এই সত্য উদঘাটন অবশ্য সরকার না করে একজন ফিল্মমেকার - ডকুমেন্টারিও নয়, গপ্পো - বানিয়ে কেন করবেন, সে ব্যাখ্যা উনি দেননি; দেবেনই বা কেন? উনি শিল্পদরদী প্রধানমন্ত্রী। সেই ক-অ-বে থেকে একের পর এক ভাল ভাল গল্পকে উনি সমর্থন করেননি? ড্রেন থেকে গ্যাস, ডিমানিটাইজেশনের ফলে কালো টাকা অপসারণ, 'entire political science'-এ ডিগ্রি, কত্ত মিষ্টি মিষ্টি সাজুগুজু করে ফোটোশ্যুট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে জেলখাটা, থালা-বাটির ঝনাৎকারে করোনার পলায়ন - পিএম আমাদের কথাসাহিত্যিক। সত্যি দিয়ে কি হবে? একটা জবরদস্ত মুচমুচে গপ্পো পেলে... ওহ! না, না, আগের কথাটার সঙ্গে খাপ খাচ্ছে না৷ তাই না? ইয়াইক্স!
আসল কথা হল, রামমন্দির হয়ে গেছে। বাবরি মসজিদ নিয়ে কথা বলে না আর কেউ। এবার আমরা যাবো মথুরা। শাহী ইদগা ভেঙে সেই জায়গায় মাখনের হাঁড়ি বসাবো (যদিও মাখন-ইতিবৃত্ত বেন্দাবনের, মথুরায় কেষ্টা পিউবার্টি পেরিয়ে গেছিল)। ইতোমধ্যেই কোর্টে কেস ঠুকে দিয়েছি। জিতে গেলে তো কথাই নেই, না জিতলেও, কে আটকায়?
https://thewire.in/communalism/mathura-temple-mosque-jalabhishek-police এই আবহাওয়ায়, যেখানে কিনা উত্তরপ্রদেশে বিরাট সংখ্যায় জিতে আমাদের যাকে বলে আনন্দ আর ধরছে না, ঠিক তখনই দরকার ছিল জনমানসকে ভুলিয়ে দেওয়ার, যে, এই জয়োল্লাসটা শুধু একটা পার্টির ইলেকশনে জেতার আনন্দ। ঠিক সেই কাজটা, এইভাবে সিনেমার মাধ্যমে হওয়া - একেবারে মাস্টারস্ট্রোক। কিছু দেশদ্রোহী 'শিক্ষিত' নির্বোধ বলতে শুরু করেছে, এই নিয়ে আলোচনা করে বৃথা ফুটেজ দেওয়া হচ্ছে আমাদের। পাঁঠারা এটাও বোঝে না, ব্যাপারটা সিনেমা নিয়ে একেবারেই নয়। নব্বইয়ের দশকে কি জি সিনেমার হিন্দি ফিলিম দেখেছেন একটাও? ওগুলো সিনেমা হত ভাবতেন এদ্দিন? ওসব প্রোডাক্ট মশাই, প্রোডাক্ট। কখনো মমতা কুলকার্নির পেটের ভাঁজের সুড়সুড়ি, কখনো ক্রুদ্ধ হিরোর হাতে ভিলেনের নৃশংস মৃত্যু - এসবের মধ্য দিয়ে যেটা আসলে বেচা হত, সেটা হল আমাদের সরীসৃপ-মস্তিষ্কের আদিম অনুভূতিকে উস্কে দেওয়া ড্রাগ। কেন ড্রাগ, তা জানতে সে সময় যারা প্রতি দুপুরে সেই চ্যানেল খুলে বসে দেখতেন, তাদের জিজ্ঞেস করুন গিয়ে।
এই অনুভূতি নিয়েই কারবার, পপুলার বিনোদনের। ঠিক করেছেন বিবেকবাবু। বিবেকবানের মত কাজ করেছেন।মানুষে মানুষে প্রেম দেখানো যাবে, আর হিংসা ডিটেলে দেখালেই সমস্যা! (প্লিজ, সেন্সর বোর্ডের কথাটা পেড়ে বসবেন না এখানে, নরহত্যা, হিংসা - এসবের পুঙ্খানুপুঙ্খ দৃশ্যায়ন আমাদের ঐতিহ্যে সয়, যৌনতাটা সয় না) যদি তাতে সমাজে ঘৃণা বাড়ে, বাড়ুক। বাড়া দরকার। সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও আর কতদিন নিজেদের হাত নিশপিশ, গা মিশমিশ প্রবৃত্তিগুলো দমন করে রাখতে হবে বলুন তো?
সিনেমা হল থেকে বেরিয়ে গলা ছেড়ে যখন চীৎকার করছি,
"যব মুল্লে, কাটে জায়েঙ্গে, রাম রাম চিল্লায়েঙ্গে"
তখন আমার মনের চোখে, স্বপ্নে, কী ভেবেছিলেন - দোলের, লাল পলাশের রঙ?
আনন্দের লাল রঙে সেই গাঢ়ত্ব, ঘনত্ব কোথায় গুরু, যা থাকে প্রতিবেশীর রক্তে?
https://www.aljazeera.com/news/2022/3/17/kashmir-files-film-modi-anti-muslim-hate-speech ছবি- Oonmon Raay