এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ৭

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৪ মার্চ ২০২৫ | ৭৩ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
    ( ৭ )

    বিকেল পাঁচটা নাগাদ ডোরবেল বেজে উঠল। কলতান দরজা খুলে অবাক হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন সুকমল পালধি।
    কলতানকে দেখে একগাল হেসে বললেন, ' হ্যালো ব্রাদার ... '
    --- ' আরে কমলদা ... আসুন আসুন ... হোয়াট আ প্লেজ্যান্ট সারপ্রাইজ ... '
    --- ' দু একদিন ধরে আমার একটা হাঞ্চ হচ্ছিল ...'
    --- ' কি ব্যাপারে ? '
    --- ' তোমার এই ডানকুনি অপারেশানের ব্যাপারে ... '
    --- ' ও আচ্ছা আচ্ছা ... কোয়াইট ন্যাচারাল। আমি আপনাকে একটু পরে ফোন করতে যাচ্ছিলাম। আপনার হেল্প লাগবে কমলদা ... '
    --- ' সব্যসাচী পাত্রের ব্যাপারে নিশ্চয়ই ... ' সুকমলবাবু বললেন।
    --- ' একদম একদম। দুটো ক্যারেক্টার এক্সপ্লোর করা হয়নি এখনও। এটা করতে হবে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল ... '
    --- ' একটা তো বুঝলাম সব্যসাচী, আর একটা কে ? '
    --- ' সুজিত বর্ধন ... '
    --- ' সে কে ? '
    --- ' ওখানকার কাউন্সিলরের চামচা টামচা হবে। প্রকাশ শ্রীবাস্তবের জিগরি দোস্ত দেখলাম ... '
    --- ' সেটা অবশ্য অস্বাভাবিক কিছু না। বিজনেস করতে গেলে একটু আধটু পলিটিকাল কানেকশন রাখতেই হয়। ডায়রেক্ট নেতার সঙ্গে সম্ভব না হলে কোন চামচার সঙ্গে হলেও চলবে। কিন্তু সাম সর্ট অফ হবনবিং একটা চাইই চাই ... ' সুকমলবাবু বললেন।
    --- ' অ্যাবসোলিউটলি। সুজিত বর্ধনের ব্যাপারটা ছেড়ে দিন। ওটা আমি ট্রাই করব। শুধু থানার আই সির ব্যাপারটা ... '
    --- ' হ্যাঁ ... ওটা দেখতে হবে। আসলে একটা পার্টিকুলার পুলিশ স্টেশনের প্রসিডিয়োরাল অ্যাকশানের ব্যাপারে আমার ইন্টারভেন করাটা ঠিক নয়। বিশেষ করে একজন রিটায়ার্ড পুলিশ পার্সোনেল হিসেবে ইটস কোয়াইট আনবিকামিং টু ডু ... '
    --- ' তাতে কোন সন্দেহ নেই কমলদা। তবে মনে হয় সাধারণ কথাবার্তা বলা যেতে পারে পরিচিত লোক হিসেবে ... তাতে নিশ্চয়ই ইন্টারভেনশান হবে না ... '
    --- ' সার্টেনলি নট ... আচ্ছা দাঁড়াও দেখছি।এখনই একবার কল করা যাক। নাও, স্পিকার অন রাখলাম ... '
    সুকমলবাবু সব্যসাচী পাত্রের নম্বর ডায়াল করলেন।
    দশ বারো সেকেন্ড সময় লাগল ওদিকে ফোন তুলতে।
    --- ' হ্যাঁ স্যার ... গুড আফটারনুন ... কেমন আছেন ? ' সব্যসাচী পাত্রের গলা পাওয়া গেল।
    --- ' ওকে... ঠিক আছি ... আপনার সব কিছু অর্ডারলি চলছে তো ... তেমন খবর কিছু পাচ্ছি না ... '
    --- ' ওই রেপ অ্যান্ড মার্ডার কেসটার কথা বলছেন তো ? রেপটা অবশ্য কনফার্মড হয়নি ... '
    সব্যসাচীবাবুকে খোঁচাখুঁচি করতে হল না। তিনি নিজেই প্রসঙ্গটা তুললেন।
    --- ' মার্ডারটা কনফার্মড তো ? ' সুকমলবাবু লাগামটা ধরে নিলেন।
    --- ' কি যে বলেন স্যার ? '
    --- ' আমার কেসটার ব্যাপারে ডিপ কনসার্ন রয়েছে বলেই এ নিয়ে কথা বলছি। কিছু মাইন্ড করছেন নাতো ? '
    সব্যসাচীবাবু একই কথার পুনরাবৃত্তি করলেন---
    ' কি যে বলেন স্যার ... '
    কলতান বুঝতে পারল এ হচ্ছে ট্রেডমার্ক তেলমারা পুলিশচরিত্র।
    সুকমলবাবু সরাসরি বললেন, ' পি এম রিপোর্ট এল ? এমনি... আউট অফ কিউরিওসিটি জানতে চাইছি। এটা অন্যভাবে নেবেন না ... আপনি কিছু বলবেন কিনা সেটা আপনার প্রিরোগেটিভ... '
    --- ' অন্যভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না স্যার ... '
    সব্যসাচী বলে উঠলেন, ' ... ওটা কোন ব্যাপার না। আমার আবার প্রিরোগেটিভ কি ? কি যে বলেন স্যার। পি এম রিপোর্ট পেলে ইমিডিয়েটলি প্রসিড করব জুডিশিয়ালি ... এফ আই আর তো করাই আছে। আর বলেন তো কলতান গুপ্তকেও পার্টি করার চেষ্টা করব। উনি সেদিন এসেছিলেন। কিন্তু স্টাফ এত শর্ট ... '
    --- ' স্টাফ শর্ট তো কি ? '
    --- ' না ... বডি রিট্রিভ করতে খুব প্রবলেম হয়েছে ... লোক নেই ... '
    --- ' কলতান গুপ্তকে পার্টি করাটা ইজ সাবজেক্ট টু হিজ কনসেন্ট। সে কথা যাক, সিজার লিস্ট রেখেছেন তো ... '
    --- ' হ্যাঁ ... ওই করেছি একটা ... '
    --- ' হুমম্ ...স্যাম্পল কালেকশন কোথায় হয়েছে ? '
    --- ' পি এম ডিপার্টমেন্টে। ওরাই মনে হয় পাঠাবে ফরেনসিকে ... '
    --- ' আপনি ক্লিয়ারলি জানেন না ? '
    --- ' না মানে ... আপনি তো সবই বোঝেন ... আমরা কতটা লো প্রোফাইল ইয়ে ... ওপরে যারা আছে ... সবই তো বোঝেন ... '
    --- ' হমম্ ... ঠিক আছে, রাখছি এখন। মিস্টার কলতান গুপ্ত আবার যোগাযোগ করবেন আপনার সঙ্গে ... '
    --- ' ওকে স্যার ... অসুবিধে নেই ... '
    এই সময়ে কলতান এক টুকরো কাগজে কি সব লিখে সুকমলবাবুর দিকে বাড়িয়ে দিলেন।
    সুকমলবাবু কাগজটার দিকে চোখ রেখে বললেন, ' হ্যাঁ আর একটা কথা ... মিস্টার পাত্র ... ইফ ইউ ডোন্ট মাইন্ড ... '
    --- ' না স্যার বলুন না ... আমি সামান্য পুলিশ অফিসার ... '
    --- ' না ... একটা ডিপার্টমেন্টাল প্রোটোকল বলে তো ব্যাপার আছে ... বলছি যে, এর মধ্যে শ্রীবাস্তবদের কেউ কিংবা সহদেব মাহাতো আপনার সঙ্গে কোন যোগাযোগ করেছিল নাকি ? '
    --- ' না স্যার ... ওরা আমার কাছে আসবে কেন ? পুলিশের লোককে সবাই অ্যাভয়েড করে চলতে চায় ... বরং কলতান গুপ্তের সঙ্গে ওদের ভাল কানেকশন আছে বলে আমার মনে হয় ... '
    --- ' হমম্ ... তা হবে হয়ত ...ঠিক আছে। আপনি কি এখন থানায় আছেন ? '
    --- ' হ্যাঁ স্যার ... কোথায় আর থাকব ... একাই আছি ... '
    --- ' একাই আছেন থানায় ? '
    --- ' হ্যাঁ স্যার ... '
    --- ' ওকে ... ঠিক আছে, আবার পরে কথা হবে ... টেক কেয়ার ... '

    সুকমলবাবু ফোন কেটে দিয়ে কলতানের দিকে তাকালেন।
    কলতান ঘড়ি দেখল, পাঁচটা বেজে একুশ মিনিট।
    --- ' শুনলে তো সব ... কি বুঝছ ? ' সুকমলবাবু বললেন।
    --- ' বোঝার চেষ্টা করব পরে ... কল রেকর্ড করা হয়েছে, না ? '
    --- ' ইয়েস ইয়েস ... '
    --- ' ওটা কাইন্ডলি আমার সেটে ট্রান্সফার করে দিন কমলদা ... '
    --- ' আচ্ছা আচ্ছা ... '
    কলতান বলল, ' সুজিত বর্ধনকে একটু নাড়াচাড়া করে তারপর মাঠে নামব খেলাটা খেলতে। অবশ্য এর মধ্যে যদি অঘটন কিছু না ঘটে। ঘটলে আবার খেলাটা পিছিয়ে যাবে ... '
    --- ' তা'লে কবে ? '
    --- ' কালকের দিনটা হাতে রাখছি। কিছু কাজ আছে। ক'টা চাল দিতে বাকি আছে ... '
    সুকমলবাবু মুখ তুলে বললেন, ' কিসের চাল ? '
    --- ' দাবার চাল ... '

    ( ক্রমশ )

    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন