এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ১১

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৭ মার্চ ২০২৫ | ৮৯ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
    ( ১১ )

    বাড়ির দিকে আসছিল কলতান আর প্রকাশ। একজন বছর তিরিশের যুবককে দেখতে পেল কলতান। ছিপছিপে কিন্তু আঁটোসাঁটো। বেশ খেলোয়াড়সুলভ চেহারা। সে ভিতরে ঢুকতে যাচ্ছিল। কলতানদের দেখে দাঁড়িয়ে গেল। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রইল।
    গেটের মুখে পৌঁছে কলতান বলল, ' খুব ভুল যদি না করি নিশ্চয়ই মিস্টার মনোজ শ্রীবাস্তব ... '
    মনোজ হেসে বলল, ' হ্যাঁ স্যার ... আমি আপনার নাম অনেক শুনেছি ... আপনার এখানে আসার খবর পেয়েছি আমি ... '
    --- ' ও আচ্ছা ... তোমার সঙ্গেই তো আলাপই হল না এখনও। সময় করে এস না একবার দোতলায় ... '
    --- ' আচ্ছা ... ঠিক আছে যাব বিকেলের দিকে। এখন একটু বিজি আছি স্যার ... ডোন্ট মাইন্ড প্লিজ ... '
    --- ' ঠিক আছে ... ঠিক আছে, সময় করে এস। আছি আমি, আপাতত কাল পর্যন্ত। সুরেশজির সঙ্গেও পরিচয় হল না ... তিনি অবশ্য অসুস্থ মানুষ, ডিসটার্ব না করাই ভাল ... '
    --- ' দেখুন কি করবেন ... আসছি আমি ... '

    মনোজকে দেখে মান্ডবীর কথাগুলো মনে পড়ল কলতানের ... 'ওই মনোজটাকে আমি একদম পছন্দ করি না ... আমরা গরীব বলে আমাদের সস্তা ভাবে ... '
    মনোজ কিরকম এক ঝলক দেখে কিছু বোঝা সম্ভব নয়। কালকের মধ্যেই দেখে নিতে হবে একটু।

    মনোজ তার কথা রাখল। বিকেল পাঁচটা নাগাদ সে এল দোতলায়। দু চারটে কথা বলার পর কলতান বলল, ' চল তোমাদের বাগান থেকে ঘুরে আসি। এই বিকেলবেলায় বাগানে ঘুরতে খুব ভাল লাগবে। ভরা বসন্ত এখন ... '
    প্রকাশ বলল, ' হাঁ যান ঘুরে আসুন ... ভাল লাগবে ... '
    বিকেলবেলা, ভরা বসন্ত ... এসব কথা মনোজের ঠিক বোঝার কথা নয় বোধহয়। সে স্বাভাবিক ভদ্রতার খাতিরে বলল, ' হ্যাঁ ... চলুন ... '
    প্রকাশ আবার বলল, ' আপনার ঘুরে আসুন ... আমি ঘরে আছি ... '
    বাগানে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে কলতান বলল, ' আজ আর বেরোওনি ... সারাদিন বাড়িতেই ? '
    --- ' হ্যাঁ স্যার ... আমি তো রোজ বেরোই না। বিজনেসে আমার অত ইন্ট্রেস্ট নেই ... ক্রিকেট খেলেও তেমন ওপনিং কিছু পেলাম না। খুব ফাস্ট্রেটেড স্টেটে আছি আর কি ... দেখি অন্য কিছু একটা করা যায় কিনা ... ট্রান্সপোর্ট বিজনেস আমার একদম ভাল লাগে না ... '
    --- ' হমম্ ... তা কি ধরণের কাজের কথা ভাবছ ? '
    --- ' এই ধরুন ... ট্রাভেল এজেন্সি ... ট্রাভেল আমার খুব ভাল লাগে ... কত নতুন নতুন জায়গা ... এ প্রফেশনটা আমার খুব পছন্দ ... '
    বলতে বলতে মনোজের চোখেমুখে একটা শিশুসুলভ খুশির ভাব ফুটে উঠল। তাকে একটা মার্কামারা ট্রান্সপোর্ট কোম্পানির পারিবারিক সদস্য এবং অংশীদার বলে ভাবা কঠিন হতে লাগল। এটা অভিনয় করে করা যায় না কলতানের সেটা বুঝতে অসুবিধে হল না। এটার সঙ্গে সহদেবের বউয়ের অভিযোগ মেলানো সম্ভব হচ্ছিল না। কলতান সিদ্ধান্তে পৌঁছল, দুজনের মধ্যে একজন তার চোখ এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে ধোঁকা দিচ্ছে। হয় মনোজ কিংবা মানু।
    --- ' চল এগোই ... '
    কলতান মনোজকে নিয়ে হাঁটতে লাগল বাগানের পূর্বদিকে সহদেবের আস্তানার দিকে।
    কলতান হঠাৎ বলল, ' তোমাদের ফ্যামিলির কারো ক্রনিক অ্যালার্জি বা কাশির প্রবলেম আছে ? '
    --- ' না ... সেরকম তো কিছু আমার জানা নেই ... কেন বলুন তো ? '
    মনোজের জিজ্ঞাসাবোধক বিস্ময়টা কলতানের চোখে অকৃত্রিম বলেই মনে হল।
    সে এবার সরাসরি ঘা দিল বলল, ' তোমাদের মধ্যে কাফ সিরাপ কে রেগুলারলি কনজিউম করে ? '
    শুনে মনোজ অবাক হয়ে কলতানের দিকে তাকাল। কলতান অভিজ্ঞ চোখে মনোজের দৃষ্টিটা জরিপ করে নিল। না, তাতেও কোন ধূর্ততার চিহ্ন পেল না।
    --- ' কাফ সিরাপ ... রেগুলারলি ! না না ... সেরকম কেউ নেই তো ... কেন বলুন তো ? '

    কলতান মনোজের পিঠে হাত রেখে বলল, ' না না... এমনি বললাম ... আসলে আমি নিজেই খুব সর্দি কাশিতে ভুগি তো ... '
    --- ' ঠান্ডা অ্যাভয়েড করে চলতে হবে তা'লে ... '
    --- ' চেষ্টা করি, হয় না সবসময় ... তোমার খেলাধুলো কি এখন বন্ধ ? '
    --- ' হ্যাঁ, মোটামুটি তাই ... ও লাইনে অর আগে বাড়তে পারব বলে মনে হয় না ... খুব ফ্রাস্ট্রেটেড লাগে।
    --- ' আচ্ছা ... সহদেব তোমাদের বাগানে কতদিন কাজ করছে ? '
    --- ' ও ... অনেক দিন। দশ বছর হবে মনে হয় ... প্রত্যেক টাইপ অফ প্ল্যান্টের স্পেসিফিক নার্সারি এবং ট্রিটমেন্ট জানে ... দারুন ... '
    ---' ওর ফ্যামিলি তো বেশিদিন আসেনি, না ? '
    --- ' না না ... একবছরের আশপাশ হবে। আগে একাই থাকত ... '
    --- ' ওরা বেশ ভাল লোক বলেই তো মনে হল ... '
    --- ' ভালই হবে, খারাপ হবে কেন ... আমার সঙ্গে তো তেমন পরিচয় হয়নি। বাতচিতও হয় না। ওরা আমাকে ভালভাবে চেনে কিনা সন্দেহ। গরীব মানুষ ... নিজের দেশ গাঁও ছেড়ে ভিন জাগায় কাজ করতে এসেছে ... রোজগার করতে এসেছে, অর কোন মতলব তো নেই ... খারাপ কেন হবে ?'
    --- ' তা ঠিক তা ঠিক ... খারাপ কেন হবে। তবু দেখ, কি ট্র্যাজিক একটা ঘটনা ঘটল ওদের লাইফে ... '
    --- ' তাই তো ... কে যে করল এসব ... আপনি তো ইনভেস্টিগেট করছেন ... দেখুন না তাড়াতাড়ি যদি কালপ্রিটটাকে ধরা যায় ... খুব খারাপ লাগে আমার ... আমাদের ফ্যামিলির শরম এটা ... পুলিশের প্রগ্রেস তো ভীষণ স্লো। এখনও ফরেন্সিক রিপোর্টই বার করতে পারল না ... স্যাম্পল পাঠিয়েছে কিনা কে জানে ... কি বলুন তো ... '
    --- ' তোমার কথাগুলো একেবারেই ফেলে দিতে পারছি না। আর আমি তো চেষ্টা তো করছি মনোজ ভাই, কিন্তু সেরকম হেল্পার পাচ্ছি না ... একটু হেল্প না পেলে কাজটা এগোবে কি করে ... '
    বলে কলতান মনোজের পাশাপাশি সহদেবের ঘরের দিকে হাঁটতে লাগল। সে মনোজের উত্তরের জন্য অপেক্ষা করতো লাগল। কলতান অপরাধবিজ্ঞানের একটা সূত্রে খুব বিশ্বাস করে।
    সেটা হল --- There must be a vulnerable locus of finding access into the heart of things . An investigator might feel himself lucky to find out such a porous point.

    কলতানের মনে হল সে বোধহয় একটা প্রবেশযোগ্য ছিদ্র খুঁজে পেয়েছে শ্রীবাস্তবদের ছোট ছেলের মধ্য দিয়ে। তার মনে হচ্ছে তার পর্যবেক্ষণ ক্ষমতা তার সঙ্গে প্রতারণা করছে না।
    মনোজ বলল, ' কিরকম হেল্প লাগবে বলুন না ... আমার কাছে যদি কিছু জানার থাকে ... '
    --- ' ও আচ্ছা আচ্ছা ... থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ... হ্যাঁ বলব ... নিশ্চয়ই বলব ... '
    ওরা সহদেবের ঘরের সামনে এসে পড়েছে। সামনে একটা খাটিয়া পাতা আছে, কলতান সেখানে বসে পড়ল। বলল, ' বস না এখানে ... '
    মনোজও বসে পড়ল কলতানের পাশে।

    কলতান দেখল মান্ডবী আসছে বাগানের একদিক থেকে। সহদেবকে এখানে দেখা যাচ্ছে না। বোধহয় বাইরের কোন কাজে গেছে। কলতান চুপ করে বসে রইল। মান্ডবী একটা ভারি বস্তা টানতে টানতে নিয়ে আসছে। ওতে বোধহয় গাছের সার টার আছে। সে দূর থেকেই কলতানকে দেখে ভদ্রতাসূচক ভঙ্গীতে হাসল।
    মনোজ বলল, ' কি হল ... বললেন না স্যার ? '
    কলতান বলল, ' হ্যাঁ বলছি বলছি ... একটু দেখে নিই আগে ... '
    --- ' কি দেখবেন ? '
    --- ' যা দেখা যায় ...
    --- ' মানে ? '
    --- ' মানে ... পরে বুঝিয়ে বলব ... '
    মনোজ বাধ্য ছেলের মতো বলল, ' আচ্ছা ... '
    তারপর বলল, ' ওই যে ... ওটা হল সহদেবের মিসেস ... '
    --- ' বাঃ ... চেন দেখছি ... '
    মনোজ অবাক হয়ে বলল, ' আরে ... চিনব না কেন ? '
    --- ' হ্যাঁ ... তা ঠিক। চেনাই তো উচিত। একবছর হয়ে গেছে ... না চেনাটাই অস্বাভাবিক।
    মান্ডবী কাছে এসে পড়ল। কলতানের দিকে তাকিয়ে বলল, ' কখন এলেন বাবু ? ওদিকে কাজ ছিল ... '
    --- ' এই তো এলাম ... মনোজবাবুর ঘরে ছিলাম এতক্ষণ ... '
    --- ' ওঃ... ওনার কথা বলবেন না বাবু ... খুব খারাপ লোক ... আমরা গরীব বলে খুব সস্তা ভাবে ... ওর চাউনিটাই আমি সহ্য করতে পারি না ... '
    সরলমনা মনোজ আঁতকে উঠে কি একটা বলতে যাচ্ছিল। কলতান ডানহাত দিয়ে তার হাঁটুতে চাপ দিয়ে নীচুস্বরে বলল, ' আরে ... ও অন্য মনোজের কথা বলছে। তুমি তাকে চিনবে না ...'
    মানু বলল, ' একটু বসুন ... আমি এটা রেখে এখুনি আসছি ... '
    মানু বস্তা টানতে টানতে তার ঘরের পিছন দিকে চলে গেল।

    মনোজ ভীষণ বিড়ম্বিত মুখে বসেছিল। কলতান বুঝে ফেলেছে সে একখানা পর্দা সরাতে পেরেছে এবং এই নাট্য মঞ্চে এখন পর্যন্ত মনোজই একমাত্র নিখাদ এবং সরল বস্তু।
    সহদেবের বউ মান্ডবী তাকে ভালভাবে চেনেই না।আসলে, খুব সম্ভবত তারা কোনদিন মুখোমুখিই হয়নি।
    কলতান মনোজের দিকে তাকিয়ে বলল, ' ট্রাভেলিং এজেন্সি স্টার্ট করে দাও। তোমার ফার্স্ট ক্লায়েন্ট হব আমি, তোমাকে কথা দিলাম। আরও অনেক ক্লায়েন্ট দেব তোমায় ... আই প্রমিজ ... হাঃ হাঃ ... '
    কলতানের উচ্ছ্বাস দেখে ঘাবড়ে গিয়ে মনোজ বলতে লাগল, ' হাঁ হাঁ ... দেখছি দেখছি ... কি করা যায় ... থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ ... ইয়ে ... কি বলব ... '
    ' আর একটা কথা ... ' কলতান আবার বলল,
    ' আজ রাত্রে হয়ত আবার তোমার হেল্পের দরকার থাকতে পারে। মোবাইলটা সঙ্গে নিয়ে আলাদা বেডে শুয়ো বিবি বাচ্চাকে ডিসটার্ব না করে ... '
    মনোজ বোধহয় কিছু না ভেবে চিন্তেই বলল,
    ' আচ্ছা স্যার ... '
    গোধূলিবেলার লালচে রোদ এসে পড়েছে আমগাছের পল্লবগুচ্ছে।

    ( ক্রমশ )

    ******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd19:a5bb:8592:bdc1:9a76:***:*** | ০৭ মার্চ ২০২৫ ০১:৩৬541506
  • এই যে আপনার কিস্তিগুলি খুব অপেক্ষা না করিয়েই আসে সেজন্যে আপনার একটি ধন্যবাদ প্রাপ্য হয়। গোয়েন্দা গল্পের পাঠক হিসেবে বেশ তাড়াতাড়িই অধৈর্য হয়ে যাই। সেই অভ্যাসকে টানটান ভাবে ধরে রাখতে দেবার জন্য -- ধন্যবাদ। 
  • . | ০৭ মার্চ ২০২৫ ০১:৪৯541507
  • আরিব্বাস! গল্প তো পুরো ঘুরে গিয়েছে!
    তারপর?
  • Anjan Banerjee | ০৭ মার্চ ২০২৫ ১০:২৩541509
  • ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।  সঙ্গে থাকুন প্লিজ । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন