এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ১৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৮ মার্চ ২০২৫ | ৭০ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
    ( ১৫ )

    বাড়ি ফিরে সবার আগে তমালকে ফোন লাগাল কলতান।
    --- ' হ্যাঁ বলুন... কলতানদা ... আপনার কথাই ভাবছিলাম। আপনার কেসটা এগিয়েছে কিছু ? '
    --- ' এগিয়েছে খানিকটা। কিন্তু ফাইনাল ট্যাকল করার আগে কোন লুজ এন্ড রাখতে চাইছি না। সে যাই হোক, তুমি আজ একবার আসতে পারবে ? আরজেন্সি আছে ... আজই এলে ভাল হয় ... '
    --- ' হ্যাঁ হ্যাঁ ... আজই যাব আটটা সাড়ে আটটা নাগাদ ... '
    --- ' ঠিক আছে ... চলে এস। ওয়েট করছি ... '

    ফোনটা ছাড়ার পরই কলতানের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ বার্তা ঢুকল।
    কলতান দেখল প্রকাশ দুটো ফোন নম্বর পাঠিয়েছে। কাজ এসে পড়ল ঘাড়ে ওপর। কলতান হাঁকল, ' নমিতাদি কফি কফি ... উঃ মাথা জ্যাম হয়ে আছে ... '

    তমাল এল সাড়ে আটটার একটু আগে।
    --- ' এস এস তমাল। তোমাকে আর একটু খাটাব গো ... '
    --- ' নো প্রবলেম কলতানদা ... নতুন স্যাম্পল আছে নাকি ? '
    --- ' দিচ্ছি ... খুব কনফিডেনশিয়াল কিন্তু, পুরোটাই নিজের হাতে করলে ভাল হয় ... '
    --- ' একদম একদম ... তাই করব ... '
    --- ' আর আর ... '
    --- ' বলুন না ... '
    --- ' কয়েকটা ফোন নম্বর ডিগ করার ব্যাপার ছিল ... ভাবছি কাকে বলব ... '
    --- ' কেন আপনার যিনি ছিলেন ... সাইবার এক্সপার্ট ... সেই ছেলেটা, ওই যে হাজরায় অফিস ... '
    --- ' ও বুঝতে পেরেছি ... সে এখন কলকাতায় নেই, বিদেশে আছে। আমি অবশ্য এনটায়ারলি সাইবার ডিগিং ডিপেন্ডেন্ট হতে চাইছি না ... একটা ভ্যালিড কিউ যদি পাওয়া যায় তা'লেই হবে ... '
    --- ' একটা কথা বলব ? '
    --- ' আমার ওপর ডিপেন্ড করে দেখতে দেখতে পারেন ... '
    কলতান তমালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল।
    --- ' আমি কাজ শুরু করেছি এ লাইনে। খুব কম্পিটিশানের বাজার, ডিফরেন্ট লাইন এক্সপ্লোর করতে না পারলে সারভাইভ করা মুশ্কিল ... এ লাইনে একজন এক্সপার্টের কানেকশন পেয়েছি। কোলাবোরেশানে কাজ করছি বলতে পারেন। অনেক সরকারি কাজও পেয়েছি অলরেডি ... '
    --- ' ও ব্র্যাভো ... হোয়াট আ গুড নিউজ ... ব্যাস ব্যাস ... এর চেয়ে ভাল আর কি হতে পারে। তবে আজ নয়, আমি দু একদিনের মধ্যে জানাব ... আগে টোকা মেরে নিই ... '
    --- ' ঠিক আছে ঠিক আছে ... বলবেন ... '
    --- ' আর একটা কথা। তোমায় আগের দিন যে স্যাম্পল দিয়েছিলাম, মানে বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানকার মাটি টাটি ... তুমি সেদিন বলেছিলে একটা ফেইন্ট ডি এন এ ডিটেকটেড হয়েছে। এখন এই সাদা রুমালের ঘাম আর চুলের থেকে পাওয়া ডি এন এ ম্যাচ করতে হবে। হবে ? '
    --- ' হবে না কেন ? এ তো আমাদের রুটিন জব ... হয়ে যাওয়া তো উচিত ... '
    --- ' দেখ তা'লে ... এর সঙ্গে দশ টাকার কয়েন আর গুদামঘরে পাওয়া প্লাস্টিকের বোতাম এবং তাতে জড়ানো চুল ... '
    --- ' হ্যাঁ ... আন্ডারস্টুড কলতানদা ... '

    এইসময়ে দরজা ঠেলে ঘরে এসে ঢুকল কুলচা। দরজা ভেজানো ছিল।
    কলতান বলল, ' আরে ব্বাস ... কি ব্যাপার রে ... বিনা নোটিসে আগমন ! '
    --- ' চলে এলাম ... ক'দিন ফ্রি আছি ... ভেকেশান আছে ... '
    --- ' গুড গুড ... ভেরি গুড ... '
    --- ' তারপর ... বল তোমার কেস কতটা এগোল ?'
    --- ' এগোচ্ছে। বাড়ি পৌঁছয়নি এখনও ... '
    --- ' পৌঁছে যাবে ঠিক ... তোমার হাতে পড়েছে যখন ... '
    --- ' হমম্ ... এই যে, এ হল তমাল ... ভেরি কমপিটেন্ট ফরেন্সিক এক্সপার্ট। নিজে প্রাইভেট ইউনিট খুলেছে। আর তমাল ... এ হচ্ছে ... '
    তমাল বলল, ' কুলচা ... '
    --- ' ও চেন তুমি ? '
    --- ' জাস্ট গেসওয়ার্ক। নাম শুনেছি আপনার মুখে ... '
    কুলচা হেসে বলল, ' ফিলিং অনারড ... ফিলিং অনারড ... '
    --- ' তুই তা'লে ভিতরে দেখা করে আয় ... আমি তমালের সঙ্গে কাজটা সেরে নিই ... '
    --- ' আচ্ছা আচ্ছা ... '
    কুলচা ভিতরে চলে গেল।

    স্যাম্পলগুলো কলতানের কাছ থেকে নিয়ে তমাল সযত্নে সেগুলো রাখল একটা চ্যাপ্টা মতো বাক্সে। বলল, ' ফোন নম্বরগুলো দিন ... '
    --- দিচ্ছি। আর একটা এনকোয়্যারি ছিল ... '
    --- ' কিরকম ? '
    --- ' ভয়েস সিনক্রোনাইজিং টেস্ট '
    --- ' রেকর্ডেড ? '
    --- ' নিশ্চয়ই '
    --- ' দুটোই আপনার সেটে আছে ? '
    --- ' হ্যাঁ আছে ... '
    --- ' হয়ে যাবে ... ট্রান্সফার করুন। কম্পিটেন্ট স্পেশালিস্ট আছে ... '
    --- ' খুব কনফিডেনশিয়াল কিন্তু ... কলের লোকেশানও ট্র্যাক করতে হবে ... শুধু এটা নয়, কাল আরও পাঠাব ... মেটিকুলাস রেজাল্ট চাই ... এর ওপর অনেক কিছু নির্ভর করছে ... '
    --- ' হয়ে যাবে। আমার ওপর ভরসা রাখতে পারেন ... '
    --- ' সেটা হানড্রেড পার্সেন্ট আছে ... '

    আরো নানা কথাবার্তা, আলোচনার শেষে তমাল কলতানের ঘর থেকে উঠল সাড়ে নটা নাগাদ। কুলচা আবার এসে ঢুকল সেই সময়।
    তমালের দিকে তাকিয়ে বলল, ' চললেন ? '
    --- ' আপাতত। অনেক ভারি ভারি কাজ নিয়ে যাচ্ছি। দেখি কতদূর সামলাতে পারি ... '
    --- ' চিন্তা করবেন না, হয়ে যাবে। তানমামা লোক বুঝেই কাজ দেয় ... অল দা বেস্ট ... আমিও অপেক্ষা করে আছি মিস্টার কলতান গুপ্ত
    আমাকে কবে ডাক দেন ... '
    --- ' ডাক নিশ্চয়ই পাবেন ... আপনার মতো অ্যাসিস্ট্যান্ট পাওয়া কি সোজা ব্যাপার ... আসলাম ... '
    কলতান বলল, ' ব্যাপারটা ভালই ... নে কুলচা টফি খা ... ', বলে তার ব্যাগ থেকে বার করে দুটো টফি দিল ... '
    --- ' হঠাৎ টফি খাওয়াচ্ছ ! কি ব্যাপার ... '
    --- ' খা না ... খুব টেস্টি ... খানাকুলের লোকাল ম্যানুফ্যাকচারার ... এই তো আমিও খাচ্ছি ... ভাল না ? '
    কুলচা মোড়ক ছাড়িয়ে টফি মুখে পুরে বলল, ' বাহ্ ... ফাইন ... '
    -‐--- ' বললাম না ... আচ্ছা দাঁড়া ... টফির রেপারটা একবার ভাল করে দেখি ... '
    মোড়কটা ভালভাবে উল্টেপাল্টে দেখে কলতাল বলল, ' দূর ... বোগাস ... কিস্যু পাওয়া গেল না ... '
    এবার কাফ সিরাপের যে লেবেলটা কুড়িয়ে পেয়েছিল সে মাহিরের গুদামঘরের বাইরে থেকে সেটা বার করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। দেখতে দেখতে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। একদম তলায় ছোট ছোট করে লেখা আছে -- প্রস্তুতকারক : ২৪ নং, চন্ডীপুর বাজার, খানাকুল, হুগলী।
    কলতান স্বগতোক্তি করল, ' এটাও লোকাল জেনেরিক প্রোডাক্ট। কম পয়সায় জমাটি নেশা ... এক্সপোর্টও হয় নিশ্চয়ই। ভাল রে ভাল ... '
    মনে হচ্ছে টফি আর সিরাপের উৎপত্তিস্থল একই।
    বোতলের লেবেলটা আমার হাতে পড়েছে জানলে নীতিনের বোধহয় আর আমাকে টফি খাওয়ানোর উৎসাহ থাকত না। টফি অবশ্য ওর দোকানে গিয়েও কিনে খেতে পারতাম। সেটা আলাদা ব্যাপার।
    কলতান বলল, ' তুই এখানে বস। দুটো ফোন করে নিই আমি ... সাউন্ড অন করে রাখছি। তোর মিলিয়ে নেবার জন্য ... '
    --- ' কি মিলিয়ে নেব ? '
    --- ' আমি যেটা বলছি সেটা মিলিয়ে নিবি ... '
    --- ' বল ... '
    --- ' এর মধ্যে একটা ফোন সুইচড অফ থাকবে। আর একটার উত্তর আসবে আমি কানপুরে আছি ... '
    --- ' প্লিজ গো অ্যাহেড ... '

    কলতান প্রথমে ডায়াল করল যে নাম্বারটা সেটা প্রকাশের সহধর্মিনী সুভদ্রা শ্রীবাস্তবের।
    ওদিক থেকে নারীকন্ঠে মৃদু শব্দে সাড়া এল।
    --- ' হ্যালো ... '
    --- ' হ্যাঁ ম্যাডাম ... সুভদ্রা দেবী বলছেন ? '
    --- ' হাঁ ... আপ কৌন বোল রহে জি ? ', ভদ্র শান্ত কন্ঠ।
    --- ' ম্যাডাম আপনি বাংলা বুঝতে পারেন ? '
    --- ' হাঁ পারি ... বলতেও পারি ... '
    --- ' থ্যাঙ্ক ইউ ... আমাকে আপনি চিনবেন না মিসেস শ্রীবাস্তব ... আমি প্রকাশজির বন্ধু। ডানকুনিতে আপনাদের বাড়িতে যে একটা দুর্ঘটনা হয়েছে সেটা জানেন তো ? '
    --- ' না তো ... কিঁউ কেয়া হুয়া উধার ... কি হয়েছে ? '
    --- ' বাগানের মালি সহদেবের বড় মেয়ের সঙ্গে একটা খারাপ ব্যাপার হয়েছে। প্রকাশ বলল আপনি সব জানেন ... '
    --- ' না না ... ঝুট বাত। আমি তো কিছুই জানিনা ... '
    --- ' ও ... আশ্চর্যের ব্যাপার। কিন্তু ও যে বলল... হয়ত আপনার বাবাকে নিয়ে আপনি ব্যস্ত আছেন বলে আপনি ঠিক বুঝতে পারেননি ... '
    --- ' তা হবে হয়ত ... '
    সুভদ্রাদেবী চুপ করে রইলেন। ফোনে মৃদু নিশ্বাসের আওয়াজ আসছে।
    কলতান বলল, ' হ্যালো ম্যাডাম ... '
    --- ' হাঁ বলুন শুনছি ... কিন্তু আপনি এসব ব্যাপার আমাকে বলছেন কেন ? পুলিশকে বলুন ... '
    --- ' আপনার হাসব্যান্ড আমাকে এ ব্যাপারটায় খোঁজখবর করতে বলেছেন। উনি এই ব্যাপারটা নিয়ে খুব মানসিক কষ্টে আছেন ... '
    --- ' খোঁজখবর করবেন মানে, আপনি কি ইনভেস্টিগেটর ? '
    --- ' খানিকটা সেই ধরণের বলতে পারেন ... '
    --- ' আপনি আমাকে কি করতে বলছেন ? '
    --- ' বলছি যে, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতাম। সব কথা তো ফোনে বলা যায় না ... যদি আধঘন্টার মতো সময় দিতে পারেন, একটু কথা বলা যেত ... জরুরী কথা। আমি প্রকাশের সঙ্গে কথা বলেই আপনাকে ফোন করছি। ও খুব টেনসড হয়ে আছে ... '
    --- ' সে তো বুঝলাম ... কিন্তু আমার সঙ্গে আপনার দেখা হবে কি করে ? '
    --- ' কেন আমি যদি ভবানীপুরে আপনাদের বাড়িতে যাই ? '
    --- ' ভবানীপুরে ! সেখানে কি ? আমি তো আছি কানপুরে। আপনি যদি আসতে পারেন আমি অ্যাড্রেস পাঠিয়ে দিতে পারি ... প্রকাশ কি বলেছে আমার বাড়ি ভবানীপুরে ? '
    --- ' হ্যাঁ, তাই তো বলল ... '
    --- ' ওর কি মাথা খারাপ হয়ে গেছে ? '
    --- ' কি জানি সেটা আপনিই ভাল বলতে পারবেন। আচ্ছা ... প্রকাশের সঙ্গে আপনার কথা বলিয়ে দেব ? ওর মুখ থেকেই শুনে নিন। আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না ... '
    --- ' না না ... বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়। আমার পক্ষে তো আপনার সঙ্গে মিট করাই সম্ভব নয়। কিছু মনে করবেন না। তাছাড়া আমার সঙ্গে কথা বলে আপনি কি পাবেন। আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমি ওর সঙ্গে পরে কথা বলে নেব। যদি কানপুরে আসতে চান জানাবেন। আপনি প্রকাশজির কাছেও কানপুরের অ্যাড্রেস পেয়ে যাবেন। রাখছি এখন ...'
    ফোন কেটে গেল। ফোনের আওয়াজ বাড়ানো ছিল। কলতান কুলচার দিকে তাকিয়ে মুচকি হাসল।
    কুলচা বলল, ' তুমি কানপুরের অ্যাড্রেসটা নিলে না কেন ? '
    --- ' নিয়ে কোন লাভ নেই। ওটা ফেক অ্যাড্রেস হবে। আর একটা কথা জেনে রাখ, ওই ভদ্রমহিলাও ফেক। সাজানো। এটা প্রকাশের ওয়াইফই নয়। এটা কোন সাজানো, মানে ফিট করা মহিলা। একটা উত্তরপ্রদেশের মেয়ের এরকম পরিষ্কার বাঙালী অ্যাকসেন্টে কথা বলা সম্ভবই নয়। আমার ধারণা প্রকাশের সঙ্গে তার বউয়ের কোন কারণে আর সম্পর্কই নেই। কি কারণে বিচ্ছেদ সেটা জানতে তাহলে ভাল হত। দেখা যাক ... '
    --- ' হমম্ ... দেখা যাক ... '
    --- ' আচ্ছা দাঁড়া ... বাকি নাম্বারটা দেখি ... '
    --- ' মানে প্রকাশবাবুর শ্বশুর ? '
    --- ' ইয়েস ... '
    কুলচাকে বিস্মিত করে কলতানের পূর্বানুমান পুরোপুরি মিলে গেল।
    পরের ফোন নম্বর বার্তা দিল যে সে 'সুইচড অফ'।
    আবার কুলচার দিকে তাকিয়ে মুচকি হাসল কলতান। তারপর বলল, ' দাঁড়া ... আগে তমালকে কলগুলো ফরওয়ার্ড করি ... লোকেশান ট্র্যাকিং ইজ দা কি ... '
    --- ' হুঁ ... বুঝলাম স্যার ... '
    --- ' কাল বেশ ধকল যাবে মনে হয় ... '
    --- ' কেন ? '
    --- ' খানাকুলে ঢুঁ মারতে হবে ... চাইলে তুই আমার সঙ্গে যেতে পারিস ... '
    কুলচা উচ্ছ্বসিত হয়ে বলল, ' সত্যি ! '
    --- ' হ্যাঁ ... তবে শুধু টাইম পাস করতে নয় ... মহিলা সঙ্গে থাকলে প্রায়শই কাজ হাসিল করা সহজ হয় ... ' কলতান জানাল।
    --- ' ওক্কে ... গট ইয়োর পয়েন্ট ... '

    ( ক্রমশ )

    ****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd19:a5bb:8592:bdc1:9a76:***:*** | ০৮ মার্চ ২০২৫ ১০:২৩541522
  • উইমেনসডেতে কুলচাকে আশা করেছিলাম। এখন সাসপেক্ট না মিললেও দুঃখ নাই।  
  • Anjan Banerjee | ০৮ মার্চ ২০২৫ ১১:১৩541523
  • ও আচ্ছা ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন