এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রানি ও কলতান - ২৩

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ মার্চ ২০২৫ | ৬৭ বার পঠিত
  • ( ২৩ )

    তমাল এসেছে সাড়ে আটটার আগে। এখন রাত দশটা বেজে গেছে।
    তমাল বলল, ' ডি এন এ ডিটেক্টেড হয়েছে রুমালে লেগে থাকা ঘাম আর চুলের স্যাম্পল থেকে ... '
    কলতান বলল, ' এখন কাজ হল চেয়ার থেকে রুমালে লাগিয়ে নেওয়া ঘাম আর চুল, তেঁতুলতলার ঝোপ থেকে পাওয়া মাটি আর দশ টাকার কয়েন আর গুদামঘর থেকে পাওয়া প্লাস্টিকের বোতামে লেগে থাকা ডি এন এ মেলানো। আর অন্যদিকে প্রকাশের ঘরের বাইরে কালো পুঁতি থেকে পাওয়া ডি এন এ তিন্নির দেওয়া স্যাম্পলগুলোর সঙ্গে ম্যাচ করানো। ধরেই নেওয়া যেতে পারে পুলিশের করানো ফরেন্সিক রিপোর্ট পেতে অনন্তকাল অপেক্ষা করতে হবে ... '

    --- ' কাফ সিরাপের বোতল থেকে কোডিন-এর পার্সেনটেজ বার করতে অবশ্য কোন অসুবিধে হয়নি ... হাই সিডেটিভ এলিমেন্ট। তবে আপনার কালেক্ট করা মাটি আর কয়েন থেকে ক্লিয়ার কিছু পাওয়া গেল না ... '
    --- ' ঠিক আছে, না পাওয়া গেলে আর কী করা যাবে। মানিয়ে নিতে হবে ... '
    কুলচা বলল.... সবই তো বুঝলাম, কিন্তু কালপ্রিট প্রমাণ হবে কিভাবে ?
    কলতান --- ধরিয়ে দেবে সময় ... একজন আর একজনকে ... শ্যুটিং স্পটে ...
    --- ' হমম্ ... বোঝার চেষ্টা করছি ... '
    --- ' চেষ্টা কর ... চেষ্টা কর ... '
    কুলচা বলল, ' আচ্ছা ... এই লাস্ট স্যাম্পলগুলো তিন্নি কোথায় পেয়েছিল ? '
    --- ' সেটা বলেনি। তবে আমার ধারণা, প্রকাশের ফ্লোরেই পেয়েছিল ... ' কলতান বলল।
    তমাল বলল, ' আমি তাহলে উঠি। আমি এই স্যম্পলগুলো ম্যাচ করে দেখি, তারপর নয় ... '
    --- ' ক' দিন লাগতে পারে ? '
    --- ' এই ... দু একদিন ... জানাব ... '
    --- আচ্ছা ... তবে ফরেন্সিক যুদ্ধই তো সব নয়, আসল হল সাইকোলজির যুদ্ধ। এটা পুলিশও পারে কিন্তু তারা নিজেরাই তো সাইকিয়াট্রিক পেশেন্ট। কাজেই আমাকেই যুদ্ধে নামতে হবে। ইটস এ সাইকোলজিকাল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক ওয়ার ফর মি। ল্যাব টেস্ট, ডি এন এ ম্যাচিং এটসেটরা হয়ত একটা সাপোর্টিং রোল প্লে করতে পারে কিন্তু শেষ কথা বলবে স্ট্র্যাটেজি ... '
    বলে নর্ম্যান ট্রুম্যানের কথাগুলো বলল --- ' It can be performed with sheer human acumen ... without any forensic exercise whatsoever ... '
    তমাল বুঝে বা না বুঝে বলল, ' ও ওও ... তা হবে ... আচ্ছা আসি এখন, রাত হয়ে যাচ্ছে। খবর দেব ... কলতানদা ... '

    তমাল চলে যাবার পর কুলচা বলল, ' তাহলে অপারেশনটা কবে হচ্ছে ? '
    --- ' তিন্নির স্যাম্পলের রিপোর্টটা পাবার পর। মনে হয় পরশুদিন পেয়ে যাব ... '
    --- ' লোকেশানে আমি থাকব তো ? '
    --- ' অবশ্যই। হিরোয়িনকে হ্যান্ডল করার দরকার হতে পারে। এখন দেখা যাক কালকের দিনটায় কি ঘটে ... এখন ডিনারটা সেরে ফেলা যাক ... '

    পরদিন সকাল সাড়ে আটটা নাগাদ প্রকাশের ফোন এল।
    --- ' মিস্টার গুপ্ত গুড মর্নিং ... '
    --- ' মর্নিং মর্নিং ... সব ঠিকঠাক আছে তো ? '
    --- ' হুঁ ... তা আছে। বলছি যে ... আবার একদিন আমাদের এখানে পিকনিক করবেন বলছিলেন, সেটা কবে হবে ঠিক করেছেন নাকি ?'
    --- ' এই সাত সকালে হঠাৎ পিকনিকের খোঁজ ? '
    --- ' না, মানে ... ভাবলাম একবার খবর নিই। আমিই তো ধরতে গেলে হোস্ট ... আগে থেকে জানা থাকলে সুবিধে হয় ... '
    --- ' না না ... হোস্টই হোন আর গেস্টই হোন ওটা নিয়ে কোন টেনশন নেবেন না। সামান্য ব্যাপার।বরং কাকে কাকে নেমন্তন্ন করবেন সেটা ঠিক করে ফেলুন। প্রোগ্রাম বেশ জমাটি হওয়া চাই... আর হ্যাঁ, রান্না কিন্তু মানুরই করা চাই ... '
    --- ' হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ... তাছাড়া আর কে আছে ? তৈরি থাকবে ... '
    --- ' হ্যাঁ, তৈরি অবশ্যই থাকবেন সবাইকে নিয়ে ... আমি দু একদিনের মধ্যে জানিয়ে দেব ... আমারও কিছু গেস্ট আছে ... বুঝলেন তো প্রকাশজি ...
    --- ' নো প্রবলেম ...নো প্রবলেম ... চলে আসুন মিস্টার গুপ্ত ... প্রোগ্রাম জমবে ... '
    --- ' হ্যাঁ ... তা জমবে ... '
    ফোন ছেড়ে দিল কলতান।
    ভাবল, ' ভেবে দেখার মতো ব্যাপার। প্রকাশ শ্রীবাস্তব কি এত আনাড়ি খেলোয়াড় হবে। মনে হয় না ... '

    ( পরের পর্বে )

    *****
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন