এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • xor | 182.69.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০523200
  • yes
  • | ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৩523215
  • হুঁ। 
     
    কিন্তু 'উপরিকাঠামো' কী? পরিকাঠামো তো ইনফ্রাস্ট্রাকচার, উপরিকাঠামো  মানে কী? 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৩523225
  • সুপারস্ট্রাকচার বলে। মানে, ভিতের উপর যেটা থাকে। দৃশ্যমান। 
  • xor | 182.69.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৪523227
  • সুপারস্ট্রাকচার গজদন্ত মিনার টাইপের। আলো ঝলমলে। সাইট থেকে এবিষয়ের ওপর দেওয়া ইন্টারভিউও পেলাম -
     
    The base is the economic structure of society at the given stage of its development. The superstructure is the political, legal, religious, artistic, philosophical views of society and the political, legal and other institutions corresponding to them.
     
  • দেবারতি | 116.206.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৪523235
  • এসব বিষয়ে খুব একটা কিছু বলার থাকে না। যে জেনে লেখে সে ঠিকই লেখে।সামান্য উনিশ-বিশ হয় ব্যাখ্যায়। আর যারা না জেনে লেখে তাদের লেখায় মতামত দেওয়া এক বিভীষিকা। 
  • guru | 103.175.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৩523236
  • "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অবস্থা বদলায়। ভারতের স্বাধীনতা অনিবার্য হয়ে ওঠে। তখন টাটা-বিড়লা-ঠাকুরদাস মিলে তৈরি করেন একটা পরিকল্পনা, যার মূল কথা হল, দেশের মাটিতে তাঁদের ব্যবসার একচেটিয়া চাই। ইস্পাহানি ইত্যাদিকে জায়গা দেওয়া যাবেনা। সেজন্য ভারত-ভাগের প্রস্তাবও করেন বিড়লা, আস্ত একটা বই লিখে বিলিও করেছিলেন। সরকারি ভাবে কখনও স্বীকার করা হয়নি, কিন্তু অবিকল সেই পরিকল্পনা অনুযায়ীই দেশভাগ হয়।"
     
    খুব প্রাসঙ্গিক একটি তথ্য তুলে ধরা হয়েছে | লেখককে অনেক ধন্যবাদ | কোলকাতার এক পুরোনো মাড়োয়ারি ব্যাবসায়ী পরিবারের বর্তমান উত্তরাধিকারী আমার কাছে স্বীকার করেছেন , যে স্বাধীনতা আন্দোলনে তারা পয়সা দিতেন যাতে দেশ স্বাধীন হলে তারা ইংরেজদের কাছ থেকে কম পয়সা দিয়ে তাদের ফ্যাক্টরি গুলো কিনে নিতে পারেন | এর ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা ব্রিটিশ শাসনের হাত থেকে এই  মাড়োয়ারি ব্যাবসায়ী পরিবারের শাসনে চলে গেলাম | তাহলে আমরা আদৌ স্বাধীন হলাম কবে থেকে ?
  • রমিত চট্টোপাধ্যায় | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১523237
  • স্বাধীন হলাম না ভাবলেই হলো। আগে ইংরেজরা নেটিভ আর কুকুর বলত, এখন মারওয়ারি, গুজরাটি, ইউ পি বাসীরা বাঙালিদের বংগালি, মচলিখোর, বাংলাদেশি, এসব বলে। ইংরেজরা চাবুক মারত, এরা জাঁতাকলে পিষছে।
  • কল্লোল | 122.163.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৪523238
  • “৫২ সালে, মৃত্যুর কিছু আগে শেষ পার্টি কংগ্রেসের বক্তৃতায়, স্তালিন জাতীয়তাবাদ সম্পর্কেও সুস্পষ্ট মতামত রাখেন।“
    Earlier, the bourgeoisie, as the heads of nations, were for the rights and independence of nations and put that "above all." Now there is no trace left of this "national principle." Now the bourgeoisie sell the rights and independence of their nations for dollars. The banner of national independence and national sovereignty has been thrown overboard. Without doubt, you, the representatives of the communist and democratic parties must raise this banner and carry it forward if you want to be patriots of your countries, if you want to be the leading powers of the nations. There is nobody else to raise it.
    The banner of national independence and national sovereignty – এটা স্তালিনের বক্তব্য।  
    “কমিউনিস্ট এবং গণতান্ত্রিক দলগুলোরই অবশ্যকর্তব্য হল জাতীয়তার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরা। কারণ, তুলে ধরার আর কেউ নেই। “  
    জাতির স্বাধীনতা সার্বভৌমতা কিভাবে জাতিয়তাবাদের সমার্থক হয় ?
    দেশ বা জাতি আক্রান্ত হলে তার বিরুদ্ধে লড়া আর সারে জাহাঁ সে আচ্ছা “আমার দেশ” দুটো এক কথা নয়। জাতীয়তাবাদ একটা দর্শন । যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সোচ্চার ছিলেন।
    Nationalism is a great menace. It is the particular thing which for years has been at the bottom of India’s troubles.   Nationalism in India  Page 29
    We have felt its iron grip at the root of our life, and for the sake of humanity we must stand up and give warning to all, that this nationalism is a cruel epidemic of evil that is sweeping over the human world of the present age, and eating into its moral vitality. Nationalism Page 16
    It is the continual and stupendous dead pressure of this inhuman upon the living human under which the modern world is groaning. Not merely the subject races, but you who live under the delusion that you are free, are every day sacrificing your freedom and humanity to this fetich of nationalism, living in the dense poisonous atmosphere of world-wide suspicion and greed and panic.  Nationalism Page 26
    I am just coming from my visit to Japan, where I exhorted this young nation to take its stand upon the higher ideals of humanity and[Pg 39] never to follow the West in its acceptance of the organized selfishness of Nationalism as its religion, never to gloat upon the feebleness of its neighbours, never to be unscrupulous in its behaviour to the weak, where it can be gloriously mean with impunity, while turning its right cheek of brighter humanity for the kiss of admiration to those who have the power to deal it a blow. Nationalism Page 39
    এরকম আরও বহু বহু উদাহরণ দেওয়া যায় যে ন্যাশেনালিজম বা জাতীয়তাবাদ বস্তুটি পরিত্যাজ্য।
     
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৬523239
  • উগ্র জাতীয়তাবাদ অবশ্য‌ই পরিত্যাজ্য, কিন্তু জাতীয়তাবাদ নয়।
    জাতীয়তাবাদ ছাড়া কোনো দেশ এগোতে পারেনা।
    স্ট্যালিন রাশিয়ার স্বার্থ দেখেছেন, হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে রাশিয়ার স্বাধীনতা অক্ষুণ্ন রেখেছেন।
    হোচিমিন, ফিদেল কাস্ত্রো নিজের দেশের জন্য লড়াই করেছেন, আন্তর্জাতিকতার দোহাই দিয়ে নিজের দেশের স্বার্থ অস্বীকার করেননি।
    জাতীয়তাবাদের ওপর ভিত্তি করেই আন্তর্জাতিকতাবাদ আসে।
    আর আমাদের দেশের মহাবিপ্লবীরা করেন ঠিক উল্টো!
    বিসমার্কের চিন্তা জাতীয়তাবাদ, জার্মানিকে ঐক্যবদ্ধ করে।
    হিটলারের চিন্তা উগ্র জাতীয়তাবাদ, দেশকে ধ্বংস করে।
    দুটো কখনোই এক নয়! 
    আর রবীন্দ্রনাথ নিজেই তো ভারতভাগ্যবিধাতার বন্দনা করেছেন। সেটা জাতীয়তাবাদ নয়? 
     
     
  • dc | 2401:4900:1f2b:91d7:f0d1:b91d:f5f1:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৯523240
  • Now the bourgeoisie sell the rights and independence of their nations for dollars. The banner of national independence and national sovereignty has been thrown overboard. 
     
    এটা যদি হয়ে থাকে তাহলে তো খুব ভালোই হয়েছে! জাতীয়তাবাদ টাতীয়তাবাদ কি বস্তু? আমি একজন ব্যক্তি, আমি ইন্ডিভিজুয়ালিজম এ বিশ্বাস করি। আমি নিজের ভালোমন্দ নিজে বুঝি, দেশ টেশ নিয়ে আমি থোড়াই কেয়ার করি। আমি ভালো না থাকলে দেশের কি হলো সে জেনে আমার কি হবে? আর এই দেশপ্রেম জিনিষটা তো আরেক উদ্ভট ব্যাপার। দেশপ্রেম দিয়ে আমার লাভ কি হবে? ইয়ে, রবীন্দ্রনাথও দেখছি আমার মতোই ভাবতো! 
  • dc | 2401:4900:1f2b:91d7:f0d1:b91d:f5f1:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩523241
  • আরেকটা ব্যাপার হলো, এই যে ছোটবেলার থেকে শুনে আসছি টাটা বিড়লারা দেশটাকে বেচে দেয়, আর এখন শুনি আম্বানি আদানি বেচে দেয়, তো এরা কাকে বেচে? কে বা কারা কেনে? এতো দশক ধরে বেচেও কি বেচা শেষ হয় না? 
  • কল্লোল | 122.163.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪২523247
  • নিজের দেশের স্বাধীনতা রক্ষা আর জাতীয়তাবাদ এক জিনিস নয়। জাতীয়তাবাদ শেখায় আমার দেশ সবার উপরে। এটা ও একটা ঔপনিবেশীক কনস্ট্রাক্ট যে স্বাধীনতার জন্য লড়াই = জাতীয়তাবাদ। এটা একেবারেই ভুল্ভাল। 
  • dc | 2401:4900:1f2b:91d7:889b:adcc:2ec8:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৭523249
  • কল্লোলবাবু, সে তো বটেই। 
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫১523252
  • নিজের দেশ ও সভ্যতা-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ কখনোই অপরের প্রতি বিদ্বেষ নয়।
    দেশপ্রেম মানে বলিউড সিনেমা নয়, জয় শ্রীরাম বলে ষাঁড়ের মতো চেল্লানো নয়, পাকিস্তানকে গালাগালি করা নয়।
    দেশের মানুষের প্রতি যাদের মমত্ববোধ নেই, তারা করবে বিপ্লব!
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৫523253
  • প্রত্যেক ছেলেমেয়ের কাছে তার বাবা-মা সবচেয়ে সেরা। এর অর্থ কি সে অন্যের বাবা-মা কে ঘৃণা করছে না অন্যের বাড়িতে আগুন লাগাতে যাচ্ছে? 
    আশ্চর্য মাথা! 
    আমাদের দেশের মাতব্বরদের তত্ত্বজ্ঞান এতো বেশি যে বাস্তবজ্ঞান বলে কিছু নেই! 
    তাই খালি বুলি কপচানো হয়, কোনো কাজ হয়না!
  • আ খোঁ | 2402:3a80:1987:4f26:478:5634:1232:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২২523255
  • এই দেশ টা কী বস্তু? কোথায় শুরু? কোথায় শেষ?  
  • পাঠক | 2405:8100:8000:5ca1::7c:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫১523258
  • খিস্তিচোদার বাচ্চা এই দীপচাড্ডিটাকে লাথ মেরে ভাগানো যায় না? কোন সুস্থ আলোচনা এ মাল হতেই দেবে না। আসে খিস্তি মারে কটা  ডাস্টবিন চিপকায় এর তার বাপ মা তোলে টইয়ের পর টই এ মালটার জন্য আস্তাকুঁড় হয়ে থাকে। এগুলো করার জন্যই পয়সা পায় করে যায়। পাঠকদের ধৈর্যের সীমা আছে তো নাকি?
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৪523260
  • হে মোর চিত্ত,পূণ্য তীর্থে জাগো রে ধীরে--
     এই ভারতের মহামানবের সাগরতীরে।
      হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে
       নমি নর-দেবতারে,
       উদার ছন্দে পরমানন্দে  
       বন্দন করি তাঁরে।        
       ধ্যান-গম্ভীর এই যে ভূধর, 
       নদীজপমালাধৃত প্রান্তর,
       হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে
       এই ভারতের মহামানবের সাগরতীরে।
     
    মহাকবির দৃষ্টিতে ভারত।
  • আ খোঁ | 2402:3a80:1987:4f26:478:5634:1232:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯523262
  • ভারত টাই বা কী বস্তু? 
  • ভারত টাই বা কী বস্তু? | 74.82.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫523264
  • তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৭523266
  • ১৯৪১ সালে হিটলার সোভিয়েত রাশিয়া আক্রমণ করে। ১২ দিন পরে স্ট্যালিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আমাদের পিতৃভূমি আজ আক্রান্ত, সর্বশক্তি দিয়ে আজ লড়াই করতে হবে। তিনি এই যুদ্ধকে "People's democratic war" বলে উল্লেখ করেন।
    স্পষ্টভাবে স্ট্যালিন এখানে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের উপর ভিত্তি করে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন।
     
    কিছু না বুঝে চোথা মুখস্থ করলে খুব বিপদ!
  • দীপ | 42.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩০523267
  • রবীন্দ্রনাথ দেশপ্রেমের নামে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদকে অস্বীকার করেছেন, অপরকে ধ্বংস করার মানসিকতাকে আক্রমণ করেছেন।
    দেশের প্রতি ভালোবাসাকে কখনোই অস্বীকার করেননি।
  • আ খোঁ | 2402:3a80:1987:4f26:478:5634:1232:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪১523268
  • বুঝলাম। কিন্তু দেশটা কী বস্তু? রবিবাবুর দেশটাই বা কী ছিল? 
  • ? | 2405:8100:8000:5ca1::13:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯523269
  • বস্তু? সেটা কাকে বলে?
  • guru | 2409:4060:28a:adbe:d252:6132:bd57:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১২523272
  • আমার মতে দেশপ্রেম ব্যাপারটি খুবই সিম্পল l গান্ধী পরিবার  , সঙ্ঘপরিবার, সনাতনী ধর্ম , টাটা , বিড়লা , আদানী , আম্বানী এদের হিসেবে দেশপ্রেম হচ্ছে চীনের মাল কিনোনা আমাদের মাল কেনো সে দাম বা কোয়ালিটি যাই হল l তো এটাই "ভারতীয় জাতীয়তাবাদের" স্বরূপ l
  • হ্যাঃ | 2405:8100:8000:5ca1::1f:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩১523273
  • তোকে বলেছে!
  • Ranjan Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩৫523279
  • দীপবাবু
      ব্যাপারটা কি অতই সরল? অমন একমাত্রিক?
      প্রায় একই সময়ে ( মানে হিটলার আক্রমণের কিছু আগে) স্তালিনের রাশিয়া ফিনল্যান্ডের কারেলিয়া প্রভিন্সের একটা বড় অংশ দখল করে নেয়, আজও তার বেশির ভাগটাই কব্জা করে রেখেছে। পোল্যান্ডেও খামচা মেরে ছিল। এবং মলোটভ-রিবেন্ট্রপ চুক্তির আড়ে হিটলার সুদেতানল্যান্ড দখল করে চেকোশ্লোভাকিয়ার ভেতরে ঢোকে। স্তালিন অন্য দিকে তাকিয়ে রইলেন। 
       এই যে এখন চীন নিজের ম্যাপে গোটা অরুণাচলকে নিজের দেশের অংশ দেখাচ্ছে আর আমাদের এখানে সমানে মাল রপ্তানি বাড়াচ্ছে-- সেটা ওদের দেশের চোখে দেশপ্রেম/ জাতীয়তাবাদ/দেশের স্বার্থ। আর আমাদের দিক থেকে দেখলে?
        
  • &/ | 107.77.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪২523280
  • অরুণাচলকে চীন নিজের দেখাচ্ছে? আর ভারতীয় প্রশাসন কিছু স্টেপ নিচ্ছে না এখনও ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন