এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ২

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০১ মার্চ ২০২৫ | ১০০ বার পঠিত
  • ( ২ )

    তেঁতুলতলা থানার আই সি সব্যসাচী পাত্রকে বেশ শৃঙ্খলাপরায়ণ মনে হল। আন্দাজ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স। তিনি বললেন, ' মিস্টার পালধি কাল ফোন করেছিলেন। আপনার কথা বললেন। আমি খুব ইগার ছিলাম আপনার সঙ্গে মিট করার জন্য। আপনার চার পাঁচটা কেস সলিউশান আমার জানা আছে। আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম ... '
    --- ' থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সব্যসাচীবাবু। আসলে আপনাদের সাহায্য না পেলে আমি অনেকটাই হেল্পলেস। ইন ফ্যাক্ট আমরা একে অপরের সাপ্লিমেন্টারি রোল প্লে করি। যাই হোক, যে ব্যাপারটায় এসেছি ... '
    সব্যসাচীবাবু কথাটা সম্পূর্ণ করে দিলেন, ' এগার বছরের মেয়েটার রেপ অ্যান্ড মার্ডার কেসটা ইনভেস্টিগেট করতে ... '
    --- ' এগ্জ্যাক্টলি। কিন্তু রেপ কি কনফার্মড হয়েছে ? ' ফরেন্সিক হয়েছে ? '
    --- ' ফরেন্সিকে পাঠান হয়েছে। রিপোর্ট আসেনি এখনও। আর রেপটা প্রাইমা ফেসি ডিটেকশান হয়েছে সুরতহালের সময় ... ফরেন্সিক কনফার্মেশান উই আর ইয়েট টু রিসিভ ... '
    --- ' সুরতহালের সময় আপনি প্রেজেন্ট ছিলেন ?'
    --- ' হ্যাঁ ছিলাম '
    --- ' বডিতে কোন প্রমিনেন্ট ইনজিওরি মার্ক ছিল ?'
    --- ' হ্যাঁ ... মাথার পেছনে ফেটাল ইনজিওরি ছিল। হার্ড কোন কিছু দিয়ে ... লোহার বাঁট ধরণের কিছু হতে পারে, মারা হয়েছিল। প্রাইভেট পার্টসেও সিভিয়ার রাপচার ভিসিবল ছিল। শার্প কোন অবজেক্ট ইনসার্ট করার মোস্ট প্রমিনেন্ট ইনডিকেশান আছে, অন্তত আমার মতে ... '
    --- ' রিট্রিভড এভিডেন্স কোন ল্যাবে পাঠান হয়েছে ? ' কলতান জিজ্ঞাসা করল।
    --- ' এ ব্যাপারে আমি পুরোপুরি অন্ধকারে। কিছুই জানি না ... '
    --- ' সে কি ! আপনি ইনকোয়েস্ট টিমে ছিলেন আর স্যাম্পল হ্যান্ডওভারের খোঁজ রাখেন না ... স্ট্রেঞ্জ ! ভ্যাজাইনাল সোয়াব কালেক্টেড হয়েছে ? '
    --- ' সত্যি বলছি, ইনকোয়েস্ট কমপ্লিট হয়ে গেলে আমি ওখান থেকে বেরিয়ে যাই। আমার হায়ার অথরিটি প্রেজেন্ট ছিল। আমার করণীয় আর কিছু ছিল না। আই অলওয়েজ ট্রাই টু অ্যাবাইড বাই দা স্পেসিফিক প্রোটোকলস। দে টুক চার্জ অফ ফলোয়িং সাবসিকোয়েন্ট প্রসিডিয়োরস অফ হ্যান্ডিং ওভার দা মেটিরিয়ালস টু দা ফরেন্সিক অফিসিয়ালস এটসেটরা... এই আর কি ... '
    কলতান গাল চুলকে বলল, ' ও আচ্ছা ... তাহলে কার কাছে গেলে কিছু ক্লু পাওয়া যেতে পারে ? '
    --- ' সেটা তো বলা মুশ্কিল। তবে, ক্লু কেন, দু চার দিন ওয়েট করুন না ... রিপোর্টই তো এসে যাবে ... '
    --- ' হমম্ ... '
    --- ' চা খাবেন নাকি ? '
    --- ' না না ... ' কলতান জানাল।
    --- ' ও আচ্ছা ... '
    --- ' আপনি স্পট ভিজিট করেছেন নাকি ? '
    --- ' কোন স্পট ? '
    --- ' যেখানে বডি পাওয়া গেছে '
    --- ' না ... তার দরকার হয়নি। তার আগেই বডি এখানে এসে গেছে ... '
    --- ' কারা বডি রিট্রিভ করল ... '
    --- ' আমাদের এখানকারই স্টাফ ... '
    --- ' এখানকার বলতে ... কোথাকার ? '
    --- ' এই থানারই ... '
    --- ' ক'জন গিয়েছিল ? '
    --- ' দু তিন জন ছিল বোধহয় ... '
    --- ' ক'জন এগ্জ্যাক্ট জানেন না ? আপনিই তো পাঠিয়েছিলেন নিশ্চয়ই... '
    --- ' আমি সেদিন ডিউটিতে ছিলাম না। কলকাতায় গিয়েছিলাম। ভবানীভবনে কাজ ছিল।
    --- ' সেদিন এখানে চার্জে কে ছিল ? '
    --- ' কেউই ছিল না। অত লোক কোথায় আমাদের ? যারা গেছে তারা নিজেরাই গেছে। মনে হয় লোকাল লোকেরা ডেকে নিয়ে গেছে ... '
    --- ' ও ... তাদের সঙ্গে একটু কথা বলা যাবে ? '
    --- ' কাদের সঙ্গে ? '
    --- ' যারা স্পটে গিয়েছিল ... '
    --- ' তারা আজকে অ্যাবসেন্ট দেখছি ... '
    --- ' তিনজনই অ্যাবসেন্ট ? '
    --- ' তাই তো দেখছি ... একেই শর্টেজ অফ স্টাফ
    ... তার ওপর আবার ... ঠিক আছে অন্য আর একদিন আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। এখন তো ফ্রিকোয়েন্টলি আসতে হবে এখানে ... '
    কলতান হেসে বলল, ' না না ... তার দরকার নাও হতে পারে ... '
    সব্যসাচী পাত্র কি বুঝলেন কে জানে, বললেন, ' তা ঠিক ... তা ঠিক, এসব জায়গায় বারবার কেউ আসতে চায় না ... '
    কলতান বলল, ' আর টাইম ওয়েস্ট করব না আপনার ... শুধু আর একটা কোয়্যারি আছে আমার। মানে, আপনার ওপিনিয়ন চাইছি ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... বলুন না ... বলুন না ... ডোন্ট হেজিটেট ... ' পাত্রবাবু সবিনয়ে বললেন।
    --- ' আপনার কি মনে হয় ... বডি যেখানে পাওয়া গেছে আর অকারেন্স অফ ক্রাইম, দুটো একই স্পট ? '
    --- ' এ..ই দেখুন কলতানবাবু ... এ তো বিরাট জটিল প্রশ্নের সামনে ফেলে দিলেন আমাকে ... এটা কি করে বলি বলুন তো ? তাছাড়া বডির স্পটটা তো ভিজিটই করতে পারিনি এখনও। যাব যাব ... অ্যাজ সুন অ্যাজ পসিবল... '
    কলতান বিড়বিড় করল, ' পসিবল আর কখনই হবে না ভালই জানি চাঁদু ... '
    --- ' কিছু বললেন নাকি ? '
    --- ' না না ... আর কিছু বলার নেই। উঠি এখন ... অনেক কাজ বাকি ... '
    কলতান উঠে দাঁড়াল। সব্যসাচী বললেন, ' কোন সাহায্য দরকার হলে বলবেন কিন্তু ... আমার হাত বাড়ানোই রইল ... '
    কলতান ভাবল, তোমার হাত তো বাড়ানো রইল। কিন্তু সেটা বন্ধুর না শত্রুর সেটা জানার জন্যই একটা তদন্ত প্রয়োজন। কেসটা বেগ দেবে মনে হচ্ছে।
    সে যাই হোক, কলতান ঠিক করল এবার সহদেব মাহাতোর বাড়িতে যেতে হবে। পরবর্তী গন্তব্য হল সহদেবসহ তেঁতুলতলার ঝোপের মধ্যে পুকুরধারের ক্রাইম স্পট।

    শ্রীবাস্তবদের তিনতলা বাড়ি অনেকটা জমির ওপর দাঁড়িয়ে আছে। প্রায় দশ কাঠা হবে। বাড়ির এক পাশে বেশ বড় মাপের বাগান। তাতে রকমারি ফুল ও ফলের গাছের সমারোহ। অনেক কেয়ারি করতে হয়। দক্ষতাসম্পন্ন মালি ছাড়া তা সম্ভব নয়। বাগানের একপাশে একটা অ্যাসবেসটসের ছাউনিওয়ালা ঘর। পাশে শৌচাগার আছে। সেই ঘরে বাগানের মালি সহদেব তার পরিবার নিয়ে থাকে। পরিবারে ছিল মোট চারজন। বড় মেয়ে রানি চলে যাবার পর এখন হয়ে গেছে তিনজন।
    প্রকাশরা তিন ভাই। প্রকাশ মেজ। সে দোতলায় থাকে। বড় ভাই সুরেশ পরিবার নিয়ে থাকে তিনতলায়। সে অনেকদিন ধরে কিডনি সংক্রান্ত নানা রোগে আক্রান্ত। মাঝেমাঝেই ডায়ালিসিস করতে হয়। আর ছোট ছেলে মনোজ আছে পুত্র কলত্র সহ একতলায়।
    তাদের বাবা মা এখানে থাকে না। বড়বাজারে থাকে।
    কলতান বাড়ির গেটের কাছে এসে দাঁড়াতে প্রকাশ দোতলার বারান্দা থেকে দেখতে পেল। কলতান আজ আসতে পারে আন্দাজ করে সে আজ বাড়ি থেকে বেরোয়নি। প্রকাশ তাড়াতাড়ি নীচে নেমে এল।
    --- ' আসুন আসুন স্যার ... '
    কলতান ভেতরে ঢুকে বলল, ' আগে সহদেবের কাছে যাব। একাই যেতে চাই, তারপর আপনার কাছে যাচ্ছি ... ওকে পাওয়া যাবে এখন ? '
    --- ' আচ্ছা আচ্ছা ... ঠিক আছে যান ... হ্যাঁ আছে ওদিকে। আমি ঘরে আছি ... '

    সহদেব আর তার বউ মানু ঘরের বাইরে বাগানের কাজ করছিল উবু হয়ে বসে। কলতানকে দেখে মানু মাথায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়াল। কলতান লক্ষ করল মানুর গায়ের রঙ কিন্তু কালো নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। বয়স সাতাশ আঠাশ হবে। দেহসৌষ্ঠব রীতিমতো আকর্ষণীয়।
    সহদেব আপ্যায়নমূলক হাসি হেসে এগিয়ে এল কলতানের দিকে।
    --- ' আসুন বাবু ... আপনার আসতে কোন কষ্ট হয়নি তো ... '
    --- ' না না ... এইটুকু আসতে আর কি কষ্ট হবে ? '
    চোখের ইশারায় মানুর দিকে দেখিয়ে বলল, 'বউ ?'
    সহদেব ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিয়ে বলল, ' হ্যাঁ বাবু ... মান্ডবী ... মানু বলে সবাই ... '
    --- ' হমম্ ... তোমার ছোট মেয়ে কোথায় ? '
    --- ' কাজে গেছে ... '
    --- ' ওই টুকু মেয়ে কাজে ! কি কাজে ? '
    --- ' এই বাবুদের বাড়িতেই ঝাড় পোঁছের কাজ করে সকালের দিকে ... বাবু দয়া করে কাজটা দিল ... টাকা দেয় ... ওর নাম তিন্নি ...
    --- ' কোন বাবু ? '
    --- ' প্রকাশবাবু ... আমাকে যে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিল ... '
    --- ' ও আচ্ছা। তুমি এখানে কতদিন কাজ করছ ? '
    --- ' সাত বছর হবে বাবু ... '
    --- ' তুমি কি প্রথম থেকে পরিবার নিয়ে আছ এখানে ? '
    --- ' না না ... এরা এসেছে বছরখানেক হবে ... '
    --- ' হমম্ ... ওদের সঙ্গে আমি পরে কথা বলব ... এখন চল ... '
    --- ' কোথায় ? '
    --- ' তেঁতুলতলায় ... ওই ঝোপের ভেতর পুকুর ধারে ... '
    --- ' ও ... আচ্ছা দাঁড়ান। বাবুকে বলে আসি ...'
    সহদেব চলে গেল। পাঁচ মিনিটের মধ্যেই ফিরে এল।
    --- ' হ্যাঁ বাবু চলুন ... '
    যেতে যেতে কলতান জিজ্ঞেস করল, ' বাবু কি বলল ? '
    --- ' বলল, যা ... ওনাকে ঠিকমতো দেখিয়ে দিবি সবকিছু ... '

    যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সে জায়গাটা প্রকাশদের বাড়ি থেকে হাঁটা রাস্তায় প্রায় পনের মিনিট।
    সহদেব বলল, ' দাঁড়ান বাবু রিক্শা ডাকি ... '
    কলতান বলল, ' না না ... রিক্সা টিক্শা লাগবে না হেঁটে যাব ... নীতিনের দোকানটা এই রাস্তাতেই পড়বে তো ? '
    --- ' হ্যাঁ বাবু ... ওই সামনে। আসুন ... '
    --- ' হ্যাঁ চল ... '

    ( ক্রমশ )

    ****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ০৩ মার্চ ২০২৫ ১১:৩২541453
  • এমন খুনের ঘটনায় সকলের যেন গা সয়ে গেছে! 
  • Anjan Banerjee | ০৩ মার্চ ২০২৫ ১১:৪২541456
  • হমম্ ... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন