আর ঢাক আর আরতির আওয়াজ আমাকে আমার অনেক ভেতরকার সত্তাটাকে আর একবার নতুন করে জাগিয়ে তোলে। যে সত্তাটা এই ইমিগ্র্যান্ট জীবনের ভয়ংকর একাকীত্বে, সমাজবিহীনতায়, এবং মূলস্রোত মার্কিনি সমাজের ও বিশেষ করে মিডিয়া ও ক্ষমতাধর ব্যক্তিদের চরম অবজ্ঞা আর অবহেলায় প্রতিদিন একটু একটু করে মুছে, মিলিয়ে যেতে থাকে। আমি তাকে আবার ফিরিয়ে আনি। 

    তাকে বলি, "ও আমার সোল, আমি তোমার সঙ্গেই আছি। আর, তুমি আমার।"

    আমার দুর্গাপুজো, আমার রবীন্দ্রসঙ্গীত, আমার বাংলা ভাষা, আমার ভারতীয়-বাংলা গায়ের রং, আমার দেশ থেকে নিয়ে আসা পুরুষালি বদভ্যেসগুলো, আর আমার সমস্ত ফেলে আসা স্মৃতি -- সবই আমার আইডেন্টিটির এক একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। একটা যদি হয় আমার চোখ, তাহলে আর একটা আমার ঠোঁট। একটা যদি হয় আমার যৌনতা, তাহলে আর একটা আমার কবিতা আর গরিব মানুষের প্রতি তীব্র কম্প্যাশন। 

    এই সব কিছু মিলিয়েই আমি। গোটা আমিটা। 

    আমার দুর্গাপুজো, আমার হিন্দুধর্ম, আমার জীবনদর্শনের বেঁচে থাকার আর আমার জীবনকে ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রতিদিনের সঙ্গী। 

    ক্ষমতাধর, তুমি আমাকে কেড়ে নিতে পারো। আমার প্রাণ। কিন্তু আমার এই ভালোবাসাকে কখনো কেড়ে নিতে পারবে না। 
    _______________

    (দুই)

    বাংলাদেশের দুর্গাপুজো ২০২২

    দুহাজার বাইশ সালে বাংলাদেশে ৩২,১১৮টি দুর্গাপুজো হয়েছে। আমি কোনো ভায়োলেন্স বা মূর্তি ভাঙা অথবা কোনো অপ্রীতিকর ঘটনার কথা শুনিনি। এই নিয়ে কারুকে কোনো কথা বলতে শুনছিনা। অথচ, দুহাজার একুশে একটা দুটো খারাপ ঘটনা ঘটেছিলো, এবং হিন্দুত্ববাদী মাংকি ব্রিগেড সেই নিয়ে তুলকালাম কাণ্ড বাধিয়েছিলো। 

    তবে, দুহাজার তেইশে বাংলাদেশে দুর্গাপুজোয় বড় ধরনের গণ্ডগোল বাধানো হলে আশ্চর্য হবোনা। দুই দেশেই উগ্র সাম্প্রদায়িকরা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত আছে। এদিকে হিন্দুত্ব হনুমান বাহিনী। ওদিকে মোল্লাপন্থী ইসলামীরা। এদিকে বিজেপি। ওদিকে বিএনপি। কী আশ্চর্য মিল!

    এই মুহূর্তে বাংলাদেশে একটা সরকার আছে, তাদের হাজার ভাইসের (পাপের) মধ্যেও তারা সে দেশটাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। এবং ধর্মান্ধ ইসলামী শক্তি মাথা চাড়া দিতে পারছেনা তেমন করে। যদিও সুযোগের অপেক্ষায় আছে। ইলেকশন এলেই তাদের আবার কাজে লাগানো হবে। 

    যে দেশে ৮ পার্সেন্ট হিন্দু থাকে, সে দেশে তিরিশ হাজার দুর্গাপুজো হয়। এবং হৈহৈ করে হয়। কত ছবি বন্ধু ও বান্ধবীরা পাঠান ঢাকা থেকে, যশোর থেকে, সিলেট থেকে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব করছেন। এবং মুসলমান বন্ধুরাও দলে দলে অংশগ্রহণ করছেন। আনন্দের শরিক হচ্ছেন প্রতি বছরের মতোই।  

    কোথায় দাঙ্গা, কোথায় গণহত্যা, কোথায় গণধর্ষণ? দুহাজার বাইশে তিরিশ হাজার দুর্গাপুজোতে প্রায় একটাও অশুভ ঘটনা ঘটেনি। 

    সিলেটের হিন্দু বস্ত্র ব্যবসায়ী এই ২০২৩'এর গোড়ায় আমাকে বললেন তাঁর দোকানে চা অফার করে, "দাদা, ওসব ফালতু প্রচার। এই জায়গাটায় পুজোর সময়ে এসে একবার দেখে যাবেন। দাঁড়ানোর জায়গা পাবেন না, এতো ভীড়।"
     
    লক্ষ্য করে দেখবেন, আমরা কখনো ভালো জিনিসগুলো নিয়ে কথা বলিনা। মিডিয়াও বলেনা। কিন্তু একটা খারাপ কিছু ঘটলে মিডিয়া ও জনগণ লাফালাফি করতে শুরু করে দেয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও মানুষ দেখেনা। আর সোশ্যাল মিডিয়া তো গরু আর শুয়োরের খোঁয়াড়। 

    চেতনা ঘুমিয়ে পড়েছে। একেই আমি বলে আসছি "দ্য এরা অফ পোস্ট-রীজন" -- প্রশ্ন-উত্তর, বিচার-উত্তর যুগ। 

    হাসিনা সরকারকে অভিনন্দন জানাই। এই সম্প্রীতি বজায় রাখুন। মৌলবাদী, চরমপন্থী এবং সাম্প্রদায়িক হিন্দুবিদ্বেষী শক্তিগুলোকে নির্মম হাতে দমন করুন। 

    জানি আপনি অনেকটা ইন্দিরা গান্ধীর মতন। কিন্তু তাও আপনি ইন্দিরা গান্ধীর মতন। নাথুরাম সাভারকার গোলওয়ালকার মোদী নন। হামাস, আইসিসের ভাতিজি অথবা নানী নন। 

    _________________

    (তিন)

    গরুর রচনা 

    আমি বললাম, "বাংলাদেশে এবারে তিরিশ হাজার দুর্গাপুজো হয়েছে, এবং একটাও মূর্তিভাঙা বা মন্দির অপবিত্র করার ঘটনা ঘটেনি।"

    গরুর রচনা লেখেন যাঁরা, তাঁরা উত্তরে বললেন, "কিন্তু বাংলাদেশে কুমিল্লাতে গত বছর ..."

    আমি বললাম, "বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মাত্র আট পার্সেন্ট হওয়া সত্ত্বেও সেখানে তাঁরা যথেষ্ট শান্তিতে আছেন। কিছু কিছু গুণ্ডামি এবং ভায়োলেন্স ঘটে চলেছে এখানে ওখানে, কিন্তু সেখানে একটা সরকার আছে যারা সুবিচারের পক্ষে। ২০২২'এর দুর্গাপুজোই তার প্রমাণ।"

    গরুর রচনা -- "কিন্তু বাংলাদেশে আজ মাত্র আট পার্সেন্ট হিন্দু কেন?"

    আমি বললাম, "ইতিহাসের আলোচনা করা দরকার অবশ্যই। কিন্তু যখন একটা খুব বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়, এবং মাত্র আট পার্সেন্ট হওয়া সত্ত্বেও গ্রামে গঞ্জে, শহরে উপশহরে তাঁরা নির্বিঘ্নে তাঁদের উৎসব পালন করতে পারেন, তখন তা নিয়ে একটা দুটো পজিটিভ কথা বলা দরকার নয় কী?"

    গরুর রচনা -- "স্বাধীনতার পর থেকেই হিন্দু বিতাড়ন শুরু হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি। আমাদের শ্যামাপ্রসাদ, আমাদের সাভারকার, আমাদের অমুক, আমাদের তমুক। নোয়াখালী দাঙ্গা, তারপর ইয়ে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ... ওসামা বিন লাদেন ... কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপরে অত্যাচার।"

    আমি থামলাম। 

    আসলে, আমি এতদিন ভাবতাম গরুর রচনা হলো গরুর ওপরে লেখা রচনা। এখন দেখছি, গরুর রচনা মানে হলো গরুর বা গরুদের দ্বারা লিখিত রচনা।

    সুতরাং, এখানে আলোচনা নিষ্ফল। 

    মা আসছেন। সবাই ভালো থাকুন। 

    __________
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ অক্টোবর ২০২৩ | ৪৭৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bah | 2405:8100:8000:5ca1::e5:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ০৯:০৪524552
  • অরন্য এইবারে নিজের আসলি রুপটা বের করেছে। অপইন্ডিয়ার লিনক দিয়েছে। শুদুশুদু ঝোপের ইদিকোদিক মেরে লাভ কি।
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::e6:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৩524554
  • আমিও তো তাই বলি পাত্থকে , এতো বড়ো  দেশে কেবল এক খানা বাবরি  ভাঙা হয়েছে , তা নিয়ে এতো চেঁচামেচি কেন ?
    পাত্থ বুঝদার মানুষ , বোঝে বলেই সুন্দরবনের বাড়িতে লম্ফ জ্বালিয়ে ব্যারন্স গাইড মুখস্ত করতো , সোশ্যালিজম এর চর্চা করার জন্য যাতে মার্কিন মুলুকে যেতে পারে , তাই এটাও  বুঝবে বলে মনে হয়
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::1de:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৬524555
  • হ্যারে পাত্থ , তখনও কি ব্যারনস গাইড ছেলো ?
  • অশোক মিদ্যা | 2405:8100:8000:5ca1::a9:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ১০:০০524556
  • "আমি বললাম, "বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মাত্র আট পার্সেন্ট হওয়া সত্ত্বেও সেখানে তাঁরা যথেষ্ট শান্তিতে আছেন।"
    এইটা হেব্বি দিয়েছিস পাত্থ , একেবারে সলিড , পুরো পালং-তোড় যুক্তি
     
  • -ডিডি | 77.***.*** | ১৫ অক্টোবর ২০২৩ ১০:০২524557
  • Opindia একটা পোর্টাল তার দিক (বাম -ডান ) যাই হোক খবরটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করা উচিত। যাই হোক Opindia বা অরণ্যর লেখার আমার মূল বিষয় নয়, আর ব্যক্তি পাত্থো দিনে কতবার কোথায় হাগেন I am not interested in those ডিটেলস। বিষয় ডকটোর পাত্থো এবং তার আপলোজেটিক গরু রচনা সেটা হল "বাংলদেশে হিন্দুদের ওপর কিস্যু হয় নি".... 

    ২০২১ কি হয়েছিল দুর্গাপুজোর সময় সেটা ডকটোর পাত্থো বাবু এভোইড করেছন, কারন ডক্টরড করেও ওই পুজোর সময় যে পরিমাণ ঝামেলা হয়েছিল তা লুকোন সম্ভব নয়, শুধু মূর্তি ভাঙা নয় প্যান্ডেল পোড়ানো, অগ্নি সংযোগ, প্রাণ নাশ। ২০২৩ শে ফিরি এখন অব্দি ৪টা মূর্তি ভাঙার কনফারমড "খবর" এসেছে ছবি সহ, অবশ্যিই মূর্তি নির্মানরত অবস্থায় ছিল, ডকটোর পাত্থো বাবু  সেই খবর হয় পাবেন না, নাহলে পেয়েও রিপোর্ট করবেননা কারণ সেটা ওনার রেটোরিকের সাথে মিলবে না, বলে লাভ নেই ওই যে বললাম গরু রচনা। ২০২১ যখন ঢেউয়ের মত ঘটনা এসেছিল উনি কটা লেখা লিখেছিলেন ?  

    যাই হোক একটা ছোট্ট মানবতার গল্পবলি। উনি কি প্রিয়া সাহা নামটা শুনেছেন? চেনা চেনা লাগছে নিশ্চই। এই ভদ্রমহিলা বাংলাদেশ থেকে এসে এখন আর দেশে ফিরতে পারেননি। ওনার দোষ উনি বাংলাদেশে মাইনোর্টিরদের ওপর ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তথ্য সামনে এনেছিলেন। উনি শেষ জানা অব্ধি বব্রুকলিনে আটকে আছেন। ডকটোর পাত্থো বাবু তাই নিয়ে পেনের কালি কিছু খরচা করেছেন ? মানবতার খাতিরে ! নাকি ওনার নারেটিভের সাথে মেলেনা বলে এটাও স্কিপ !

    এবার গরু রচনা শেষ করি ওনার নিজের কলমে, "যে দেশে ৮ পার্সেন্ট হিন্দু থাকে", ১৯৭১ কত থাকতো উনি জানেন? আর ১৯৪৭ ? না জানলে গুগুলে দেখে নিন? কত পেলেন ২ গুণ  না ৩  গুণ না তারও বেশী !!! এরা সব কি গরুর পিঠে চড়ে হওয়া হয়ে গেলো ? কেন গেলো? এত শান্তি এত সাম্প্রদায়িক সম্প্রীতি, ওখানে তো বিজেপি নেই আরএসএস নেই তাহলে। যখন বাংলাদেশ আর সেখানকার মাইনরিটি নিয়ে লিখবেন বিজেপি আর আরএসএস বাদ দিয়ে লিখবেন, কারন আমাদের ওখানে এদের কোন শাখা নেই। 

    একটা লিংক দিলাম জানি দেখবেন না কারণ যা বলছে তা আপনি শুনতে চাননা, ২০২৩'র লিংক একবারে গরম  
     
    https://sundayguardianlive.com/news/world-silent-on-efforts-by-zealots-to-ethnically-cleanse-hindus-in-bangladesh

    নতুন চল হয়েছে ইউটিউব ভিডিও দেওয়া তাও রইলো, এগুলো সামনেই উদাহরণ মাত্র  



    এমনেস্টির রিপোর্টও রয়েছে দিলাম না গুগল করলেই পেয়ে যাবেন, আমি জানি আপনি সেই লিঙ্ক পড়েছেন, কিন্তু গরু রচনা লিখেছেন তো .....কনক্লুশনে ঠিকই আছে, শুধু কি করে গরুতে পৌঁছবেন .......... যা হয়  আর কি

    থার্ড ক্লাস ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ডক্টরেট পার্থ বাবু FB তে একা খালি মাঠে গোল দিলে হবে? নাকি কবে নিজের দেশে আরএসএসর গন্ধ শুঁকে এসেছেন সেই ভাঙিয়ে লজিকের মা বাপ এক করে দিলে চলবে। তথ্য নিয়ে আসুন প্রপাগান্ডা নয়। কে কথা থেকে ছবি পাঠিয়েছেন আর আপনি দাঁত কেলিয়ে ঘুরে এসেছেন এর বাইরেও যে তথ্য থাকতে পারে যা আপনার ন্যারেটিভের সাথে মিলবে না, সেটাকে উড়িয়ে দিলে কি করে হবে ?   

    বাংলদেশে হিন্দুদের ব্যাপারে কত দরদ আপনার সেটা জানা আছে, আর যদি দরদ সত্যিই থাকে তাহলে এতদিন কি লিখেছেন সেটা বলুন!!! লিপ সার্ভিস "ওসব সমর্থন কারিনা " ছাড়া। বাংলাদেশ এমন একটি দেশ যার রাষ্ট্রধর্ম ইসলাম আবার সে নাকি "সেক্যুলার", সোনার পাথরবাটি বোঝেন ?ব্রুকলিনে থেকে আর দুদিন এদেশে ঘুরতে এলে গরু রচনাই  হবে। যত্তসব .......
  • Imroz Nawaz Reza | ১৫ অক্টোবর ২০২৩ ১৯:৩৮524582
  • যাক, ঘা-টা ঠিক জায়গাতেই পড়েছে। "গরুর রচনা" লিখতে লোকজন নেমে পড়েছে দেখছি। চমৎকার! 
  • Partha Banerjee | ১৫ অক্টোবর ২০২৩ ২০:০৬524584
  • Imroz Nawaz Reza এরা গরুও নয়। গরু আসলে খুব শান্ত, ভদ্র, সভ্য প্রাণী। আমরা গোমাতার পুজো করি। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:ea2a:a8cf:8776:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ২০:৩৯524585
  • আমাদের ছাপ্পান্ন ইঞ্চি কি বাংলাদেশী হিন্দুদের রক্ষা করতে কোন ব্যবস্থা নিলেন?
  • রালিভ | 2405:8100:8000:5ca1::e0:***:*** | ১৫ অক্টোবর ২০২৩ ২০:৪৪524586
  • একদম ঠিক জায়গায় ঘা। সোমনাথের মূর্তি থেকে বাংলাদেশের দুর্গামূর্তি। কাফেরদের বুতপরস্তিতে লাগাতার ঘা।
  • Amit | 163.116.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ০৫:৫৪524603
  •  ১৫ অক্টোবর ২০২৩ ২০:৩৯: 
     
    তো এক্ষেত্রে ছাপ্পান্ন ইঞ্চি র ঠিক কি কি করা উচিত বলে আপনার অভিমত ? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7133:7011:6dfb:***:*** | ১৬ অক্টোবর ২০২৩ ১০:২১524611
  • আমাদেরই বা কি করা উচিত বলে আপনার মত?
     
    ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ওনার ছাপ্পান্ন ইঞ্চি হলে মানাত। এ তো ডরপোক।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7133:7011:6dfb:***:*** | ১৬ অক্টোবর ২০২৩ ১০:২৮524612
  • সত্যি বলতে কি, ছাপ্পান্ন ইঞ্চি বাংলাদেশের হিন্দু, প্যালেস্টাইনের ইহুদী এসব নিয়ে লাফঝাঁপ না দিয়ে একটু দেশের দিকে নজর দিলে ভাল করবে। নইলে কদিন বাদে চীন তো চীন, ওই নেপাল বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে।
     
  • লালসেলাম | 2405:8100:8000:5ca1::24e:***:*** | ১৬ অক্টোবর ২০২৩ ১১:১০524613
  • বেশ বেশ। বাংলাদেশের দুর্গাপুজোর টইয়ে গণশক্তির এমপ্লয়মেন্ট রিপোর্ট নিয়ে কথা বলাই নিরাপদ।
  • -ডিডি | 77.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ১১:২৩524615
  • যেটা বলা প্রয়োজন........
     
    মোদি, বিজেপি এবং আরএসএস এগুলো পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের মাইনরিটি (শুধু হিন্দু নয়) নিপীড়ণের সাথে সরাসরি যুক্ত নয়। এরা জন্মানোর আগে থেকেই বাংলদেশে মাইনরিটি কে শেষ করে দেওয়ার খেলা চলছে এবং সেই লক্ষ্যে অনেকটা সফল না হলে আজ ওই দেশে <১০% মাইনরিটি থাকতনা। তাই যারা মোদি, বিজেপি এবং আরএসএসকে এই বিতর্কে টেনে আনছেন তাদের লক্ষ আর যাই হোক "বাংলদেশে হিন্দুদের ওপর কিস্যু হয় নি" মানে ডকটোর পাত্থোর সেই যুক্তিহীন গরু রচনাকে পুষ্টি করা ছাড়া আর কিছু নয়। আমি আমার বক্ত্যবে শুধু একটি কথাই বলতে চেয়েছি যে ডকটোর পাত্থো আদেও বাংলদেশে হিন্দুদের করুন অবস্থা নিয়ে ভাবিত নন, তাদের ওপর যে মানবিক দয়াটুকু দেখান প্রয়োজন সেইটুকুই তিনি তার লেখায় দেখাননা। সেটা নিয়ে ভাবিত হলে, শুধু "মানবতা" নিয়ে লিখতে চাইলে উনি লিখতে পারতেন, কিন্তু গ্রেটার ইসলামিক সাপোর্ট বেসের কথা ভেবে সেসব তিনি লেখেননি, মনে হয় না ভবিষ্যতেও লিখবেন। 

    শুধু এইটুকুই হলেও ওনাকে ইগনোর করা যেত, কিন্তু উনি ক্রমাগত "বাংলাদেশে হিন্দুদের ওপর কিস্যু হয় নি" এই প্রচারের মাধ্যমে এদেশের "মালাউন" হিন্দুদের আরো ক্ষতি করছেন, ওনার লেখার ধরণ দেখে মনে হয় সেটা অনেকটা জেনে বুঝেই করেছেন, কিছু সামান্য ব্রাউনি পয়েন্টের জন্য, এই জন্য ২০২১ কে উনি ২-৩ টি সামান্য ঘটনা বলতে পারেন।

    এই ধরনের দ্বিচারী মানুষের মুখে মানবতা, শান্তি, লিবারেলিজম মানায়না। এর পর ঊনি তার বর্তমান দেশ মানে আমেরিকা বা তার ফেলে যাওয়া দেশ ভারত, সেখানকার পালয়িটিকাল সিস্টেম নিয়ে যা ইচ্ছে লিখতে পারেন, আমার কিছু আসে যায়না, কিন্তু শুধু নিজের সুবিধের জন্য এবং ওনার মাইনোরিটি প্রেম টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ কে নিয়ে এই ধরনের গল্প ফাঁদা উচিত নয়, unless of course he is a loser/lier of top order.
  • আর নয়  | 103.99.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ১২:৩৯524618
  • ১১৯৮ থেকে ২০১৪, সে সময়ে যা হওয়ার হয়েছে, হিন্দুদের জেনোসাইড, সর্বত্র। কিন্তু তারপর তো পরিস্থিতি তো সেরকম নয়। আজ ওনার কথা শুনে এখানে সেখানে যুদ্ধ থেমে যাচ্ছে আর শেখ হাসিনাকে সবক শেখাতে পারছেন না ? একবার সেটা করলে বছর বছর পুজোর আগে লোকের প্রাণ কাঁদা তো বন্ধ হয়। কিংবা সৌদিফৌদির কাছ থেকে ক্ষতিপূরণ, হিন্দুদের ওপর এত এত দিন অত্যাচারের জন্য? বিহিত তো কিছু একটা করতে হবে নাকি, ৮০০ বছর মার খেলাম, শুধু ইউটিউবে ভিডিও দেখিয়ে পয়সা করে কদ্দিন চলে?
  • আর নয় | 103.99.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ১২:৪৭524619
  • প্রিয়া সাহাকে ভারতে থাকতে দেওয়ার দাবীও তোলাও হোক। অনেক হয়েছে, আর নয়, শুধু অনলাইনে তক্ক করে কিছু হওয়ার দিন আর নেই। ভালমত চাপ দিতে হবে এবার।
  • -ডিডি | 77.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ১৩:২৭524621
  • "আর নয়", আপনি যা বলছেন নিশ্চই ঠিক এবং আলোচনা সাপেক্ষ, কিন্তু ডকটোর পাত্থো ক্রমাগত বাংলাদেশ নিয়ে মিথ্যে কথা বলে চলেছেন এটাই আমার বক্তব্য ছিল। সমস্যা কে অস্বীকার করলে বা কমিয়ে দেখলে এর সুবিধে হয়, সেটা বুঝুন। প্রিয়া সাহার সময় উনি একটি লাইনও লিখেছেন কিনা প্রশ্নের উত্তর দিতে পারেন নি, আর ২০২১  কে উনি বলেছেন "ছোট কয়েকটি ঘটনা"!!! আর আপনার  "হিন্দুদের জেনোসাইড, সর্বত্র" এই কথার উত্তের ওনার একটাই টপিক "মুসলমান বিদ্বেষ",  বাংলাদেশে হিন্দুদের মুসলমান বিদ্বেষ করার মত জায়গা আছে কি ? beggars are not choosers. বাংলদেশের মারাত্মক ইসলামীকরণ ওনার চোখে পড়েনা, অন্ধের কি বা দিন ? 

    আসলে মাইনরিটির ধর্ম বদলে গেলে এর মত ধান্দাবাজ মানবতাবাদীরা ওয়ান লাইনারের বেশী সময় দেননা। এর বেশীরভাগ পাঠক FB তে মুসলিম সেই দিকটা ইনি হারাতে চাননা, তাই কখন ভুল করেও "মোল্লাতন্ত্রের" বিপক্ষে ২ লাইন লিখলেও তাড়াতাড়ি সামলে নেন বিজেপি আরএসএস কে এনে, যেগুলো বাংলাদেশের কনটেক্সটে একেবারেই খাটেনা। ইনি ভারত তথা পশ্চিমা দেশের লেফ্ট লিবারেল মত মেনে মুসলিম ছাড়া অন্য কোন মাইনরিটি কে নিয়ে একটি মিনিটও সময় নষ্ট করতে রাজী নন। ঠিক এই কারণেই হামাসের নারকীয় ঘটনার পর দুদিন চেপে বসেছিলেন (অন্য পোস্ট দেখুন)। বর্তমান বিশ্বের উগ্রপন্থার সবথেকে বড় যে প্রাণভোমরা সেই বিষয়ে এনারা লিখতে পারেননা। হামাসের ঘটনায় উনি কনটেক্সট খুজছেন যাতে নিন্দা কম করা যায় আর বাংলাদেশে সবই ছোট ঘটনা। He is basically a left leaning প্রোপাগান্ডিস্ট। শুধু মুখে মানবতা, শান্তি, লিবারেলিজম বেচেন indecision

    এইটুকুই বলার ছিল।
  • আর নয়  | 103.99.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ১৩:৪৬524622
  • বালিগঞ্জ - ফঞ্জ অবধি হামাস চলে এল, বাংলাদেশে পুজো করতে লোকে ভয় পায় আর এদিকে কলকাতায় আলোটালো ঝুলিয়ে, জামাকাপড় কিনেইনে পুজো শুরু হয়ে গেছে। লোকের কী ভয়ডরও নেই, এসব করা যায় ? আর প্রিয়া সাহা তো ৩ কোটি হিন্দু জেনোসাইডের হিসেব দেওয়ার পরে বলল, সে দেশে ৯৯% মুসলিমই নাকি অসাম্প্রদায়িক, ভারতে অবশ্য ১০০% 'আমরা' ভাল লোক, সে তো এমনি হয়নি, ওনার চেষ্টাতেই হয়েছে। কিন্তু ১% কে সমঝে দিতে তো হবে নাকি , কেঁদে ফেঁদে আর ভিডিও দিয়ে চোখ আর হাত ব্যাথা করে, হামাসকে তো ইস্রায়েল এখন টাইট দিচ্ছে, একদম নরক-্ফরক করে দিচ্ছে, নেহাত ভারতের মিডিয়া ছিল, তো সেসব খবরটবর পাঠাচ্ছে, যাদের ক্ষমতা আছে তাদের তো কিছু করা উচিত যাতে পুজোটা ভালভাবে হয় আর ৮% টা ১৮% হয়। ৮০০ বছর, মনে রাখবেন ৮০০ বছরের কথা।
  • -ডিডি | 77.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ২১:১১524630
  • ডকটোর পাত্থো কিন্তু প্রিতিটি লেখা পড়ছেন, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমি যে প্রশ্ন গুলি করছি তার কোন জবাব তার কাছে নেই।  He knows well he is playing in between the lines. দেশ ভারত হোক বা বাংলাদেশ হিন্দু নিপীড়নের ওপর তার কোন বক্তব্য নেই, ওই "সেরকম কিছু নয়" বা "সমর্থন করিনা" বলা ছাড়া। হিন্দু ধর্ম এবং তার সমস্যা নিয়ে তার লম্বা চওড়া বক্তব্য থাকলেও কোরান এবং কাফের নিয়ে তিনি অন্ধ এবং বোবা। এই নিয়ে এক্স-মুসলিম এবং বেশ কিছু স্কলার প্রাণের ভয় সত্বেও কাজ করে চলেছেন। পার্থ বাবু এদেরকে এভোইড করেন। ঠিক বললাম তো ?    

    কেউ ভাববেননা উনি একজন বোকাসোকা সাদাসিধে লোক, উনি যথেষ্ট clever লোক। উনি খুব ভালো করে জানেন কোথায় কি বলতে হয়, কি তার অডিয়েন্স নেবে আর নেবে না। উনি যদি শুরুতেই একটি ডিসকেলমার দিয়ে দেন যে মাইনারিটির ধর্ম হিন্দু হলে তিনি মানবতা, শান্তি এসব  নিয়ে গালভরা কথা বলতে পারবেননা, তাহলে আমার আর কিছু বলার থাকেনা। সেটা না করে উনি হিন্দু নিপীড়নের কে ছোট করে দেখালে আবার ওনার কাপড় খোলার ব্যবস্থা করা হবে। 

    আলবিদা।
  • খ্যাখ্যা | 74.82.***.*** | ১৬ অক্টোবর ২০২৩ ২১:২০524631
  • ওরে ন্যাংটা তুই আবার কার কাপড় খোলার ব্যবস্থা করবি রে?  
  • আর নয় | 2405:201:802c:7838:dcbb:fc91:a64e:***:*** | ১৬ অক্টোবর ২০২৩ ২২:৩১524633
  • ওসব পার্থবাবুফাবু কী বোঝেন, না জানেন ইতিহাস না করেন অংক। শুধু বাংলাদেশে ৭০ বছরে ২২% থেকে ৮% হিন্দু হলে, মানে ১৪% কমলে, শ্রীমান পৃথ্বীরাজের পতন আর ২০১৪ র উত্থান, মানে ৮০০ বছরে ভারতে জেনোসাইড হয়ে কম করে ১৫০% হিন্দু কমেছে। না কমলে আজ এদেশে ২৩৫% শুধু হিন্দু থাকত। ভাবা যায়, এসব লোকে বোঝে ? ২৩৫ % !! পঃ বঃ তে এমনি বলে এখন পুজোটুজো করা যায় না নিপীড়নের ভয়ে,ওসব প্যাণ্ডেলফ্যাণ্ডেল তো লোক দেখানো, ভয় পেয়ে বানায়, কিন্তু ২৩৫% হিন্দু থাকলে পুজোটুজোর আকাল পড়ত নাকি, সামাল দেওয়া যেত না, সে মানে থীমফীমের আকাল পড়ে যেত, কর্তারা পুরো পীড়নে পড়ে যেত, প্যাণ্ডেলের কাপড়ফাপড় কম পড়ে যাওয়ার অবস্থা হত, কার কাপড় কে খুলে নিত কে ঝেড়ে দিত, সে এক ঠনঠনে কেস হত পুরো, ঘরওয়াপসি স্কলারফলার ডেকে সমস্যা সল্ভ করতে হত।
  • বিপ্লব রহমান | ১৬ অক্টোবর ২০২৩ ২৩:০৫524635

  • এ দেখি ধর্মেও আছে, জিরাফেও আছে!   ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড!

    বাংলাদেশের হিন্দুদের  নিয়ে খোয়াবনামার  স্ক্রিপ্ট অতি দূর্বল। নিছকই গো-রচনা। মুখে শান্তিনিকেতন, অন্তরে পেন্টাগন!

    লিংক ছাড়া গীত নাই সূত্রে এপারে সাম্প্রতিকতার খানিকটা তালাশ এইখানে, এরচেয়ে দেশ খুব বেশী এগোয়নি, 
    https://www.guruchandali.com/comment.php?topic=22971
    #
    সবাইকে শারদীয় শুভেচ্ছা! 

     
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ০০:২৩524636
  • ডেমোগ্র্যাফি চেঞ্জের পুরো চিত্রটা পেতে গেলে, শুধু % দিয়ে নয়, মোট সংখ্যার নিরিখেও দেখতে হবে, তবেই সামগ্রিক চিত্রটি বোঝ যাবে।

    ১৯৫১ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল ৯.২ মিলিয়ন (মোট জনসংখ্যার ২২%)।
    ২০২২ সালে সেটা হয়েছে ২৮.১ মিলিয়ন (মোট জনসংখ্যার ১৩%)।
    অর্থাৎ, ৭০ বছরে হিন্দু জনসংখ্যা +৩০০% বেড়েছে। কিন্তু মোট জনসংখ্যা প্রায় +৪০০% বেড়েছে। তার মানে নন-হিন্দু জনসংখ্যা (মুলতঃ মুসলিম) আরও বেশি হারে বেড়েছে, যার ফলে হিন্দুদের শতাংশ কমেছে (২২ থেকে নেমে ১৩) ।

    কিন্তু শুধু % দিয়ে দেখলে মনে হতে পারে যে হিন্দু জনসংখ্যা বুঝি কমে গেল, সেটা ঠিক নয়। মোট হিন্দু জনসংখ্যা তিন গুণ বেড়েছে।

    এর সঙ্গে বাংলাদেশে মাইনরিটি মিসট্রিটমেন্টের ঘটনাগুলো গুলিয়ে ফেলা ঠিক হবে না। সেগুলি ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলি ডেমোগ্র্যাফি চেঞ্জের মেইন ফ্যাক্টর নয়।

  • :=) | 45.2.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ০০:৪৮524637
  • ২০১১ থেকে ২০২২ দশ বছরে হিন্দু পপুলেশন দুই গুন কিভবে হয়ে গেলো, ব্যপার টা ঠিক হজম হলোনা।
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ০১:৫০524639
  • :=) ,
    ঠিক ধরেছেন। ২০২২ এ সংখ্যাটা ট্রেন্ডের সঙ্গে মিলছে না। আপনার লিংকে বলছে ১৩.১৩ মিলিয়ন, মোট জনসংখ্যার ৮% এর মতন। এটাই ঠিক হওয়া উচিত। ধন্যবাদ।
  • Amit | 163.116.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ০৩:০৪524640
  • ওপরের সাইটের হিসেবে: 
     
    হিন্দু জনসংখ্যা ১৯৫১ এ 9,239,603 থেকে ২০২২ তে বেড়ে দাঁড়িয়েছে 13,130,109. মানে ৭১ বছরে বেড়েছে ৪২ শতাংশ। বছরে এক পার্সেন্ট এর ও কম। 
     
    মুসলিম জনসংখ্যা ১৯৫১ এ 32,346,033 থেকে ২০২২ তে বেড়ে দাঁড়িয়েছে 150,360,404. মানে ৭১ বছরে বেড়েছে 365 পারসেন্ট। বছরে বৃদ্ধি ৫-% এর ও অনেক বেশি। 
     
    কি মনে হয় ? শুধু জন্মহার দিয়েই এই মারাত্মক স্কিউড রেশিও এক্সপ্লেন করা যাচ্ছে ?
  • lcm | ১৭ অক্টোবর ২০২৩ ০৫:৪৬524641
  • না, skewed কেন। ভারতে দেখো। এখানে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, হিন্দুদের থেকে।খৃশ্চানদের স্লো। ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৫ গুণ, হিন্দু প্রায় ৩ গুণ। তাহলে ভারত থেকে কি হিন্দুদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, তা তো নয়, ডেটাটাকে তো ঠিক করে বুঝতে হবে।


    দেখো, বাংলাদেশের ক্ষেত্রে গত ৭১ বছরের মধ্যে ১৯৭১ সালও তো ছিল। তথ্য বলছে -
    ... in May 1971, 1.5 million refugees sought asylum in India; by November 1971 that number had risen to nearly 10 million....

    তখন যেটা হয়েছিল সেটা জেনোসাইড -
    ... the world at large was well aware of the violence happening in Bangladesh... Indian Prime Minister Indira Gandhi termed it as “genocide”....

    এর পরে যেটা হয়, ঐ যে ১০ মিলিয়ন মানুষ ভারতের কাছে অ্যাসাইলাম চেয়েছিল, তাদের একটা বিশাল অংশ (হিন্দুরা) তার পরের দশ-পোনেরো বছর ধরে ধীরে ধীরে ভারতে চলে আসতে থাকে, আইনি/বেআইনি ভাবে। এটা একদিনে বা এক বছরে হয় নি, সময় লেগেছে। সেটার একটা প্রভাব বাংলাদেশে হিন্দুদের ডেমোগ্রাফি চেঞ্জে থাকতে পারে। এর পর থেকে, ধরুন গত চল্লিশ-পঞ্চাশ বছরে ১৯৭১ এর লেভেলে জেনোসাইড বাংলাদেশে হয় নি। অন্তত রেকর্ডেড হিস্ট্রিতে। বা সেই লেভেলের মাইগ্রেশন।

    আর, পরিবার প্রতি বেশি বাচ্চা জন্মের অন্যতম কারণ - ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এক সময় ভারতে হিন্দু পরিবারে অনেক বাচ্চার জন্ম হত। চিনে হত। পুরো এশিয়াতেই হত। তারও আগে ইউরোপেও হত। মেশিনের সাহায্য ছাড়া চাষআবাদের কাজে বহু মানুষের শ্রম লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন