এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ১৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৮ মার্চ ২০২৫ | ৮০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
    ( ১৪ )

    নীতিন এল বেশ দেরিতে। এসেই কলতানের কাছে গিয়ে বলল, ' ভাল আছেন স্যার ? '
    --- ' আরে নীতিন যে ... তুমি ভাল আছ তো ? এত দেরি করলে ? '
    --- ' কি করব বলুন ... দোকানে বসতে হয় ... এই দোকান বন্ধ করে এলাম ... '
    --- ' আচ্ছা ঠিক আছে ... বস বস ... '
    নীতিন একটা চেয়ারে বসে পড়ল। একবার হাঁক দিল, ' সহদেবদা ... একটু চা হবে নাকি ? '
    সহদেব উত্তর দিল, ' বস একটু ... গরম করছি ... '
    কলতান বলল, ' আমাকেও দিও একটু ... '
    আবার উত্তর আসল, ' আচ্ছা বাবু ... '
    সুজিত বর্ধন বললেন, ' এত বেলায় আবার চা খাচ্ছেন কেন ? খিদে মরে যাবে না ... '
    কলতান বলল, ' এ ব্যাপারে আমি ভাগ্যবান। আমার খিদে কখনও মরে না ... হাঃ হাঃ .. '
    সুজিতবাবু বললেন, ' তা ভাল ... '
    বলে চুপ করে গেলেন। মনোজ হঠাৎ চেঁচিয়ে উঠল, ' আ...ই ... আউট আউট ! '
    প্রকাশ বলল, ' কে গেল রে ? '
    --- ' হেড ... হেড ... '
    --- ' কে ? '
    --- ' আরে ... ট্রাভিস হেড। এবার দেখি কত করে ওরা... আসল উইকেটটা গেছে ... '
    কলতান মনে মনে ভাবল, ' এটাই হল আসল কথা। আসল উইকেটটা ফেলার দরকার। তারপর খেলাটা অনেক সহজ হয়ে যায় ... '
    নীতিন উঁচু দাঁত বিকশিত করে বলল, ' শালারা এইবার বুঝবে ঠ্যালা। বুমরাই সাবাড় করবে ওদের ... '
    সুজিতবাবু বললেন, ' আরে না না ... খেলার এখনও অনেক বাকি ... ওদের লোয়ার অর্ডার খুব স্ট্রং ... অত সোজা না ... তুমি থাম তো ... '
    নীতিন আর কথা বাড়াল না। সহদেবের বউ এসে কলতান আর নীতিনকে দুকাপ চা দিয়ে গেল। নীতিন সড়াৎ করে একটা চুমুক মেরে বলে উঠল, ' ওঃ ... ঠোঁট পুড়ে গেল ... '
    সুজিত বর্ধন বললেন, ' ওরকম হাভাতের মতো গরম চায়ে চুমুক মারতে গেলে কেন ? কি বুদ্ধি ! তোমার কপালে যে কি আছে কে জানে ...বোগাস !'
    নীতিন মুখ গোঁজ করে চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল জুড়োবার অপেক্ষায়। সুজিতবাবুর প্রতিক্রিয়া দেখে কলতানের মনে হল, তিনি নীতিনের ধরণ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে সম্যক পরিচিত। তবে তার বিরক্তির প্রকাশটা একটু বাড়াবাড়ি রকমের হল বলে মনে হল কলতানের।
    মানু মনোজের কাছে গিয়ে বলল, ' চা খাবেন নাকি ছোড়দা ? '
    মনোজ মোবাইল থেকে চোখ না সরিয়েই বলল, ' না ... না ... বেকার ডেলিভারি ... লেগস্টাম্পে হাফভলি ... ফালতু চার খেল একটা ... '
    মান্ডবী সরে গেল। মনোজের চোখের চাউনি নাকি ভাল না ! কি জানি ...
    প্রকাশ বলল, ' কে ... বল করছে কে ? '
    --- ' সিরাজ ... সিরাজ ... '
    কলতান মনে মনে আঁকিবুকি কাটছে। তার মনে পড়ে গেল তেঁতুলতলার ঝোপের মধ্যে একটা দশ টাকার কয়েন পেয়েছিল সে। সেটা এখনও তমালের কাছে আছে। রিপোর্ট কিছু পাওয়া যায়নি এখনও। কিছু তো আসবে নিশ্চয়ই।
    ফিরে গিয়ে অনেক কাজ বাকি। তার আগে এখানকার এই রাউন্ডের কাজগুলো গুটিয়ে নিতে হবে।
    কলতান নীতিনের দিকে তাকিয়ে আচমকা বলল, ' নীতিন তোমার দোকানের টফি ক'টা খাইও তো ... কোন লোকাল কোম্পানির বোধহয় ... খুব টেস্টি... '
    --- ' হ্যাঁ স্যার ... খানাকুলের কোম্পানি। কিন্তু আপনি কোথায় খেলেন ? '
    --- ' তাই তো কোথায় যেন খেলাম ... ঠিক মনে পড়ছে না। তবে কলকাতায় খাইনি এটা শিয়োর ... এখানেই কোথায় যেন খেলাম ... খুব টেস্টি কিন্তু ... মিস্টার বর্ধন, আপনি নীতিনের দোকানের টফি খেয়েছেন নাকি ? '
    সুজিতবাবু অবহেলাভরে কথাটা উড়িয়ে দিয়ে বললেন, ' আরে না না ... আমি ওসব ...দূর দূর ...'
    --- ' কেন ? টেস্ট তো বেশ ভাল ...'
    --- ' তা হবে হয়ত... আমি ওসব ... না না ... দূর ...' সুজিতবাবু ওদিকে তাকিয়ে বললেন, ' কিরে ... হল ... কদ্দুর ? '
    সহদেব গলা তুলে বলল, ' এই ... হয়ে গেছে বাবু ... আর পাঁচ মিনিট ... '
    --- ' দেখ দেখ ... আর সহ্য হচ্ছে না ... সময়ের কোন দাম নেই নাকি ... '
    সুজিত বর্ধনের কি সহ্য হচ্ছে না ঠিক পরিষ্কার হল না।
    কলতান প্রকাশকে বলল, ' আপনি নিশ্চয়ই খেয়েছেন ? '
    --- ' কি ? '
    --- ' ওই চকলেট বা টফি যাই বলুন ... '
    --- ' না ...আঃ ... আমি ওসব চকলেট টকলেট খাই না ... হ্যাঃ হ্যাঃ ... আপনি হঠাৎ চকলেট, টফি এসব নিয়ে পড়লেন কেন স্যার ... '
    --- ' না, মানে ... ভাল লেগেছিল তাই বললাম ... আমার কিন্তু চকলেট খুব প্রিয়। নীতিন একডজন এনে দিও তো তোমার দোকান থেকে। যাবার সময় নিয়ে যাব ... '
    নীতিন দাঁত বার করে বলল, ' নিশ্চয়ই স্যার ... নিশ্চয়ই স্যার ... আপনি বলেছেন ... ব্যাস এই যথেষ্ট ... খাওয়া দাওয়া করে নিই তারপর নয় ...'
    --- ' হ্যাঁ হ্যাঁ ... আরামসে... আরামসে... '
    কলতান দেখল সুজিত বর্ধন আর প্রকাশ শ্রীবাস্তব নীতিনের দিকে তাকিয়ে আছে।
    এই সময় মনোজ আবার চেঁচিয়ে উঠল, ' ক্যারি আউট ... অ্যালেক্স ক্যারি... কতক্ষণ আর খেলবি ব্যাটা ? '
    কলতান বলল, ' উইকেট তা'লে পরপর পড়ছে ? '
    মনোজ উচ্ছ্বসিতভাবে বলল, ' হ্যাঁ ... একদম একদম ... কোয়ালিটি ডেলিভারি হলে উইকেট পড়বে না মানে ? '
    কলতান মনোজের সঙ্গে একমত হল।
    বলল, ' ঠিকই তো ... কোয়ালিটি ডেলিভারি হলে ব্যাটসম্যানদের ডিফেন্স ভাঙতে বাধ্য ... '

    খাওয়া দাওয়া শেষ হল সুষ্ঠুভাবে। সকলেই পঞ্চমুখে মানুর রান্নার প্রশংসা করতে লাগল।
    কলতান তো করলই। বারংবার করল এবং বলল, ' আবার আর একদিন এরকম পিকনিক করার ইচ্ছে থাকল, তেমন গরম পড়ার আগেই ... তবে, তদন্ত শেষ হওয়ার আগে নয় অবশ্য ... কি বলেন স্যার ? '
    থানার ও সি সব্যসাচী পাত্র এতক্ষণ চুপচাপ বসে এর ওর মুখের দিকে তাকিয়ে তাদের কথা শুনছিলেন আর মিটিমিটি হাসছিলেন। তিনি কলতানের কথা শুনে ঘাড় নেড়ে বললেন, ' অফ কোর্স... অফ কোর্স ... সার্টেনলি ইয়েস ... '
    নীতিনের গায়ের জামা ঘামে জবজব করছে। সে একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। চেয়ারটাতেও চ্যাটচেটে ঘাম লেগে গেছে স্বাভাবিকভাবে। কলতান ঠিক করে ফেলেছে ওই ঘামটা তার চাই যেভাবেই হোক। ওই ঘামের এই মুহূর্তে অনেক দাম তার কাছে।
    খাওয়াদাওয়ার পর্ব শেষ হবার পর নীতিন গেল তার দোকানে কলতানের জন্য টফি আনতে।
    কলতান ধীর পায়ে সবার অলক্ষ্যে নীতিনের চেয়ারটার কাছে গিয়ে দাঁড়াল। তার হাতে একটা ধবধবে সাদা সূতির রুমাল। সে দেখতে পেল সোনায় সোহাগাদানার মতো চেয়ারের পিছন দিকে ঘামে লেপটে আছে দুটো চুল। বাকিরা এদিকে ওদিকে কথা বলতে ব্যস্ত।

    আরও আধঘন্টা বাদে কলতান বলল, ' আমি এবার বেরোব। চারটে সতেরর ট্রেন ধরব। আবার কবে আসব আগেই জানিয়ে দেব। আর একটা পিকনিক করার খুব ইচ্ছে আমার ... '
    সব্যসাচীবাবু বলে উঠলেন, ' ইয়েস ইয়েস ... হোয়াই নট ... '
    কলতান বলল, ' প্রকাশজি আপনি এখনও ফোন নাম্বারগুলো পাঠালেন না ... '
    --- ' এত ব্যস্ত হচ্ছেন কেন স্যার ... আপনি বাড়িতে বসেই ওগুলো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি ... '
    --- ' সো কাইন্ড অফ ইউ ... '
    প্রকাশ হেসে বলল, ' মেনশান নট স্যার... '

    বসন্ত রঙে রঙে ছুপিয়ে ঝেঁপে নেমেছে মাহিরের চারি পাশে।

    ( ক্রমশ )

    *****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০৮ মার্চ ২০২৫ ০০:২৮541518
  • গল্প শেষের দিকে...
  • :|: | 2607:fb90:bd19:a5bb:8592:bdc1:9a76:***:*** | ০৮ মার্চ ২০২৫ ০০:৫৪541519
  • "সাসপেক্টের ঘাম রক্ত চাই" বলা হয়েছিল কোনও এক পর্বে। ঘাম এবং রক্ত - নাকি - ঘাম অথবা রক্ত সেটি বিশেষ করে বলা ছিলো না। তো দ্বিতীয়টিরও কি দরকার আছে?  
  • Anjan Banerjee | ০৮ মার্চ ২০২৫ ০৯:৪২541521
  • যে কোন একটা হলেই হবে । দুটো হলে আরো ভাল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন